নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগকে ব্যান করায় স্বাধীনতারপক্ষ ও আওয়ামী লীগ উপকৃত হবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৯



ছাত্রলীগের ইতিহাসের বড় দিক হলো তারা জাতীর মুক্তির জন্য মুক্তিযু্দ্ধ করেছিলো; শিবিরের ইতিহাস হলো, ওরা রাজাকার ও আলবদর হয়ে বাংগালী জাতির বিপক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছিলো; ২০২৪ সালের আন্দোলনে শিবির জয়ী হয়েছে।

শেখের মৃত্যুতে ছাত্রলীগের অবদান আছে ৫০ ভাগ; শেখ হাসিনার পতনে ৫০/৬০ ভাগ অবদান আছে ছাত্রলীগের। স্বাধীনতা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের রূপকথার গল্ল হলো, "নিউক্লিয়াস" গঠন; আর দেশব্যাপী ছাত্রলীগের সন্মানী ইতিহাস হলো মুক্তিযুদ্ধে অংশ গ্রহন।

শেখ হাসিনার টানা ১৬ বছরে, ছাত্রলীগ প্রায় ২ কোটী কলেজ ও ইউনিভার্সিটি ছাত্রকে উত্যক্ত করেছে, তাদের থেকে অন্যায়ভাবে টাকা আদায় করেছে, ছাত্রদের সামনে টেন্ডার ডাকাতী করেছে, তাদের হোষ্টেল ও হলের সীট নিয়ে ব্যবাসা করেছে। এবারের আন্দোলনের সময়, কোমলমতিরা প্রায় ১ কোটীর মতো প্রাক্তন ছাত্রদের কাছে আবেদন করেছিল, ছাত্রলীগের বিপক্ষে প্রতিবাদ করার জন্য যেন রাস্তায় নামে।

আওয়ামী লীগের সরকার পতনের পর, ছাত্রলীগকে ব্যান করা, মনে হচ্ছে যে, কোমলমতিদের বিরট ছোবল; হয়তো তাই, কিন্তু ইহাতে বাংগালী জাতি ও আওয়ামী লীগ উপকৃত হবে; এই ধারণার উপর আস্হা রাখুন। আসলে, কোমলমতিরা সাম্প্রতিক সময়ে ভালো কাজের মাঝে ইহাই করেছে।

আপনাদের মাঝে যারা স্বাধীনতাকামীদের অনুসারী আছেন, তারা ইহাকে সাপোর্ট করুন ও ছাত্রলীগকে ইহা মানতে সাহায্য করেন। ছাত্রলীগ এই বিলিয়ন ডলারের ব্যবসটা ছাড়তে চাইবে না সহজে; তবে, এই নামটি মুছে গেলে জাতির ট্রিলিয়ন ডলার আয়ের পথ বের হবে; জাতির তরুণ-তরুণীরা পড়ালেখায় মন দিবে।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ সকল রকম শিক্ষক এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:


আপনার আশা পুরণ হয়নি, ১৯ কোটীর মাঝে ১০/১২ কোটীর আশা পুরণ হয়নি।

২| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

দল,শিবির জীবিত থাকলে লীগ আবারো জন্ম নেবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



শেখের উচিত ছিলো ছাত্রলীগকে ব্যান করা; উনার কাজ করেছে শিবির; আমাদের দরকার শিবিরকে ধন্যবাদ দিয়ে, ছাত্রলীগের ব্যান ধরে রাখা; কারণ, উহা ফিরে এলে, আবারো ছেলেমেয়েরা পড়ালেখা ছেড়ে দিবে।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: দেশের জন্য, সংস্কৃতির জন্য, ভিন্নমতের মানুষের জন্য যা মঙ্গল তার পক্ষে আছি।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:




দেশের ভালো জন্য দরকার মুক্তিযুদ্ধের পক্ষের মনোভাবের মানুষ। এখন দেশ মুক্তিযুদ্ধ-বিরোধীদের কব্জায়।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


পড়ালেখা আর এদেশে শুরু হচ্ছে না কখনো।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



যদি পড়ালেখা না হয়, আমরা যেভাবে ইয়েমেনে পরিণত হয়েছি, সেভাবে থেকে যাবো; ভুমধ্যসাগর পাড়ি দেয়া বন্দ্ধ করবে ট্রাম্প।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

