নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
কমলা হ্যারিসের সাথে সামুর ব্লগারদের অনেক মিল আছে, প্রশ্ন করলে ৯৫ ভাগ ব্লগার সঠিক ও সোজা উত্তর দিতে পারেন না, কমলাকে আমেরিকার অর্থনীতি ও বর্ডার নিয়ে প্রশ্ন করলে, তিনি হাসতে থাকেন, ও বলার শুরু করেন যে, তিনি ছাত্র জীবনে ম্যাকডোনাল্ডে চাকুরী করে নিজের খরচ চালায়েছেন।
আপনারা কেহ চাাইলে ব্লগার সোনাবীজ ও খায়রুল আহসানকে তাঁদের প্রফেশান কি, সেটা নিয়ে প্রশ্ন করবেন; আমি চ্যালেন্জ দিলাম, আপনারা উনাদের থেকে ইহার উত্তর বের করতে পারবেন না।
প্রশ্নের ব্যাপারে আমেরিকানরা খুবই যত্নশীল, চেষ্টা করবে কম কথায় সঠিক উত্তর দিতে। নির্বাচনের আর বাকী আছে ১০ দিন, এখনো অনেক আমেরিকান বলছে যে, তারা কমলাকে এখনো সঠিকভাবে জানে না: কমলার অর্থনীতি ও বর্ডার নীতি নিয়ে পরিক্কার নয়। ইহার কারণ কি?
ট্রাম্পের সাথে ডিবেইটের ১ম প্রশ্ন ছিলো কমলার প্রতি: আমেরিকানরা গত সাড়ে ৩ বছর ( বাইডেন ও কমলার সময়ে ) কি আগের থেকে ভালো ছিলো, নাকি খারাপ ছিলো? সেই প্রশ্নের উ্ত্তর দেয়ার জন্য সময় ছিলো ২ মিনিট; কমলা সোজাসুজি উত্তর দেননি; পুরো আমেরিকা ( কমলার সাপোর্টারেরও ) হতাশ। গতকাল তিনি জর্জিয়াতে বক্তব্য রেখেছেন; বক্তব্যের পরে, আফ্রিকান আমেরিকান মেয়েরা বলেছে যে, অরথনীতি ও বর্ডার নিয়ে, তাঁর বক্তব্য পরিস্কার নয়।
কমলা আরেকটা প্রশ্নের উত্তর আজো পরিস্কার করতে পারেনি, তার ও বাইডেনের সময় কি করে দক্ষিণ সীমান্ত দিয়ে, পায়ে হেঁটে ২ কোটী মানুষ আমেরিকায় প্রবেশ করলো? ইহার উত্তর সোাজাসুজি না'দিয়ে কমলা ইহার জন্য ট্রাম্পকে দায়ী করে, আমেরিকনরা উহা কিনতেছে না।
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
সোনাগাজী বলেছেন:
কমলা ২ প্রশ্নের উত্তর দিয়েছেন ব্লগারদের মতো, লেজ আর মাথা নেই; ফলাফল ভালো হবে না, মনে হচ্ছে।
১টা আশা, নারীরা উনার পক্ষে বেশী; নারীরা ভোট বেশী দেয়।
২| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প জয়ী হলে বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ?
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
সোনাগাজী বলেছেন:
সারা বিশ্বের জন্য অভিশাপ; ট্রাম্প ড: ইউনুস ইত্যাদিকে নিয়ে মাথা ঘামানোর কথা নয়; তবে, ড: ইউনুস আমেরিকার বন্ধু পাকিস্তানের সাপোর্ট পাবে।
৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
বিষাদ সময় বলেছেন: কোমল মতির সাথে কমলার ভাব বেশি না ট্রাম্পের ভাব বেশি?
