নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ: দি রেসিপি (The recipe)

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৭


আপনি যদি হালকা রোমান্টিক কোরিয়ান মুভি পছন্দ করেন তাহলে দেখতে পারেন The recipe মুভিটি।একটু ভিন্নধর্মী এই মুভিটি দেখার ধৈর্য্য যদি আপনার থাকে তাহলে মুভিটি আলতো করে ছুঁয়ে দেবে আপনার মনটিকে।সাউথ কোরিয়ার সিযে এন্টারটেইনমেন্ট এর তৈরী এই মুভিটির মুক্তি পেয়েছে ২০১০ সালে।এর আইএমডিবি রেটিং ৬,৯

আচ্ছা যদি মৃত্যুর আগে কোনো মানুষ তার শেষ ইচ্ছা হিসাবে বিশেষ কোনো খাবার খাওয়ার ইচ্ছা জানায় তবে সকলের কৌতুহল হতেই পারে যে খাবারটি আসলে কি বা কেমন খেতে।আর যদি কেউ সেই খাবার খাওয়ার জন্যেই মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায় তবে???না মোটেও খাবারের বিষক্রিয়া থেকে নয় বরং একজন পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী যদি একপাত্র বিশেষ সয়াবিন পেস্ট স্ট্যুর স্বাদে বিভোর হয়ে পুলিশের হাতে ধরা পড়ে এবং মৃত্যুর আগ মুহুর্তেও একটিবারের জন্য ঐ বিশেষ স্যুপ খতে চায় তবে যে কে না বিষয়টি নিয়ে কৌতুহলী হবে।এভাবেই কৌতুহল হয় একজন টিভি প্রডিউসারের।তিনি ঐ স্থানে তখন উপস্থিত থাকা সমস্ত পুলিশ সদস্যকেও এ ব্যাপারে জিগাসা করে সেই খাবারের অদ্ভুত সুগন্ধের যে অপুর্ব বর্ননা পান তাতে তার আগ্রহ বেড়ে যায় শতগুনে।

মুভিটির শুরু এভাবেই তারপর সেই টিভি প্রডিউসারের কৌতুহল আর খোঁজাখুঁজিতে বের হয়ে আসে অপূর্ব এক খাদ্য তৈরীর প্রক্রিয়া সেই সাথে মিষ্টি এক তরুনীর জীবন কাহিনী যার হাতে তৈরী বিশেষ খাবারটি লাভ করেছে স্বর্গীয় মহিমা।খাবারটির এমনি সুগন্ধ যা প্রজাপতিকে আকর্ষন করে ডেকে আনে,যার সুগন্ধ অনেক কাল আগে ঘ্রানশক্তি হারানো মানুষের নাকে ফিরিয়ে দিতে পারে অনুভুতি আর যা খাওয়ার পর মানুষ মারা গেলে তার শরীরের যে অংশে সেই খবার জমা আছে তা পচে না বরং ছড়ায় মধুর সুবাস।টিভি প্রডিউসার বেচারা মেয়েটিকে খুঁজে না পেয়ে সেই ঐতিহ্যবাহী স্যুপ তৈরীর প্রক্রিয়া শিখতে যায় যেখানে জানা যায় এই খাবারটি ঠিকঠাক তৈরীতে লাগে অনেক বছরের তপস্যা আর উপাদানগুলো হতে হয় একেবারে নিখুঁত।শেষে এই উপাদানগুলোকে লক্ষ রেখে তিনি খুঁজতে থাকেন মেয়েটিকে।######

আর পরতে পরতে উন্মোচিত হতে থাকে মেয়েটির বিচিত্র কিন্ত শান্ত আর নির্জন জীবনের কাহিনী।তিনি মন্ত্রমুগ্ধের মত ছুটতে থাকেন মেয়েটির পানে,তাকে অবাক করে মেয়েটির ধৈর্য আর একাগ্রতা।তিনি জানতে পারেন এই খাবারটি তৈরীর জন্য সেই সবচেয়ে বেশি দক্ষতা আর নৈপুন্যের পরিচয় দিয়েছে।তার বিশেষ স্যুপটি তৈরীতে লাগে ১০০% বিশুদ্ধ ক্রিস্ট্রালাইন খাবার লবন যা প্রকৃতিতে পাওয়া যায় না,লাগে কয়েক দশক ধরে ফুলের পাপড়ি জমা হয়ে তৈরী হওয়া মাটি থেকে বানানো পাত্র যা থেকে আসে ফুলের সুবাস।এমনি আরো অনেক কিছু।টিভি প্রডিউসার শেষ পর্যন্ত মেয়েটিকে খুঁজে পান না কিন্ত খুঁজে পান তার সমগ্র জীবনের চিত্রটি যেখানে রয়েছে স্রোতহীন পাহাড়ি নদীর মত শান্ত কিন্ত গভীর প্রেম।সব শেষে রেকডিং এর সময় প্রডিউসার জানান এই বিশেষ রেসিপিতে কিছুটা চোখের জলও দরকার হয়।কিন্ত কেন তা জানার জন্য আপনাকে মুভিটি দেখতে হবে।

