নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
কালো আঁধারে বসে
ছোট মেয়েটি সাঁজে
আলোর জন্য প্রাণ কাঁদে
তবুও কিছু করার নেই পাছে
হিংস্র প্রানীগুলো যদি
দেখে ফেলে।
পাশে বসে ছোট ভাইটি যে
মনমরা হয়ে খুঁজে মার্বেলটি
বিকালের নিভু নিভু রৌদ্রে
হারিয়েছিল খেলার শেষ
সম্বলটি।
ছেলে-মেয়েকে অসহায়
দেখে
মায়ের মন নীরবে কাঁদে
স্বামী গেছেন
যুদ্দ্বক্ষেত্রে
স্বাধীনতা ফিরিয়ে
আনতে।
গতকালই শেষ হয়ে গেছে
জমিয়ে রাখা খাবার গুলি
তখন থেকেই বসে আছে
মুখে তাদের ভয় আর
অনাহারের চিহ্ন।
মায়ের কষ্ট দেখে
ভাইবোন গেছে বুঝে
মুখে মেকি হাসি এনে
লুকিয়ে লুকিয়ে কাঁদে।
তিনটি প্রানের অপেক্ষার
প্রহর
শেষ হবে পেলে স্বাধীনতার
খবর
পারবে কি তারা দেখতে
এক নজর
কপালে কি আছে তাদের
স্বাধীন মাটির কবর?
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
Sujon Mahmud বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর হয়েছে!
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
Sujon Mahmud বলেছেন: আপনাদের একটি মন্তব্য আমার লেখার আগ্রহ বহু গুণে বাড়িয়ে দেয়।
৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: অপেক্ষা শুধু মৃত্যুর।
৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
কবিতায় জাতির আশানিরাশার দিনগুলো স্হান পেয়েছে! ভালো।
মানুষের জীবনের কথা লিখুন
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮
Sujon Mahmud বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ধন্য হলাম
৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৭
চঞ্চল হরিণী বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা। এর ভাবটাই খুব শক্তিশালী।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২
Sujon Mahmud বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই অপেক্ষা যেন অপেক্ষাই না থেকে যায়।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
স্রাঞ্জি সে বলেছেন: বাহ!
চমৎকার কাব্য।