নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব।
ছোট গাছফুলের জন্যে একটি টলোমলো শিশির বিন্দুর জন্যে।
আমি হয়তো মারা যাব চৈতরের বাতাসে উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে!
এক ফোটা বৃষ্টি জন্যে!
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব।।
দোয়েলের শিশের জন্যে ,শিশুর গালের একটি টলের জন্যে।
আমি হয়তো মারা যাব কারোর চোখের মণিতে গেথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য।
এক ফোটা রৌদ্দুর জন্যে।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব।
এক কোণা জ্যেৎসনার জন্যে।
একটুকরো মেঘের জন্যে
আমি হয়তো মারা যাব...
টাওয়ারে উচুস্তরে হারিয়ে যাওয়া প্রজাপ্রতির জন্যে।
একটি শরীলের জন্যে
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব।
খুব ছোট একটি স্বপ্নর জন্য
খুব ছোট দুঃখের জন্য
আমি হয়তো মারা যাব কারের ঘুমের ভিতর ছোট একটি শ্বাসের জন্যে।
একট ফোটা সৌন্দর্যের জন্য।।
©somewhere in net ltd.