নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বড় দুঃখ নিয়ে লিখতে বসলা্ম। দেশে এত্ত অস্থিরতা।চারিদিক থেকে শুধু খারাপ খারাপ খবর আসছে।তার উপরে যদি এমন জঘন্য কথা শুনতে হয় তাহলে আর সহ্য করা যায় না।
আগেই বলে নিচ্ছি কোনো ব্যক্তি বিশেষের প্রতি বিদ্রুপ করা আমার উদ্দেশ্য নয়।আমি শুধু কিছু বিশেষ ধরনের মানুষের বিশেষ চিন্তা ভাবনা ( দেশ ও বর্তমান পরিস্থিতি নিয়ে ) তুলে ধরতে চাই।
আমি এখন যার কথা বলবো তার ব্যক্তিগত দর্শন বর্তমান বিরোধি দল ঘেষা এটা আমি আগেই বুঝেছি।সে প্রায় আমার মতই বয়েসের অর্থাৎ তরুন প্রজন্মের একজন সদস্য।আমার বিশ্ববিদ্যালয়ের ই একজন শিক্ষার্থী।তার কিছু কথা ও ধারনা আমি তুলে ধরতে চাই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে—
১ - বি এন পির লোক বেশি ভাল , যারা বি এন পি সাপোর্ট করে তারাও অন্যদের চেয়ে ভাল ।তারা কখনোই এতটা খারাপ হতে পারেনা যতটা লীগের লোক হতে পারে ।ভাল ভাল লোক সব বি এন পি করে।
আমার উত্তরঃ কেন?সব দলেরই ভাল খারাপ সাপোর্টার আছে ।( কিন্ত তিনি তা মানতে নারাজ )
২ - শাহবাগ আন্দোলোনের ফলে দেশে এমন অস্থিরতা সৃষ্টি হচ্ছে , সব সরকারের দোষ । কি দরকার ছিল যুদ্ধাপরাধির বিচার করার ?
আমার উত্তরঃবিচার না করলে তো আপনারা আর লীগ কে ভোট দিবেন না।লীগের এত বিপুল জয়ের পেছনেই তো তরুন সমাজ আর তাদের জন্য সবচে বড় দাবী রাজাকারদের বিচার।
৩ - শাহবাগে নাকি কয়টা মেয়ে রেপ হয়েছে ?
আমার উত্তরঃ ( তখন ও এনিয়ে কিছু শুনিনি ) কার কাছে শুনলেন?এটা কি সম্ভব।ওখানে যে পরিবেশ তাতে এটা তো সম্ভব না।আপনি শাহবাগ না গেলে বুঝবেন না।তাছাড়া এমন কিছু হলে তা নিয়ে প্রচন্ড তোলপাড় হতো।কারো মনে এমন ভাবনা থাকলেও সাহস পাবেনা।মানুষ তাকে ওখানেই পিটিয়ে মেরে ফেলবে(উনি বলেন অনেকেই তো বলছে এটা।তাছাড়া এত্ত ছেলে একসাথে থাকে এটা হতেই পারে।ঘটনা হয়ত প্রকাশ করছে না)আমি বলি তাই বলে রেপ!!!!!!!তাও শাহবাগে।মোটেও এসব বিশ্বাস করবেন না।এমন হলে কি খবর চাপা থাকত।শাহবাগ বিরোধী শক্তি কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকত? রেপ হওআ মেয়ে বা তার পরিবার কি চুপ থাক তো?
৪ - সাইদী নাকি আসল রাজাকার না । তার নামের মতই একজন লোক ছিল , সে রাজাকার ছিল তার সাথে নাকি একে গুলায়ে ফেলেছে ????
