নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
সকালে ঘুম ভাঙ্গলো এক বালটি পানি দিয়ে। আমার পরিবারের অন্য সদস্যরা মনে করে আমি একটা অলস, বদ মেজাজি , বেকার ছেলে। যে কিনা সকল ১১টার সময় ঘুম থেকে ওঠে। আর সারা দিন ঘুরে বেড়াই। এটা কিন্তু মোঠেও সত্যি কথা না ।তাঁদের অনুমান মাত্র। আমি রাফি এবার বিবিএ শেষ করে চাকরি খোজ করছি।আমি চাকরি খোজ করলোও চাকরিতো আর আমাকে খোজ করেনা । আজকাল মামা চাচা ছাড়া বাংলাদেশে চাকরি অসম্ভব।সেটা কাউকে বোঝাতে হবে না। কিন্তু একথা পরিবারের মানুষ গুলোকে কে বোঝাবে। ঘুম থেকে উঠেই বাবা মার গাল শোনা।এটা নিত্য দিনের রুটি। কিন্তু আজ বাড়ির আবহাওয়াটা কেন যেন। অন্য রকম মনে হচ্ছে। কেউ বকা দিচ্ছে না। কারণটা বোঝার চেষ্টা করলাম।কিন্তু না কিছু বুঝতে পারলাম না.........
©somewhere in net ltd.