রিফাত হোসেন বলেছেন: শেখ হাসিনার পতনে ৫০/৬০ ভাগ ছাত্রলীগের যেমন আছে বাকি ৫০-৪০ ভাগ আছে ওয়ামী নিজেদেরই। উনি দীর্ঘ সময় পেয়েছিলেন। সঠিক ব্যবহারের অভাবে এই অবস্থা। সাধারণ জনতার জন্য ছাত্রদল/শিবির/ছাত্রলীগ আর যেই আসুক না কেন সেটা জরুরী নয় বরং যারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে তাদেরই প্রয়োজন। তাদের না আসলেও চলবে যদি প্রশাসন ভাল হয়। শিবিরকে অনেক গুছানো মনে হচ্ছে। ১৯৫২,১৯৭১ স্বাধীনতা সংগ্রামের বাহক। একে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু আদিকালের নিউক্লিয়াস-ফিউক্লিয়াস-সম্মান-টম্মান ধুয়ে পানি পান কিছু নাই। আরবরা যদি মরুর বুকে অট্টালিকা গড়াতে পারে, ইউরোপ যদি অন্ধকার যুগ থেকে বের হয়ে আধুনিক বিশ্বের অগ্রদূত হতে পারে তাহলে শিবির/ছাত্রদল কেন হতে পারবে না! কারণ জাতিটাই ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে গোলামী করতে করতে। শিক্ষা থেকে দূরে চলে গিয়েছে। নতুন শক্তিকে স্বাগতম। ভবিষ্যতের শাসক তেমন হবে যেমন তার জনগণ। যেহেতু মানুষ নতুন করে প্রতিবাদ করতে শিখেছে। সুতরাং জামাত, বিএনপি ওয়ামীর মত সুযোগ সেভাবে পাবে না। শেখ হাসিনার জন্য ফাসিটা কম হয়ে যাবে, নিজ জাতির মানুষকে কেউ হত্যা করতে চাওয়া ভাল লক্ষণ নয়। সেটা জেনারেল জিয়া ইন্তেকালের শেষ সময়ে হয়ত বুঝেছে। শেখ হাসিনা বুঝেই পালিয়েছে। যেটা কাম্য ছিল না। কাপুরুষ নেত্রীর দল নিয়ে আলোচনা করতেও কেমন কেমন লাগে!
ওয়ামী,বিম্পি,জামাত বাদ টাদ দিয়ে নতুন শুরু করাই যুক্তিযুক্ত ছিল। চেষ্টা করতে তো দোষের দেখছিনা, যেখানে ওয়ামী পুরো ব্যবস্থাপনাকেই ওয়ামীকেন্দ্রীক করে রেখে গিয়েছে...

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



গাজাবাসীরা মনে করেছিলো যে, হামাস নিশ্চয় পিএলও থেকে ভালো।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

শুভ্র হিমেল পরশ বলেছেন: ছাত্রলীগ-ছাত্রদল নিষিদ্ধ হলে, হিযবুতী-শিবির রা গোপনে দল চালিয়ে যেতেই থাকবে।
ছাত্ররাজনীতি বন্ধ হলেও মৌলবাদী-জংগীরা উপকৃত হবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



শিবির, হিজবুত পরিচয় গোপন করে, আন্দোলন করে দেশ পেয়েছে; এখন মানুষ তাদের চিনেছে; ফলে, এখন থেকে তাদের পতন শুরু হয়েছে।

অশিক্ষার কারণে আমাদের জন সংখ্যার বড় অংশ পাকী ও আরবদের মতো।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

আহা রুবন বলেছেন: শেখ হাসিনার সময়ে ছাত্রলীগ তার উপকারে আসেনি বারবার সরকারকে বিব্রত করেছে। নিষিদ্ধ হওয়াতে মনের ঝালটা মিটেছে। কিন্তু সমস্যা তো ছাত্রলীগ নয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের ছাত্ররা ছাত্রলীগ হয়ে ফিরে আসবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



এখন যারা এসেছে, তারা আমাদের জাতিকে বদলায়ে দেবে, ইহাকে পাকীদের মতো ইডিয়ট জাতিতে পরিণত করবে।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

জ্যাকেল বলেছেন: ছাত্রলীগের পরিচয় খুনে বাহিনী হিসেবে। বুয়েটের আবরারকে পিটাতে পিটাতে থেতলে মেরে ফেলে ছাত্রলীগ। সামান্য দর্জি বিশ্বজিতকে শিবির সন্দেহে চাপাতি দিয়ে কুপিয়ে মেরেই ফেলে ছাত্রলীগ।