উত্তরঃএকটা পিওর টাসকি খেলাম !!!!!!! শুধু এটুকুই বলতে পারলাম সেসব কিছু জানিনা শুধু বলেন জামাতের এমন কোনো শীর্ষ নেতা দেখেছেন যে যুদ্ধাপরাধী না?একজনের নাম বলেন।
৫ - বঙ্গবন্ধু নাকি ভুলে ৩০ লাখ শহীদের কথা বলেছেন , এত্ত মানুষ শহীদ হন নি ।
উত্তরঃ ( ভুলটা আমারই , আমি ই নিলুফার মনিএর দুর্গন্ধযুক্ত কথাটা তাকে শুনিয়েছিলাম ।সে সেটাকে সাপোর্ট করলো । আমি তখন এসঙ্ক্রান্ত একটা ব্লগ পড়ছিলাম ) সেটা থেকে কিছু প্রমান তাকে দেখালাম বিশ্বাস করলো কিনা কে জানে?লিঙ্কটা দিচ্ছি-http://www.facebook.com/l.php?u=http://www.amarblog.com/pritomdas/posts/161129&h=IAQE7bI9J
৬ - দেশে এতসব ঝামেলা হচ্ছে সেটা সরকারের দোষ । এরাই ষড়যন্ত্র করে এসব করাচ্ছে । একজনের ফাঁসি দিলনা কারন তারা চায় সবার কি প্রতিক্রিয়া হয় তা দেখবে । সরকার জানে খালেদা জিয়া এমন কথা বলতে পারে ( রাজাকারদের পক্ষ নিয়ে মাঠে নামার ঘোষনা )এটাও সরকারের চাল!!!!!!!!
উত্তরঃখালেদা জিয়া কি ঘাস খান ???? তিনি কি এসব না বুঝেই রাজনীতি করেন?তিনি কি এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারত না ? রাজাকারদের সাপোর্ট না করলেই তো হত ।কেন করলেন কাজটা তিনি?
৭ - ইন্ডিয়া শাহবাগ এর দল ভারী করার জন্য চেষ্টা করছে । তাদের উদ্দেশ্য দেশে অস্থিরতা আরো বেশি করে তৈরী করা
( আমি বলি তাতে ওদের কি লাভ?? যুদ্ধ বাধলে আবার তো ওদেরই আশ্রয় দিতে হবে ) তারা তো চায় আমরা খারাপ থাকি?পাকিস্তানের সময় ও চাইছিল সেজন্যই যুদ্ধে আমাদের সাহায্য করছে যাতে পাকিস্তান ভেঙ্গে যায়। ( আমি বলি পাকিস্তানের অটুট থাকলে কি ভাল হতো ?? ) উনি বলেন সব জিনিসেরি সুবিধা অসুবিধা দুইটা দিক আছে।পাকিস্তান থাকলে কিছু অসুবিধার সাথে কিছু সুবিধাও ছিল। ( আমি বলি কি সুবিধা? )এই যে অনেক উন্নতি হতো।ইন্ডিয়া তো সেটা চায় না।ওরা তো আমাদের উন্নত হউয়ার পথে বাধা।(আমি বলি পাকিস্তান থাকলে উন্নতি হতো !!!!!!!! দেখেছেন এখন ওদের অবস্থা?) জানিনা ভাগ না হলে হয়ত ভালও হতে পারত।
আমার উত্তরঃমনের জ্বালায় একটা কথা না বলে এই ব্লগ লিখতে বসলাম।
এখান থেকে কিছু বিষয় পয়েন্ট আউট করছি---
১ - ইনি অন্ধভাবে একটা দলকে সাপোর্ট করেন এবং তারা যা বলেন তাই দৈব্যবানী বলে মনে করেন , নিজের বুদ্ধি দিয়ে ভেবে দেখার প্রয়োজন মনে করেন না ।তাদের বুলিই আওড়ান যদিও তার যথেষ্ট বয়স হয়েছে এবং একটি স্বনামধন্য একটি বিশ্ববিদ্যাল্যের সর্বোচ্চ শ্রেনীর একজন শিক্ষার্থী ।
