নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
সেদিন টিপ টিপ বৃষ্টিতে
একটা কদম ফুল নিয়ে
তোমার দরজায় প্রতীক্ষারত,
তুমি আসবে এই ভেবে
কিন্তু তুমি আসনি…
খোলা জানালার পাশে,
তুমি এলো চুলে বসে কি যেন ভাবছিলে উদাস মনে ।
আর আমি, বৃষ্টির প্রবল বর্ষণে
ভেজা শরীর নিয়ে,
শিমুল গাছের নিচে দাঁড়িয়ে
তোমার অপেক্ষায়, ভাবছি
এইবার এলে বুঝি কাছে ।
তবুও তুমি আসনি ।
মেঘের বিকট গর্জনে
হৃদয় দুলছিল কম্পনে,
বর্ষার হিমেল বাতাসে
গায়ের লোম উঠছিল কাটা
দিয়ে
তবুও তুমি আসনি ।
বিকেল গড়িয়ে সন্ধ্যা
নামলো ঘনিয়ে
পাখিরা ফিরছিল নীড়ে
আর আমি, তীর্থের কাকের
মত,
তখনো তোমার অপেক্ষায়
দাড়িয়ে ।।
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৬
Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
২| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:০২
কাইকর বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে। শব্দচয়ন গুলা বেশ মন ছুঁয়েছে। আমিও গল্প লিখি। সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন। দাওয়াত রইল। ধন্যবাদ
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৮
Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।আশা করি এ ভাবেই পাশে থাকবেন।
৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:২১
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৮
Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
৪| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭
বিজন রয় বলেছেন: পরিচিত কবিতা।
গভীরতা চাই আরো।
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৯
Sujon Mahmud বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: অপেক্ষা! খুব ই কঠিন ! তবে অপেক্ষা ই প্রমান করে ভালোবাসা কতটুকু। সবাই অপেক্ষা করতে পারেনা।
কবিতা ভালো লেগেছে।
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৯
Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৪
Sujon Mahmud বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫২
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে ভালো লাগলো