নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবীউল করিম সাহেবকে বলছি,আমাদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আপনার সাথে অনেকরকম মত বিনিময়ই তো হলো।এইসকল আলোচনার মাধ্যমে তো অনেক রকমের সত্য কথা বের হয়ে আসল।এখন বলি যে আপনি যা বলেছেন তার অনেককিছুর সাথে আমি একমত।কিন্ত আমার আপত্তি কিন্ত সেইখানে যেখানে আপনি আমাদের একতরফা ভাবে দোষী প্রমানিত করার চেষ্টা করেছেন।
আমার প্রথম পোস্ট খুব নাজুক অবস্থায় লিখেছি।হাত কাঁপছিল,মাথা তুলে পিসির দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না।তাই সেখানে অনেক ভাষাগত বিভ্রাট থাকতে পারে।আমি যখন ২য় পোস্টটি দিলাম তখন মনে করেছিলাম যে যাদের বোঝাতে সক্ষম হইনি আমাদের সাথে কি হয়েছে তা্রা এই পোস্টটি পড়লে বিষয়টি নিয়ে আর ভাল ধারনা পাবেন।এরপরেও যখন আপনি অনেক কথার সাথে আবারও একই ধরনের কথা বললেন তখন মনে হলো কিছু একটা ভুল হয়েছে আমি মনে হয় আমার কথা ঠিকমত বলতে পারিনি।হয়ত কোনই লাভ হবে না তবুও আবার চেষ্টা করছি পরিস্থিতিটা ব্যাখ্যা করার।
আগেই বলে নিচ্ছি যদি আমাদের ছাত্ররা হুদাই কোনো ঝামেলা পাকিয়ে পিটানি খেয়ে আসত তাহলে কখোনোই আমি পোস্টগুলি দিতাম না।কারন এটা হতো ছাত্র হিসাবে আমার জন্য লজ্জার বিষয়।সবাই জানেন ছাত্রদের আবেগ এবং সাহস অনেক বেশি হয়।তাই তাদের জন্য হুটহাট করে ঝামেলায় পড়ে যাওয়া খুবই স্বাভাবিক।কিন্ত মানতে চান বা না চান স্বাভাবিক বিষয়টা সেখানে ঘটেনি।আর এটাই ঘটনাটির সবচেয়ে আতংকজনক দিক।আমি কিন্ত এই দিকটির দিকেই আলোকপাত করতে চেয়েছি।
আমরা যখন সেখানে গিয়ে বাস থেকে নামলাম তখন আমাদের সব ছাত্রছাত্রী চারিদিকে ছড়িয়ে পড়ে ঘুরতে লাগল।আর আমাদের তিনজন শিক্ষক গেলেন কিছু ছাত্রের সাথে টিকিট আনতে।আমাদের ছাড়পত্রটি দেখালে তারা সীলের বিষয়টি তোলে এবং ছুড়ে ফেলে দেয়।তারপর যখন তাদের বলা হয় তাদের কাছে থাকা ছাড়পত্রটি দেখতে।জ্বী সাহেব।তাদের কাছেও বন বিভাগের ছাড়পত্রের একটা কপি অফিসিয়ালী পাঠিয়ে দেয়া হয়।আপনি জাল কাগজের কথা তুলেছিলেন।কেউ যাতে জাল কগজ না দেখাতে পারে এটা তার জন্য একটি দাপ্তরিক সতর্কতা।তারা তখন কি বললো জানেন?তারা বলল তাদের কাছে বন বিভাগ যা পাঠিয়েছে সেটা নাকি মূল কাগজের ফটোকপি তাই তারা সেটা মানতে নারাজ।অর্থাত যেকোনো মূল্যেই তারা পুরো টাকা আদায় করবে।তখন তাদের কে এ বিষয়ে বন বিভাগের দায়ীত্বে থাকা তপন কুমার দে এর সাথে ফোনে কথা বলতে বলা হয় এবং তাকে কল করে এদের সাথে কথা বলিয়ে দেয়ার চেষ্টা করা হয়।