নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেসবকুক এ্যাকাউন্ট হ্যাক সম্পর্কিত কিছু কনফিউশন?

২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১

কয়েকটি হিসেব মিলতেছে
না-
১) পুলিশ বলতেছে ‘বিপ্লব চন্দ্র বৈদ্য’ নামক ব্যক্তির ফেসবুক আইডি নাকি হ্যাক
হইছে। কিন্তু কথা হইলো,বর্তমানে ফেসবুকের সিকিউরিটি সিস্টেম বেশ
ভালো। অন্য কোন ডিভাইস থেকে আইডি খুলার চেষ্টা করলেই আইডি বন্ধ করে দেয়।
কথা হইলো- বিপ্লব চন্দ্র বৈদ্য আইডি যখন অন্য ডিভাইস থেকে খোলার চেষ্টা করা হইলো, তখন তার আইডি বন্ধ হয়ে গেলো না কেন ?
.
২) তর্কের খাতিরে ধরে নিলাম, কেউ বিপ্লব চন্দ্র বৈদ্য’র আইডি হ্যাক
করেছিলো। এরপর তার আইডি থেকে সবার কাছে কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো
হয়, যা দর্শণে ইতিমধ্যে পুরো ফেসবুক গরম হয়ে যায়। ধরে নিলাম, হ্যাক করা ব্যক্তি খারাপ উদ্দেশ্য নিয়েই কাজটি করেছে। কিন্তু যে এত বড় একটা ঘটনা ঘটায়
দিলো, সে মাত্র ৫০০ টাকা বিকাশ চাইবে বা ফোন করবে এটা কেমন কথা ?
মাত্র ৫০০ টাকার জন্য তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, এটা তো ঐ হ্যাকারের জানার কথা।সে এত বড় একটা
সাম্প্রদায়িক ঘটনা ঘটালো,সে মাত্র ৫০০ টাকার চাদা চেয়ে ধরা খেলো, বিষয়টি
ঠিক মিললো না।
.
৩) পুলিশ হেডকোয়ার্টারের বক্তব্য হলো-“ শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র
বৈদ্য (২৫) নামে এক যুবক নিজের ফেসবুক আইডি 'Biplob Chandra Shuvo’ হ্যাক হওয়ার প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় জিডি (নং-৪৪০)করেন। জিডি করার সময়
থানায় অবস্থানকালেই বিপ্লবের নম্বরে একটি কল আসে এবং তার কাছে চাঁদা
দাবি করা হয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে ওসিকে জানানো হলে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হয়।প্রযুক্তির সহায়তায় ওইদিন রাতেই বিপ্লবের ফেইসবুক
অ্যাকাউন্ট হ্যাক ও চাঁদা দাবির দায়ে শরীফ এবং ইমন নামে দুই যুবককে আটক করা হয়।
(https://bit.ly/2P4fmEX, https://
bbc.in/31yUzf6)
অথচ, দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবর, যা শনিবার বিকালে প্রকাশিত হয়,
সেখানে থানার ওসির বক্তব্য খেয়াল করুন-"বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে বিপ্লব চন্দ্র শুভ
নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। বর্তমানে সে আমাদের হেফাজতে
আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হবে।" (https://bit.ly/32AhsQW,
আর্কাইভ- http://archive.fo/bN2Yw)
পাঠক ! পুলিশ হেডকোয়ার্টার বলছে,
শুক্রবার রাতেই শরীফ এবং ইমন নামক দুই ব্যক্তিকে পটুয়াখালী ও বোরহানুদ্দিন
থেকে গ্রেফতার করা হয়।অথচ শনিবার বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক কিন্তু বলেননি, গতকাল রাতে দুইজন হ্যাকারকে
গ্রেফতার করা হয়েছে। বরং বললেন- “তাকে (বিপ্লবকে)
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।” যদি আগের রাতে দুইজনকে গ্রেফতার করা হতো, তবে
থানার ওসি সাহেব তা উল্লেখ করলো না কেন ?
.
৪) বিপ্লব চন্দ্র বৈদ্য পুলিশের কাছে আসে শুক্রবার।পুলিশের দাবী- শুক্রবার
রাতেই গ্রেফতার করা হয় হ্যাকার ইমন ও শরীফকে।শনিবার বোরহানুদ্দিন জুড়ে
অসংখ্য মিছিল হয়েছে বিপ্লবের বিরুদ্ধে। এরপর শনিবার শেষে রবিবার
সকালের সমাবেশে হতাহতের ঘটনা ঘটে। কথা হইলো, ইমন ও শরীফ নামক
দুইজন হ্যাকার যে ৩৬ ঘন্টা আগে গ্রেফতার হইলো, এটা কেউ জানলো না কেন ? কেন কোন মিডিয়াতে আসলো
না? এমনকি খোদ বোরহানুদ্দিন থানার ওসি
পর্যন্ত শনিবার বিকালেও দুই হ্যাকারের কথা বলেনি। দুইজন হ্যাকারের নাম যদি
শুক্রবার রাতেই প্রকাশ করা হতো তবে শনিবার ওরবিবার তো কোন সমাবেশই
হতো না। কেন রবিবার হতাহতের ঘটনার পর ইমন ও শরীফ নাম দুটি চরিত্রের
আবিষ্কার হইলো ? নাকি হতাহতের ঘটনার পর ইমন ও শরীফ নামক দুটি মুসলিম চরিত্রের অবতারণা করা
হয়েছে পুরো ঘটনাকে নিউট্রালাইজ করার জন্য ? আমার এ ৪টি হিসেব মিলিয়ে দিন দয়া করে।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হিন্দুদের উপাসনালয়ে হামলা করা হলো কেন এর উত্তর দিন।

