নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

"সোনা গাজী" নামে ১টি নতুন নিক এসেছে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮



**** আমাকে ২ দিনের জন্য ব্যান করা হয়েছে। ****

আমার নিক, "সোনাগাজী"র খুব কাছাকাাছি নতুন ১টি নিক "সোনা গাজী" খোলা হয়েছে; উহা আমার প্রোফাইল পিকচার লাল ট্রাক্টরও ব্যবহার করছে। নিক খোলার প্যাটার্ণ থেকে বুঝা যাচ্ছে যে, পুরাতন কোন পিগমী নতুন মালটি খুলেছে। হয়তো লিখতে পারবে না; কিন্তু মন্তব্য করলে আপনাদের খেয়াল রাখতে হবে।

ব্লগিং ইডিয়টকেও মানুষে পরণিত করতে পারে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি আপনার জীবনের গল্প লিখুন। সবাই জীবনের গল্প লিখতে পারে না। আমি আপনার গল্পের বেছুদের নিয়ে কাজ করছি। এবারের শীতের ফসল সব বেছুদের। চেষ্টা করছি, কিছু মানুষের জীবনে পরিবর্তন আসুক। তাদের জীবনে কাজ কর্ম আসুক। কাজ করে ক্লান্ত হয়ে ঘুমুতে যাক।

বেছু’রা পড়ালেখা করতে পারেনি, তাঁদের সন্তান যেনো পড়ালেখা করতে পারে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, লিখবো।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



অদ্ভূৎ ! আমি ভেবেছি আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন !

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



দেশে ভরে গেছে আগাছায়।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বুদ্ধি আছে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



আগাছা সুন্দর ফুল দেয়ার চেষ্টা করে, কৃষক থেকে বেঁচে থাকার প্রচেষ্টা।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: তানভীর জুমার নামে একজন শ্রদ্ধেয় সিনিয়র ব্লগার আমাকেও কারো মাল্টি ভাবেন। আল্লাহ জানেন উনার কার কথা মনে পড়ে?

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



তানভীরের মগজটা সঠিকভাবে কাজ করে বলে মনে হয় না।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৬

ডার্ক ম্যান বলেছেন: মনে হয় কোমলমতি

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:



ব্লগে এখন ৭০ ভাগই কোমলমতি। ব্লগিং শুরু হয়েছে শিবিরের হাত ধরে।

৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫১

আহরণ বলেছেন: এই লোকটা নিশ্চয় রগকাটা শিবির............. @ দাদা?

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এর শুরু থেকেই শিবির সমস্যা ছিলো।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আকাম কইরা দিছে।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:



আগাছাদের মাথায় বিচিত্র ধরণের ভাবনাচিন্তা আসে!

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: যাদের পোস্ট খুব কম কিন্তু কমেন্ট বেশি এরা মেবি ওয়াচম্যান!

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৩৯

সোনাগাজী বলেছেন:



এগুলো প্রশ্নফাঁস জেনারেশনের মানুষ, লিখতে জানে না, ভাবনাশক্তিও সীমিত।

৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৫

নতুন বলেছেন: কিছু মানুষকে দেখতে খারাপই লাগে।

এই সময়ে এমন মানুষও আছে যে নিজের সময় নস্ট করে আপনার মতন আইডি বানিয়ে কমেন্ট করে?

মানুষের জীবনে সময়ের দাম এতো কম? এরা জীবনে কি উ্ন্নতি করবে?

একে দেখলে গদামের উপরে রাখতে হবে...

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯

সোনাগাজী বলেছেন:




ইহা পরিচিত কোন ব্লগার; বর্তমানে সামুতে ৫০/৬০ জন ব্লগার একটিভ আছেন, এদের অর্ধেকই লিখতে জানেন না।

১০| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে এখন ব্লগারের চেয়ে গরু ছাগল বেশী।

আপনি ফেসবুকে নেই তাই বিষয়টি ধরতে পারেননি, সেলিব্রিটি দের নামে ফলোয়াররা ফ্যান পেজ চালায়। আপনার কীন ফ্যান ফলোয়ার হয়তো নিকটি খুলছেন। খারান বের করি হেতে কেড়া।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



কোমলমতি ব্লগারেরা লিখতে পারেন না; এরা ব্লগে আসেন, হাজিরা দিতে।

১১| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো ব্লগে এ ধরনের নোংরা কাজ চলে। যারা এই কাজগুলো করে তাদের ধরে ধরে আয়না ঘরে পাঠানো উচিত।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:



অনেক বাংগালীরা লেখাপড়া করছেন, কিন্তু কিছুই ঠিক মতো শেখছেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.