নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
দেশের প্রায় ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের বিপক্ষে ছিলো; উহার পতন হয়েছে; মানুষ উৎসাহিত হওয়ার কথা; আপনারা ৩ মাস পর কি দেখছেন? উৎসাহ আছে, বাড়ছে, নাকি কমছে?
ড: ইউনুসকে দেশের গরীব মানুষরাও চিনেন; যাঁরা বেগম জিয়াও ড: বদরুদ্দোজ্জাকে টেলিভিশনে দেখতেন কিন্তু বুঝতেন না, তাঁরা কিন্তু ড: ইউনুসকে চিনেন। এইদিক থেকে বেশী মানুষের কাছে উনার গ্রহনযোগ্যতা থাকার কথা; বাস্তবে কি তা দেখা যাচ্ছে? মানুষ কি আন্দোলনকারীদের সাথে আছেন, নাকি মানুষ সরে যাচ্ছে?
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৬
সোনাগাজী বলেছেন:
সরকার পতনের পর মিলিটারী দেশ দেখল করেছে; তারা দেশকে প্রেসিডেন্টের হাতে দেয়নি।
অন্তর্বর্তীকালীন সরকার মিলিটারীই গঠন করেছে; ড: ইউনুস ছিলো শ্রেষ্ট চয়েস।
প্রশ্ন, উনাকে নিয়ে উৎসাহ কি বাড়ছে, নাকি কমছে?
২| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২০
বঙ্গদুলাল বলেছেন: ১)মানুষ সরছে না।ইউনুস সরকার ফেল করুক এটা আমি নিজেও চাচ্ছি না,যদিও আমি চাওয়াতে কিছু যায় আসে না।নির্বাচন গুছিয়ে দেরিতে দিক।দ্রব্যমূল্যের দাম কমাক। সিন্ডিকেট ভেঙ্গে দিক।চাকুরির জটিলতা কমে যাক।
ভয়ংকর অপরাধী ছাড়া নিরপরাধ মানুষের শাস্তি হোক, এটা ছাত্রনেতারা চায় না।সারজিস আজকে ছাত্রলীগের পক্ষে বক্তব্য দিছে,ঢাবির শত শত ছাত্রলীগ কর্মী, যারা আন্দোলনে ওদের সাথে ছিল।
২)বি এন পির মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভাঙছে, গদির কিনারায় বেশিদিন পায়চারি করা ভালো লাগছে না।
৩)জামাত চুপ মেরে বসে আছে, ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে।
৪)মাঝে মাঝে বি এন পি জামাত উভয়ই আ লীগকে কাছে টানতে চাচ্ছে। লীগ হয়ে গেছে গণিমতের মাল।মাঝে মাঝে মাইর দিয়ে আবার কাতুকুতু দিয়ে হাসায়। আহ্ রাজনীতি, বাহ্ রাজনীতি। আহ্ আওয়ামী লীগের রাজনীতি। হাতি এখন গর্তে পড়েছে।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৫
সোনাগাজী বলেছেন:
দেশের অর্থনীতি, পরিবারগুলোর অসম আয়, উৎপাদন ও সাপ্লাই চেইনের যেই অবস্হা, নতুন নবী এলেও দ্রব্যমুল্য কমাতে পারবে না।
১) মানুষ উনার পাশে থাকবে না।
২) বিএনপি'তে ক্রিমিনাল আছে, রাজনীতিবিদ নেই।
৩) জামাত-শিবিরের প্রতারণার আন্দোলন, জামাতের হজম হবে না।
৪) লীগের একাংশ যাবে সরকারের সাথে, একাংশ বিএনপি ও অন্য অংশ নিজ পায়ে দাঁড়াবে।
৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৭