২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০২

Sujon Mahmud বলেছেন: দেশের আইন ব্যবস্থা দূর্বল হলে যা হয় তাই হচ্ছে।প্রশাসন গুলি না করেও বিষয়টা কন্ট্রল করতে পারতেন।ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই।যার যার ধর্ম সে সে পালন করবে।এই সহজ বিষয়টা কেউ মানতে চায় না।

২| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ভাই চুপ করে থাকেন। কিছু বলতে গেলেই সমস্যা এই দেশে।

২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৬

Sujon Mahmud বলেছেন: হুম ভাই।এদেশে চুপ করে থাকা ছাড়া আর কোনো পথ নাই।এভাবে আর কতদিন

৩| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২

বোকা পুরুষ বলেছেন: যে যাই করেছে তার উদ্দেশ্য ছিলো সাম্প্রদায়িক দাঙা লাগানো, তবে পুলিশের গুলি চালনো ছিলো চরম মূর্খতা

২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

Sujon Mahmud বলেছেন: আপনার কথার সাথে আমি একমত।

৪| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৫

হাসান কালবৈশাখী বলেছেন: আইডি হ্যাক করে বা ভুয়া আরেকটি আইডি বানিয়ে বা যেই করুক কটুক্তি করে।
এই কটুক্তি একজনকেই দেয়া হয়।

কিন্তু কটুক্তি বিতরন করলো কারা? বেশী বেশী বিতরন বেশী বেশী পাপ? নাকি বেশী সাওয়াবের কাজ?
জনে জনে এই কটুক্তি বিতরন করা হয়েছে। প্রতি মসজিদে এই কটুক্তি দেখিয়ে মানুষকে ক্ষেপিয়ে পরদিনের জনসভায় যেতে বলা হয়েছে, মাইকিং করা হয়েছে।
কটুক্তি বিতরন ও জনে জনে মসজিদের বারান্দায় কটুক্তি যুক্ত স্ক্রিনশট বার বার দেখানোতে মসজিদের বা ইসলাম অবমাননা হয় না?

৫| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: মাথা মোটারা এই গেমটা বুঝতে পারেনা তাই জিহাদী জজবা নিয়ে ঝাপিয়ে পড়ে....

বাকিরা এই খেলার সেয়ার, লাইক করে....

এখানে যদিও বিপ্লব বাজে কথা লিখেও থাকে সেটার জন্য আইন আছে, আদালত আছে, সেই কাজ না করে জিহাদী জজবা নিয়ে ঝাপিয়ে পড়ার কি দরকার?

মাদ্রাসার দরজা ভাঙ্গা, পুলিশের উপরে আক্রমন করা কতটুকু ইসলামী কাজ? পুলিশের আক্রমনের আগে একটা ভিডিও আছে সেটা দেখে যারা পুলিশের উপরে্ আক্রমন করেছে তাদের চেহারা দেখেই বোঝা যায় তারা কতটুকু আল্লাহওয়ালা মানুষ...

