নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
অনেকেই প্রশ্ন করেন, ড. মুহম্মদ ইউনূসকে কেন অর্থনীতিতে নোবেল পুরস্কার না দিয়ে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। ড. মুহম্মদ ইউনূস যেহেতু একজন অর্থনীতিবিদ এবং তার প্রতিষ্ঠিত হওয়া গ্রামীণ ব্যাংকও অর্থের সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান তাই এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
প্রকৃতপক্ষে অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেওয়া হয় না, যা দেওয়া হয় তা হচ্ছে "প্রাইজ ইন ইকনোমিক সায়েন্সেস"। এই পুরস্কারটিও নোবেল কমিটি দিয়ে থাকে। পুরস্কারের আর্থিক মূল্য নোবেল পুরষ্কারের সমান। আবার নোবেল পুরষ্কার দেওয়ার সময়ই এটি প্রদান করা হয়। এজন্য বেশিরভাগ মানুষের মধ্যেই এটিকে নোবেল পুরষ্কার হিসেবে গ্রহণ করার প্রবণতা আছে, যদিও এটি নোবেল পুরষ্কার নয়।
মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে- "for their efforts to create economic and social development from below", অর্থাৎ মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যে নিম্নস্তর থেকে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে কাজ করছে তা বিবেচনায় নেওয়া হয়েছে। এটিকেও একধরনের যুদ্ধের মাধ্যমে শান্তি স্থাপনের সাথে তুলনা করা যায়, এ যুদ্ধ হচ্ছে দারিদ্র্যতা ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে। মূলকথা হচ্ছে, মুহাম্মদ ইউনূস তার অর্থনৈতিক তত্ত্বের জন্য পুরস্কারটি পাননি, পেয়েছেন মানুষের জন্য কল্যাণকর কাজ করার জন্য। এজন্য তাকে ইকনমিক সায়েন্সের পুরস্কার না দিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে।
২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭
সোনাগাজী বলেছেন:
এত বছর লোকজন আপনার ব্যাখার জন্য অপেক্ষা করেছিলেন, অনেক ধন্যাবদ।
১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯
Sujon Mahmud বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮
নূর আলম হিরণ বলেছেন: নোবেল শান্তি পুরস্কার সবচেয়ে বেশি বিতর্কিত পুরস্কার।
৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০০
শ্রাবণধারা বলেছেন: আপনি ভালো লিখেছেন। তবে অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়না - এই কথাটা ভুল হয়ে গেছে। Economics শব্দটি কিছু নতুন, তার আগে একে economic science এভাবে বলা হতো। আপনি দেখবেন অর্থনীতির নোবেল পুরষ্কার টি শুধু অর্থনীতিবিদরা পাননি পেয়েছেন finance, management এর লোকেরাও।
আর যারা তার Social Business ধারনার সাথে পরিচিত তারা জানেন যে সামনের বছরগুলোতে তিনি আবারও নতুন করে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পাওয়ার জন্য আলোচনায় থাকবেন।
৫| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: নোবেল প্রাইজের মধ্যে শান্তিতে নোবেল প্রাইজ সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস তাই ডঃ ইউনুস শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়। নাহলে অর্থনীতিতে পেতেন। তিনি আমাদের গর্ব ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪
কামাল১৮ বলেছেন: তিনি কি জন্য পুরস্কার পেয়েছেন এটা যাদের চিন্তাশক্তি আছে তারা সবাই জানে।নতুন করে আর দালালি করার প্রয়োজন নাই।