তখন তারা খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে।এইসব কথা যখন চলছে তখন আমাদের গাজী মোশারফ হোসেন স্যার নিজের কাছে থাকা টাকা গুনে দেখছিলেন যে তারা যা দাবী করছে সেই পরিমান টাকা তার কাছে আছে কিনা।মোটামুটি দশ হাজার টাকা মজুদ ছিল।এবং চিন্তা করা হচ্ছিল টাকা দিয়ে ভেতরে যাওয়ার। ওখনে তো অনেক ধরনের অনেক লোক থাকে।একজন লোক এইসব ঝামেলা দেখে স্যারকে বলেছিলেন ঐ এলাকার রেঞ্জারের সাথে কথা বললে হয়ত কাজ হতে পারে এবং স্যার তার কাছ থেকে রেঞ্জারের নাম্বার নিচ্ছিলেন ফোন দেবেন বলে।এই সময় ইজারাদার বাহিনি দেখে যে রেঞ্জারকে ফোন করলে এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে তাই সে চিতকার করে সন্ত্রাসীদের ডেকে নেয় এবং স্যারের গায়ে হাত তোলে।চরম হইচই শুরু হলে কাছাকাছি থাকা ছাত্ররা ঘটনাস্থলে ছুটে যায়।এর মধ্য একদম নতুন ব্যাচের একজন ছাত্র ঘটনা দেখছিল সে তখন রেগে উঠে কাউন্টারের টিনের দরজায় একটা লাথি দিয়ে ক্ষোভ প্রকাশ করে।তখন তারা ছাত্রদের উপর কাউন্টারে মজুদ রাখা বাঁশের লাঠি দিয়ে ছাত্রদের উপর ২য় দফা হামলা করে।এইবার হইচই তুঙ্গে উঠে এবং দূরে থাকা সব ছাত্রও ঘটনার জায়গাতে ছুটে যায়।বন্ধু এবং স্যারকে আঘাত করতে দেখে তার খালি হাতেই প্রতিরোধ করার চেষ্টা করে।তখন কিছুটা গ্যাপ দিয়ে আরো দুই তিন দফা ছাত্রদের লাঠি পেটা করা হয়।এর মধ্যে স্যাররা চেষ্টা চালান সবাইকে একত্র করে শান্ত করার কিন্ত অনেক ছেলেকেই তাড়া দিয়ে গ্রামের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়েছিল।শেষবার সংঘর্ষে সবচেয়ে খারাপ ভাবে ছাত্ররা আহত হয় কারন তাদের হাতে লাঠি বা এমন কিছু ছিলনা যা দিয়ে প্রতিরোধ করা যায়।পেপারে লিখেছে ২৫জন আহত।এটা হচ্ছে গুরুতর আহতের সংখ্যা।এছাড়া অনেক ছাত্র এক দুইটা লাঠির বাড়ি খেয়েছে।উল্লেখ্য যে পিকনিক উপলক্ষে সবাইকে টি শার্ট দেয়া হয়েছিল।যাদের হাতে লাঠি ছিল তারা ঐ টি শার্ট পড়া যাদের আশেপাশে দেখেছে তাদেরই নির্বিচারে মেরেছে।
দেখুন ঝামেলা আমাদের ছেলেরা আগে করলে এইসব আলোচনার প্রশ্নই আসেনা।জাবিতে তো কত রকমের ক্যাচাল হয়।কখনো একটা পোস্ট দিয়েছি এ নিয়ে?আমি বারবার বলতে চাইছি এরা গায়ে পড়ে ঝগড়া বাধায়।মানুষ না চাইলেও তাকে ঝামেলার দিকে টেনে নেয় নিজেদের স্বার্থে।