আচ্ছা,
জসিম উদ্দিন মানিক। উনাকে চিনেন? জাবির (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) নাট্যতত্ত্বের সাবেক ছাত্র। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে যিনি ‘সেঞ্চুরিয়ান মানিক’ নামে কুখ্যাত হয়ে ওঠেন। এই হচ্ছে ছাত্রলীগ।

টেন্ডারবাজি, হেলমেট পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে ছাত্রলীগ।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



আরবার যদি আপনার মতো মনোভাবের ছেলে ছিলো, তা'হলে সে নিজের জন্য বিপদজনক ছিলো।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৬

জ্যাকেল বলেছেন: বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে ৭১ সালে অর্জিত স্বাধীনতাকে বিক্রি করার দায় হাসিনার তথা আওয়ামীলীগের।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



রাজনীতি ও আধুনিক বিশ্ব সম্পর্কে আপনি ১ জন ভালো লিলিপুটিয়ান; বাংগালীরা ভারতে গোলাম নন, বাংগালীরা ভারত বিরোধী ও পাকিদের ছোট ভাই। প্রবাসে বাংগালীরা পাকিদেরকে বড়ভাই হিসেবে নিয়ে গর্ব অনুভব করে। আপনি ইহা সম্পর্কে আরবের প্রবাসী ও লন্ডন প্রবাসী ব্লগারদের কাছ থেকে জানতে পারবেন।

১০| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৫

রানার ব্লগ বলেছেন: জামাত প্রমান চাইছে ৭১ এ তারা কিচ্ছুটি করে নাই। তারা নিঃষ্পাপ।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



প্রমাণ শেখ হাসিনা দিয়েছিলেন নিজামী, গোলাম আজম, মুজাহিদ, কাশেম আলীদের।

১১| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৫

জ্যাকেল বলেছেন: ছাত্রলীগ হচ্ছে ধর্ষকদের দল, লুটেরাদের ক্রীড়নক, বাংলার জনগণের ১ নম্বর ত্রাস। এরাই দেশকে জংগি স্টাইলে জনতাকে শাসন করেছে।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:




আপনি বাংলার জনগণের মুখপাত্র নন; দেশের মানুষ আপনার মতো পিগমী নন।

১২| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৫

দক্ষিণ মেরু বলেছেন: ছাত্রলীগ নিষিদ্ধ করায় যেমন আওয়ামীলীগের উপকার হবে তেমনই শিক্ষক ও ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলে দেশের উপকার হতো।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:




শিবির ও ছাত্রদলকে ব্যানকরা ভুল হবে, ওরা দেশ চালাক।

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে একটা মন্তব্য করেছিলাম। উহা খুজে পাচ্ছি না কেন?

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:




ভুলে ডিলিট করেছি, মনে হয়।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আ'লীগের পতনের জন্য রেহানা ম্যাডামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



শেখদের মাঝে শেখ সাহেব ও শেখ হাসিনা ব্যতিত বাকীগুলো বালছাল চোর-ডাকাত। শেখ ছিলেন বেকুব, শেখ হাসিনা ছিলো ।বুদ্ধিহীন

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০২

ক্লোন রাফা বলেছেন: ছাত্রলীগ’কে এই পর্যায়ে নিয়ে এসেছে কিছু ক্ষমতালিপ্সু গন্ডমুর্খ নেতা নামধারী ক্রিমিনাল‼️ তার মধ্যে ওকা আর নানক মুল কালপ্রিট। ছাত্রলীগে শিবির আর ছাত্রদল যায়গা করে নিয়েছে এই মূর্খদের জন্য! আওয়ামিলীগের হাতে সুযোগ ছিলো বাংলাদেশের রাজনীতি পাল্টে দেওয়ার। হাসিনা স্বহস্তে সেটা নষ্ট করে দিয়েছে! দলকে বিক্রি করে দিয়েছে কিছু পিশাচের কাছে! এরা হলো কিছু সরকারের চাকর আর কিছু দুর্নীতিবাজ কালোবাজারি ব্যাবসায়ি নামের কলংক ও ড্রাগ ডিলার‼️
রক্ত দিয়ে জিবন বাজি রেখে যারা সংগ্রাম করে তারাই বেশি অবহেলিত ছিলো বিগত দিনে। শুধু সেই কারনেই শেখ হাসিনা হানুভতি হারিয়েছে সাধারন মানুষের। শেখ হাসিনা ভুলে গিয়ছিলো আওয়ামিলীগ সংগঠনটি ছিলো মেহনতি মানুষের সবচাইতে বেশি ভরসার স্থান‼️

