নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

একটি সহজ কিন্ত সুস্বাদু রেসিপি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫


ভুতের গল্প তো অনেক শোনালাম।এবার ভাবছি একটু রেসিপি শেয়ার করলে কেমন হয়।শীত শেষে ফাল্গুন এসে যাচ্ছে,বাজারে যদিও শীতের সবজির ঘাটতি নেই।ফুলকপির হরেক রকম রান্না নিশ্চয় সকলেই খেয়েছেন।এবার একটু ব্যতিক্রম কিন্ত সহজ একটি খাবার ট্রাই করে দেখতে পারেন…

এটি তৈরী করতে যা যা লাগবে----

ফুলকপি -১কাপ
গাজর-ছোট ১টি
মটরশুটি-এক মুঠো
পেঁয়াজ-মাঝারি ১টি
কাঁচামরিচ-২বা৩টি
ডিম-একটি
ম্যাগি ম্যাজিক মসলা-আধা প্যাকেট
লবন-স্বাদ মত
তেল-দেড় টেবিল চামচ



রান্নার পদ্ধতি---

১ প্রথমে সবজি ধুয়ে ছোট করে কেটে নিন



২ একটি পাত্রে আধা কাপ পানি দিয়ে সবজি সিদ্ধ করতে দিন।এতে স্বাদমত লবন এবং আধা প্যাকেট ম্যাজিক মসলা যোগ করে ঢেকে দিন।(ম্যাজিক মসলা না দিলেও চলে তবে দিলে স্বাদ ভাল হয়) সবজি সিদ্ধ হবে কিন্ত সম্পূর্ন গলে যাবে না তাই আধাকাপ পানি দিয়ে ৫-১০মিনিট সিদ্ধ করলেই চলবে।

৩ সবজির পানি শুকিয়ে আসলে নামিয়ে নিন।এবার একটি কড়াই এ একটি ডিম ভাজতে যতটা তেল লাগে ততটা (দেড় টেবিল চামচ) তেল দিন।তেল গরম হলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি যোগ করে ১মিনিট নাড়ুন(পেঁয়াজ বাদামি হবে না শুধু সিদ্ধ হবে)এবার সবটুকু সবজি তেলে ফেলে ১মিনিট ভেজে নিন।এবার এতে একটা ডিম ভেঙ্গে যোগ করুন এবং চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন।চামচ দিয়ে নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়।২-৩মিনিট পর সমস্তটা ভাজা ভাজা হয়ে অপূর্ব গন্ধ ছড়ালে নামিয়ে নিন।



পরিবেশন--
প্লেন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।(অন্য তরকারি ছাড়া)এটা এমনিতে একজনের রেসিপি কিন্ত দুজন কাড়াকাড়ি করে খেতে পারবেন।


সকল উপকরন হাতের কাছে থাকলে আজই ট্রাই করে দেখুন।খেয়ে ভাল লাগলে অবশ্যই জানাবেন এবং নামহীন এ রেসিপিটির একটি নাম দিয়ে দেবেন।সকলের জন্য শুভ কামনা।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

সোহানী বলেছেন: ++ দিলাম আর ডিম ছাড়া বাকি পদ্ধতিতে আমি রান্না করি... তবে একটু ভিন্নভাবে... আচ্ছা আমার রেসিপিও দিবানে.....ওয়েট...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এটা আমার শীত কালের ফেভারিট!!!আপনার রেসিপির অপেক্ষায় রইলাম---- :) :)

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

যোগী বলেছেন: সব্জি কাটা কাটি করা বহুত পেইন। কাটা মিক্স সব্জিও একবার কিনেছিলাম সেখানেও আরএকটা পেইন আছে :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে ভ্রাতা----আপনি এটি শুধু ফুলকপি দিয়েও ট্রাই করতে পারেন---

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুনতো রেসিপিটা --- ট্রাই করতে হবে ----

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: খেয়ে ভাল লাগলে অবশ্যই জানাবেন---

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

আমি ইহতিব বলেছেন: আজকেই ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: কেমন লাগল জানাবেন কিন্ত।
শুভ কামনা।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

কলমের কালি শেষ বলেছেন: রান্না পোস্ট আলওয়েজ হিট ! ++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: রান্না করে না খেয়েই---রান্না জঘন্ন হলে কিন্ত রাধুনির দোষ আমার না-- :)

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দিলেনতো ভেজাল লাগাইয়া :) এখন আমার এইগুলো রান্না কইরা খাইতে ইচ্ছে করতেছে ।


পোস্ট ++++++++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ঝটপট রান্না করে চটপট খেয়ে ফেলুন---শীতের সবজি শেষ হলো বলে--

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

একলা ফড়িং বলেছেন: বাহ! এত সহজ রেসিপি! আমার মত নব্য আলসে রাঁধুনিদের জন্য পারফেক্ট! ;) ;) কালই ট্রাই করব!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আলসেমীর ঠেলাতেই তো আমার উদ্ভাবনী শক্তি বেড়ে গেছে--গুডলাক

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

নাজিয়া ফেরদৌস বলেছেন: হুম ! আমাকেও তাহলে রেসিপি দিতে হবে মনে হচ্ছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অবশ্যি দেবেন।শুভ কামনা।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: অবশ্যই ট্রাই মারবো। মনে হচ্ছে খুব স্বাদের হবে। 'ডিম সবজি' :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমার কাছে তো বেশ মজা লাগে রাধুনি এবং জিহবা ভেদে স্বাদের হেরফের হলে এর জন্য আমি দায়ী নই-- ;) ;) :P

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

আমি ইহতিব বলেছেন: সেদিনই ট্রাই করেছিলাম, ভালো লেগেছে। আবারও ধন্যবাদ আপনাকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.