নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

অপটিকাল ইলুশন বা চোখের ধাঁধাঁ (ছবি ব্লগ)

২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫


মনে করুন অঝোর বর্ষনস্নাত কোনো রাতে আবছা অন্ধকার ঘরে ঘুমিয়ে আছেন,হঠাত কাছেই কোথাও ভীষন শব্দে বাজ পড়ল।আপনি ঘুম ভেঙ্গে চমকে উঠলেন।বুকের হার্টবিট একটু কমে আসতে না আসতেই আপনি যা দেখলেন তাতে আপনার হৃদপিন্ড প্রায় থেমে যাওয়ার যোগার।সামনের চেয়ারটাতে সাদা চাদর গায়ে দিয়ে কে বসে???কোনো অশরিরী আত্মা?নাকি কোনো প্রেত?দোয়াদরুদ যা জানেন তা পড়ার পরও যখন তা যায় না তখন হয়ত ভয়ে আপনার দাঁত কপাটি লেগে গেল।সকালে জ্ঞান ফেরার পর দেখলেন আরে ভুত প্রেত কই ওটা তো চেয়ারে এলোমেলো করে রাখা কাপড় তোয়ালে ইত্যাদি।আর চেয়ারের পেছনে ঝুলিয়ে রাখা আপনার সাদা শার্টকেই আধো অন্ধকারে দেখে ভেবেছেন বুঝি কোনো প্রেত ড্যাবড্যাব করে আপনার দিকে চেয়ে বসে আছে।এমন ঘটনা প্রায় মানুষের জীবনেই কখনো না কখন ঘটে।এটা এক ধরনের চোখের ধাঁধাঁ বা অপ্টিক্যাল ইলুশন।বাস্তবে যা নয় অন্ধকারে দেখে তাই বলে মনে হয়।আলোছাঁয়ার কারসাজি এর পেছনে দায়ী আর পরিবেশ যদি একদম খাপ খেয়ে যায় তবে আর দেখতে হবে না রজ্জুকে(দড়ি) সর্প ভেবে চিতকার করে আপনি ঠিকই পাড়া মাথায় তুলবেন।


এতে আপনার অবশ্য দোষ নেই কারন আলো ছায়ার কারসাজি এমন হতে পারে যাতে আপনার মস্তিষ্ক আপনাকে এমন কিছুর অনুভুতি দেবে যা আসলে বাস্তব নয়।আমার এই ব্লগটি এমন কিছু ছবি বা প্যার্টান নিয়ে সাজিয়েছি যা আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য।এগুলোকে বলা হয় অপটিকাল ইলুশন।যেখানে ছবিগুলো স্থির কিন্ত দেখলে মনে হবে তা যেন জীবন্ত।আবার এমন কিছু ছবি আছে যা একেক দিক থেকে দেখে একেক রকম মনে হয়।অনেক বিখ্যাত শিল্পীর এমন আর্ট আছে যা এমন ইলুশন তৈরী করে।বর্তমানের জনপ্রিয় থ্রি-ডি আর্টও এক ধরনের ইলুশন যা ত্রিমাতৃক গভীরতার অনুভুতি সৃষ্টি করে।

অপ্টিক্যাল ইলুশন তৈরী করার জন্য রং,জ্যামিতিক প্যার্টান আরো ছায়ার অনুভুতি দায়ী।সাধারনত পাশাপাশি সাদা এবং কালো অথবা অন্যসব পরিপূরক উজ্জ্বল রঙ ব্যবহৃত হয়।জ্যামিতিক প্যার্টানগুলো হয় খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা।আকার,আকৃতি উজ্জ্বল রঙ আর একই প্যার্টানের বারবার ব্যবহারের ফলে চোখে এক ধরনের ধাঁধাঁ তৈরী হয়।কারন চোখে দেখা এই ছবিগুলো ব্রেন একটু অন্য ভাবে ব্যখ্যা করে আর এমন অনুভুতি দেয় যা আসলে বাস্তব নয়।


অপ্টিক্যাল ইলুশন প্রধানত দুই প্রকার।ফিজিওলজিক্যাল(physiological)আর কগনিটিভ(cognitive).ফিজিওলজিক্যাল ইফেক্ট হয় রং,জ্যামিতিক প্যার্টান ইত্যাদি থেকে।যা একটা স্থির ছবির জীবন্ত রূপ দেয়।যেমন এই ছবিটি-


