নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

সর্বনাশা প্লাস্টিকঃ প্রথম পর্ব (ছবিব্লগ)

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬



একটা সময় মানুষ যখন গ্লোবাল ওয়ার্মিং এবং ওজনস্তর ক্ষয়ের ব্যাপারে জানা শুরু করল তখন চারিদিকে বেশ প্রচারণা আর সচেতনতা তৈরির চেষ্টা চলতে লাগল।আমরা ছোট বেলায় পাঠ্যবইগুলোতে এবিষয়ে পড়েছি।তখন ভাবার চেষ্টা করতাম গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পোলার আইসক্যাপের বরফ গলে গিয়ে পৃথিবীর নিচু এলাকা প্লাবিত হলে মানুষগুলোর কি হবে সেটা ভেবে আতংকিত হতাম।পৃথিবীর জলবায়ু,জীবকুল আর মানুষের জন্য শীর্ষ হুমকি ছিল এগুলোই।কিন্ত কেউই হয়ত আগে থেকে ভাবতে পারেনি সবকিছুকে ছাপিয়ে ঝড়ের গতিতে পৃথিবীর সব দূষণকে পেছনে ফেলে দেবে প্লাস্টিক দূষন।কি,বিশ্বাস হচ্ছে না?তাহলে আসুন নিচের ছবিগুলো দেখি।











অনেকে মনে করবেন এগুলো তো খালি কার্টুন ছবি!!তাহলে এবার নিচের ছবিগুলো দেখি।






প্লাস্টিকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর দাম কম।বেশিরভাগ জিনিসের সাথেই প্লাস্টিক ব্যাগ বোতল কন্টেইনার ফ্রীতে পাওয়া যায়।তাই যত্রত্ত্র ছুড়ে ফেলা হয় সহজেই। আমার আপনার ছুড়ে ফেলা প্লাস্টিকের জিনিস একসময় জমে গিয়ে পাহাড় সমান হয়ে যাচ্ছে।







যদি মনে হয় এগুলো তো অন্যদের দেশের ছবি। এতে আমাদের কি?তাহলে এবার আসুন আমাদের দেশের চিত্র দেখি।











আরো ছবি থাকছে পরের পর্বে।

ছবিসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


শুকরের পালের কাণ্ডকারখানা।

চমৎকার সচেতনতামূলক পোস্টে ++

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পোস্ট আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি।দেখি কি হয়--

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি প্লাষ্টিকের ব্যাগ, বোতল ইত্যাদিকে কোথায়ও জমা দেন?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: না রে ভাই। সে সুযোগ কি আছে এদেশে?
তবে আমি এগুলো যেখানে সেখানে ছুড়ে ফেলিনা।সব একসাথে করে ডাস্টবিনে ফেলি।এর চেয়ে ভাল ব্যাবস্থা নেই।তাই এটুকুই করতে পারি।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

প্রেক্ষা বলেছেন: সচেতনতামূলক পোস্ট।এগুলো সবাই শুনে কিন্তু কেউ সচেতন হয় না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সেটাই।
সচেতন হতে হলে জিনিসটার গুরুত্ব তো বুঝতে হবে।আমাদের দেশে ভাল ব্যবস্থাও নেই।সচেতনতা তৈরির চেষ্টাও নেই।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

প্রেক্ষা বলেছেন: সচেতনতামূলক পোস্ট।এগুলো সবাই শুনে কিন্তু কেউ সচেতন হয় না।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানূষজন সচেতন না। তারা সচেতন হতে চায়ও না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: একদম ঠিক কথা

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

করুণাধারা বলেছেন: শেষের ছবিগুলো বেশি ভয়ংকর।

এসব দেখে কি কারো টনক নড়বে?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই ছবিগুলো আসলে আইসবার্গের দৃশ্যমান অংশ।আসল বিপদ আরও অনেক বড় এবং অনেক গভীর।
পরের পর্বগুলোতে বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করব।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: কিন্তু কেউ সচেতন হয় না

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আসলে এই মূহুর্তে প্লাস্টিকের বাস্তবসম্মত বিকল্প তেমন কিছু নেই তাই ব্যবহার বন্ধ করতে বলাটা কাজের কিছু নয়।তবে যেখানে সেখানে ছুড়ে ফেলা রোধ করা গেলে দূষণ অনেক কমিয়ে আনা সম্ভব।

৮| ০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একদম ঠিক কথা
সারা বাংলাদেশ থেকে নির্বোধ গুলো ঢাকায় আসে। এরা কোনো নিয়ম মানে না। নিয়ম না মানাটাই এর ফ্যাশন মনে করে।
অথচ মানুষ সচেতন হলে দেশটা বদলে যেত।

০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:১১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সহমত জানাচ্ছি।

৯| ০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:১৬

সোহানী বলেছেন: ও মাই গড.... একি অবস্থা!!!! কিভাবে এ ধ্বংসের হাত থেকে আমরা পরিবেশ কে বাচাঁতে পারবো???

০১ লা মার্চ, ২০২০ দুপুর ১২:৫০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: একটু সচেতন হলেই পারব।

১০| ০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সচেতন হোক মানুষ। পরিবেশ হোক সুন্দর।++++++

০১ লা মার্চ, ২০২০ দুপুর ১২:৫১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমিও আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই-- সচেতন হোক মানুষ। পরিবেশ হোক সুন্দর। :)

১১| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: ভালো লিখেছেন।
দেশে এইসবের জন্য রিসাইক্লীন প্ল্যান্ট করা খুব জরুরী হয়ে পরেছে।

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:১১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হুম খুবই দরকার এটা।তারচেয়েও বেশি দরকার নিজেরা একটু সভ্য হওয়া।

১২| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

স্পোর্টসএন্ডঅল বলেছেন: ভাল লাগল । শুভ কামনা রইল।

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:১২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।দ্বিতীয় পর্ব দিয়ে দিয়েছি।আমন্ত্রণ রইল।

১৩| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: এই দেশের মানুষ বড্ড বদ। বিরাট বদ। অতি দুষ্ট। এরা মানুষ হবে না। আমি আশা বাদ দিয়ে দিয়েছি।

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:১৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই বিষয়টিতে বাইরের দেশের মানুষও কম খারাপ না।
আশা তো ছাড়া যাবেনা।আশা আছে বলেই তো পথ আছে।

১৪| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:২১

জাহিদ হাসান বলেছেন: :( :(

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:১৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :|

১৫| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৩০

বিষাদ সময় বলেছেন: এ রকম গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেবার জন্য ধন্যবাদ।
এক প্রতিবেদনে দেখলাম বুড়িগঙ্গা খনন করলে এখন নাকি পলিথিন ছাড়া তেমন কিছু আর পাওয়া যায় না।

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:১৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেকদিন থেকেই ভাবছিলাম দেয়া দরকার কিন্ত দিতে পারিনি।হ্যাঁ বুড়িগঙ্গার অবস্থা তো ভয়াবহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.