ধন্যবাদ॥

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৫১

সোনাগাজী বলেছেন:



এই দেশ চালানোর জন্য শেখ হাসিনার জ্ঞান ছিলো না; উনি উনার থেকে কম জ্ঞানী ও লাঠিয়াল দিয়ে দেশ চলায়েছিলেন।

unction at() {
[native code]
}

১৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১১

চারাগাছ বলেছেন:
শেখ হাসিনা নাকি আরো রক্ত আর লাশ চান।
স্বজন হারানোর বেদনা কত নির্মম সেটা বুঝিয়ে দিতে চান।
ফোনালাপে তেমনটাই প্রকাশ পেয়েছে।

বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা এই দেশের মানুষকে ভালোবাসেনি এমন কি নেতাকর্মীদেরো।
আজ নেতাকর্মীদের এমন করুন অবস্থায় অবশ্যই তিনি আনন্দিত।
দিল্লীর গালিচায় বসে নেতাকর্মীদের অসহায়ত্ব দেখছেন। নেতাকর্মীরা সেটা এখনো বুঝতেই পারছেন না।

শেখ হাসিনাকে যারা এই পর্যায়ের নিয়েছেন, তারা বেশ ভালোই আছেন। ডেইলি স্টারের মাহফুজ সাহেব একজন।
এদের কিছুই হয় না।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৫৩

সোনাগাজী বলেছেন:


উনাকে এখানে এনেছে ব্যুরোক্রেট, পুলিশ, সেনাবাহিনী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছুইডিয়ট ও ডাকাতরা।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ছাত্রলীগের যে কর্মীরা পুরনো ঢাকার পথচারী বিশ্বজি]কে কুপিয়ে মেরেছে তারা আজ কোথায়?
তাদের ও ভূমিকা আছে লীগের আজকের পরিণতির জন্য।
ছাত্রলীগের এক একটি কর্মী ছিল এক একটি আতঙ্ক। এখন যেমন সমন্বয়রকরা।

২৮ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৯

সোনাগাজী বলেছেন:



দেশের তরুণরা দেশ, সমাজ ও পরিবারের কারণে অনেকেই কম বয়সে ক্রিমিনালে পরিণত হয়।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: বিভিন্ন এলাকায় ছাত্রদলের পোলাপান শোডাউন করছে। নিজেদের চেহারা এলাকাবাসীর কাছে পরিচিত করছে।

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



জামাত শিবির ওদের কিনে নিবে।

১৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: গাজাবাসীরা মনে করেছিলো যে, হামাস নিশ্চয় পিএলও থেকে ভালো।

মন্তব্যকারী: আর কোন option আপাতত সামনে পাওয়া যাচ্ছে না। আপনি পেলে জানাতে পারেন।

এতদিন ছাত্রলীগ করেছিল, এখন ছাত্রদল করছে আর সামনে শিবির করতে পারে ...

আরব-ইসরাঈল যুদ্ধের বিষয় ভিন্ন আলোচনা। আরবরা নিজেদের কারণে এত পর্যদুস্ত হয়েছে। আপনি ১ বাক্যে বলে দিয়েছেন, যাতে সহমত প্রকাশ করছি।

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:




ছাত্রলীগ বন্ধ করায় ছাত্রদল ও শিবির ব্যান'এর দাবী আসবে।

২০| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ৭১ এ মুক্তিযুদ্ধের সময় যারা খুন, ধর্ষন, লুটতরাজ, জাতির সাথে বেইমানি করেছে সেই রাজাকাররা যেমন ঘৃন্য, ঠিক তেমনি ২০২৪ এ যারা খুন, ধর্ষন, লুটতরাজ, জাতির সাথে বেইমানি করেছে তারাও ঘৃন্য।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালেরটা ও ২০২৪ সালেরটা সমান?

২১| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০০১

লেখক বলেছেন:
১৯৭১ সালেরটা ও ২০২৪ সালেরটা সমান? আমি স্বাধীনতা যু্দ্ধের সাথে ২০২৪ এর আন্দোলনের কোন তুলনা করছি না। আমি বলেছি ৭১এর রক্ত পিপাসু পাকিস্থানী হায়েনা এবং রাজাকার দের সাথে ২০২৪ এ যারা গনহত্যা করেছে তারা উভয়ই ঘৃন্য ।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:



২০২৪ সালের এটা গণহত্যা নয়, এখানে ২ পক্ষই হত্যাকান্ড চালায়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.