দেশে ঝামেলা বাধানোর জন্যই এই কাজ করা হয়েছে এবং মাথামোটা ভন্ডধামিকেরা ছাগলের ৩ নং বাচ্চার মতন লাফিয়ে পরিস্হিতা ঘোলা করেছে....।

যারা এতো বেশি ঈমানী জজবা নিয়ে এই কাজের প্রতিবাদ করেছেন তারা কি এই ৪ জনের পরিবারের জন্য কিছু করবেন?

পুলিশের উপরে আক্রমন করেছে এতো গুলি মানুষ.... তাদের ছত্রভঙ্গ না করলে তারা পুলিশকে পিটিয়ে মেরে ফেলতো না?

সাধারন ফেজবুকের একটা পোস্টকে কেন্দ্র করে ৪ জন মানুষের জীবন গেলো এমন আহমক হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ???

আর পুলিশও ফাকা গুলি করতে পারতো, রাবার বুলেট ব্যবহার করতে পারতো, আরো ফোস এনে অন্য ভাবে ছত্রভঙ্গ করার চেস্টা করতে পারতো।

পুলিশও দেশের জনগনের জীবনকে দাম দেয় না, ৪ জন মানুষকে না মেরে অবশ্যই এই পরিস্হিতি মোকাবেলা করতে পারতো।

আমাদের দেশে আমরা নিজেরাই নিজেদের জীবনের মূলায়ন করিনা। :(

২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫১

Sujon Mahmud বলেছেন: ভাই চিলে আমার কান নিয়ে গেছে।

৬| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বছরের অভিজ্ঞ পুলিশ কীভাবে সরাসরি গুলি চালিয়ে দিল সাধারণ জনতার উপর? ওরা তো রাজনৈতিক দলের কেউ না? আবার তৌহিদী জনতাও ধৈর্য্য ধারণ করতে পারত...

৭| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



এটা টেকনিক্যাল ব্যাপার, এটা বের হবে।

৮| ২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার প্রথম পয়েন্ট ঠিক না। অন্যগুলো সমীহ করার মত।

সবচেয়ে হতাসার বিষয় হচ্ছে, আমরা এখনো চরম হুজুগে, উগ্র। রামু আর নাসিরনগরের ঘটনার কঠিন একটা বিচার হলে আজ এমনটা হয়তো হতো না। পুলিশ, প্রসাসন, জনতা কেউ এর দায় এড়াতে পারে না।

নতুনের মন্তব্যে লাইক।

৯| ২২ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার রাজিব নুর কখন কোন কথা বলেন, কোন মত ধারন করেন এটা যে বুঝতে পারবে - সেই প্রকৃত ব্লগার।

কোন ধর্ম সম্পর্কে বললে, সেটার বিচার হতে পারে। সবচেয়ে বড় কথা, আল্লাহ আছেন, তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বলেছেন। ইসলামের শুরুতেও অনেক ঝামেলা ছিলো। আমাদের নবীকে কি পরিমান অত্যাচার করা হয়েছে, সেটা কেউ ভুলে যায় নি। কিন্তু তাই বলে অন্য ধর্মের উপসানালয়, ঘরবাড়ি ভাংচুর করতে হবে এটা কোথায় লেখা আছে? আর এই নিয়ে কোন প্রতিবাদ নাই কেন আপনার লেখায়?

১০| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২০

হায় চিল বলেছেন: আমি সেদিনই কল্পনা করেছিলাম সরকার যে করেই হোক এটা জামাত শিবিরের কাজ বলে চালাবে।
......................
........................
আমি সত্যি জ্যোতিষী হয়ে যাচ্ছি। ;)

১১| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭

নামহীন যুবক বলেছেন: দেশে এত তৌহিদি জনতা, কিন্তু কেও ভন্ড দেওয়ানবাগীর বিরুদ্ধে একটা স্লোগান ও দিলো না।
এমন তৌহিদি জনতা নিয়া জাতি কোন দিকে যাবে? :|

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

Sujon Mahmud বলেছেন: নামে তৌহিদি।যেখানে দরকার সেখানে নাই।সব আবাল জনতা।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

Sujon Mahmud বলেছেন: হা হা হা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.