নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
কিছুক্ষণ আগে "ছাত্রলীগ ব্যান হলে, রাজাকারদের উত্তরসুরীরা ও পাকিদের মানস-সন্তানরা আন-ব্যান থাকে কি করে? " নামে ১টি পোষ্ট দিয়েছিলাম; এখন দেখছি উহা ড্রাফটে চলে গেছে; কোন নোটীশ মোটীশ দেখছি না; উহা কি সফটওয়ারের গ্লীচের কারণে হলো, নাকি সামুটিকেমের কেহ উহা করেছেন?
ইহা সঠিকভাবে না'জেনে পোষ্টটাকে সামনের পাতায় আনতে চাচ্ছি না, আমি আবার ৭২ ঘন্টার আল্টিমেটামে আছি!
গত সপ্তাহে এভাবে ১টা পোষ্ট পেছনে চলে গিয়েছিলো, উহা নিয়ে কিছু বলিনি; কারণ, ওখানে আমি কিভাবে যেন গুম হওয়া ব্লগার নিয়ে ১টি বেকুবী বাক্য যোগ করেছিলাম; আজকের পোষ্টে উনার নাম নেই।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
সোনাগাজী বলেছেন:
স্যরি, পেছনে মানে সামনের পাতা থেকে সরে, আমার ব্লগিং এলাকায় চলে গেছে!
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
কিরকুট বলেছেন: আপনি লিখে যান, সামনে পেছনে ভাবার টাইম কই। এইগুলা ভাবে ম্যা পার্টি।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
সোনাগাজী বলেছেন:
লিখছি, বড় বড় ব্লগারেরা (অপু, ভুয়া, ভার্ন, শেরজা, নীল আকাশ, জিকোব্লগ, শায়মা, করুণাধারা, জটিলভাই, সোনালী কাবিন, ঢাবিয়ান) আমার পোষ্ট পড়ছেন না; কিছুতেই উনাদের ভালোবাসা পাচ্ছি না।
৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি যে সম্পর্কে বলছেন, তা আমাদের দেশে খুব গুরুতর অপরাধ।
আপনি যে পোষ্ট দিয়েছেন, যাদেরকে উদ্দেশ্যে দিয়েছেন, তাদের নাম উল্লেখ করুন। ব্লগটিম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
কারণ, গুপ্তচরবৃত্তি আমাদের দেশে আইনতঃ দণ্ডনীয় অপরাধ। আপনি যাদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
সোনাগাজী বলেছেন:
ব্লগটিমে ব্লগার অপু ও শায়মা আছেন; উনারা কোন ব্যবস্হা নিলে, উহা ঘুরেফিরে আমার গায়ে এসে লাগবে।
৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
ডার্ক ম্যান বলেছেন: আপনার জন্য সামনে পেছনে আমেরিকা বাংলাদেশ সব সমান
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
সোনাগাজী বলেছেন:
সামুটিম কিছু করলে ১টা নোটীশ দিলে ভালো হয়।
৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজাকারের উত্তরসূরী, পাকিদের মানস সন্তান- এই টার্ম গুলো এখন ব্লগ টিম পছন্দ করে না...
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
সোনাগাজী বলেছেন:
ব্লগটিম শক্ত, ওখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছেন।
৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
মামুন ইসলাম বলেছেন: ব্লগটিম মনে হয় ভুল করে আপনার পোস্ট ড্রাফট করেছেন।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
সোনাগাজী বলেছেন:
ভুল করার মতো কেহ ব্লগটিমে নেই; বাংগালীরা ভুল করতে চাইলেও ভুল করতে পারেন না।
৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
শায়মা বলেছেন: হা হা
তোমার পোস্টে ম্যাজিক আসে ভাইয়ু!
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৩
সোনাগাজী বলেছেন:
আপনি এখানে কেন, কিছু করেছেন নাকি?
৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২০
শায়মা বলেছেন: লেখক বলেছেন:
আপনি এখানে কেন, কিছু করেছেন নাকি?
হা হা ভাইয়ু!!! কি করেছি?? ম্যাজিক??
লেখক বলেছেন:
আমি ছোট লোকদেরও বড় করে দিতে পারি।
ছোটলোক নাকি ছোট লোক?? মানে নীচু লোক নাকি বয়সে ছোটলোক তুমি কোনটা বুঝালে ভাইয়া????
যদি নীচু লোক বলতে ছোটলোক বুঝিয়ে থাকো তাইলে তুমি সব্বার চাইতে ছোটলোকের ছোটলোকের ছোটলোকের ছোটলোক!!!
হাসতে হাসতে মলে দাত্তি তোত্তলোক ভাইয়া!!!
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২
সোনাগাজী বলেছেন:
ব্লগে অনেক ছোটলোক আছেন, ছোটলোকের ডেফিনেশন দি্তে হয় না; ওদের লেখা পড়লে বুঝা যায়।
৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩
আহা রুবন বলেছেন: বিষয় জানি না তাই শুধু পড়ে গেলাম। আপনি লিখে যান।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪
সোনাগাজী বলেছেন:
আমি আছি, কেহ আমাকে থামতে পারবে না।
১০| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
শায়মা বলেছেন: ওকে তোত্তলোক ভাইয়া.....
তুমি এত্তা তোত্তলোক চেনার উপায় লিখে পোস্ট দিও!!!
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৮
সোনাগাজী বলেছেন:
দেবো।
১১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০০
শূন্য সারমর্ম বলেছেন:
সামুু আপনাকে হজম করতে পারবে না, মনে হয়।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৭
সোনাগাজী বলেছেন:
সামুটিমে কিছু অযোগ্য মানুষও স্হান পেয়েছেন।
১২| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মিডিয়াগুলো এখন কোমলমতিরা যা বলে সেই ভাবেই চলে।
২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৪
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের মিডিয়ার লোকগুলো লিলিপুটিয়ান সাংবাদিক।
১৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৯
জ্যাকেল বলেছেন: আপনার লাজ বলতে কি কিছুই নেই?
২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৫
সোনাগাজী বলেছেন:
না, নেই! আমি আপনার মতো পিগমী নই।
১৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি সামুর সবচেয়ে বেশি জনপ্রিয় ব্লগার। একটা দুইটা পোস্ট ড্রাফট হতেই পারে। প্যারা নাই চিল।
২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
সামুটিমে সোস্যাল নিডিয়া চালানোর মতো লোকজন নেই।
১৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮
জ্যাকেল বলেছেন: পিগমি কাহাকে বলে, কি প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা করেন।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮
সোনাগাজী বলেছেন:
এরা পেছনে পড়ে থাকা ১টি জনগোষ্ঠী।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
কিরকুট বলেছেন: পোস্টের সময় চেক করুন।