নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
রাত ১ টা..সামনে ২৫-২৬ জন অচেনা মুখ,কেউ ঝাড়ি দিচ্ছে, কেউ মিচকি হাসি, কেউ মোবাইলে কল দিয়ে প্রিয়জনকে শুনাচ্ছে, কেউ সুযোগ বুজে মোবাইল ছবি
তুলছে বা ভিডিও, সাউন্ড বক্সে বাজছে হাল জামানার টপ আইটেম গান।আর সব কিছুর আকর্ষনের কেন্দ্র বিন্দু আমি! কে আমি?
কি আমার পরিচয়! কিছু মনে নেই শুধু এই টুকু মাথায় ঘুরতেছে গায়ে স্যান্ডো
গেন্জি আর নিচে আন্ডারওয়ার! আর হাজারটা নোড়াং প্রশ্ন যার উওর
দেয়ার ভাষা খুজে পাওয়া
যায় না...
কি নতুন বড় ভাই......মনে পড়ে??
কি মনে হইছিলো তখন?? এই মেডিকেলে ১৪ বার সালাম!এগুলার এতই অভাব? যে
নিজের মান সম্মান ধুলোয় গড়াগড়ি করবে! দিছো তো ঠিকই কিন্তু পিছে সেই বড়
ভাই গুলারে ১১৪ বার গালি ও দিছো। বাটে পাইলে জায়গায় সাইজ দিবা, গুষ্টি
উদ্ধার করবা কত কিছু ভাবছো... আমি জানি..কিভাবে জানি কারন আমি
গালি দিছি আর গালি খাইছিও! প্রতিশোধের আগুনে আমিও জ্বলছি আর পরে জ্বালাইছিও আর কয়দিন পর
তুমিও যাচ্ছো বড় ভাই এই
পথে হাটতে..
বলতে পারো চোরের মায়ের বড় গলা, কিন্তু বড় ভাই!আমার মত তোমারও এই
মেডিকেলে এমন এক দিন আসবে.. তখন মনে হবে ব্যাক্তিত্ব বলতে একটা
জিনিস আছে যেটা দিয়ে সম্মান, ১৪ বার সালাম এমনি পাবা.. গালি খাওয়ার
দরকার হবে না। জানি আমার এই কথায় Medical Ragging! বন্ধো হবে না..
কিন্তু বড় ভাই একটু ভাব.. তুমি দেশের সব চেয়ে সম্মানিয় পেশায় আছো,
তোমার একটু মিষ্টি কথায় আধ মরা রুগীটা নতুন করে বাঁচার আশা খুজে পাবে,
তোমার রাত জাগা খাটুনি,অসহ্যনিয় পরিশ্রম একদিন সাফ্যলের শিখরে নিয়ে
যাবে.. সেখানে এই টুকু ছোট ভাই বোন দের মনে কষ্ট না দেয়াটা তোমার কিছু যায়
আসবে না, তার বদলে একটু খানি সহোযগিতার হাত বাড়িয়ে দিয়েই দেখ না!
খারাপ হবে না..
সবশেষে নতুনদের জন্য শুভকামনা আর বড় ভাইদের প্রতি অনেক অনেক বিশ্বাস
রইলো।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: বেশ।