নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

"ভাবিয়া করিও কাজ,করিয় ভাবিও না" এই প্রবাদ বাক্যটি আমার ছোট বেলা থেকে বিভিন্ন বইয়ে এবং মানুষের মুখে শুনে আসতেছি।তখনো এই কথাটার মর্মটা ভালো ভাবে বুঝি নাই।এই বুঝতে পারতেছি কথাটা কতটুকু যুক্তি যুক্ত এবং সত্য। আমার এক বন্ধু নাম শাহিন।শাহিন ssc পাশ করেছে বিজ্ঞান থেকে ৪.২৫ পেয়ে।পরর্বতীতে সে HSC তে BM শাখা ভর্তি হয়।সেখানে থেকে ৪.৫০ পেয়ে পরিক্ষা উত্তর্ণ হয়।এবার 2019-2020 অনার্সে ভর্তির সময় সে প্রথম অ্যাকাউন্টিং সাবজেক্ট চয়েজ দেয় এরপর ফ্রিন্স্যাস,মার্কেটিং ।যদিও ওর পড়ার ইচ্ছা মার্কেটিং নিয়ে।এ্যাকাউন্টিয়ে ইচ্ছা না থাকা সত্বেও ভর্তি হইছে।দুইদিন ক্লাস করার পর বলতেছে বন্ধু আমার পক্ষে এই সাবজেক্ট পড়া সম্ভব না।আমি বললাম বন্ধু তোমাকে তো বলছিলাম যা করবা ভেবে চিন্তে করবা।আবেক দিয়ে সব কিছু হয় না।আবেগের বসে অনেক কিছুও করা যায়।কিন্তু বাস্তবতা খুবই কঠিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি প্রথম পাতায় দুই বার এসেছে।

২| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫

Sujon Mahmud বলেছেন: ব্রাউজারের সমস্যার কারণে এমনটি হয়েছে

৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মুছে দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.