বিষাদ সময় বলেছেন: আমার কাছে মনে হচ্ছে ড. ইউনুস পার্সোনালিটি ক্রাইসিস এর মধ্য আছেন। এই চেয়ারের ক্ষমতা ধারণ করার মতো উনার সাহসিকতা নাই তাই উনাকে এক রকম সমন্ময়কদের কাছে সোপার্জিত মনে হচ্ছে। বহিবিশ্ব উনার যথেষ্ট মর্যাদা থাকলেও প্রধান উপদেষ্টা হিসাবে এদেশে উনার কোন জোরালো ভয়েস দেখছি না।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৩
সোনাগাজী বলেছেন:
মানুষের জন্য বড় কিছু করার মতো বড় ধারণা উনার নেই।
৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮
বঙ্গদুলাল বলেছেন: পটুয়াখালী-৩ আসনে নুরু এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদকে সহযোগিতা নির্দেশ বিএনপির।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪
সোনাগাজী বলেছেন:
আসনে জয়ী হবে হয়তো; কিন্তু চুরি করা ছাড়া অন্য কিছু করার মতো বিদ্যাবুদ্ধি ১ জনেরও নেই
৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূসের উপর এখন ও অনেকের আস্থা আছে কিন্তু সমন্বয়ক দের জনপ্রিয়তা অনেক কমে গেছে। তাদের মাস্টার প্লান ফেইল যাবে খুব দ্রুত। বাঙালি বড়ই খতরনাক জীব।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৬
সোনাগাজী বলেছেন:
নেকড়েকে মানুষ কি কারণে বিশ্বাস করবে? ভেঁরার চামড়া পরে আর কতদিন?
৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫২
ইলি বলেছেন: মানুষ সরে যাচ্ছে দাদ।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯
সোনাগাজী বলেছেন:
মানুষকে কাছে টানার মতো, মানুষের ভালোর জন্য তেমন কোন কিছু উনি করতে পারার কথা নয়।
৭| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১১
শিশির খান ১৪ বলেছেন: উনি তো চাইলেও অমানুষ হইতে পারবে না। বাঙালি উনারে পায়া বসেছে দেখেন না ফেল করা পোলাপাইন পাশের দাবিতে সচিবালয় ঘেরাও করে কই বেটারা লজ্জায় কচু গাছে ফাঁসি খাইবো তা না উলটা পাশের দাবিতে সচিবালয় ঘেরাও করে।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২৮
সোনাগাজী বলেছেন:
উনি শিবিরের আন্দোলনে কিভাবে এলেন, সেটা ব্যাখ্যা না'করাতে ন্যাপকিনে পরিণত হচ্ছেন।
৮| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৩
বিষাদ সময় বলেছেন: মানুষের জন্য বড় কিছু করার মতো বড় ধারণা উনার নেই।
সারা বিশ্বে উনি উনার অভিনব ধারনার জন্যই সমাদৃত। তবে সমস্যা হচ্ছে বড় বড় ধারণা বাস্তবারয়ন করার মতো সক্ষমতা উনার নাই।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২৯
সোনাগাজী বলেছেন:
উনার বড় ধারণাটাকে বাংলাদেশে উনি নিজেই ডুবায়েছেন বেশী সুদ নিয়ে।
৯| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৫
রানার ব্লগ বলেছেন: ইনুস কেন নোবেল পেলো এই ধাধা থেকেই বের হতে পারি নাই, আপনার প্রশ্নের উত্তর দেব কিভাবে?