আমি যখন পোস্টটি দিয়েছিলাম তখন কিন্ত জানতাম না যে আমরা আন্দোলনে যাচ্ছি।নিজের নীতিবোধ থেকেই এই তিক্ত অভিজ্ঞতা সবাইকে ছবি ভিডিওসহ শেয়ার করেছিলাম যাতে মানুষ বিষয়টা জানতে পারে এবং এখানে গেলে সতর্ক হতে পারে।সেই সাথে একটা জনমত গড়ে ওঠে যাতে দেশের পর্যটন স্থানগুলোকে নিরাপদ করার ক্ষেত্রে সরকার এবং স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়।সেই সাথে এসব জায়গাতে গেলে আমাদের অভিজ্ঞতা দেখে মানুষ আগেই সতর্ক হয়।দেখুন লাথি মারা অবশ্যই ভাল কাজ নয়।এটা আমাদের পক্ষ থেকে এক ছোট ভায়ের আবেগজনিত ত্রুটি।আপনাদের কি মনে হয় এমন একটা কথা আমি কেন লিখতে গেলাম?আমি না বললে কি কেউ জানতে পেত?কোনো পত্রিকা এটা প্রকাশ করেনি করবেও না।কারন এটা মারামারির কোনো ইস্যু ছিলনা,একদফা মারের পর সে এটা করেছে। আমি এটা এজন্যেই বলেছি যে আমি দেখেছি এখানে অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রী গিয়েছে।সকলেই জানেন ছাত্ররা এমনিতেই আবেগপ্রবন তারুপর পিকনিকে গেলে তারা তো হাওয়ায় উড়তে থাকে।তাদের পক্ষে এধরনে কিছু করে বসাটা অস্বাভাবিক না।আর আগের পোস্টগুলতে বলেছি যে ইজারাদার রা এমনি উষ্কানিমূলক আচরন করে যে মেজাজ ঠিক থাকা কঠিন হয়ে যায়।আমি এই তথ্যটি সবার সাথে শেয়ার করে জানাতে চেয়েছি যে যারা এখানে যাবেন তারা যেন ভুলেও নিজে থেকে এধরনের কিছু না করে।আমরা অনেকে ছিলাম বলে কারো প্রান যায়নি।অন্যদের তো যেতেও পারে।এই ছেলেটিকে এমনভাবে পেটানো হয়েছে যে সে অসুস্থতার কারনে এখনও ভুগছে।কিন্ত এটাও বলে নিচ্ছি তার এই আচরনের জন্য কয়জন স্যার মিলে তাকে এত পরিমান গালাগালি দিয়েছে যে সেটা শুনলে আপনারও দুঃখ হবে তার জন্য।আপনাদের জানিয়ে দিই যে ডিসি সাহেবের সাথে আশা এম্বুলেন্সে করে বেশি আহতদের কে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছিল প্রাথমিক চিকিতসার জন্য।
জানি এসব আপনাদের অনেকেই বিশ্বাস করবেন না।তবে তাতে আমাদের কিছু এসে যায় না।আমরা প্রতিবাদে নেমেছি কারন যতটা না আমরা দেহে আঘাত পেয়েছি তারচেয়ে বেশি পেয়েছি মনে।কারন ছাড়া সর্বোচ্চ বিদ্যাপিঠের ছাত্রদের গুন্ডাবদমাশ পেটাবে আর আমরা সেটা মেনে নেব?কখোনোই না।আমাদের আন্দলন সফল হওয়ার সম্ভবনা কম কারন আমরা শান্তিপুর্ন আন্দোলন করছি।যদি ভাংচুর করতাম তাহলে প্রশাসনের টনক নড়ত।আমাদের নীতিবোধ থেকে সেটা আমরা করতে পারিনা।ইতিমধ্যেই অনেকগুলো পলিটিকাল ও অন্যান্য সংগঠন আমাদের সাথে সংহতি জানিয়েছে।আমরা জানি সকলেই আছে নিজ নিজ স্বার্থে।তাই আমাদের নিজের ন্যায্য দাবী বাঁচিয়ে রেখে খুব সাবধানে এগুতে হচ্ছে।অনেকেই হয়ত আমাদের সহিংস হতে উষ্কানি দিচ্ছে।কিন্ত আমরা তাতে রাজি নই।আমরা কিন্ত শান্তিপূর্নভাবেই ক্যাম্পাসের বিগত দশ বারো বছরের সবচেয়ে বড় মৌন মিছিল করে ফেলেছি।
