নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

ধাঁধকি টাঁড়

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

১| দুনিয়ার কোনোখানে এক পায়ে দাঁড়িয়ে
দক্ষিণে এক ক্রোশ গেলে তুমি মাড়িয়ে।
তারপর পুবে গেলে এক ক্রোশ হন হন
শেষমেশ উত্তরে এক ক্রোশ হন্টন।
এইবারে তুমি ঠিক হলে হতভম্ব,
যেইখানে শুরু ছিল সেখানেই সাঙ্গ!
শুরুটা কোথায় ছিল প্রশ্নও সেইটাই ,
মস্কো না হনলুলু, নাকি ছিলে সাংহাই?
(সূত্রঃ দুনিয়াটা গোল!)
২।
যদি দাও এক যোগ ডিগবাজি খাবে সে,
এমনি ভেলকি আছে কার সুখ পরশে?
(সূত্রঃ ৫ ডিগবাজি খেলে হয়ে যায় ১/৫)

৩।
১ থেকে লিখে ফেলো ২০১৮,
মুছে ফেলো দু’জনাকে, ছুটি চাই তাদেরও।
যাদেরকে মুছে দিলে তাদের বিয়োগ দাও,
তারপর লিস্টিতে সেইটুকু লিখে নাও।
(তারপর ফের দুটো সংখ্যা কে মোছা যাক,
তাদের ফারাকটাও লিস্টিতে লেখা থাক।)
এই ভাবে লেখো মোছো লেখো মোছো বার বার, শেষতক টিঁকবে যে শুধু তাকে দরকার। যেই জন টিঁকে গেলো ভাগ
দাও দিয়ে দুই,কি পাবে তা বলো দেখি,
ফেলে রেখে টইটই।
(সূত্রঃ যদি মোছো ৩ আর ৩৩, লিস্টিতে লেখা হোক | ৩৩ – ৩| = ৩০)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধাঁধকি টাঁড় (!) মানে কি?
এই বয়সে অভিধান ঘাটার
ইচ্ছা হচ্ছে না।
এটা কি ধাঁধার ডিজিটাল রূপ ?

ধাঁধার উত্তর দেওয়া আমার কম্ম নয়!
তবে ধাঁধাগুলো চমৎকার!

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.