"আমার সোনার বাংলা আমি
আমি তোমায় ভালবাসি" চিরচেনা এই লাইনটি লক্ষ্য করুন।এখানে কোনো শব্দের বেশি ব্যবহার আছে কি?অনেকের চোখেই নিশ্চয় ব্যাপারটা এড়িয়ে গেছে।হ্যাঁ এটাই হচ্ছে ২য় ধরনের ইলুশন যা চেতনা বা জ্ঞানলব্ধ।আপনি যা জানেন সেই ব্যাপারটি আপনার ব্রেন আপনাকে আগে থেকে দেখায়।যেমন জাতীয় সঙ্গিতের এই পরিচিত লাইনটি আপনি এটি পড়া শুরু করা মাত্রই পুরো লাইন মাথায় চলে আসে তাই আপনি এর ভুল দেখতে পান না।ছবিটির গাছটি লক্ষ্য করুন,সত্যিই কি এটা শুধুই গাছ আর কিছু কি দেখা যায় না?



এবার এই ছবিগুলি দেখুন কি মনে হয়?সাপগুলি কি কুণ্ডলী পাকাচ্ছে?





ছবিগুলি কি নড়েচড়ে?





এই প্যাঁচানো পথে কি হারিয়ে যাওয়া যায়?







ফুলগুলো কি ফুটছে?





দেখুন তো এই প্যারাডক্স কাঠামোগুলোর শেষ কোথায়?





এটাকি শুধুই বিড়াল না আড়ালে একটা ইঁদুর লুকিয়ে?



গাছের আড়ালে কোনো প্রেমিক যুগল লুকিয়ে নেই তো?



আপনি বলবেন এখানে দুটো মুখ আর আমি বলব এখানে আসলে একটা ফুলদানি।এর নাম রুবিন্স ভাস।



খরগোশ না হাস?



হাতির কয় পা?



বুড়ি না তরুণী?





সাদা লাইনগুলোর জয়েন্টে যে কালো ডট দেখা যাচ্ছে তা কি গোনা যায়?এগুলো আসছে আর যাচ্ছে মনে হয়।



আহা বেচারার মাথাটা বুঝি কাটা পড়েছে!



ছবিতে যা দেখা যাচ্ছে আসলেই কি তাই?তবে এই বুড়ো ভদ্রলোক কি করছে?



এখানে দেয়ালের মাঝে খাজ না দেয়ালের প্রান্ত?



স্পাইরাল টা বেশ সুন্দর তাইনা?আরে এটা কি আসলেই স্পাইরাল?!!



সাদাকালো বার গুলো একটা অন্যের উপর হেলে আছে।আসলেই কি তাই?



দেখুন ভাল করে মাঝের দুটি ডটের মধ্যে কোনটা বড়।ডানেরটা তাইনা?আসলে দুটি ডটই সমান।আশেপাশের বৃত্ত গুলোর সাথে তুলনা করছি বলেই ডানেরটা বড় মনে হচ্ছে।



এই ছবির প্যাটার্নগুলো কিন্ত মোটেও কুঁচকানো নয়।



ছবিটিকে আস্তে আস্তে দূরে নিন মনে হবে ভেতরের ডটগুলো পানির ভেতর ভাসছে।



বাদুরের দিকে একভাবে তাকিয়ে দেখুনতো ওড়ে কিনা?আমি অবশ্য এক্ষেত্রে ফেইল।



এই ভদ্রলোক কে তো সবাই চেনেন।এবার একটা কাজ করুন ছবিটা স্থির রেখে ১০-১৫ ফুট দূরে গিয়ে আবার দেখুন।কি অবাক হচ্ছেন?আলবার্ট আইনিস্টাইন নিমেষেই পরিনত হলেন সোনালি চুলের লাস্যময়ী মেরেলিন মনরোতে।



ইলুশন নিয়ে আরও জানতে উইকিপিডিয়া দেখুন।সবাই ভাল থাকুন।



তথ্য ও ছবি: ইন্টারনেট

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ৮:০১

রিকি বলেছেন: প্রথম টা দেখেই চোখে গোল চক্কর দেখছি ভাই !!!! |-) #:-S 8-| =p~

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যা ভাই।কিছু কিছু বেশিক্ষণ দেখলে মাথা ঝিম ঝিম করে।

২| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫২

ইমরান আশফাক বলেছেন: ভালো লাগলো। B-))

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ ভাই।ব্লগ ভাল লেগেছে জেনে খুশি হলাম।

৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর আগেও এই বিষয়ে পোস্ট পড়েছি, তবে কোনটাই আপনার লেখার মত সুলিখিত নয়। দারুন এবং চমৎকার।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক দিন পর কথা হচ্ছে।ভাল আছেন ভাই?
আরো তথ্য দিতে পারলে ভাল হত কিন্ত তাতে পোস্ট বিশাল হয়ে যাবে।তাছাড়া ওসব হাবিজাবিতে দাঁত বসানো বেশ কঠিন মনে হল।তাই শর্টকাট এ--- :D
কমেণ্টের জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৭

