নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
ইতিহাস বলছে বাঙালি কখনো গুণীদের কদর করেনি।এদেশে গুনী জন্মানোটাই একধরনের মারাত্মক ভুল..!!
সাকিব আল হাসান কে?মীরজাফর? খলনায়ক? লোভী?অহংকারী? ঠিক আছে সব সব কিছুই আজ মেনে নিলাম।
এখন আমি বলি-, সাকিব আল হাসান কে?,,সাকিব আল হাসান হলো আমাদের লাল সবুজের বাংলাদেশের পতাকা বাহক! পৃথিবীর এ প্রান্তে থেকে ও প্রান্তে সাকিব আল হাসান পৌঁছিয়ে দিয়েছে বাংলার নাম। চিনিয়েছেন লাল-সবুজকে।
দল থেকে বাদ দিবেন?দেন।সে কোটায় নয় মেধায় বিশ্বাসী। ১৭ বছর যেভাবে বাঘের মতো খেলেছে শেষ বেলায় এসে বাঘের মতোই খেলবে।সাকিব আল হাসান হার মানার পাত্র একদমই নয়।কোটার আসিফ-বিসিবি দেখার সময় নেই সাকিব আল হাসানের কাছে আর কিছু দিন পর এপয়েন্টমেন্ট নিয়ে ঘুরতে হবে।সময় বলবে সাকিব আল হাসান মানে "সাকিব আল হাসান"
২| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০২
নাহল তরকারি বলেছেন: মাইন্সের কত কষ্ট??
৩| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
তানভির জুমার বলেছেন: মাশরাফি, সাকিব, মমতাজ, ফেরদৌস - এরা কেবল খেলোয়ার, গায়িকা এবং নায়ক নন। এরা আওয়ামী লীগের একতরফা এবং বিনা ভোটের এমপি। সবচেয়ে বড় কথা, এরা প্রত্যেকেই গ/ণ/হ/ত্যা/কা/রী/র দোসর। এদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে।
৪| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
তানভির জুমার বলেছেন: খেলার জগৎ/বিনোদন জগৎ বাদ দয়ে তারা রাজনীতিতে এসেছিল।তারা দেখলো এ জগত থেকে রাজনীতি গেলে বেশি পাওয়া যায়। একটা সরকারি দলীয় এমপি হলে কি পরিমাণ টাকা পাওয়া যায়/লুট করা যায় সেই চিন্তাতেই তারা রাজনীতি আসছে।
৫| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
নতুন বলেছেন: তানভির জুমার বলেছেন: মাশরাফি,
মাশরাফি ভালো মানুষ। তিনি আয়ামীলীগে যোগ দিয়েছিলেন কিন্তু তিনি মানুষ খারাপ না। তিনি এলাকাতেও খারাপ কাজ করেন নাই।
তিনি সাহস করে প্রতিবাদ করেন নাই, পদত্যাগ করেন নাই এটা তার দূর্বলতা।
আমি তার কাছ থেকে অন্তত পদত্যাগ আশা করেছিলাম। তিনি তার প্রতি জনগনের সন্মান হারিয়েছেন এটা না করে।
কিন্তু তাকে সাজা দেবার মতন অপরাধ সম্ববত তিনি করেন নাই।
৬| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০১
তানভির জুমার বলেছেন: @নতুন বলেছেন: মাশরাফির সবচেয়ে বড় অপরাধ সে বিনা ভোটের এমপি, স্বৈরাচারের সাথে এক থেকে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানী করেছে। তার এলাায় তার নামে অনেক অভিযোগ আছে। বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার আমিনুল ইসলাম শুধুমাত্র বিএনপি করার কারণে কপশে ২০ বার রিমান্ডে গিয়েছে।
৭| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০১
কামাল১৮ বলেছেন: হত্যা কান্ডের তদন্ত করতে জাতিসংঘের প্রতিনিধি দল আসছে।তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
৮| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭
এক্সম্যান বলেছেন: সাকিব একজন অর্থলোভী। অর্থের জন্য সে জুয়ার সাইট প্রমোট করতেও দ্বিধা করেনি। অনেক অর্থনৈতিক অপরাধের সাথেও তার নাম ছিল (যেমন সে একটা মাছের ঘের করার সাথে জরিত ছিল, ঐ এলাকার মানুষ সাকিবকে দেখে জমি ভারা দেয় কিন্তু তারা কেউ ভারা পায় নি। সাংবাদিকরা সাকিবের সাথে যোগাযোগ করলে সে সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করেছিল)।
তবে তার বিরোদ্ধে হয়রানীমুলক মামলা হওয়া উচিৎ নয়।
৯| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৭
ধুলো মেঘ বলেছেন: স্বৈরাচারের সঙ্গী যে হয়েছে, তার যত ভালো গুণই থাকুক - সে আস্ত বদমাশ। এখনো সাকিব খেলছে, বাংলাদেশের হয়ে বিশ্বরেকর্ড করছে - এগুলো আমাদের জন্য কোন ভালো খবর না। সাকিবকে বের করে সরকারের দেখানো উচিত এরকম উজবুকের অবদান ছাড়াও বাংলাদেশ ফলাফল বের করে আনতে সক্ষম।
১০| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪
এস.এম.সাগর বলেছেন: ৭% ভোটের
ভূয়া এমপিগন
পলাতক খুনি হাসিনার দোসর।
-------------------------------------------
সাকিব এমপি, মাসরাফি এমপি (৭%)
--------------------------------------------------
৭% ভোটের বিতর্কিত এমপি সাকিব আাল হাসানকে ঢাকার হত্যা মামলায় জড়ানো সঠিক হয়নি! কিন্তু সে একজন জাতীয় দলের ক্রিকেটার, সে কিভাবে সরকারি চাকরি করাকালীন সময়ে একটা রাজনৈতিক দলের বিতর্কিত ভোটের এমপি হতে পারে? পৃথিবীতে অন্য কোন দেশে এমন কোন ঘটনা খুজে পাওয়া জাবে কি? এমপি হওয়ার পর থেকে তার নির্বাচনী এলাকায় যতগুলি রাজনৈতিক হত্যা কান্ড ঘটেছে তাকে এর দায়ভার নিতে হবে। কেননা সাকিব আাল হাসান খুনি মাফিয়া সৈরাচার পলাতক হাসিনার দোসর। মাশরাফিও একই অপরাধে অপরাধী, এবং তাকেও বিচারের আওতায় আসতে হবে। বাংলাদেশে ততকালীন পলাতক মাফিয়া হাসিনালীগ সরকার কর্তৃক যেসকল হত্যাকাণ্ড, গুম, ভোটচুরি, দূর্নীতি, জঘন্য অরাধ সংগঠিত হয়েছে তার দায়ভার হাসিনার সাথে এই সকল ৭% ভোটের এমপিদের বহন করতে হবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
নতুন বলেছেন: এই রকমের হয়রানীর মামলা দিয়ে কিছু মানুষ জনপ্রিয় হতে চাইছে আর কিছু না। সরকারের উচিত এমন মামলা গুলি বন্ধে ব্যবস্থা নেওয়া।
কিন্তু সাকিব ইন্ডিয়ান প্রিমিয়াম লীগে না খেলে আয়ামীলীগে খেলতে গিয়েছিলো কারন তাতে লাভ বেশি।
আর আয়ামীলীগে সরকারের এই হত্যা কান্ডে তার নৈতিক সম্মতি আছে। তাই তিনি জনগনের কাছে নৈতিক ভাবে তার সন্মান হারিয়েছেন। এটা আর তিনি ফেরত পাবেন বলে মনে হয় না।