নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র উদ্ভিদজগতঃ আমাদের রান্নায় ব্যবহৃত মসলার উৎস (ছবিব্লগ)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

দক্ষিন এশিয়াতে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে নানা প্রজাতির মসলা জন্মে।তাই যারা এ অঞ্চলের মানুষ অ্থাৎ আমরা ,খাবারে নানা প্রকার মসলা ব্যবহার করে অভ্যস্ত।আর নানা রকম সুগন্ধি মসলা ব্যবহার হয় বলে আমাদের খাবার হয় যেমন সুস্বাদু তেমনি তাতে যুক্ত হয় জিভে জল আনা ঘ্রান।আদা,রসুন,পেঁয়াজ,মরিচ এসব রসাল মসলা তো আছেই সেই সাথে আছে আরো অনেক শুকনো মসলা।এলাচ,দারুচিনি,গোলমরিচ বা লবঙ্গ ছাড়া কাবাব বা ভুনা মাংসের কথা কল্পনাই করা যায় না কিন্ত আমরা কি ভেবে দেখেছি যে এসব মসলা কাঁচা অবস্থায় দেখতে কেমন কিংবা এসবের গাছই বা কেমন হয়??যদি এবিষয়ে জানতে চান তবে আমার ব্লগে আপনাদের স্বাগতম কারন এই পর্বে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেসব উদ্ভিদের যেগুলো এই সুস্বাদু মসলাগুলো যোগান দেয়।



এলাচ

প্রথমেই যে মসলাটির কথা বলবো সেটা হচ্ছে এলাচ বা এলাচী।মিষ্টি বা ঝাল সব রকম খাবারেই এটির ব্যপক ব্যবহার লক্ষিত হয়।এর বোটানিকাল নাম এলেটারিয়া কার্ডামোমাম (Elettaria cardamomum)ইংরেজিতে বলা হয় কার্ডামন (Cardamon)এটি মূলত আদা জাতীয় একটি গাছ যার গোড়ার দিক থেকে লম্বা ফুলের স্টিক বের হয়।এই ফুলের ফলই হচ্ছে আমাদের পরিচিত এলাচ











লবঙ্গ


লবঙ্গ হচ্ছে একধরনের ছোট চিরহরিত বৃক্ষের ফুল।বৃক্ষটি মূলত ইন্দোনেশিয়ার কিন্ত ইন্ডিয়া,শ্রীলংকা,মাদাগাস্কার,পাকিস্থান,জাঞ্জিবার এবং তাঞ্জানিয়াতে ব্যপখারে জন্মে।এর বোটানিকাল নাম সিজিজিয়াম এরোমেটিকাম (Syzigium aromaticum) ।ইংরেজিতে পরিচিত ক্লোভ (Clove) নামে।উল্লেখ্য এটি কিন্ত কালোজামের পরিবারের বৃক্ষ।বৈজ্ঞানিক নাম তো বটেই গাছের পাতা এবং আকারেও অনেক মিল লক্ষ্য করা যায়।













গোলমরিচ

চাইনিজ খাবার বা স্যুপের স্বাদ গোলমরিচ ছাড়া অপূ্নই রয়ে যায়।মাংশ,কাবার বা বিরিয়ানিতেও গোলমরিচ ছাড়া চলে না।ইন্ডিয়ার দক্ষিন ভাগ মূলত এর জন্মস্থান এছাড়াও অনেক দেশে এটি জন্মে।মজার ব্যাপার হচ্ছে এটি মুলত লতা জাতীয় একটি উদ্ভিদ।লতানো গাছের লম্বা স্টিকে গুচ্ছ গুচ্ছ ফল ঝুলে থাকে।এই ফল পাকলে হয় লাল আর শুকনো ফল দেখায় কালো।এই ফলই আমরা মসলা হিসাবে ব্যবহার করি।এর ইংরেজি নাম ব্ল্যাক পিপার (black pepper) এবং বোটানিকাল নাম পিপার নিগ্রাম (Piper nigram)











দারুচিনি এবং তেজপাতা

দারুচিনি এবং তেজপাতা মূলত একই ধরনের গাছে জন্মে।লরেসি পরিবারভুক্ত বেশ কিছু গাছ এইধরনের সুগন্ধ বহন করে।তবুও তেজপাতা বলতে সিন্নামোমাম ট্যামেলা (Cinnamomum tamala) নামক গাছটিকে বোঝায়।এটি ইংরেজিতে পরিচিত ইন্ডিয়ান বে লিফ (Indian bay leaf) নামে।দারুচিনি মুলত এই ধরনের গাছের বাকল।তবে সত্যিকারের দারুচিনি বলতে সিন্নামোমাম ভেরনামকে (Cinnamomum vernum) বোঝায় যা ভাল জন্মায় শ্রীলংকাতে।ইংরেজিতে দারুচিনি পরিচিত সিন্নামন (Cinnamon) নামে।এসকল গাছের বাকল এবং পাতা সুগন্ধি হলেও সুগন্ধের গুনাগুনের উপর ভিত্তি করে সত্যিকারের তেজপাতা এবং দারুচিনি গাছ আলাদা করা যায়







