নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য সময়ের দাবী

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১১

সময় এসেছে বাংলাদেশের সব ঘরানার ইসলামি দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর। মাওলানা মামুনুল হক সাহেবের বক্তব্যে সেই সুর পেয়েছি, তারা চেষ্টা করবেন ইংশাআল্লাহ। জামায়াতে ইসলামী, তাবলীগ, হেফাজতে ইসলাম, আহলে হাদীস/সালাফী, চর মোনাই, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এরকম যত দল আছে, তাদের ইসলামের মূলনীতির আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাট এখতেলাফ থাকবে, তবে ওলামারা যদি এই দলগুলোকে মুসলমানদের দল হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে কোন বাঁধা দেখি না।

আজকে প্রথম আলোর রিপোর্টে জানতাম পারলাম, জামায়াতে ইসলামী বিভিন্ন ইসলামী দলের সাথে বৈঠকে বসছে। আমার প্রস্তাব, আপনারা সব দলগুলো প্রয়োজনে সপ্তাহব্যাপী ওয়ার্কশপে বসুন। বোর্ডে লিখুন, কোন কোন বিষয়ে আপনারা মতপার্থক্য করছেন। সেগুলো যদি ঈমান, আকিদা এসব বিষয়ে হয়, তাহলে কুরআন এবং সুন্নাহ’র আলোকে তার সমাধান করুন, ঐকমত্যে আসুন। এটাতো এমন কোন কঠিন বিষয় হওয়ার কথা না যেহেতু আপনারা সবাই মুসলমান। আপনারা বিভক্ত থাকলে সাধারণ মুসলমানরা কই যাবে? এটা খুব লজ্জার কথা না যে ইসলাম বিদ্বেষীরা সবাই এক জোট আর মুসলমানরা এত দলে বিভক্ত?

এবার যদি ইসলামী দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারে, তাহলে বাকী জীবন হয়ত সাইড লাইনে বসে খেলাই দেখতে হবে, আল্লাহ’র আইন এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা স্বপ্নই থেকে যাবে। মুসলমানদের ওপর আওয়ামী লীগের সীমাহীন অত্যাচার নির্যাতন আসলে বুমেরাং হয়ে এসেছে। মানুষ ইসলামকে আরো ভালভাবে জানতে চেষ্টা করেছে এবং প্রাকটিসিং মুসলিমদের সংখ্যাও বেড়েছে। তাই ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ বিজয় দিবেন ইংশাআল্লাহ।

পরিশেষে মুসলমান ভাই-বোনদের জন্য কুরআন থেকে একটি নসীহা। মসজিদে এই আয়াতের তাফসীর শুনছিলাম ইমাম সাহেবের মুখ থেকে। সূরা নিসা’র ৮৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানা তা’লা বলেছেন,

"যে লোক সৎকাজের জন্য কোন সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্যে সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।"

আমরা যখন আগামী নির্বাচনে ভোট দিতে যাব, তখন কুরআনের এই আয়াতের কথা আমাদের মনে রাখতে হবে। আমার বা আমাদের ভোটে যদি কোন অসৎ লোক শাসন ক্ষমতায় চলে যায় যে আল্লাহর হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে না, দুর্নীতি বা জুলুমে লিপ্ত হবে, তাহলে ঐ লোকের গোনাহের দায়ভার আমার ওপরেও বর্তাবে আর এভাবে আমি আমার দুনিয়া এবং আখিরাত নষ্ট করলাম। পক্ষান্তরে, যদি এমন কোন দল বা প্রার্থী থাকে যারা অন্যদের তুলনায় দৃশ্যমানভাবে সৎ এবং আশা করা যায় তারা আল্লাহ’র হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে, একজন মুসলমান হিসেবে আমার কর্তব্য হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা। আল্লাহ ভাল জানেন।

আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয় এবং আল্লাহ যেন আমাদের ওপর এমন শাসক নিযুক্ত করে দেন, যারা আল্লাহর হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে। আমিন।

সংস্লিষ্ট খবরের লিংকঃ ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াতে ইসলামী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৯

আহরণ বলেছেন: মুসলাম একজন হলে শান্তি বিরাজ করবে। দুই জন হলে মারামারি। তিন জন হলে কুরুক্ষেত্র। ইসলামি দলের ঐক্য? হা হা, তামাশা ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.