নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
১) মাস্টার্স করা শিক্ষিত
মানুষটি তার থেকে দশ বছর
বড় রিক্সাওয়ালাকে বলল
- এই যাবি?
ক্লাস ফাইভ পাশ
রিক্সাওয়ালা বলল
-কোথায় যাবেন, বলুন?
***
২)
একটা সময় মেয়েটির সাথে
কথা হত খুব। এখন আর হয় না।
কত কথা বলার ছিল অথচ
ছেলেটি বলতে পারে না।
কেবল সকালের গুড মর্নিং
নিয়েই সুখে থাকে সে।
আজও তার মেসেজ ছাড়া
দিন শুরু হয় না ছেলেটির।
৩)
ছেলেটি ব্রাউজার হোম
পেইজ হিসাবে মেয়েটির
প্রোফাইল লিংক সেট করা !
৪)
লম্বা বাস জার্নি শেষ।
সবাই রাত ভর ঘুমিয়েছি।
বিজনেস ক্লাসের সিট গুলো
একেবারে শুইয়ে দিয়ে
ঘুমিয়েছে সবাই।
মেয়েটি যখন নিজের সিট
থেকে নামতে যাবে তখন
সামনের সিট শোয়ানো
থাকার কারনে বের হতে
পারছিলো না। খুবই বিরক্ত
হল সে। মানুষের এতো কমন
সেন্সের অভাব কেন হবে?
কিন্তু নিজের সিটটাও যে
শোয়ানো এবং পেছনের
যাত্রীও যে নামতে পারছে
না এদিকে তার খেয়াল নেই
একদম।
২| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর হয়েছে।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
অপু তানভীর বলেছেন: বাহ অন্যের লেখা গল্প দেখি নিজের বলে পোস্ট করে দিলেন ?
কিন্তু ভাইজান ভুলে যাবেন না যে এটা ফেসবুক না, ব্লগ !