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩০
সোনাগাজী বলেছেন:
নোবেলটা ঠিক আছে: "কোলেটারেল বিহীন ঋণ"এর জন্য।
১০| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন জিরো পার্সেন্ট।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩২
সোনাগাজী বলেছেন:
দেশ যত খরাপের দিকে যাবে, ক্ষতি হবে স্বাধীনতার পক্ষের মানুষদের; জামাত-শিবিরের হারাবার কিছু নেই।
১১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই নামে বাংলাদেশে কোনো পদ নেই।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৩
সোনাগাজী বলেছেন:
মিলিটারীর সময় কোন পদের দরকার হয় না; ওরা বুট পরে দেশ চালায়।
১২| ৩০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি ফেল।
১০০ তে ৩/১৪ পেয়ে ফেল।
৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৪
সোনাগাজী বলেছেন:
দেশ চালাঅর মতো ১ জন মানুষও নেই।
১৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফাইন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোনো জায়গা নেই: ড. ইউনূস
- আজকের প্রশত আলো অনলাইন।
ইহা একটি হিংসামূলক ও প্রতিশোধমূলক বক্তব্য।
১৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২০২৪ সালের ৩০শে অক্টোবর আমি তখন কুয়ালালামপুরে ছিলাম তখন ফেসবুকে এই পোস্টটি দিয়েছিলাম।
মালয়শিয়াতে আসার পর আমার এই উপলব্ধিটা হলো---- এই যে, বিদেশে কামলা পাঠিয়ে দেশের সত্যিকার উন্নতি সম্ভব নয়।
উত্তরাঞ্চল থেকে আমাদের দোহার-নবাবগঞ্জ-বিক্রমপুরে অনেক মানুষ কাজ করতে আসে। কাজ করে তাদের পেটে ভাট জোটে। কিন্তু তাদের সামগ্রিক পরিস্থিতির কোন পরিবর্তন হয় না।
বিদেশে থেকে কামলা দিয়ে কামলাদের পরিবার হয়তো সামান্য টাকা পয়সার মুখ দেখে। কিন্তু কামলার নিজের কিংবা তার দেশের তেমন কোন পরবির্তন আসে না। যে টাকা সে কামাই করে তা দিয়ে চাল ডাল লবণ আনতে হয় সেই বিদেশ থেকেই । বিনিমেয় পেটে কেবল খাবার আসে।
একবার জয়পাড়া থেকে বাড়ি যাবার পথে ভুলক্রমে ( আমি সচরাচর রিক্সায় উঠি না। অধিক টাকা নেই বলে।) রিক্সায় উঠেছিলাম। আলাপপ্রসঙ্গে রিক্সাওয়াল বলল- তার বাড়ি অনেক দূরের দেশে। দোহারে সে ভালোই আছে যেমন ভালো দেশী ভাইরা আছে সিংগাপুরে।
রিক্সাচালকের কথার মর্ম আজ অনেক দিন পর উপলব্ধি করতে পারলাম।
কবে যে মানুষ নিজের দেশেই কাজ পাবে। হাসি মুখে থাকবে।
বিদেশ হতে কিছু টাকা আসে - উন্নতি আসে না।; শান্তি আসে না। আসে হাহাকার আর দারুণ মর্মবেদনা।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২০
নিলঞ্জনা বলেছেন: এখন দেশ মোটামুটি অবস্থায় আছে। দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯
সোনাগাজী বলেছেন:
প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি হওয়ার কারণ কি?
১৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪
নিলঞ্জনা বলেছেন: কারন আপনেরা দেশের সম্পদের বেশিরভাগ বিদেশে নিয়ে গেছেন হরিলুট করে।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৯
সোনাগাজী বলেছেন:
আপনি অর্থনীতি বুঝেন না, আপনার ধারণা হচ্ছে লিলিপুটিয়ান টাইপের।
১৭| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: বুঝা যাচ্ছে না কিছুই: কেউ কেউ দাবী করছে সেনাবাহিনী দেশ চালাচ্ছে, কেউ বলে সমন্বয়করা, কেউ বলছে আওয়ামী দোষরাই দেশ চালাচ্ছে, কেই বলে ভিতর থেকে জামাতই সব কলকাঠি নাড়ছে, কেউ বলে আরে না বিএনপি'ই হচ্ছে আগমীর সরকার তাই তাদের কথায়ই হচ্ছে সবকিছু। সব মিলিয়ে হ-য-ব-র-ল অবস্থা!
