নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশে খারাপ কাজ করতে গেলে যতটা বাধা আসেনা ভাল কাজ করতে গেলে তার চেয়ে বেশি বাধা আসে।করোনার জন্য লকডাউন চালু হওয়ার শুরু থেকেই ত্রান বিতরণ থেকে শুরু করে সবকিছুর জন্যেই প্রশংসনীয় অবদান রেখেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
আজ খবর এসেছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ পদত্যাগ করেছেন।অনেকেই বলছেন এর পিছনে রয়েছে তার ধর্মীয় পরিচয় এবং তা নিয়ে কটু কথা।
বিদ্যানন্দের কাজে মুগ্ধ হয়ে কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম।যারা এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান তারা নিচের লিংকে গিয়ে ঘুরে আসতে পারেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশন
তাদের বিপুল কর্মকাণ্ড দেখতে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকেও।আপনার যেকোনো অংকের অনুদান বিকাশ করতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন।
কই আমাদের দেশে তো এত সাম্প্রদায়িক বাড়াবাড়ি নেই!তবে কেন একজন মানুষের মহান উদ্যোগকে নষ্ট করার প্রচেষ্টা? অল্পকিছুদিন আগেও তাদের ফেসবুক পেজ গায়েব করে দিয়েছিল কেউ বা কারা।আমি বুঝিনা সম্পূর্ণভাবে অনুদানে আর স্বেচ্ছাসেবক দিয়ে চলা নির্দোষ একটি প্রতিষ্ঠান নিয়ে কার কি সমস্যা থাকতে পারে?
নিচের লেখাটি বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে নেয়া।
জানিনা কবে এদেশে জানোয়ারের সংখ্যা কমবে।অবশ্য একজন সনাতন ধর্মাবলম্বী ব্যাক্তির লেখা বলে যে দেশে কিছু লোক জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় সেদেশে আর এই আচরণের চেয়ে ভাল কি আশা করা যায়?
০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩০
সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ সেটাই ভাই
২| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:০৮
দীপ্ত সাহা বলেছেন: আমরা কখনও সভ্য হতে পারবনা, অসভ্য জাতি আমরা..........।
০৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে আমরা সত্যিই খুব অসভ্য।
৩| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৩
আখেনাটেন বলেছেন: চরম হতাশার। চারপাশে এইসব ধর্মান্ধ কুলাঙ্গারেরা পরিবেশকে বিষিয়ে তোলার জন্য সবসময় মনে হয় হায়েনার মতো ওৎ পেতে থাকে। এটি এখন আমাদের ভারত উপমহাদেশের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ একটি বারের জন্যও ভেবে দেখে না যে কিশোর কুমার দাশের মতো মানুষদের অলিতে গলিতে পাওয়া যায় না। এর জন্য যে পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, মানবিকতা দরকার তা আমাদের কয়জনের রয়েছে।
কয়দিন আগে ভারতেও দেখলাম ধর্মান্ধ গোষ্ঠীরা মুসলিম ব্যবসায়ীদের থেকে পণ্য না কেনার ডাক দিচ্ছে, করোনা থেকে সেরে উঠাদের থেকে প্লাজমা তাবলীগ জামাত প্রদান করায় সেখানে আইন করে তা রোধ করার চেষ্টা করছে।
এরা মানুষ না মানুষরূপী একেকটা বিস্ট! সমাজকে দূষিত করার জন্য ওৎ পেতে থাকে সবসময়।
০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভারতের মত মানসিকতা যদি আমরা ধারন করতে থাকি থাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা--
সত্যিই তো কিশোর কুমার দাশের মত লোক অলি গলিতে পাওয়া যায় না--
৪| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৮
ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: শুনে খারাপই লাগলো। নিজের সন্তানের মতোন করে সংগঠনটা কে আগলে রাখতেন। এখন যখন মোটামোটি একটা পর্যায়ে এসে দাড়িয়েছে, এখন ছেড়ে যাওয়াটা নিত্যান্তই কষ্টের �
কিশোর দা কে বলবো, লোকের কথায় কান দিয়ে অভিমান করার কি আছে? সংগঠনের জন্যে হলেও ....
