নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

পপুলারিটিও এদেশে লাঞ্চিত হওয়া থেকে মানুষ্কে বাঁচাতে পারছে না

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৮

জলের গান ভালো লাগত।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকবার শুনেছি।এখন মনে হয় গান বাজনা প্রীতি বন্ধ করতে হবে।

সরকারের সমালোচনা করা যতটা সহজ এদেশে সরকার চালানো ততটা সহজ নয় তা মনে হয় অতি অল্প সময়েই সুশীল কিছু ব্যক্তিবর্গ উপলব্ধি করতে যাচ্ছে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৬

নতুন বলেছেন: মামুনুল, আজহারীর সমর্থকরা ভাস্কর্য ভেঙ্গেছে, গায়কের ঘরে আগুন দিয়েছে, ভেঙ্গেছে।

আমাদের শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে আবু সাইদ মসজিদ বানানোর ঘোষনা দিয়ে টাকা তোলা শুরু করেছে। আর জনগন সেটার সমর্থন করেছে।

দুইদিন পরে বীরস্রস্টদের ভাস্কর্যও এরা ভাংতে যাবে...

এদের থামাতে হবে।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বীরশ্রেষ্ঠদের দাঁতমুখ কালকেই খুলে নিয়ে গেছে---
আরও হবে।কে ঠেকাবে?

২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৪

জ্যাক স্মিথ বলেছেন: এই দেশ জনগণের তারা যখন যা খুশি তাই করতে পারে, জনগণের স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার করো নেই। জনগণ মন্দির ভেঙ্গে মসজিদ বানাতেই পারে, বদ্য-যন্ত্র সব পুড়িয়ে দিতেই পারে, ভাস্কর্য ভাঙ্গতেই পারে, মুক্তিযুদ্ধের সব স্মৃতি পুঁড়িয়ে দিতেই পারে।

নতুন - কি আর্চয্য!!! :-< আপনার কাছ থেকে এমন স্বৈরাচারী আচরণ মোটেও কাম্য নয়। জনগণকে থামানোর বা বাধা দেওয়ার কোন অধিকার আপনার নেই।







০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ব্রাভো!
জয়তু জনগণ

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৭

আঁধারের যুবরাজ বলেছেন: আমাদের ব্যর্থতা , আমাদের লজ্জা।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: নাহ ব্রো--নব তারুন্যের গৌরব, আমাদের অহংকার!

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: যে লাঞ্চিত হয়েছে অবশ্যই সে খারাপ লোক তা না হলে জনগণ তাকে লঞ্চিত করতো না।
জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলা আপনার মোটেও ঠিক হয় নি।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সহমত

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: @আঁধারের যুবরাজ - এটা মোটেও আমাদের ব্যর্থতা নয়, লজ্জাও নয়, এটা হচ্ছে আমাদের প্রাপ্য আমার এসবেরই যোগ্য।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ স্বীকার করতেই হয় এই যোগ্যতা আমাদের আছে।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ স্বীকার করতেই হয় এই যোগ্যতা আমাদের আছে।

৬| ০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:১৪

বিষন্ন পথিক বলেছেন: আপনার ব্লগের নিক নামটা ঠিক ভালো লাগছে না, ডিজিটাল দুর্বৃত্তের হামলার আগেই 'অন্ধকার লাইট' এই টাইপ কিছু করে ফেলুন।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সেটাই মনে হচ্ছে--

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪০

এক্সম্যান বলেছেন: বাংলাদেশ এখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মত। আইন রক্ষা করার মত কেউ নাই তাই এমন অরাজকতা হচ্ছে, খুনি হাসিনা দেশের উপর চরম প্রতিশোধ নিয়েছে, তার ফলতো আমাদের ভোগ করতেই হবে।

আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তবে কিছু ক্ষত যেমন আবু সাইদ, মুগ্ধদের মার ক্ষত, রাহুল আনন্দদের ক্ষত কখনই যাবে না। আমরা শুধু আশা করতে পারি এদের স্যাক্রিফাইসের বিনিময়ে ভাল একটা আগামি পাব।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দেখা যাক

৮| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৬

কামাল১৮ বলেছেন: সন্ধ্যা প্রদীপ হিন্দু কালচার।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হিন্দু কালচারে সমস্যা কোথায়?

৯| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৯

কামাল১৮ বলেছেন: মন্ত্যবের জন্য দুঃখিত।

১০| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৩

মনামী বলেছেন: ওনার সকল বাদ্যযন্ত্রের কালেকশনে একটা নেপালী বাঁশী ছিল যেটা রাজদরবার থেকে পাওয়া!
খুব সম্ভবত এর অস্তিত্ব আর নাই দুনিয়ার কোথাও!

০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: জানতাম না।
এগুলো খারাপ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.