নবীউল করিম ভাইকে অনুরোধ করছি আমাদের দাবীগুলো পড়ে দেখুন।এখানে বিচার চাওয়া বাদের বাকি সব দাবীই কিন্ত জনস্বার্থে।আমরা তো সাফারি পার্কে আমাদের ঘরবাড়ি বানাচ্ছি না।তাহলে কেন আমরা এত কষ্ট করে আন্দোলন করবো?কারন হচ্ছে আমরা আমাদের নৈতিক জায়গাটি থেকে অন্যায়টি মেনে নিতে পারিনি।ঘটনার পর যে ভয়াবহ কিছুই তথ্য জেনেছি তাতে ভবিষ্যতে আরো বড় কিছু হওয়ার আগেই যাতে তার প্রতিকার করা হয় তাই আমাদের এই দাবী।আর বিচার যদি হয় তো আগে অপরাধি শনাক্ত করে গ্রেফতার করতে হবে,তারপর উভয়পক্ষের সাক্ষ্য প্রমান।তার পরে শাস্তি।কিন্ত ভাই এত কথা কি বার বার লেখা যায়?এককথায় যদি বলি বিচার চাই তাতে আপনার সমস্যা কোথায়?আইন তো আমাদের নানার তৈরী না যে আমাদের মুখ দেখে ওদের সাজা দিয়ে দেবে।ওখানে অনেক লোক ঘটনার সাক্ষি ছিল।ঠিক করে যদি তদন্ত করা যায় তবে সাজা যে ওদের হবে তা আমরা জানি।ভাই চোর অন্যকে চোর বলতে ভয় পেতেই পারে এবং তা তাকে না মানাতেই পারে।কিন্ত আমরা জানি আমরা চোর নই।তাই গলা উচু করে অপরাধিকে অপরাধি বলতে পারছি এবং বিচার চাইতে পারছি।
আপনি বলেছেন ধুতুরা ফুল থেকে গোলাপের গন্ধ আসবে কি করে (একটু অপাসঙ্গিক তবুও বলছি আমরা উদ্ভিদবিজ্ঞানের ছাত্র।জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ধুতুরা্য গোলাপের গন্ধ আনা কিন্ত আমাদের পক্ষেই সম্ভব)বলে রাখি আমাদের শিক্ষকরা কিন্ত আমাদের এই আন্দোলনের দিকে ঠেলে দেয় নি।প্রথমে কিছু না বললেও এখন হয়ত অনেকেই নিরুতসাহিত করছেন।আমরা ক্লাস করে পরীক্ষা দিয়ে তবে কর্মসূচি পালন করছি।আমরা জানি অনেক শিক্ষকদেরই একটা লেজ থাকে এবং সময়ে সময়ে সেটা বের হয়ে পড়ে।তখন তারা অপকর্ম করেন।ছাত্রদের নিজ স্বার্থে ব্যবহার করেন।কিন্ত এবার কোনো শিক্ষক আমাদের এসবের দিকে ঠেলে দিচ্ছে না।ভেবে দেখুন তাতে তাদের কি লাভ হবে?কোনো লাভই কিন্ত নেই।আমাদেরও কোনো লাভ নেই আলাদা করে এটা ছাড়া যে নিজের বিবেক এবং নীতিকে জবাব দিতে পারবো।
আমরা এই প্রতিবাদ যতদূর পারি এগিয়ে নেব।শেষে হয়ত কিছুই হবে না কিন্ত কিছু মানুষ জানবে,কিছু মানুষ সচেতন হবে।এটাই হবে আমাদের সাফল্য।নবীউল করিম ভাই আমরা বিজ্ঞানের শিক্ষার্থী।আমাদের দিন কাটে কঠিন কঠিন ইংরেজি বই পড়ে আর ল্যবটেরীতে মাইক্রোস্কোপে চোখ রেখে।এত ফালতু সময় আমাদের নেই যে রাজনীতি করবো বা অন্য কোনো ক্যাচালে নিজ থেকে যোগ দেব।আমি নিজে আমার নয়টা কোর্স এবং থিসিস নিয়ে এমনিতেই অনেক ব্যাস্ত থাকি।সিনিয়র জুনিয়র সবার অবস্থায় অনেকটা এমন।আঘাতটা প্রানে লেগেছে বলেই পথে নেমেছি।জাবির শিক্ষার্থীরা নিজের দাবী নিজেরা তুলে ধরতে জানে,অন্যায়ের প্রতিবাদ করতে জানে।এর জন্য কিন্ত অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়না,হয়নি,হবেও না।কিন্ত ব্লগার হিসাবে দায়ীত্ববোধ থেকে বিষয়টি সকলকে অবহিত করলাম।
