নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

পরিবেশের যত্ন নিই নিজ দায়িত্বে

০৫ ই জুন, ২০২১ রাত ১০:১৫



আজ বিশ্ব পরিবেশ দিবস।
আমাদের এই এক আশ্চর্য স্বভাব যে আমরা পরিবেশ নিয়ে মোটেও মাথা ঘামাতে চাইনা।অথচ এই পরিবেশেই আমাদের বসবাস,একে ঘিরেই আমাদের জীবিকা,বেঁচে থাকা।

অথচ আজ পরিবেশের প্রতি যত্নশীল না হলে একদিন আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে।সৃষ্টিকর্তা যে রুলস সেট করে পৃথিবী বানিয়েছেন তা বেশ সোজাসাপটা। পরিবেশ অনুকূলে থাকলে প্রানীর সংখ্যা বাড়বে।প্রানীর কারনে পরিবেশ নষ্ট হলে প্রকৃতি নিজে নিজেই ব্যালেন্স করার চেষ্টা করবে।যারা পরিবেশ নষ্ট করবে তাদের শায়েস্তা করবে।করোনা ভাইরাস পাঠাবে,আরও কি কি পাঠাবে তা আল্লাহ জানেন।এতে করে সেই প্রানীর সংখ্যা কমবে।আমরা মানুষ বলে প্রচুর অহংকারী, আমরা ভুলে যাই যে সেই সেট রুলস এর ভেতর আমরাও আছি।আমাদের তৈরি ক্ষয়ক্ষতির মাত্রাও বিপুল।তাতে কি?বাড়াবাড়ি বেশি করলে মাদার আর্থ দেখিয়ে দেবে হু ইজ দ্যা বস।যেমন এখন এক ভাইরাস পাঠিয়ে নাকানিচুবানি খাওয়াচ্ছে।

পরিবেশ রক্ষার জন্য দরকার ব্যাক্তিগত, জাতীয় ও আন্তর্জাতিক সচেতনতা। আশার কথা এটাই যে অনেক দেরিতে হলেও মানুষ সচেতন হওয়ার চেষ্টা করছে।অবশ্য আমাদের দেশে সেসবের বালাই নেই।তো আসুন আমরাও সচেতন হই।

১।গাছপালা নিধন বন্ধ করে বরং গাছ লাগাই--


২।ইন্ডাস্ট্রিয়াল দূষন কমিয়ে আনার চেষ্টা করি।এবিষয়ে যারা উচ্চ পদে আছেন তারা সরকারকে সচেতন করতে পারেন।


৩।যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ করি।প্লাস্টিক রিসাইকল করি।প্লাস্টিকের বিকল্প কিছু ব্যবহার করি।


অল্প জমি বেশি মানুষ!তাতে সমস্যা কি?ছাদ বাগান করি।ব্যালকনিতে গাছ লাগাই, ঘরে গাছ রাখি।



ভাবুন তো ঢাকা শহরের প্রতিটি ছাদে যদি বাগান থাকে,প্রতিট বারান্দায় যদি গাছ থাকে তাহলে মাটির অভাব বলে কোনো কথা কি আর থাকবে?প্রতিটি বিল্ডিং হবে অক্সিজেন ফ্যাক্টরি।

মানুষের মাথায় অনেক বুদ্ধি।মানুষ চাইলে যেখানে ইচ্ছা পদ্ম-পলাশ যা খুশি ফোটাতে পারে।শুধু ইচ্ছাটুকু থাকা চায়।আসুন আমরা ইচ্ছাটুকু করি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২১ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার

০৫ ই জুন, ২০২১ রাত ১০:৩৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হোক অঙ্গীকার।

২| ০৫ ই জুন, ২০২১ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: মানুষকে সচেতন হতে হবে। প্রতিদিন গাছ লাগাতে হবে। যে বিনা কারনে গাছ কাটবে তাঁর শাস্তি পেতে হবে।

০৫ ই জুন, ২০২১ রাত ১০:৩৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমাদের দেশে গাছ কাটা ফ্যাশন!

৩| ০৫ ই জুন, ২০২১ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আজকে ভারতের সব নায়ক নায়িকারা গাছ লাগিয়েছেন। দেশের মানুষকে উৎসাহিত করার জন্য।
কিন্তু বাংলাদেশের কোন নায়ক নায়িকা গাছ লাগায় নি।

০৫ ই জুন, ২০২১ রাত ১১:৪১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই তথ্য জানা ছিলনা।
ভারতের নায়ক নায়িকাদের অনেক প্রভাব জনগনের উপর।
তারা যা করে তা দিয়েই অন্যরা উৎসাহিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.