নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, এটা ১টা বড় ধরণের ভালো কাজ হয়েছে; তবে, কে বা সরকারের কোন ডেমোক্রেটিক প্রতিষ্ঠান এই মহৎ কাজ করেছে, তা আমি জানতে পারিনি; দেশের মালিক এখন মিলিটারী; মিলিটারীর মালিক হচ্ছে আমেরিকা; ইহাদের মাঝে থেকে কে এই ভালো কাজ করেছে কে জানে! যাক, জানার আগ পর্যন্ত আন্দোলনকারী সকল কোমলমতিদের ধন্যবাদ; তাঁরা ১ অসাধ্যকে সাধন করেছেন।
ইহা যখন করা সম্ভব হয়েছে, আরেকটু সাহস করলে আওয়ামী লীগকেও ব্যান করে দেয়া সম্ভব হবে; আপাতত: আওয়ামীরা গর্তে থাকতে থাকতেই এই শুভ কাজটাও সমাধা করে ফেলার দরকার, শুভ কাজে বিলম্ব করতে হয় না। ব্লগের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও এই শুভ কাজটি করার জন্য সুপারিশ করেছেন। আমাদের ১ জন ব্লগার যিনি নাকি শেখ হাসিনার বিপক্ষে লিখে গুম হয়েছিলেন, তিনিও এই শুভ কাজের সুপারিশ করেছেন।
আওয়ামী লীগও জংগী দল, তারা পাকিস্তান সরকারের আইনী সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধে অংশ নিয়ে জংগীবাদের সম্প্রসারণ করেছিলো। তারা স্বজাতীর মিলিশিয়া বেরাদর রাজাকারদের বিপক্ষেও অস্ত্র ধরেছিলো; এরা হামাস কিংবা হেজবুল্লাহ'এর মতো অপরাধী। এখন উপযুক্ত সময়, এখনো আমাদের কোমলমতিরা রণমুখী অবস্হায় আছে, কাজ করে ফেলার দরকার।
২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৯
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগ আন্দোলনে পরাজিত হয়েছে, এদেরকে ব্যান করার দরকার। বিএনপি-জামাতও পরাজিত হয়েছিলো; তবে তাদেরকে ব্যান করা ঠিক হবে না, ওরা হযরত ইব্রাহিমের বংশধর।
২| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২০
আহরণ বলেছেন: সরকার কে চালায়? আর্মী, ইউনুস, কোমলমতি হিজবুত, নাকি আমেরিকা?? সরকারের ভিতর কয়টি সরকার!! হাসানাত/সার্ভিস রাস্তায় চিল্লাপাল্লা করলেই বুড়ো ইউনুস পরদিন সেটাই আইনে পরিনত করেন। @ দাদা?
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩১
সোনাগাজী বলেছেন:
রাজনৈতিক ভাষায় ইহাকে বকে রষ্ট্রীয় এনার্খী; রাষ্ট্রীয় এনার্খী চলছে ইয়েমেনে, সিরিয়ায়, সুডান, পাকিস্তান ও বার্মায়; এখন শুরু হয়েছে বাংলাদেশে।
৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৭
কামাল১৮ বলেছেন: আস্তে আস্তে সব দলই বাদ পরবে।একটা একটা করে ধরছে।একমাত্র আল্লার দল থাকবে।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৩
সোনাগাজী বলেছেন:
দেখা যাক, আল্লাহের দলকে মিলিটারী ও আমেরিকা কতটুকু ভালোবাসে!
৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: কোমলমতি দের সাপোর্ট অনেক কমে গেছে জনগণের! আগে বিভিন্ন কর্মসূচি দিলে প্রচুর লোক হতো। এখন ১০০ জন হতে কষ্ট হয়ে যায়। বঙ্গভবন ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলাম এদের জনপ্রিয়তা দেখতে। ২০০-২৫০ জন হবে সেখানে জমায়েত করেছিলো। তাদের মধ্যে অনেকে ছাত্র। ১৬/১৭ বছরের এক ছেলেকে জিজ্ঞাসা করি তুমি কোন ক্লাসে পড়ো? সে বলে একাদশ শ্রেণীর ছাত্র! আমি জিজ্ঞাসা করি কোন কলেজ? কুমিল্লার একটি নামকরা কলেজের নাম বলে। আমি বলি কুমিল্লা থেকে ঘেরাও দিতে ঢাকা আসছো কার সাথে? তোমার তো এখন ক্লাস চলে। সেপ্টেম্বর থেকে তাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। ছেলেটা চুপ করে সরে পড়ে আমার সামনে থেকে। কোমলমতি রা আমাদের ইয়ং জেনারেশন ধ্বংস করছে।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৫
সোনাগাজী বলেছেন:
ওগুলো ইয়ং জেবারেশন নয়, পঁচা গার্বেজ; এদেরকে সারে পরিনত করা হয়েছিলো গত আন্দোলনে।
৫| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৫
এম ডি মুসা বলেছেন: বিনোদন পাইছি, ইব্রাহিম খলিল বংশধর !!
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৫
সোনাগাজী বলেছেন:
এখনো ফ্রিতে ইলিশ পেয়ে থাকেন?
৬| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫২
বঙ্গদুলাল বলেছেন: USA এর ইলেকশান নিয়ে কম লিখছেন এইবার!
এই মুহুর্তে রিপাবলিকানরা সুবিধায় আছে?
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৮
সোনাগাজী বলেছেন:
১১ দিন পরে ইলেকশান, ট্রাম্প এখনো সুবিধায় আছে।
কমলা আমাদের ব্লগারদের মতো, কোন প্রশ্নের সোজা ও সহজ উত্তর দিতে পারে না, প্যাঁচায়ে উত্তর দেয়; ইহাই ১টি বড় সমস্যা
৭| ২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৪
আলামিন১০৪ বলেছেন: সোনাদা, কেমন আছেন? শরীর ভালো তো? আচ্ছা আমেরিকানদের কত % ঈসরাইলের পক্ষে?
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪০
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
মানুষের ৩০/৪০ ভাগ ইসরায়েলের পক্ষে; রাজনীতিবিদ ও সরকারের ৮০ ভাগ।
৮| ২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রচলিত সবগুলি দলকে নিষিদ্ধ করে দেয়া যেতে পারে ।
বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমোনাই হুজুর সহ অন্যান্য যেসব আজেবাজে ফালতু দলগুলো আছে তাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়ে নতুন দল গঠন করার সুযোগ দেওয়া হোক।
সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪২
সোনাগাজী বলেছেন:
শুধুমাত্র আওয়ামী সাপোর্টারদের থাকে ১টা নতুন দল করা সম্ভব, বাকীদের আধুনিক বিশ্বে নিয়ে সঠিক ধারণা নেই।
৯| ২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮
ক্লোন রাফা বলেছেন: আমি চাই আওয়ামিলীগকে নিষিদ্ধ করা হোক। তারপরের কি রাজনীতি হয় বর্তমান বাংলাদেশে সেটা দেখার খুব ইচ্ছা।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৪
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগকে ব্যান করার পর ভয়ংকর কিছু ঘটার সম্ভাবনা আছে।
১০| ২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৪