নবীউল করিম ভাই আমি কিন্ত কোনো থিওরী দিতে চেষ্টা করিনি, যে আমি ভেবে ভেবে বের করেছি আইনিষ্টাইন আসলে একটা আহাম্মক ছিল বা এমন কিছু।প্রথম পোস্টে আমি যা ঘটেছে সেই ফ্যাক্টটি বর্ননা করেছি।তাই লাথির বিষয়টি বাদ দিইনি।সেটাকে আপনারা অনেক বড় ইস্যু করছেন।কিন্ত আগের লাথি এবং পরের লাথির মাঝে যে বিশাল ব্যবধান আছে সেটা আপনাদের মত বিজ্ঞ লোকের তো বোঝার কথা।এই যে এতক্ষন আপনার সাথে আলাপ হলো আপনার কি আমাকে এতটা আহাম্মক মনে হয়েছে যে আমি বুঝবো না এটা নিয়ে কটু কথা হতে পারে????আর যদি ভুল করে লিখেই ফেলি এডিট অপশনটা আছে কি করতে? আমার মূল উদ্দেশ্য ছিল সকলকে সতর্ক করা এই সকল সন্ত্রাসীদের থেকে।যদি মনে করেন আমাদের দোষেই সব হয়েছে তো ভালকথা কিন্ত আপনারা যাতে এই দোষ না করেন তাই আগ বাড়িয়ে এসব বলে আপনাদের গালি খেলাম।আশা করি আপনারা সতর্ক হবেন কোথাও বেড়াতে গেলে।
ক্যাম্পাসে এমনিতেই অনেক দিন থেকে অনেক সমস্যা।আমরা চাইনা আমাদের ব্যবহার করে কোনো মহল আবার অস্থিরতা সৃষ্টি করে।কিন্ত আমাদের ন্যায্য দাবী তে আমরা অটল থাকতে চাই তাতে সফলতা আসুক কিংবা ব্যার্থতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভাই ক্যাচালে জয়যুক্ত হয়ে সুখ নাই।সুখ পাইতাম যদি প্রশাসন থেকে বিষয়টি খতিয়ে দেখার কোনো পদক্ষেপ নেয়া হতো।আমাদের ক্যাম্পাস প্রশাসন কিন্ত বলছে এই ঘটনার পর চারজন গ্রেফতার হয়েছে এবং জড়িত বন কর্মকর্তাদের মধ্যে তিনজনের চাকরি নিয়ে টানাটানি বেধেছে।কিন্ত ভাই এই বিষয়ে কোনো প্রমানপত্র আমরা দেখিনি।পেপারের এটা নিয়ে কোনো নিউজ আসেনি তাই আমরা এসব ছেলে ভুলান কথা বিশ্বাস করছি না।
এই ঘটনা নিয়ে পেপারে নিউজ আসলেও এবং কর্মসূচিতে ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত থাকলেও তারা এটা ফলাও করে প্রচার করেনি।করলে কিন্ত আমরা খুব দ্রুত সাড়া পেতাম।আর করবেই বা কেন?এখনে যে জাবি নিয়ে নোংরা খবর ছেপে হিট কামানোর সুযোগ নেই।যদি ওখানে জাবির কোনো ছাত্রী লাঞ্ছিত হতো তাইলে দেখতেন কি মাপের নিউজ কাভারেজ আসে।
যখন স্বার্থান্বেষী শিক্ষকরা হুদাই ভিসি পতনের আন্দোলন করে তখন সবদিক থেকে কি পরিমান নিউজ কাভারেজ আসে হয়ত খেয়াল করেছেন।আবার ক্যাম্পাসের পলিটিকাল দুই দল মারামারি করে আহত নিহত হলেও সমস্ত দেশে সাড়া পড়ে যায়।