কালোজিরা

কালোজিরা শুধু মসলা হিসাবেই ব্যবহৃত হয়না ঔষধ হিসাবেও এর কদর অনেক বেশি।কালজিরার তেল এবং মধুকে একত্রে বলা হয় সর্ব রোগের মহৌষধ।কালোজিরা হচ্ছে বর্ষজীবি একপ্রকার বিরুত জাতীয় উদ্ভিদের বীজ।চমতকার হালকা নীল রঙের ফুল হয় এই গাছে।এই ফুল থেকেই হয় ফল যার মাঝে সারিসারি বীজ সজ্জিত থাকে।এর বোটানিকাল নেম নাইজেলা স্যাটিভা (Nigella sativa) ইংরেজিতে পরিচিত ব্লাক কিউমিন (Black cumin) নামে।









জিরা

বাঙ্গালীদের প্রতিদিনের রান্নায় জিরার ব্যবহার অপরিসীম।মাছ,মাংস এবং সবজি বা ভাজিতে জিরা ছাড়া চলেনা।জিরাও একধরনের একবর্ষজীবি বিরুত।গাছ দুই তিন ফুট লম্বা হয়।গাছে গুচ্ছ গুচ্ছ সাদা ফুল ধরে।জিরা মূলত গাছের ক্ষুদ্র ফল।জিরার বোটানিকাল নাম কিউমিনাম সায়ামিনাম (Cuminum cyminum) ।ইংরেজিতে পরিচিত কিউমিন নামে(Cumin) ।









ধনিয়া

ধনিয়াও জিরার মত একবর্ষজীবি উদ্ভিদ।এরা শুধু এক পরিবার ভুক্ত ই নয় তাদের ফুলও দেখতে একই রকম।ধনিয়ার শুকনো ফল মসলা হিসাবে খাওয়া হয় আর কচি পাতা ব্যবহৃত হয় সালাদ,চাটনি,সবজি আরো অনেক কিছুর সাথে।এর ইংরেজি নাম করিয়ান্ডার (Coriander) এবং বোটানিকাল নাম করিয়ান্ড্রাম স্যাটিভাম (Coriandrum sativum)।











জয়ফল,জয়ত্রী

সবশেষে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সবচেয়ে প্রিয় মসলার সাথে।জয়ফলের বোটানিকাল নাম মাইরেস্টিকা ফ্রেগরেন্স (Myristica fragrans) ।লক্ষ্য করে দেখুন এর নামের সাথেই সুগন্ধি কথাটা যুক্ত রয়েছে।অসম্ভব সুন্দর সুগন্ধের এই মসলাটির ব্যবহার হয় নানারকম রাজকীয় মোগলাই ধরনের রান্নাতে।রোস্ট, কোরমা বিরিয়ানি,কাবাব ইত্যাদি খাবারের জিভে জল আনা বিশেষ ঘ্রানটি আসে এই মসলা থেকে।যত যাই দেয়া হোক সামান্য একটু জয়ফল যোগ না করলে বিরিয়ানি কে বিরিয়ানি মনেই হয় না।জয়ফলের আদি বাসস্থান ইন্দোনেশিয়া।এটি বৃক্ষ জাতীয় চিরচহরিত গাছ।গাছে রসালো খোসাযুক্ত ফল হয়।যার খোসা ছাড়ালে দেখা যায় রক্তবর্ন পাপড়ির মত আবরন যুক্ত গোলাকার একটা বীজ।এই পাপড়িই হচ্ছে জয়ত্রি যা ভেতরের শক্ত খোসা ভাংলে যে জয়ফল পাওয়া যায় তার মতই সুগন্ধি।ইংরেজিতে পরিচিত Nutmeg নামে।











আজকাল সকলেই স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন তাই মসলা খাওয়া কমিয়ে দিয়েছেন।এটা ঠিক যে অতিরিক্ত কিছুই ভাল নয় তবে মসলা যে শুধু খাবারের স্বাদ বাড়াই তাইই না এর প্রত্যেকটির রয়েছে নানা রকম ঔষধিগুন।আমরা এত ধরনের মসলা খাই বলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে বেশি।ভেবে দেখুন দক্ষিন এশিয়ার মানুষ সবচেয়ে অস্বাস্থকর পরিবেশে থাকে তবুও তারা যতটা সুস্থ থাকে ততটা ইউরোপ আমেরিকার লোক এ পরিবেশে থাকলে পারতোনা।যে পরিমান মসলা খাদ্য হিসাবে আমরা খাই তার চেয়ে অনেক বেশি ব্যবহৃত হয় ঔষধ শিল্পে।তাই মসলা দেখে ভয় পেয়ে ইউরোপিয়ানদের মত বিস্বাদ খাবারে অভ্যস্ত হয়ে লাভ নেই।আপনি এশিয়ান হয়ে জন্মেছেন তো কেন শুধু শুধু খাবারের বেহেশতী স্বাদ থেকে বঞ্চিত হবেন???তার চেয়ে বরং সঠিক উপায়ে রান্না করা খাবার পরিমিত পরিমানে খান,খাঁটি খাবার খান ,সুস্থ থাকুন।:);







তথ্যসূত্রঃইন্টারনেট

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ইলি বিডি বলেছেন: ভাই পিলাচ লন .........।।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনিও ধইন্যবাদ লন--- :)

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

মামুন রশিদ বলেছেন: মসলাদার পোস্ট!

