নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাক স্বপ্নের সম্পর্কগুলো---

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭


মানুষের জন্য কখনো কখনো অশ্রু মোছানোর একজন লোক লাগে,কখনো কখনো এমন কাওকে দরকার হয় যে মনটা ভাল করে দেবে।ভাল হয় সেটা যদি কাছের কেউ হয়।যদি সেটা এমন কেউ হয় যার সাথে জীবন ভাগাভাগি করে নেয়া হচ্ছে তবে এর চেয়ে ভাল আর কিছুই হতে পারেনা।

মানুষের জীবনে সবচেয়ে দরকারি জিনিস কোনগুলো? অনেকেই বলবেন অর্থবিত্ত,সম্পদ।এটা ঠিক অর্থ অনেককিছুই এনে দিতে পারে অনেক কিছুই সহজ করে দিতে পারে।কিন্ত অর্থ সবকিছু দিতে পারেনা।

জীবনে যোগ্যতা অর্জন করা খুব জরুরী। কারন একান্তই নিজের জিনিসগুলোই নিজের সাথে থাকে।অন্যেগুলোর কোনো গ্যারান্টি নেই।তবে জীবনকে সত্যিকার অর্থেই সুন্দর আর অর্থবহ করতে পারে মানুষের জীবনের সম্পর্কগুলো।পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক সবকিছু মিলেই কিন্ত মানুষের জীবনটাকে ভরিয়ে তুলতে পারে যদি সেগুলো সুন্দর হয়।অথচ দেখুন জীবনে যোগ্যতা বা সম্পদলাভের জন্য আমরা যতটা যত্নবান,ততটা কি আমরা আমাদের সম্পর্কগুলোর প্রতি যত্নশীল হই?বস যাতে বিরক্ত না হয় তার জন্য যতটা সতর্ক থাকি পরিবারের লোকের প্রতি কি ততটা সতর্ক থাকি?যদি থাকতাম তবে আমাদের জীবনটাই স্বর্গ হতো।

জন্মসূত্রেই আমরা একটা পরিবার পেয়ে যাই (পছন্দ না হলেও চেঞ্জ করার উপায় নেই) সেই সাথে পেয় যাই রক্তের সম্পর্কগুলো।তাদের সাথে দুরত্ব তৈরী হলেও সম্পর্ক শেষ হয়ে যায় না।কিন্ত হৃদয়ের সম্পর্ক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক এত নাজুক কিন্ত এত মধুর যা বাচিঁয়ে রাখতে হয় যত্ন, আদর আর ভালবাসা দিয়ে।

আমার কাছে মনেহয় এই সম্পর্কগুলো মাকড়সার জালের সুতার মত সূক্ষ্ম অসংখ্য বিশ্বাস আর আস্থা র সংযোগে তৈরী হয়।ভাল আচরণ, যত্ন আর মনোযোগ নতুন নতুন সুতা দিয়ে নতুন বন্ধন তৈরী করে।এই সূক্ষ্ম সুতার বাধন যে সম্পর্কে যত বেশি থাকে সেই সম্পর্ক ততবেশি মজবুত। অবহেলা, অমনোযোগ আর খারাপ আচরণ এক একটি সূক্ষ্ম সুতার সংযোগ ছিন্ন করে দেয়।বাইরে থেকে হয়ত তেমন কিছু বোঝা যায় না,যে কষ্ট পায় শুধু সেই বোঝে।কিন্ত এমন চলতে চলতে একসময় বেশিরভাগ সংযোগই ছিন্ন হয়ে যায় তখন সম্পর্কটি মৃত সম্পর্কে পরিনত হয়।

তখন মনের কথা বলার জন্য,অশ্রু মোছানোর জন্য বাইরের লোক খুজে বেড়াতে হয়।কিন্ত আন্তরিক একজন শ্রোতা, মমতাময়ী একটি হাত হয়ত চিরকাল কাছেই ছিল শুধু মনোযোগ আর সময়ের অভাবে তা দূরে চলে গেছে।

আজকাল দুনিয়া অনেক স্বার্থপর। অন্যের সমস্যার কথা শোনার কারো সময় নেই।ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যত মানুষ থাকে তার কয়জন সত্যিকারের বন্ধু?ভয়ানক কোনো সমস্যার মুখে মেসেঞ্জারের চ্যাটলিস্টে এমন কয়জনকে পাবেন যে আপনার সমস্যার কথা শুনতে রাজি হবে?অথচ আমরা পরিবারের মানুষকে দূরে ঠেলে দিয়ে ভার্চুয়াল জগৎ নিয়ে পড়ে থাকি।

বেশির ভাগ মানুষই স্বামী স্ত্রীর সম্পর্কের মূল শুধু শারীরিক সম্পর্কটুকুই মনে করে।হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা ব্যাপার।কিন্ত শুরু থেকে একটা সুন্দর মানসিক বন্ধন তৈরীর ব্যাপারে যত্নশীল না হলে পরে আর তা তৈরী করা যায় না।একে অন্যেকে সময় দেয়া,কথা বলা,অনুভূতিগুলো জানা,মতামতের মূল্য দেয়া এই সবকিছু মিলিয়ে যে চমৎকার সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠিত হয় তা শত দূর্যোগের মাঝেও ভেংগে যায় না।

জীবনে যতই প্রতিষ্ঠিত হওয়া হোক যদি উপযুক্ত জীবনসঙ্গী না থাকে তবে জীবনের সত্যিকার আনন্দ উপভোগ করা যায় না।সেই সত্যিকার জীবনসঙ্গী খুজে নেয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার সাথে সত্যিকারের বন্ধন তৈরীর ব্যাপারে যত্নশীল হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন জীবনতো একটাই,প্রিয়জনের জন্যে এটুকু করবেন না তো কার জন্য করবেন?



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: বেশ আবেগ দিয়ে আবেগের কথা লিখেছেন।
আবেগ দিয়ে দুনিয়া চলে না।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:৪০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমি যেটুকু জানি আবেগ ছাড়াও দুনিয়া চলে না।তাই আপনার মন্তব্যটি আংশিক সত্যি।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৫

হু বলেছেন: ভালো বলেছেন, নিজের কষ্টের কথা শুনার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে।
@রাজীব নূর, আবেগ আছে বলেই সে মানুষ, আবেগ না থাকলে সে যন্ত্র হয়ে যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.