এবার মুভিটি নিয়ে আমার অভিমত।প্রথমে এটিকে কোনো রহস্যঘন থ্রীলার বলে মনে হলেও শেষ দিকে গিয়ে মনে হয়েছে এটি একটি লাভস্টোরী ছাড়া আর কিছুই নয়।এটি সেই ধরনের মুভি যা হয়ত কারো মনটি ছুঁইয়ে যাবে আবার কারো কাছে মনে হবে যথেষ্ট বোরিং।অনেকে আছেন যারা টপ রেটিং হাইফাই মুভি ছাড়া অন্য কিছু দেখতে পছন্দ করেন না।আগেই বলে নিই এই মুভিটা তাদের জন্য উপভোগ্য হবে না।মুভির ক্ষেত্রে আমি প্রায় সর্বভুক।হাই,মিডিয়াম,লো রেটিং এমনকি নো রেটিং মুভির ক্ষেত্রেও আমার সমান আগ্রহ।আমি বৈচিত্রময় জিনিস দেখতে চাই এবং আরো আরো বৈচিত্র খুঁজতে চাই।আমি দেখেছি অনেক সাদামাটা মুভিতেও ভিন্নধর্মী আনন্দ পাওয়া যায়।আমার কাছে মুভিটি একটু অন্যরকম ভাল লেগেছে আর সেই ভাল লাগা থেকেই এই রিভিউ লেখা।



কিছু ভালবাসা আছে যা ঝড়ের মত উদ্দাম।ভালবাসার তোড়ে একূল ওকূল সবকিছু ছাপিয়ে প্লাবিত হয়ে যায়।আবার কিছু ভালবাসা আছে যা অনেকটা চন্দনের সুবাসের মত মৃদু কিন্ত স্থায়ী।এই সুবাস যেমন গাছের অভ্যন্তরে বিন্দু বিন্দু করে জমা হয়ে কাঠকে সুগন্ধী করে তোলে তেমনি এই ভালবাসা দুটি হৃদয়ের মাঝে ফোটায় ফোটায় জমা হয়।চোখে ধরা দেয় না কিন্ত অনুভুতিতে বোঝা যায়।এক হওয়ার জন্য কোনো সীলমোহর লাগে না।দূরত্ব যতই হোক কিংবা মৃত্যু,সুবাসিত দুটি হৃদয় চিরকালই একে অপরের,ঠিক যেমন চন্দন পোড়ালেও তার সুগন্ধ শেষ হয় না বরং তা চারপাশ ভরিয়ে তোলে।ভালবাসা যেমনি হোক তা ভালবাসাই,শুধু খাঁটি হওয়া চাই।কিন্ত আমার এই ২য় ধরনের ভালবাসার প্রতি বিশেষ ভাললাগা আছে আর মুভিটির কাহিনীতে এধরনের ভালবাসাই আপনি দেখতে পাবেন।মুভিটি টরেন্ট থেকে সহজেই ডাউনলোড করতে পারবে্ন আর জানতে পারবেন মেয়েটির শেষ পর্যন্ত কি হলো।
সবার জন্য শুভকামনা।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ১২:৫০

হু বলেছেন: দেখার ইচ্ছা পোষন করছি। ধন্যবাদ

২৪ শে জুন, ২০১৫ রাত ১:০৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দেখে ফেলুন..হয়ত ভাল লাগবে

২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১:২৯

ডি মুন বলেছেন: কোরিয়ান রোমান্টিক ধাঁচের মুভি ভীষণ ভালো লাগে। এ মুভিটা দেখা হয় নি।
আপনার রিভিউ পড়ে কৌতুহলী হলাম। সুযোগ করে দেখে নেব।

ধন্যবাদ
+++

২৪ শে জুন, ২০১৫ রাত ২:১০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আশা করি খারাপ লাগবে না...ভাল থাকুন ভাই

৩| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১০:২২

রিকি বলেছেন: এই মুভির বর্ণনা পড়েই তো একটা mesmerize আবহতে পড়ে গেলাম--- দেখা নাই, দেখে ফেলতে হবে :) :) পোস্টে ভাললাগা ভাই :)

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমিও মুভি শেষে ভাললাগার এক আবহে ভিজে গিয়ে ছিলাম....thanks for nice comment :)

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: রিভিউটা অসাধারণ । পড়ে ভালই লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.