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
কোমলমতিদের সৈন্য হিসেবে ব্যবহার করেছে দুতাবাস; আমেরিকা কিংবা ট্রাম্প ওদেরকে ভয় করে। কমলা এলে আমেরিকার ফরেন সেক্রেটারীর অফিসে রদবদল হবে না, ইহা কোমলমতিদের পক্ষে যাবে।
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সোনাগাজী বলেছেন:
পাকিস্তান ভয়ংকর দেশ হওয়া সত্বেও আমেরিকান সরকারে ওদের জন্য একটা সফট-কর্নার আছে; পাকিস্তান কোমলমতিদের পক্ষে লবিং করবে।
৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
ধুলো মেঘ বলেছেন: এই ট্রাম্প মালটা খুব ভাগ্য করে দুনিয়ায় এসেছিল। প্রত্যেকবারই তার প্রতিপক্ষ নির্বাচনে ডেমোক্রেটরা ভুল করে। আমেরিকানরা যে কোন নারীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করার অপমান মেনে নেবেনা - সেটা তো ২০১৬ সালের নির্বাচনে একদম টলটলা ক্লিয়ার হয়ে গিয়েছিল। তারপরেও কোন বিবেচনায় একজন নারী, যিনি আবার কৃষ্ণাঙ্গ, ভারতীয় অরিজিন, মুসলিম বিশ্বের প্রতি সহানুভূতিশীল - এরকম একজনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দাঁড় করায় - সেটা আমার বুঝে আসেনা।
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
সোনাগাজী বলেছেন:
ডেমোক্রেট দলের নেতরা চাইলে তো হবে না, দলের ভোটারেরা প্রার্থী দেয়।
৫| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস তাহলে ট্রাম্পের সমর্থন পাবে না? সেনাবাহিনী তো আমেরিকার কন্ট্রোলে! কি একটা হযবরল অবস্থা।
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি ৫/১০ জন বিদেশী এডভাইজার রাখতেন, ওরা উনাকে সাহায্য করতে পারতো; কিন্তু ব্যুরোক্রটরা, সেনাবাহিনী ও উনার দলের লোকেরা জাতিকে ডুবায়ে দিয়েছে।
৬| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
কামাল১৮ বলেছেন: হিলারি ক্লিনটন কিন্তু নারী হওয়াতেই ফেন করেছিলে।আমেরিকা এখনো পুরষতান্ত্রিক সমাজে বিশ্বাসী।বিশ্বের বেশিরভাগ লোক পুরুষতান্ত্রিক।নর্ডিক দেশগুলি ব্যতিক্রম।
২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
এবার সুযোগ ছিলো, হিলারীর অনেক দোষ ছিলো; কিন্তু কমলা পেছনে পড়ে গেছে ২টি প্রশ্নের সঠিক উত্তর ও কি কি ব্যবস্হা নিবে সেটা পরিস্কার করতে না পারায়; এখনো সম্ভাবনা আছে; কমলাকে নারীরা পছন্দ করে।
৭| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬
কুয়ানিন বলেছেন: প্রজেক্ট ২০২৫ এ যেসব ভয়াবহ পরিবর্তনের কথা লেখা আছে ট্রাম্প এবার জিতলে আমেরিকানদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
Roe vs Wade বাতিলের জন্য এইবার হয়তো ডেমোক্র্যাট রা এত ভুল করার পরেও জিতে যেতে পারে।
তবে আমেরিকার রাজনীতি খুব ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাবে আগামী ২০ বছর।
আসলে ইউরোপেও একই সমস্যা দেখছি।
মডার্নিজম, পোস্ট মডার্নিজম এর চক্র পার করে পশ্চিমা সনাতনী র নতুন ধারা টা আবার ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে মনে করছি।
বেশ জটিল একটা সমস্যার মুখে আছে এরা, ২৫ এর নীচে বয়স যাদের, তাদের মাঝে ব্যাপক বিভক্তি মতাদর্শে, নারী ও পুরুষের মধ্যে।
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২
সোনাগাজী বলেছেন:
ইউরোপের সম্পদ খুবই সীমিত; কিন্তু পুরো আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, সেন্টাল এশিয়া ও আরবরা ইউরোপ দখলে নেয়ার চেষ্টা করছে। এদিকে আমেরিকা যত আয় করে, তার বড় অংশ আফ্রিকান আমেরিকান ও স্পেনিশরা বসে বসে খাবার চে্ষ্টা করতে গিয়ে সামস্য কঠিন হয়ে যাচ্ছে।
৮| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯
ব্লগ সার্চম্যান ২ বলেছেন: আমি কোনো দেশেরই রাজনৈতিক অবস্থান বুঝিনা এটা আমার বড় একটা সমস্যা
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৯
সোনাগাজী বলেছেন:
আপনাকে আমেরিকা, সুইডেন ও ভারতের রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক অবস্হান বুঝতে হবে; না'হয়, বাংলাদেশকে বুঝতে কষ্ট হবে।
৯| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪
বঙ্গদুলাল বলেছেন: আমেরিকায় কে জিতবে আগে বলা কঠিন কী কী কারণে?
