নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরের জিনিসের চেয়ে ঘরে তৈরি খাবার তুলনামূলক সবসময়ই ভাল।কারন বাইরের জিনিসের কোনো গ্যারান্টি নেই।কিনা কি দিয়ে বানায়!সবকিছু পরিচ্ছন্ন থাকে কিনা ইত্যাদি।
এখানে দেয়া কেকের রেসিপিটি খুব সহজ তাই হাতের কাছে থাকা জিনিস দিয়ে যখন ইচ্ছা বানাতে পারবেন।দেখে নিন উপকরনগুলো--
১-ময়দা ১কাপ
২-ডিম ২টি
৩-চিনি ১কাপের চার ভাগের তিন ভাগ
৪-বেকিং পাউডার ১চা চামচ
৫-লেবু একটি
৬-সয়াবিন তেল আধা কাপ
পদ্ধতি :
১-তেল আর চিনি একটা পাত্রে নিয়ে ভাল করে ফেটে নিন।এতে ছোট একচিমটি লবন দিয়ে মিশিয়ে দুইটি ডিম ভেঙ্গে দিন।ডিম দেয়ার পর ফেটবেন না বরং আলতো হাতে মেশাবেন।
২-এবার এক কাপ ময়দার সাথে এক চা চামচ বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন।কাপে ময়দা মোটেও ঠেশে ভরবেন না,সাধারন ভাবে নেবেন।এবার অল্প করে করে দুই তিন বারে ময়দা কেকের মিশ্রনে মিশিয়ে নিন।নিচের ছবির মত হালকা চকচকে মিশ্রন হবে।
৩-একটা মাঝারি ফ্রেশ লেবু নিয়ে সবজি কুরুনি দিয়ে এর উপরের সবুজ বা হলুদ অংশ কুরিয়ে নিন।কুরুনি না থাকলে ছুড় বা বটি দিয়ে সবুজ অংশ পাতলা করে কেটে কুচিকুচি করে কেটে নিতে পারেন।এবার এগুলো কেকের মিশ্রনে দিয়ে দিন।এক ফালি লেবুর রসও মেশান।ব্যাস হয়ে গেল আয়োজন।
৪-যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে ভাল প্লাস্টিক পাত্রে মিশ্রন ঢেলে ৪-৫মিনিট বেক করুন।না থাকলে নরমাল ইলেক্ট্রিক ওভেনের জন্য একটি মাঝারি স্টিলের পাত্রে তেল মাখিয়ে তাতে মিশ্রন ঢেলে প্রিহিট করা ওভেনে ১৫০ ডিগ্রিতে ৩০মিনিট বেক করুন।বাদামী রঙ ধরলে নামিয়ে নিন।
লেবুর খোসায় থাকা এসেনশিয়াল অয়েল আপনার কেকের মাঝে অপূর্ব লেমন ফ্লেভার ছড়াবে।এবার আর কি?মনের সুখে উপভোগ করুন ন্যাচারাল লেবুর স্বাদে মজাদার কেক।
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
২| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
সুমন কর বলেছেন: ঐ লাইনটি শুরু করেছিলেন যদি দিয়ে........মাইক্রোওয়েভ না থাকলে কি করবে, বলেন নি !!
পোস্ট ভাল হয়েছে।
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সন্ধ্যা প্রদীপ বলেছেন: বলেছি তো।নরমাল ইলেক্ট্রনিক ওভেনে ৩০মিনিট।যদি কুকার কেক তৈরিরর অভিজ্ঞতা থাকে তবে প্রেসার কুকারেও দিতে পারেন।এই কেক কড়াইয়ে বালুর তাপে মাটির চুলাতেও বানানো যায়।
চেষ্টা করে দেখুন।
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
বোকামানুষ বলেছেন: সুমন কর বলেছেন: ঐ লাইনটি শুরু করেছিলেন যদি দিয়ে........মাইক্রোওয়েভ না থাকলে কি করবে, বলেন নি !!
পোস্ট ভাল হয়েছে।
সহমত
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
সন্ধ্যা প্রদীপ বলেছেন: বলেছি তো।!!
নরমাল ইলেক্ট্রনিক ওভেনে ৩০মিনিট।যদি কুকার কেক তৈরিরর অভিজ্ঞতা থাকে তবে প্রেসার কুকারেও দিতে পারেন।এই কেক কড়াইয়ে বালুর তাপে মাটির চুলাতেও বানানো যায়।
চেষ্টা করে দেখুন।
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: জায়গাটা একটু এডিট করে দিলাম।
৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫১
মায়াবী রূপকথা বলেছেন: আজকে চমৎকার দুটো রেসিপি পেলাম। এটা একটু কঠিন মনে হচ্ছে
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: যতটা ভাবছেন তত কঠিন না।শুধু খেয়াল রাখবেন লেবুটা যেন তাজা হয়।
৫| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
শুভকবি বলেছেন: আমার অভিযোগ আছে- আমার খেতে ইচ্ছে করছে। এর উপায় কি ???? সব লেখকের দোষ -_-
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
সন্ধ্যা প্রদীপ বলেছেন: দোষ স্বীকার করে নিচ্ছি।ভাবীকে নিয়ে একটা কবিতা লিখে ফেলুন।সেটা তাকে শুনানোর পর আলগোছে রেসিপিটি ধরিয়ে দিন।বলা যায় না আপনার ইচ্ছা পুরন হয়েও যেতে পারে।
৬| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুফিয়া।
৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
হু বলেছেন: রাতে আপনার ব্লগটি পড়ে ছিলাম। তখন আমার খুব ক্ষুধা ছিল,,,,,, আর মনে মনে আপনাকে অভিশাপ দিচ্ছিলাম।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: বেশি অভিশাপ দিয়েন না ভাই।জীবন নিয়ে এমনিতেই অনেক যন্ত্রনায় আছি।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: চমৎকার রেসেপি। ধন্যবাদ