২ - ইনি কিন্ত রাজনীতি করেন না বা এসব নিয়ে তেমন মাথা ঘামান না । ইনি একেবারেই নিরীহ সাদাসিধে আমজনতা ।
৩ - দেশের ইতিহাস নিয়ে তার চরম ভ্রান্ত ধারনা আছে এবং সঠিকটা জানার কোনো চেষ্টাও নেই ।
৪ - কিছু কথা থেকে বোঝা যায় দেশের স্বাধীনতা নিয়েও ইনার বেশ সন্দেহ আছে , ইনি বুঝে উঠতে পারেন না পাকিস্তান আমলই ভাল ছিল কিনা যদিও তার জন্ম স্বাধীন বাংলাদেশের মাটিতে ( বাজি ধরে বলতে পারি এসব বাড়ির বড় কেউ বলে এবং তাদের কাছে থেকেই তিনি শিখেছেন । নইলে আমরা সেদিনের পোলাপান কেমনে জানব সেই আমল কেমন ছিল? )
৫ - নিজ পছন্দের দলের সমালোচনা করার মত মানুসিকতা তার নেই । তারা ভুল করলেও এটা স্বীকার করবেন না বরং তাদের পক্ষে কোনো না কোনো যুক্তি খুজবেন।
যে কারনে এত প্যাচালঃ পাঠক মোটেও ভাববেন না এইটাই একমাত্র ইউনিক পিস বাংলাদেশে,বরং ইনি তরুন সমাজের একটা অংশের মডেল।ইনি কিন্ত একেবারেই আমজনতা।আর এমন লাখ লাখ তরুন তরুনী আছে বাংলাদেশে যাদের অবস্থা এমন বা এর চেয়ে শোচনীয়।তারা পারিবারিক পরিমন্ডল থেকে দেশ এবং রাজনীতি নিয়ে প্রাথমিক ধারনা নেন(যেটা আমরা বেশিরভাগ মানুষই নিই) কিন্ত এই প্রাথমিক ধারনার পরে আর কোনো উচ্চতর ধারনা নেন না।সেই আদি ধারনাই লালন করেন।উচ্চশিক্ষা বা ক্যাম্পাসের পরিবেশ তাদের প্রায় কিছুই শিখাতে পারেনা।
কারন আজ সন্ধ্যাতেই দেখে আসলাম ক্যাম্পাসের কিছু ছেলে এসময়ের হিন্দুদের উপর অত্যাচারের বিষয়টি নিয়ে খুব উচ্চস্বরে আলোচনা করছে।কিন্ত তাদের কন্ঠে শোকের বদলে খুশি আর উল্লাস যেন মজার কোনো জোকস বলা হচ্ছে।আমি জানি তারাও এমনি আমজনতা কারন তার তেমন নোংরা কিছু বলছিল না শুধু কোথায় কোখায় কি ঘটেছে তা শেয়ার করছিল।কিন্ত বিষয়গুলো যে কত মর্মান্তিক আর ভয়াবহ তা উপলোব্ধি করার ক্ষমতা এদের নেই।এরা শুধু নিজের পশ্চাতদেশটা সুরক্ষিত থাকলেই মহাখুশি।একদিকে যখন তরুনদেরি একদল রোদে পুড়ে ,বৃষটিতে ভিজে রাজাকারবিরোধি আন্দোলন করছে তখন এরা সিরিয়াস জিনিস নিয়ে ফান করছে।আমি জানিনা এদের নিয়ে কোনো আন্দোলন সফল করা সম্ভব কিনা।(এরাতো অংশগ্রহন ই করবে না)—আচ্ছা ১৯৭১ এ ত এমন সব তরুন-যুবা মিলে দেশটা স্বাধীন করেছিল।তাদের মন মানসিকতা যদি এমন হত তো আজ আমরা কোথায় থাকতাম?মাত্র ৪ দশকে সবকিছু এমন বদলে গেল কিভাবে?