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩
সোনাগাজী বলেছেন:
সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও ড: ইউনুস হচ্ছে আমেরিকার হাতে; বাকী দেশ জামাত ও বিএনপি'র হাতে।
১৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০৬
নিলঞ্জনা বলেছেন: আপনেরা হলেন ভ্ন্ড পীরের ভন্ড মুরিদ।
৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২০
সোনাগাজী বলেছেন:
এটুকু সঠিক।
১৯| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৪
আমি নই বলেছেন: উত্তর দিয়ে লাভ কি? আপনিতো উত্তর জানতে চান না। আপনি চান সবাই আপনার মতামতকে সমর্থন করুক, না করলেই তাকে লিলিপুটিয়ান বলে গালি দিবেন।
যাইহোক বাস্তবতা হল ইউনুস সাহেব নির্বাচিত কেউ নন যে তার গ্রহনযোগ্যতার কোনো মাপকাঠি থাকবে। উপদেষ্টারা কেউই জনগনের সন্তুষ্টি অর্জন করতে পারছেনা, তার মানে এটা নয় জনগন আবার লীগকেই চাচ্ছে। আমার কাছে মুল কারন মনে হয় আইন-শৃংখলার অবস্থা ভয়াবহ খারাপ আর দ্রব্যমুল্যর উর্ধগতি। দ্রব্যমুল্যর উর্ধগতির অন্যতম প্রধান কারন হচ্ছে দুইটা বন্যা এবং সিন্ডিকেট। আমি উত্তরের মানুষ আমি জানি উত্তরে বন্যাটা না হলে সবজির মুল্য এত বাড়ত না।
৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩
সোনাগাজী বলেছেন:
দ্রব্যমুলা মানে একা সবজি নয়।
ড: ইউনুসের গ্রহনযোগ্যতা কমে গেলে, আমেরিকা বাধ্য হবে উনাকে সরাতে; তখন দেশের অবস্হা আরো ভয়ানক হবে।
২০| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময়ের সাথে সবি বদলায়। দেখা যাবে কি হবে সামনে। তবে তারা যাই করছে আপাতত আমার কাছে ভালই ঠেকছে। আমার এক আত্নীয় তার পুলিশ অফিসার এবার তার ভাগ্নীর বিয়েতে একটা ছাগল পর্যন্ত দিতে পারিনি অথচ এই ব্যাক্তি যে কোন অনুষ্ঠানে বড় বড় গরুর সাথে আরো কতো কিছু দিতো। জানতে চাইলে উত্তরে এটুকুই ,এখন সময় ভালোনা।
৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০২
সোনাগাজী বলেছেন:
ভালো কিছু হচ্ছে না, দেশ আমেরিকা ও সেনাবাহিনীর হাতে; জামাত-শিবির বিশ্বের জন্য ভয়ংকর প্রানী।
২১| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৫
আমি নই বলেছেন: লেখক বলেছেন:
দ্রব্যমুলা মানে একা সবজি নয়।
ড: ইউনুসের গ্রহনযোগ্যতা কমে গেলে, আমেরিকা বাধ্য হবে উনাকে সরাতে; তখন দেশের অবস্হা আরো ভয়ানক হবে।
দেশের জনগন বেশি বিরক্ত সবজির মুল্য বৃদ্ধির কারনেই। মাছ-মাংস-তেল-ডাল-চিনি ইত্যাদিতো আগে থেকেই আকাশছোয়া, নিন্মমধ্যবিত্তর মুল খাবার ছিল ডাল-সবজি, মাঝে মাঝে সাথে দুধ-ডিম। এখন এগুলার মুল্যও অনেক বেশি।
ড: ইউনুসের গ্রহনযোগ্যতার মাপকাঠি কি হবে? কেমনে আমেরিকা বুঝবে তার গ্রহনযোগ্যতা বাড়লো না কমলো?
৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৪
সোনাগাজী বলেছেন:
আমেরিকান দুতাবাস সেটা মাপবে; যদি দেখে যে, প্রশাসন ও মানুষ উনার কথার মুল্য দিচ্ছে না, তখনই সমস্যার শুরু হবে।
২২| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪০
কিরকুট বলেছেন: ইউনুস একজন শিকারি শকুন।
৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:২০
সোনাগাজী বলেছেন:
উনি ভয়ংকর লোভী মানুষ; চুরি করেনি, কিন্তু গরীবদের রক্তের বিনিময়ে আয় করা টাকাগুলো দখল করেছে সুদ হিসেবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫
প্রহররাজা বলেছেন: উনি নির্বাচিত কেউ না, ঝামেলা পাকিয়ে উড়ে এসে জুড়ে বসছে। আর্মি না থাকলে বিএনপি উনাকে চেয়ারে বসতে দিতো না।