ভাই পজেটিভ কিছু নিয়ে ক্ষমতাবানরা কেউ পজেটিভ হতে চায় না এটাই ভীষন দুঃখের ব্যাপার।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১
কামের কথা কন!! বলেছেন: ভাই আপনার সব পোস্ট পড়লাম আপনার তোলা ভিডিও এবং ছবি থেকে সব গুলোরে থাবড়ায়ে কানে ধরে বাঁশ ডলা দিতে হবে থা হলে সব ঠিক হবে। আন্দলন চালিয়ে যান এট লিস্ট লোকজন তো জানতে পারল কি হচ্ছে ওখানে। আর যারা চুলকানি মার্কা কমেন্ট করেছে সেই গুলোকে ও ব্লগ থেকে থাবড়ায়ে বের করে দেয়া দরকার । আমাদের এক মিরজাফর গেছে কিন্তু সেই মিরজাফর এর ডি এন এ যে এখনও ছড়ায়ে ছিটায় আছে এবং নব্য মিরজাফর তৈরি করছে তা এই বিষয় এর আগের পোস্ট গুলোর নেতিবাচক কমেন্ট দেখলে বুঝা যায়। তাই সরকার, প্রশাসন, রাজনীতি বিদ গো ঠিক করার আগে এই নব্য মিরজাফর গুলোকে থাবড়ায় থাবড়ায় দেশ থেকে বের করা দরকার।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমাদের যে দাবী তাতে কার কোনো লাভ হওয়ার সম্ভবনা কম তাই ক্যাম্পাসের স্বার্থান্বেষী মহল এই আন্দোলনে আমাদের পেছনে থাকবে না।হয়ত ক্যাম্পাস প্রশাসন সহ কেউ থাকবে না।তাতে কিন্ত তেমন সমস্যা নেই।বিবেকে বেধেছে তাই রাস্তায় দাঁড়িয়েছি।এটা ভেবে দাঁড়াইনি যে কে কে পেছন থেকে ব্যাকয়াপ দেবে।
আমি যে ব্লগে এসব লিখছি সেটা কিন্ত এসব চিন্তা করে লিখছি না যে সহ ব্লগার রা জাবিতে এসে আন্দোলনে যোগ দেবে বরং এটা জানানোর জন্য লিখছি যে সেখানে ইজারাদারের পোষা গুন্ডা দিয়ে পর্যটকদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হয় এবং তুচ্ছ কারনে গন্ডগোল পাকিয়ে আক্রমন করা হয়।আমি তো ওখানে আর যাব না আমার কি লাভ হবে এসব লিখে?কিন্ত যারা যেতে চান তাদের লাভ হতে পারে।আর এভাবে যদি প্রশাসনের টনক নড়ে তাহলে পার্কটিকে যোগ্য হাতে হস্তান্তর করা হতে পারে।
ভাই আমি বুঝলামই না যে পোস্টের মূল প্রতিপাদ্যটি এড়িয়ে গিয়ে মানুষ কেন আমাদের ছিদ্র খোঁজায় এত মনোযোগী হচ্ছে?
ভাল থাকবেন।শুভ কামনা রইল।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
এই সব আবালদের হাজার লিখলেও বোঝাতে পারবেন না।
আমি আপনার আগের পোষ্ট ও কাউন্টার পোষ্ট পড়েছি কিন্তু কোন মন্তব্য করি নি সংগত কারনেই। কারন মন্তব্য করলেই আবালদের নোংড়া কথা হজম করতে হবে।
আমি যে কোন ননপ্রফিট পাবলিক প্রতিষ্ঠানে ইজারা প্রথার বিরোধী।
দুচার টাকা বেশী লাভের জন্য সরকারের এমন কি দায় পরেছে যে স্থানীয় দলিয় মস্তান-গুন্ডাদের নিলামে ইজারা দিতে হবে?