০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০১
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমারও খুব খারাপ লেগেছে--
এমন প্রতিষ্ঠান এদেশে মনেহয় না খুব বেশি আছে--
৫| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: বিদ্যানন্দ কি হিন্দুয়ানী শব্দ?
কিউরিউয়াস মাইন্ড জানতে চায়
০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০২
সন্ধ্যা প্রদীপ বলেছেন: কি জানি! বলতে পারছিনা!
৬| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩৬
নতুন বলেছেন: বিদ্যা আনন্দ = বিদ্যানন্দ নামটা সম্ভবত একজন ব্রান্ড এক্সপাটের দেওয়া জিনি মুসলমান।
০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩
সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ তারা এমন কথাটাই বলেছেন--আনন্দের সাথে বিদ্যা অর্জন, এখান থেকেই নামটা এসেছে।
৭| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম না থাকলেই ভালো হতো। বেশী দরকার হলে একটি মাত্র ধর্ম রাখা যেতে পারে।
০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪
সন্ধ্যা প্রদীপ বলেছেন: সারা দুনিয়ায় কেবল একটা ধর্ম থাকলে আসলেই খুব ভাল হতো।
৮| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৪৮
নূর আলম হিরণ বলেছেন: এসবের জন্য সরকারই দায়ী। সরকার সব জেনেও এসব উগ্রবাদীদের কিছুই করছে না।
০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: কি জানি ভাই!
কি থেকে যে কি হয় এদেশে বুঝিনা---
৯| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন একদিন কমবে, তবে সেদিন দেশের লোক সংখ্যা আর এতো থাকবে না।যেমন নেই সিরিয়ায়,আফগানিস্তানে।
০৫ ই মে, ২০২০ রাত ৯:৩৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: লোকসংখ্যা কমলেই কি লোকের মনের ক্ষুদ্রতা কম্অঅবএ?
১০| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: এটা তো মুসলিমদের দেশে এখন সাধারন ঘটনা। কপাল ভালো পাকিস্তান ইরান সৌদী নয় বাংলাদেশ। তাহলে যে পদ টা ছিলো ....
বাংলাদেশে এখন এসব প্রতিনিয়তই ঘটবে।
০৫ ই মে, ২০২০ রাত ১০:০৪
সন্ধ্যা প্রদীপ বলেছেন: এটা ঠিক বলেছেন!
অন্যান্য অনেক দেশে এসব যন্ত্রণা অনেক বেশি
১১| ০৫ ই মে, ২০২০ রাত ৮:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু নামের কারনে একবার দৈনিক বাংলা
মোড়ের শশী রেস্তরাকে ভাংচুর করা হয়।
কে কখন কি বললো তাতে কিইবা এমন আসে যায়
দিনকে কেউ বললে রাত, আলো কি তার কমে যায়?