১.নির্বাচন পদ্ধতি
২.ভোটার বেশি।
৩.পরিবারতন্ত্র নেই।
৪.নির্দলীয় ভোটার বেশি,তাঁরা যে কোনো মুহুর্তে যে কোনো দিকে ঝুঁকে যায়,ডিবেট ইত্যাদির পর।
নাকি অন্য আরও ফ্যাক্টর কাজ করে?
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩১
সোনাগাজী বলেছেন:
এবার ৭টি রাজ্যের নির্দলীয় ( আপনার ৪ নং কারণ ) ভোটারদের জরীপে ট্রাম্প ও কমলা ভোট প্রায় সমান সমান ( জরীপে ); তবে, কমলাকে কিছুটা দুর্বল মনে হচ্ছে। কমলার আরেকটা ভালো দিক হলো, সে নারীদের সমর্থন বেশী পাচ্ছে; নারীরা শতকরা হারে ভোটে বেশী উপস্হিত থাকে।
১০| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কমলা পাশ করলে কি বাইডেন নীতি থেকে সরে আসতে পারবে ???
...................................................................................................
রাশা- ইউক্রেন যুদ্ব কি হবে ?
হামাস ইসরাঈল যুদ্ব থামবে কি ?
সৌদির সাথে সম্পর্ক কি অবস্হায় আসবে ?
ইরান -আমেরিকার বন্ধুত্ব হবে কী ?
বাংলাদেশে পি . হাঁসের হাক ডাক ব্ন্ধ হবে ???
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৪
সোনাগাজী বলেছেন:
কমলা পাশ করলে, বর্তমান এনার্খী চলতে থাকবে; কারণ, এসিসটেন্ট ফরেন সেক্রেটারী ডোনাল্ড লু থেকে যাবে।
ট্রাম্প এলে, ড: ইউনুস হয়তো সরে যাবে; তখন দেশে গৃহযুদ্ধ শুরু হবে।
১১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:২৯
আমি নই বলেছেন: সোজা উত্তর দিতে না পারা ব্লগারদের মাঝে আপনি ১ নম্বরেই থাকবেন।
আমেরিকানরা সারা দুনিয়াকে নারী অধিকারের সবক দিলেও আমার মনে হয় না নিজেরাই তা মানে। ট্রাম্প-বাইডেনের মত অথর্বরা প্রেসিডেন্ট হতে পারলে হিলারী-কমলাদেরও চান্স পাওয়া উচিৎ।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৬
সোনাগাজী বলেছেন:
আমেরিকানরা ভেবেচিন্তে ভোট দেয়; হিলারী অনুপযুক্ত ছিলো। সেই তুলনায় কমলার কিছু দক্ষতা আছে।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৭
সোনাগাজী বলেছেন:
ব্লগিং'এ আমি অনেক কিছুতেই ১নম্বরে থাকার সম্ভাবনা আছে।
১২| ২৬ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৫৩
রবিন_২০২০ বলেছেন: কামালার হাসি সুন্দর তাই উত্তর এর বদলে হাসি দিয়েই পার পেতে চাচ্ছে।
সম্ভবত আর ২% এর ও কম undecided ভোটার আছে। আগে কখনো এতো রিপাবলিকান কে early ভোট দেখিনি। কি যে হয় সেই ভয় এ আছি।
এই মুহূর্তে আপনার prediction কি ?
২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৬
সোনাগাজী বলেছেন:
আজকের prediction অনুসারে ট্রাম্প; তবে, নারী ভোটারেরা ( সুইং ষ্টেইটগুলোর ) সবকিছু বদলায়ে দিতে পারে।
১৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৬
পারস্যের রাজপুত্র বলেছেন: Trump is a good man
See the proof:
২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬
সোনাগাজী বলেছেন:
কিছু বলার থাকলে লিখবেন, ভিডিও যোগকরাকে কমেন্ট বলা হয় না।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে ট্রাম্প জয়ী হচ্ছে?