সরকার বা বনবিভাগ এসব চালাতে পারে। লোকবলের অভাব হলে বেসরকারি সিকুরিটি, পরিচ্ছিন্ন কর্মি লাগিয়ে কাজ করবে।
আমি মনে করি পার্ক ইজারাদাররা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে।
ছাড়পত্রে সিল নেই কেন তার দায় যে ছাড়পত্র দিয়েছে তার।
কোন ছাড়পত্রে সিল জরুরি না, সিগ্নেচারটাই আসল, অনুলিপি দেখে ভেরিফাই করতে পারতো। মোবাইলের যুগে ফোন করে যেনে নিতে পারতো।
আসলে কিছুই দরকার ছিলনা। বিশ্ববিদ্যলয়ের বাস, ব্যানার, গেঞ্জি, আইডি কার্ড, এরপর সম্মানিত শিক্ষকরা তো আছেনই।
এরপরও যদি মনে করে সব কিছু জাল করা হয়েছে, সবাই ভুয়া, এদেরকে যে কেউই থাবরাইতো।
যেসব আবাল এই এইসব দলীয় ইজারাদার স্থানীয় গুন্ডাদের পক্ষ নিয়েছে তাদেরকে ধিক্কার।
সরকারে কাছে দাবি - এখুনি ইজারা বাতিল করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বনবিভাগ দায়িত্ব নিক, গুন্ডামি ও গায়ে হাততোলার বিচার হউক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমারো তো কথা সেটাই যে দক্ষিন এশিয়ার বৃহত্তম সাফারী পার্ক এই দেশের একটা সম্পদ।এত কষ্ট করে এটা গড়ে তুলে কেন এটাকে মাস্তানদের কাছে ইজারা দিতে হবে।সাফারী পার্ক কিন্ত কোনো বিনোদনমূলক প্রতিষ্টান নয়।আগে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান।আমাদের কিন্ত কোর্স আছে সাফারী পার্ক,ইকো পার্ক,জাতীয় উদ্যান,বোটানিকাল গার্ডেন ইত্যাদি নিয়ে।সাফারী পার্কের আর একটা কাজ হচ্ছে স্থানীয় বন এবং বন্যপশু সহ তাদের আবাস সংরক্ষন।
আমাদের আন্দোলন যদি সফল হতো তাহলে আমরা মাস্তানদের হাত থেকে এটি উদ্ধার করে উপযুক্ত কারো কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া তা শুরু করিয়ে দিতে পারতাম বলে মনে করি।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
হু বলেছেন: কিছু মানুষ আছে যারা সবকিছুতেই ভুল খোজে । যারা বাজে মন্তব্য করেছে তারা সবাই সেই ধরনের মানুষ। এদের ধরনটা এমন যে - এরা নিজের জীবনকে নিয়েও সন্তুষ্ট নয় একথায় বলতে গেলে বলতে হবে - হতাশাবাদী
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমি বাস্তব জীবনে এমন কিছু হতাশাবাদী মানুষ দেখেছি কিন্ত ব্লগেও এর প্রতিফলন দেখে অবাক হয়েছি।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
ধুসর কাব্য বলেছেন: এই ব্যাপারে ক্যাচালের কি আছে এইটাই তো বুঝলাম না!
১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩
সন্ধ্যা প্রদীপ বলেছেন: কি জানি! আমিও ঠিক বুঝলাম না।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০০
পাঠক০০৭ বলেছেন: কি হইলো ক্যাচাল পোষ্টে ক্যাচালকারীরা কই!!!
একঘন্টা ধইরা কাউরেই দেখি পাই না! এত বড় পোষ্ট পইড়াই মনে হয় বাকি ক্যাচালকারীরা অক্কা পাইছে।
তাই দর্শন হিসাবে আপনারেই জয় যুক্ত করলাম!