বৃতি বলেছেন: চমৎকার :) শেয়ারের জন্য থ্যাংকস।

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনাকেও কমেন্টের জন্য ধন্যবাদ বৃতি

৫| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

কাবিল বলেছেন: সব গুলোই ভাল লাগল।
প্রথম গাছটির মধ্যে ৯ জন মনিষী বাক্তির ছবি দেখা যায়।
শেয়ারে ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনি ঠিকই বলেছেন গাছের ব্যাপারে।ধন্যবাদ।ভাল থাকুন।

৬| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

তাসমিয়া আফরোজ তৃষা বলেছেন: আমার মাথা ঘুরাচ্ছে -_-

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যা আপু মাথা একটু ঘুরে

৭| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮

তারেক মাহমুুড বলেছেন: ভাল লাগল ...।।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

তারেক মাহমুুড বলেছেন: আমার চোখে ঝাপসা দেখছি...।।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:০০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এইজন্যেই তো এর নাম অপ্টিকাল ইলুশন X(

৯| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩

হু বলেছেন: আমার মনে হয় যার ঘুম কম হয় তার ইলুসন গুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা উচিৎ। ঘুম আসার ব্যপক সম্ভাবনা আছে। যেম্ন আমার হচ্ছে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি বিষয় শেয়ারের জন্য।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আইডিয়া টা একেবারে খারাপ না। :-B ট্রাই করা যেতে পারে। 8-|
আপনাকেও ধন্যবাদ কমেন্টের সাথে
এমন আইডিয়া শেয়ার করার জন্যে।

১০| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।

প্রিয়তে নিলাম।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:১১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক ধন্যবাদ সেই সাথে শুভ কামনা।

১১| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেশ কিছু নতুন ইল্যুশন পেলাম এখানে। ইল্যুশন আমারও অনেক প্রিয় সাবজেক্ট।

চমৎকার পোস্ট।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:২১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক আগে একবার টিভি তে ইলুশন সম্পর্কে একটা প্রোগ্রাম দেখেছিলাম তখন থেকেই এটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।যারা এই ইলুশন গুলো তৈরি করে আমার তাদের ট্যালেন্টকে স্যালুট করতে ইচ্ছা হয়।ভাবতে অবাক লাগে এত সূক্ষ্ম মাপ লাইট আর শেডের এমন চুলচেরা হিসাব মানুষের মাথায় কিভাবে আসতে পারে!!!একটু এদিকওদিক হলেই কিন্ত ইলুশন আর কাজ করবে না
এই ব্লগ লিখতে গিয়ে আমিও নতুন কিছু ইলুশন পেয়েছি।
সুন্দর মন্তব্যর জন্য
আপনাকে ধন্যবাদ। :)

১২| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: মাথা ঘুরায় , কেউ আমারে ধর!!!

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভাই থামেন।আমাকে মাডার কেসে ফাঁসায়েন না ;)

১৩| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার !!
ধন্যবাদ আপনাকে

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৪| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

সুমন কর বলেছেন: মাথা ঘুরছে........... 8-|

বর্ণনা ভালো লাগল।

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: লেখা ভাল লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ।

১৫| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৬

মায়াবী রূপকথা বলেছেন: দারুন পোস্ট

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :) ধন্যবাদ

১৬| ২৬ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: বাবারে, মাথা আউলাইয়া গেছে!! :-/

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সত্যিই?আহারে!

১৭| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

কোনটে বাহে জাগো বলেছেন: পোস্টটি অনেক ভাল লাগলো । ধন্যবাদ আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক আনন্দিত হলাম।আপনাকেও ধন্যবাদ।

১৮| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৯| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব একটা পোস্ট, খুব ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:০২

শায়মা বলেছেন: অনেক অনেক মজার!!!!!

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমার কাছেও অনেক মজার মনেহয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

২১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪১

রাকিবুল ইয়াসিন বলেছেন: অনেক ভালো লাগলো।

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইল্যুশন আমার প্রিয় একটা বিষয় । সেই সুত্রে সব গুলোই আগে দেখা ।
নতুন করে দেখতেও খারাপ লাগেনি । পোস্টে প্লাস ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বিষয় বস্ত আপনার কাছে পুরোনো হলেও যে পোস্ট পড়ে সদয় মন্তব্য করেছেন তাই আপনাকে বিশেষ ধন্যবাদ।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: মাথা ঘুরছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.