নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার সমস্যা অর্থনীতি ও বর্ডার, গর্ভপাত ও গণতন্ত্র এখনো সমস্যা নয়!

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৮



আমেরিকানরা ৫/১০ মিনিটের বেশী কোন বক্তৃতা মনোযোগ দিয়ে শোনে না; সেজন্য বক্তাকে মুল কথা দিয়ে শুরু করতে হয়। কমলা ইহাতে বারবার ফেল করছে; তিনি ঘুরায়ে ফিরায়ে কম গুরুত্বপুর্ণ বিষয় দিয়ে শুরু করেন; শেষের ১০ মিনিটে উনি অর্থনীতি নিয়ে কথা বলেন, যা খুবই ডিটেইলস, যা মানুষের পক্ষে মনে রাখা কষ্টকর।

আমেরিকানরা আসলে নারীর গর্ভপাত নিয়ে লম্বা কথা শুনতে চাহে না। যদিও বিয়ের পুর্বে অনেক মেয়েই গর্ভ ধারণ করে থাকে, মানুষ পছন্দ করে যদি সে সন্তানের জন্ম দিয়ে তাকে মানুষ করে। কিন্তু অনেক তরুণীর পক্ষে ইহা সম্ভব হয় না দেখে তারা গর্ভপাত করাতে বাধ্য হয়, ইহা তাদের অধিকার; কিন্তু ইহা নিয়ে দীর্ঘ আলোচনা কেহ পছন্দ করে না। কমলা ইহা নিয়ে দীর্ঘ আলোচনা করে, নারীদের সমর্থন পেয়ে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করছে।

আমেরিকানরা জানে যে, আমেরিকার কংগ্রেস ও সিনেট খুবই শক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান; এখানে গণতন্ত্রকে ধ্বগস করা খুব একটা সহজ হবে না; কমলা ৪/৫ মিনিট ব্যয় করে ট্রাম্পকে দোারোপ করে, ট্রাম্প এবার জয়ী হলে আমেরিকায় গণতন্ত্র থাকবে না; ইহা নিয়ে সময় নষ্ট না'করে ইহা মানুষের হাতে ছেড়ে দিলে ভালো হতো।

কমলা আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য নারী নন; কিন্তু গণতান্ত্রিক সিষ্টেমের কারণে তিনি প্রার্থী হয়ে গেছেন। কমলা হয়তো জয়ী হতেও পারেন; কিন্তু সেটা উনার যোগ্যতার করণে নয়, সেটা ঘটতে পারে, ট্রাম্পের দুর্বলতার কারণে। তার বিপক্ষে দাঁড়ায়েছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে কলংক ও অপরাধের নায়ক, ট্রাম্প। আমেরিকার মতো দেশে ট্রাম্পের মতো লোক কি করে প্রার্থী হতে পারলেো? ইহাই ক্যাপিটেলিজমের একটা ভয়ংকর দিক! সে বিলিওনিয়ার ও কৌশলী রেসিষ্ট; ক্যাপিটেলিজমে, ধনীরা ধনীদের সাহায্য করে।




মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প পডকাস্টে বলেছে কিয়ামত শুরু হবে নাকি মধ্যপ্রাচ্য থেকে। এই বলে নিজে ক্ষমতায় আসলে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর ইংগিত দিলো নাকি? আপনার নির্বাচনের আগ পর্যন্ত আমেরিকা নিয়ে ব্লগ চাই।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:




ট্রাম্প জয়ী হলে ইরান ভীত হয়ে যাবে; হেজবুল্লাহ ও অন্যন্যা মুসলিম বাহিনীগুলো লো-প্রোফাইলে চলে যাবে; ফিলিস্তিনের কি হবে বলা মুশকিল।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: দুই অযোগ্যের মাঝে আমেরিকানরা কাকে যোগ্য মনে করে সেটাই এখন দেখার বিষয়।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:




আমেরিকার সাদাদের ধারণা: কালোরা, স্পেনিশরা, এশিয়ান ও আফ্রিকানরা অসৎ ও কাজে অদক্ষ; কিন্তু তারা সাদাদের থেকে বেশী দাবী করে আসছে; এদেরকে থামাতে হবে। ট্রাম্প ওদের লোক।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

কিরকুট বলেছেন: বিশ্বে নেতৃত্বদানে যোগ্য নেতা বা নেত্রীর কি দুর্ভিক্ষ চলছে? বাংলাদেশ তো ভাগাড়ের কুকুরের টানাটানিতে আছে, আমেরিকাও দেখি বেহাল অবস্থায় আছে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:





আমেরিকা ইতিহাসে এই নির্বাচনে ফলাফল হবে ভয়ংকর।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমেরিকায় শতকরা কত ভাগ জ্ঞানী?

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:


শতকরা ৪০/৪৫ ভাগ হবে; বেকুবের সংখ্যা বেশ কম, শতকরা ১০ ভাগের নীচে।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



কমলা অতিরিক্ত কথা বলেছেন। কাজের কথা বলেছেন কম, অথবা কাজের কথা কি কি বলেছন তা বুঝকে পারিনি। কমলা ছাড়া কি আর কেউ ছিলো না যিনি নির্বাচন করার যোগ্যতা রাখেন?

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:




অবশ্যই ছিলো; কিন্তু বাইডেন ভুল করেছে; প্রাইমারী ভোটে নির্বচিত প্রার্থী বাইডেন; ডেমোরা উনার সিদ্ধান্তকে মেনে নিয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



কমলা নারী ভোটে জয়ী হওয়ার চেষ্টা করছে; নারীদের ভোট দেয়ার হার শতরা ২/৩ ভাগ বেশী।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



কমলা আর হিলারি একই টাইপের মানুষ। খুব সম্ভব কমলাও হিলারির মতোই ডাব্বা মারবে। আমেরিকার বর্ডার সমস্যা অনেক বড় সমস্যা। আমেরিকানরা চাইবে না তাঁদের দেশে ক্রিমিনাল এসে ভরে যাক।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



পায়ে হেঁটে ২ কোটীর মতো মানুষ ঢুকে পড়েছে, ওরা গরীব ও নীরিহ মানুষ, দক্ষিণ আমােরিকার মানুষ; তবে, অশিক্ষিত।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪১

রবিন_২০২০ বলেছেন: এবার প্রাইমারিতে একটাও যোগ্য প্রার্থী ছিলনা। কামালা ultra liberal, বর্ডার সমস্যা কিংবা welfare recipient কমানো করা তার পক্ষে সম্ভব হবে না।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:




ওয়েলফেয়ার বড় সমস্যা নয়, বড় সমস্যা হলো অসততা ও কাজ না'করে টাকা অর্জনের চেষ্টা; ইহাই সাদাদেরকে বিরক্ত করেছে। আমেরিকার আয়ের খুবই সামান্য অংশ খরচ হয় ওয়েলফেয়ারে; মুল টাকা ডাকা্তী হচ্ছে হেলথ কেয়ারে ও সরকারী কনষ্ট্রাকশানে।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮

রবিন_২০২০ বলেছেন: সঠিক

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



কমলার মাঝে আমি আমাদের ব্লগারদের স্বভাব দেখেছি; আমাদের ব্লগারদের প্রশ্ন করলে উহার উত্তর দিতে পারে না সঠিকভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.