০৫ ই মে, ২০২০ রাত ১০:০৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ সেটা ঠিক।
অনেক ক্ষেত্রে মানুষের খারাপ কথাকে ইগনোর করা ভাল।বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ কাজে যুক্ত তাদের জন্য এটা আরো সত্যি
১২| ০৫ ই মে, ২০২০ রাত ১০:১৩
এইচ তালুকদার বলেছেন: কয়েকদিন আগেই বিন্যানন্দের আন্তর্জাতিক ভাবে প্রশংসিত ১ টাকার আহার প্রজেক্ট এর ফেসবুক পেজটি হ্যাক করা হয়,আর এখন যেহেতু সংগঠনটির সম্পদ ও সাফল্য দুটোই অনেক বেড়েছে তাই কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর ফান্ড এবং অন্যান্য সম্পদ হাতিয়ে নেবার তালে আছে।ধর্ম নিয়ে টানাটানিও এই কারনেই,এই উপমহাদেশের মানুষকে ধর্ম দিয়ে যতটা বোকা বানানো যাবে অন্যকিছু দিয়ে সেটা সম্ভব না।
০৬ ই মে, ২০২০ রাত ১:১৩
সন্ধ্যা প্রদীপ বলেছেন: এটা হতে পারে---
হ্যাঁ ধর্ম দিয়ে সহজেই জল ঘোলা করা যায়--
১৩| ০৫ ই মে, ২০২০ রাত ১০:৪০
নেওয়াজ আলি বলেছেন: ভালো কাজে বাধা আসবেই। পাছে লোকে কিনা বলে।
০৬ ই মে, ২০২০ রাত ১:২৭
সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই সময়ে বাঁচা মরা নিয়ে চিন্তিত থাকা উচিৎ।কেন যে মানুষ দুনিয়ার ফালতু বিষয় নিয়ে পড়ে থাকে!এই সময়ে লোকের পিছে লাগা বা বদনাম করার সময় না।
১৪| ০৫ ই মে, ২০২০ রাত ১১:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ফেসবুকে ইদানিং রমজানের খাবার বিতরন নিয়ে যে পোস্টটা বির্তকিত করেছিল তার শিরোনামটা একজন হিন্দু ভাই খুব গর্বের সাথে লিখেছিলেন একমাত্র সনাতন ধর্মেই এরকম মানবিকতার উদাহরণ; তার সাথে কিছু মূর্খ হিন্দু ভাই-জপমালা করে যাচ্ছিল;! ভাবতে অবাক লাগে যে অনূদান ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই সংশ্লিষ্ট অথচ তুলে ধরা হলো সনাতন-কে?? এদের কার্যক্রম সুন্দরভাবে চলুক এ কামনাই করি।
০৬ ই মে, ২০২০ রাত ১:২৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: বুদ্ধিহীন লোক সবখানেই আছে--তারমানে এই না যে শুভবুদ্ধির প্রয়োগ করা হবে না---অনেকেই ফাইদা লুটতে চাইবে---অন্যের নাম দিয়ে নাম কামাতে চাইবে তার মানে কি এই যে প্রতিষ্ঠান খারাপ হয়ে গেল??
যদি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা সদস্য এই দাবী করে তবে রাগ করার কারন আছে।তবে যতদূর জানি তাদের দিক থেকে এমন দাবী নেই।
একটা উদাহরণ দেই-- যুদ্ধ করে স্বাধীন হলাম আমরা,শহীদ হলাম আমরা কিন্ত এখন যদি ভারতীয় কেও এসে বলে বাংলাদেশ স্বাধীন আমরা করেছি তবে ব্যাপারটা কেমন হবে?বাস্তবে অনেক ভারতীয়ই এ কথা বলে।তাতে কি দেশের মুক্তি সংগ্রাম মিথ্যা হয়ে যায়?
তেমনি প্রতিষ্ঠানের বাইরের কেও যদি নাম নিয়ে ফায়দা লুটতে চায় তবে সেই দোষ কি প্রতিষ্ঠানকে দেয়া উচিৎ?
