নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
Brave New World বইয়ে যে রাষ্ট্র ব্যবস্থা বর্ণিত হয়েছে সেখানে একটা জিনিস স্পষ্ট যে, ওই রাষ্ট্রে কোনো বিধি নিষেধ থাকবে না। কেউ আন্দোলন করলেও সরকারের কিছু যাবে আসবে না। কারণ রাষ্ট্রের এত তথ্য থাকবে যে মানুষ কনফিউজড থাকবে নয়তো এসব নিয়ে মাথাই ঘামাবে না। তো বর্তমানে আমাদের সমাজ আর নেটদুনিয়া তদ্রুপ তথ্যের সাগর। তাই আমার দেওয়া ছবিগুলোর কিছু সংখ্যক আপনাদের কাছে দুর্লভ তো হবেই না, উপরন্তু খুব চেনা হতেই পারে ।
তথাপি মোটামুটি সারা বিশ্বের আমার জানা বিরল ছবি দেওয়ার চেষ্টা করেছি। কিছু ছবি আসলে ইতিহাসের অংশ কিনা তা নিয়ে আমি বেশ সন্দিহান। কিন্তু "নাই মামার চেয়ে কানা মামা ভালো" সূত্রমতে সন্দেহভাজনদেরও ভিসা দিয়ে দিলাম।
জার্মান ও তাদের মিত্ররা ১৯৪৪ সালে দক্ষিণপূর্ব ইউরোপিয়ানদের উচ্ছেদ করে। এরপর আনুমানিক চল্লিশ হাজার উদ্বাস্তু তখন মিসরে আশ্রয় নেয়। ↑↑↑↑↑
সোভিয়েত ইউনিয়ন সৈন্য দ্বারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চল দখলে সহায়তাকারী একজন রাজাকার বা বিশ্বাসঘাতককে ১৯৮০ সালে কাবুলের কাছে আটক করা হয় ↑↑↑↑↑
১৯০৪ সালে ঢাকা চক বাজার↑↑↑↑↑
১৯৬৯ সালে চন্দ্র জয়ের পর ঢাকায় অ্যাপোলো নভোচারীরা↑↑↑↑↑
মুক্তিযুদ্ধের সময়কার একটি আবেগপূর্ণ ছবি
২০ শতকে নিউ ইয়র্কের ' মানব চিড়িয়াখানায় ' ফিলিপিনো মানুষ প্রদর্শিত ↑↑↑
[photo source: Maximum photos had been downloaded within two years. They were reserved in my drive. That's why I couldn't give accreditation to any of the websites. Sorry for that. But thanks to the photographers and the web sites by whom I got them all.]
Thanks!!
©somewhere in net ltd.