নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
৫ বছর হলো প্রেম করি।এখন প্রেমিকা বলতেছে কাজী অফিসে কাবিন করতে। এই বিষয়ে কি কি লাগবে অভিজ্ঞ কেউ থাকলে কমেন্ট করুণ।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪১
Sujon Mahmud বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পারিবারিকভাবে বিয়ে করলেই মনে হয় বেশী ভালো হবে।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৩
Sujon Mahmud বলেছেন: পালিয়ে বিয়ে করার খুব ইচ্ছা ভাই।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮
হাবিব বলেছেন:
ভৃগুদা একটা বিষয় ভুল করেছেন। জন্ম সনদ অবশ্যই লাগবে।
মিষ্টি পাঠাইয়া দিয়েন। না পারলে বলবেন, টাঙ্গাইলের চমচম নিজেই কিনা খাইয়া নিমু।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৫
Sujon Mahmud বলেছেন: ওকে স্যার ।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৩
ঢাকার লোক বলেছেন: ইসলামিক শরিয়ত মতে বিবাহ বৈধ হওয়ার জন্য পাত্রীর অভিভাবকের সম্মতি অপরিহার্য। তাই বমেশ্যই য়েয়ের বাবাকে নিয়ে যেতে ভুলবেন না!
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬
Sujon Mahmud বলেছেন:
৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৩
ঢাকার লোক বলেছেন: মেয়ে নাবালিকা হলে বাসরের বদলে জেলে যেতে হতে পারে, মেয়ের বয়সের সার্টিফিকেটও দেখে নিয়েন!
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৮
Sujon Mahmud বলেছেন: এরকম কোনো সমস্যা হবে না। মেয়ে অনার্স এ পড়ে।আমি HSC দিতেছি
৬| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৬
মেমননীয় বলেছেন: উপরের সব কিছুর সাথে সাহস লাগবে।
আর ইবলিশ শয়তান এমনিতেই থাকবে।
কারন সে গার্ডিয়ানের অভাব পুরন করবে।
শুভ কামনা!
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৪
Sujon Mahmud বলেছেন: হা হা হা। ধন্যবাদ
৭| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭
সাহিনুর বলেছেন: মন্তব্য গুলো পড়ে বেশ বিয়ে বিয়ে অনুভতি হচ্ছে , দারুন খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে । শুভকামনা রইলো ।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৫
Sujon Mahmud বলেছেন: আমাদের জন্য দোয়া করবেন
৮| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৪
Sujon Mahmud বলেছেন: ও আর একটা কথা মেয়ে অনার্সে পড়ে আর আমি Hsc দিতেছি।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৬
ঢাকার লোক বলেছেন: ভাই সুজন, যে যাই বলুক, সিরিয়াসলি বলছি, আগে আপনাদের উভয়ের বাবা মার কাছে বিষয়টা আলাপ করুন, যতটা কঠিন হবে এখন মনে হচ্ছে ততটা কঠিন নাও হতে পারে। হয়তবা সহজেই তারা মেনে নিবেন এবং সামাজিক ভাবেই আপনাদের বিয়ের ব্যবস্হা হতে পারে, কাজী অফিসে যাওয়া নাও লাগতে পারে। কাজী নিজেই আপনাদের অনুষ্ঠানে আসবেন। সেই সাথে থাকবে সবার আশীর্বাদ।
শুভকামনা রইল।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০২
Sujon Mahmud বলেছেন: মেয়ের বাবা নেই ।মা আছে, সে রাজি।কিন্তু ওর বড় ভাই রাজিনা। ওকে জোর করে বিয়ে দিচ্ছে।বলুন তো এখন কি করবো।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৮
রাফা বলেছেন: আপনারা যে সাবালক এবং স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করতে রাজি এর এভিডেবিট করা স্ট্যাম্প পেপার লাগবে ফার্স্টক্লাস ম্যাজিস্ট্যাট দ্বরা সত্যায়িত।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: HSC?????
১২| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: শুধু টাকা আর ভোটার আইডি কার্ড নিয়ে যান।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোন বিষয় জানতে চাইলে গুগলে সার্স করবেন। পড়ে বুঝতে না পারলে পোস্ট দেবেন।
বিয়ে করে পোস্ট দিস। অগ্রীম শুভকামনা।
(HSC থেকে অনার্সের মেয়ের সাথে বিয়ে। ব্যাপার না...)