১৫| ০৬ ই মে, ২০২০ সকাল ৭:১২
ভুয়া মফিজ বলেছেন: কিছু পাগল-ছাগল সব দেশে, সব জাতিতে আর সব সমাজেই আছে।
যারা সবকিছুতেই ধর্ম নিয়ে আসে তাদের বেসিক্যালি কোন কমনসেন্স নাই, এরা বেয়াক্কেল কিসিমের প্রাণী। এদেরকে সিরিয়াসলি নেয়ারও কিছু নাই। ভালো কিছু করতে চাইলে এদেরকে ইগনোর করেই এগুতে হয়। এই পদত্যাগ আমার কাছে এদের কথাকে গুরুত্ব দিয়ে, এদের সাথে কম্প্রোমাইজ করার শামিল।
উনার পদক্ষেপে বুদ্ধিমত্তার চেয়ে আবেগ কাজ করেছে বেশী; টু বি অনেস্ট........ 'অপরিপক্ক' মনে হয়েছে আমার কাছে।
০৬ ই মে, ২০২০ দুপুর ২:৫৪
সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ আমারও মনে হয়েছে এটা অভিমানী এবং আবেগী সিদ্ধান্ত।উনিও পরে সেটা বলেছেন।
আজকাল এদেশে একশ্রেণীর লোক এসেছে যারা যেখানে সেখানে না বুঝে কমেন্ট করে।তার ভালমন্দ প্রাভাব বিচার করেনা।
দুনিয়ায় মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে।এরা তুলকালাম লাগিয়েছে নাম নিয়ে,হিন্দু মুসলমান নিয়ে!! কেউ কেউ আবার বলছে এটা পাব্লিসিটি স্ট্যান্ট।
১৬| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা আমাদের দেশে দুষ্টলোকের সংখ্যা বেশি।
০৬ ই মে, ২০২০ রাত ৮:২৬
সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ দুষ্টলোকে অনেক এদেশে
১৭| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:৫১
ঢাবিয়ান বলেছেন: প্রকৃত ধার্মিক ব্যক্তি কোনদিন ভাল কাজে বাধা দেয় না, বরং নিজেও সেটাতে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে। বাংলাদেশে এখন লেবাসধারী বকধার্মিকের সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে।আমাদের দেশের এই ইসলামের লেবাসধারীদের চিন্তাচেতনা এবং ইন্ডিয়ার অতি হিন্দুবাদী চেতনাধারীদের মনমানসিকতায় দারুন মিল।
০৬ ই মে, ২০২০ রাত ৮:৫৬
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমিও মনে করি গোঁড়া মৌলবাদীরা যে ধর্মেরই হোক তাদের মধ্যে অনেক মিল থাকে।এদের চিন্তাচেতনায় কোনো মানবিকতা নেই।
আজ বিদ্যানন্দের পেজে দেখলাম কয়েক ম্রেট্রিক টন মুরগী দিয়েছে যেন কোন প্রতিষ্ঠান। তো নানা মানুষ নানা রকম ভাল বা মন্দ কমেন্ট করেছেন।যারা দিচ্ছে তাদের প্রশংসা করেছেন। এর মধ্যে এক ব্যক্তি বলেছেন ''মুরগীগুলো যাতে হালাল ভাবে জবাই হয় সে দিকে খেয়াল রাখবেন।''
হাউ রিডিকুলাস!!মুসলিম প্রধান এ দেশে মাংস হালাল কিনা এ চিন্তা আমাদের করতে হয়না কারন প্রসেসিং এর হালাল পদ্ধতিটাই এখানে ব্যবহৃত হয়।
এইসব মানুষের ফোকাস কোন দিকে বুঝে দেখেন একবার।এটাই এদের সমস্যা।আসল ব্যাপারটা নিয়ে চিন্তা করতে পারেনা।
১৮| ০৬ ই মে, ২০২০ বিকাল ৩:৫৫
মেহবুবা বলেছেন: বিদ্যানন্দ,মানুষ মানুষের জন্য এবং আরো একটা সংগঠন (যাঁরা করোনা ডেডিকেটেড এবং অন্য প্রতিষ্ঠানের ডাক্তারদের খাদ্য সরবরাহ করছে এই সময়ে) এর কার্যক্রম এ এই অস্থির সময়ে ও স্বস্তি পাই ।
এখন বিদ্যানন্দ এর প্রতিষ্ঠাতা র সরে দাঁড়ানো একটা ধাক্কা ।
হয়তো কিশোর আগের মতোই আগলে রেখে এই সংগঠন কে এগিয়ে নেবে ।
০৬ ই মে, ২০২০ রাত ৮:৫৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমারো বেশ একটা ধাক্কা লেগেছিল খবরটা দেখে।কারন এতে প্রতিষ্ঠানের গতি প্রকৃতি বদলে যেতে পারে।
এই দুঃসময়ে এমন প্রতিষ্ঠানগুলোই মানুষের সাহায্য অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
এদের দেখলে আসলেই মনে শান্তি পাই আমরা।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:০০
নতুন বলেছেন: সভ্য হতে আমাদের আরো অনেক দিন সময় লাগবে।