বাবা মা দের প্রতি আমার অনুরোধ বাচ্চাদের ইতিহাস জানান,সঠিক তথ্য দিন,রাজনীতি নিয়ে কোনো মত জোর করে তাদের মনে ঢুকাবেন না।তার স্বাধীন মত গড়ে উঠতে দিন সেই বেছে নিক তার কোনটা পছন্দ।নিজেদের মনের বিষগুলো সন্তান্দের মনে ঢুকিয়ে দেবেন না।আপনাদের জন্ম পাকিস্তানে হতে পারে, সেটা নিয়ে আপনার অনেক মতামত থাকতে পারে ,কিন্ত আমাদের জন্ম স্বাধীন বাংলাদেশে।আমরা এদেশের প্রতি অনুগত থাকতে চাই।আমাদের মনে দেশ ও ইতিহাস নিয়ে ভ্রান্ত ধারনা ঢুকিয়ে দিবেন না তার চে কিছু না বলুন,আমরা নিজেই আসল জিনিস শিখে নেব।
‘’আমি সহ্য করতে পারিনা যখন আমার প্রজন্মের কেউ আমার দেশ ও তার স্বাধীনতা নিয়ে অন্যায্য আর কটু কথা বলে।"
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫০
আব্দুল্লাহ নাটোর বলেছেন: ভালো বলেছেন
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:০২
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আর বলবেন না ভাই মাঝে মাঝে আমি নিজেই কনফিউসড হয়ে যাই--মনে হয় আসলেই কি এদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধ সমর্থন করেছিল???
সে যাই হোক,মানুষ সমর্থন না করুক বা যুদ্ধে অংশ নিক ক্ষতি কিন্ত সবধরনের সাধারন জনতারই বেশি হয়েছে।মিলিটারি কাওকে ছেড়ে কথা কয়নি।এখানে দুটা পক্ষ,নিরপেক্ষতার কোনো যায়গা নেই,কারন নিরপেক্ষ লোককেউ ওরা ছেড়ে দিবে না।
এই মুহুর্তেও দেশে দুটটা পক্ষ।এক রাজাকার ও তাদের দোশর, দুই আন্দোলনরত তরুন সমাজ।আপ্নাকে এর যে কোনো একটা পক্ষ নিতেই হবে।হয় আন্দোলন সমর্থন করুন ,আমাদেরকে দেশের ময়লা জঞ্জা্লগুলো দূর করতে সাহায্য করুন,নয়ত রাজাকারে যোগ দিয়ে রাস্তায় পিকেটিং আর অগ্নি সংযোগ করুন।
যদি নিরপেক্ষ থাকতে চান তো লাভ নেই।টিভি পত্রিকা খুলে দেখুন।বিভিন্ন সহিংতার বলী কিন্ত হচ্ছে এই আমজনতাই।তাই আগে থাকতে সাবধান থাকুন এইসব নরকের কীটদের প্রতিরোধ করুন।আর সাবধান,যদি এদের পক্ষ নেন আপনার জায়গা হবে এদের সাথে ইতিহাসের আস্তাকুড়ে আর পরকালে ডাইরেক্ট জাহান্নাম।
পোস্টে দেয়া লিঙ্কটি আবার দিচ্ছি--
http://www.amarblog.com/pritomdas/posts/161129
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৪৯
আব্দুল্লাহ নাটোর বলেছেন: যে কারনে এত প্যাচালঃ পাঠক মোটেও ভাববেন না এইটাই একমাত্র ইউনিক পিস বাংলাদেশে,বরং ইনি তরুন সমাজের একটা অংশের মডেল।ইনি কিন্ত একেবারেই আমজনতা।আর এমন লাখ লাখ তরুন তরুনী আছে বাংলাদেশে যাদের অবস্থা এমন বা এর চেয়ে শোচনীয়।তারা পারিবারিক পরিমন্ডল থেকে দেশ এবং রাজনীতি নিয়ে প্রাথমিক ধারনা নেন(যেটা আমরা বেশিরভাগ মানুষই নিই) কিন্ত এই প্রাথমিক ধারনার পরে আর কোনো উচ্চতর ধারনা নেন না।সেই আদি ধারনাই লালন করেন।উচ্চশিক্ষা বা ক্যাম্পাসের পরিবেশ তাদের প্রায় কিছুই শিখাতে পারেনা।