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৮
ভুয়া মফিজ বলেছেন: আপনি HSC দিচ্ছেন....৫ বছর ধরে প্রেমও করছেন.....আবার পালিয়ে বিয়েও করছেন!!!
আপনি তো দেখি অকাল-পক্ক!! ভূল পদক্ষেপ নেয়ার মোক্ষম সময় এটা। যা করবেন....একটু চিন্তা-ভাবনা করে করেন। শেষে সারাজীবন যেন আবার পস্তাতে না হয়।
এরপরেও যদি আবেগের বশবর্তী হয়ে বিয়ে করেই বসেন.....শুভকামনা রইলো।
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০০
তারেক ফাহিম বলেছেন: কোর্টের বারান্দায় অনেক দালাল ঘোরাঘুরি করে। কয়েকদিন আগে এটা নিয়ে একটা গ্রাম্য সালিশে যাওয়ার সুযোগ ছিল।
সালিশদারগণ কাবিন নামা না দেখেই সালিশ করতেছে ঘন্টাখানেক!!!!!!!!!!!!!!!!!! ছেলে মেয়ে উভয়কে বললাম ভাই তোদের কাবিন কই? ওই এলাকার মাতাব্বর বলে- ভাই চুপ থাকেন আমরা কথা বলছি, একেবারে আক্কেল হইল!!! মুর্খ মাতাব্বর যেমনটি হয় আরকি!!!!!
দু'জন পালিয়ে গিয়ে বিয়ে করছে দু'জনই আমার সামনা-সামনি ছিল, ছেলেটা আমার দুসম্পর্কের আত্মিয় হওয়াতে ওর মা- ফোন দিয়ে বার বার বলাতে গেলাম ওদের সালিশে। ছেলেটাকে ইশারা করে বললাম কাবিন কই রাখলি? পরে সে প্যান্টের পকেট থেকে নোটারী বের করে বলল, এই যে!!!!!!!!!!! কি ব্যাপার বিয়ে করতে গেলি কোনটা কাবিন আর কোনটা নোটারি তাও জানিস না!!!!!!! বলে ভাই অভিজ্ঞতাতো নাই !! পরে আমি সালিশদারদের উদ্দেশ্যে করে বললাম আপনার কাচি হাতে না নিয়েই ধান কাটতে আসছেন!! কি নিয়ে সালিশ করেন? মেয়ের কাবিন কই? পরে জানতে পারলাম কোর্টের বারান্দায় গিয়ে কোন দালালের খপ্পরে পড়ে কাবিন ছাড়াই কবুল বলে নোটারি নিয়ে চলে আসলো।
ভাই মিষ্টি পাঠাই দিয়েন...............
অগ্রিম শুভকামনা।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭
ল বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোন বিষয় জানতে চাইলে গুগলে সার্স করবেন। পড়ে বুঝতে না পারলে পোস্ট দেবেন।
বিয়ে করে পোস্ট দিস। অগ্রীম শুভকামনা।
(HSC থেকে অনার্সের মেয়ের সাথে বিয়ে। ব্যাপার না...) ---হা হা হা
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অগ্রমি শুভচ্ছো
প্রথম ইনগ্রেডিয়েন্টস
একজন ছেলে, একজন মেয়ে
এরপর লাগবে স্বাক্ষী
দুই পক্ষে ভাগ করা লাগবে। ছেলের স্বাক্ষী মেয়ের স্বাক্ষী
অবশ্যই সাবালক হতে হবে
কত টাকার কাবিন তার উপরে কজীর পার্সেন্ট হিসাব হবে সেই অনুপাতে পকেট অবশ্যই ভারী থাকতে হবে।
মোহরানার টাকা পারলে বাসরের আগেই শোধ কইরে দিয়েন নয়তো এটলিষ্ট ৫০: ৫০ চলে আমাদের সমাজে।
গয়না বাবদ মূল্য মোহরানায় আদায় ধরা হয়ে থাকে! কি কি গয়না দিবেন হিসাব কইরা লইয়েন
ব্যাস।
এইবার বইসা পড়েন।
কবুল কবুল কবুল বলাবলি করেন!
ও হ্যা বন্ধুগো কি খালি মিষ্টি মূখে না বিরানি খাওইয়াবেন তার হিসাব কিন্তু আলাদা