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :D :D :D :D

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

শাহ আজিজ বলেছেন: যদিও আমার পরিচিত কারন আমি প্রতি মাসে এটার সংমিশ্রণে পাটায় বেটে মশলা গুড়া করি । এই সংমিস্রন পদ্ধতি একজন নামি বাবুর্চি আমায় শিখিয়েছিলেন । ধন্যবাদ পোস্টের জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনার মসলা বাটার কথা শুনে ঈদের আগের দিনটির কথা মনে পড়ল।প্রতি ঈদের আগের রাতে মা-চাচিরা মিলে সকরকম মসলা বাটাবাটি করে।ঘ্রানে সারা বাড়ি ভরে ওঠে আর মনে হয় কালকের খাওয়াটা দারুন হবে।

আপনাকেও ধন্যবাদ।ভাল থাকবেন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

ঢাকাবাসী বলেছেন: চমৎকার একটা সংগ্রহে রাখার মত পোস্ট, খুব ভাল লাগল। আপনাকে ধন্যবাদ। পোস্টে ++++++++++++++++++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পোস্ট ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।
আপনাকেও ধন্যবাদ। :)

৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

হু বলেছেন: আমার এক বান্ধবী আছে, ওর হাতের রান্না খুবই ভাল.... মশলা সম্পকে ওর জ্ঞণ ও, । ধন্যবাদ আপনা কে শেয়ার করার জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মেয়েদের মসলা সম্পর্কে জ্ঞান না থেকে উপায় নেই কারন পরিবারের সবাইকে খাওয়ানোর ভার তাদের উপরই থাকে। আশা করি আপনার বান্ধবী মাঝে মাঝে আপনাকে খাওয়ায়।
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

 বলেছেন: +++++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :) :) :)

৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

সকাল হাসান বলেছেন: মসলা নিয়ে জানার আগ্রহ ছিল, বিশেষ করে দারুচিনি, জিরা, ধনিয়া এগুলো নিয়ে! ছবি সহ দিয়ে বেশ উপকারে লাগল! জানতেও পারলাম, দেখতেও পারলাম!
ধন্যবাদ! :)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: লেখাটি আপনার আগ্রহ মেটাতে পেরেছে জেনে ভাল লাগছে।
আপনাকেও ধন্যবাদ।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +

দারুন পোস্ট । সোর্স উল্লেখ করলে বিব্রত হওয়া থেকে বাঁচা যায় অনেক সময় ।

শুভকামনা :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: তাহলে প্রথম ভাললাগা????????
দারুন জরুরী একটা বিষয় ধরিয়ে দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।ছবির এবং তথ্যের সূত্র অবশ্যই ইন্টারনেট,সেই সাথে যুক্ত হয়েছে নিজের উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়ার সুবাদে লব্ধ কিছু জ্ঞান।তবে এর সূত্র দেয়াটা সহজ হবে না এ মুহূর্তে।

আপনার জন্যেও শুভকামনা।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

ঝড়ের পাখি বলেছেন: দারুন

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

কলমের কালি শেষ বলেছেন: মসলা থেকে গাছ বেশী সুন্দর । বেপক পোষ্ট !! ++++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ঠিকই বলেছেন ভাই গাছ বেশি সুন্দর।আমার সবচেয়ে পছন্দ গোলমরিচ গাছ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল পোষ্ট। প্লাস।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।ভাল থাকবেন।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

টুকরো কাগজ বলেছেন: চমৎকার পোস্ট

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পোস্টটি ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মসলাদার পোস্টে+++++++++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মসলাদার কমেন্টে ধন্যবাদ।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

এরিক ফ্লেমিং বলেছেন: খুব ভাল। সম্পূর্ণ নতুন জিনিস দেখলাম।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

বোকামানুষ বলেছেন: দারুন একটা পোস্ট

৩-৪টা ছাড়া বেশিরভাগ গুলোই এই প্রথম দেখলাম অনেক ধন্যবাদ আপনাকে :D

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।আমিও বেশ কিছু গাছ প্রথম দেখলাম এটি লিখতে গিয়ে।

ভাল থাকবেন।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

মনিরা সুলতানা বলেছেন: কি দারুন সুন্দর সব ছবি ...
জানতাম ই না এত সুন্দর হয়

লেখায় +++++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ব্লগটি লিখতে গিয়ে কিছু ছবি আমাকেও মুগ্ধ করেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। :) :) :)

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Secondary metabolites of plants.

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হুম।প্রত্যেকটাই কিছু না কিছু সেকেন্ডারি মেটাবোলাইটস ধারন করে বিশেষ করে এসেনশিয়াল অয়েল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.