নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ কন্টাজিওন

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৩



রাতে ইচ্ছা হলো একটা মুভি দেখার।তাই দেখতে বসলাম আমেরিকান মেডিকেল থ্রিলার কন্টাজিওন(Contagion)
সোয়াইন ফ্লুর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নিয়েই এই মুভিটা বানানো।২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি যেন বর্তমান সময়ের প্রতিচ্ছবি।
মহামারীতে কিন্ত রোগটাই একমাত্র বিপদ নয়।মানুষ এসময় ভয়ে আর শোকে অমানুষ হয়ে যায়।

পারসোনাল ভাবে আমার মনে হয়েছে এই প্লটে মুভিটা আরো ভালো করে বানানো যেত।তাই ব্যাক্তিগত রেটিং ৫।
আগের মুভিটার ডাউনলোড লিংক দিতে পারিনি কিন্ত এইটা টরেন্টে পেয়ে যাবেন।


হাতে কাজ না থাকলে দেখতে পারেন ডাউনলোড করে।মনে হবে বর্তমান পরিস্থিতির চিত্রটা অতীতে বানানো হয়ে গেছে।

হ্যাপি ওয়াচিং

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

নেওয়াজ আলি বলেছেন: Good

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :) :)

২| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মুভি দেখার চেয়ে বই পড়া বেশি ভালো।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:০২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বইয়ের উপরে আর কিছু নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.