কথামৃত বলেছেন: ছাত্রলীগ নি'ষি'দ্ধ হয়েও হারিয়ে যাবেনা, তাদের নাম লেখা থাকবে লক্ষ লক্ষ দোকানদারের বাকির খাতায়
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৫
সোনাগাজী বলেছেন:
সঠিক
১১| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৫
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আওয়ামিলীগ দেশের মানুষকে পনের বছর ভোট দিতে দেয়নি। 'জিতবে এবার নোকা' নামের এক অশ্লীল একদলীয় 'গণতন্ত্র" চালু করেছিল। ব্যান করা নয়, অন্তত আগামী পনের বছর ওদেরকে নির্বাচন বঞ্চিত করা হোক।
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩
সোনাগাজী বলেছেন:
১৫ বছর ওদেরকে ভোট থেকে দুরে রাখার জন্য যেই জনপ্রিয়তার দরকার, সেটা কোমলমতিদের আছে? আগামী ১৫ মাস কেমন যায় দেখেন! ওরা যে নীল শিয়াল সেটা প্রকাশ পেয়ে গেছে, ইহা বিশাল সমস্যা।
১২| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩
আদিত্য ০১ বলেছেন: ছাত্রলীগ ব্যান করার পর, নিএনপি গয়েশ্বর বলেই ফেলেছে, ব্যান নিয়ে এত খুশি হইয়ো না, কাল যদি বিএনপিকে ব্যান করে দেয়।আওয়ামীলীগকে ব্যান করবে না মনে হয়, কারন ভয়ংকর পরিস্থিতি হতে পারে,
২ মাসেই যে অবস্থা সরকার তালগোল পাকাই ফেলছে ও অনেক চাপে আছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম এত বাড়ছে কিছুদিন পর যে কি হবে! ঐদিকে ২০/২৫ দিন আগে শেয়ার বাজারে ১৫ হাজার কোটি টাকা ওদাও, শেয়ার বাজারের ধ্বস, এর মধ্যে ঢাকাতে এত জ্যাম, আর নানা ক্যাচাল লেগেই আছে, ৪০তম বিসিএস ৫২ জনের বেশি পুলিশ ক্যাডার ট্রেনিং এর পর বাদ, ৪২ জনের মত এস আই ট্র্যানিং পর বাদ, এমন অনেক ঝামেলা নিত্য দিনের।
আগের মত কোমলমতিরা এখন ডাক দিলে ১০০/১৫০ জন মানুসও হয় না, রাষ্ট্রপতি পদত্যাগের জন্য কোমলমতিদের ডাকে ১০০/১৫০ মানুসও আসে নাই।রাষ্ট্রপতি পদত্যাগ বিএনপি চাচ্ছে না, বিএনপি দ্রুত নির্বাচন চায়, তারা সময় দিতে চাচ্ছে না।
আমার মতে আওয়ামীলীগকে আগামী নির্বাচনে আসতে দিলেও, আওয়ামীলীগকে নির্বাচনে না আসাই ভালো ডিশিসন, আওয়ামীলীগের উচিত দল গোছানো, কাদের আর হাসানের মত আগাছাগুলোকে বাদ দিয়ে, তরুন ও বিজ্ঞ রাজনীতিক দিয়ে আগামী ১/২ বছরে দল সুসংঘঠিত করে কর্মী থেকে আওয়ামী সমর্থকদের মাঝে শক্তিশালী মেল বন্ধন সৃষ্টি করা, পারবে, আওয়ামীলীগ বহুবার এমন দূর্যোগ দেখেছে
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১০
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগকে নতুন কমিটি করে সাজাতে হবে; এখন যারা আছে এরা রাজনীতিবিদ নয়, এরা লাঠিয়াল। আওয়ামী লীগে বিভক্ত দেখা দিবে; ফলে সময় লাগবে।
কোমলমতিদের ভিসা ও টিকেট করার সময় হয়েছে।
[native code]
}
১৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৯
নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা মিডিয়ায় কথা বার্তা বলছে না কেনো মনে হয়? বলার সম্ভবনা আছে? আজ জাহাঙ্গীর কবির বলেছে কোমলমতিরা কিশোর গ্যাঙ্গের সদস্য!
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১০
সোনাগাজী বলেছেন:
কোন জাহাংগীর কবির? নানক! এসব কুকুর যেন আর বাংলাদেশে আসতে না'পারে! আমাদের স্বাধীনতার জন্য জিয়া, এরশাদ ও বেগম জিয়া থেকে বেশী ক্ষতি করেছে নানক, ওবায়দুল কাদের, ড: হাছান, ইনু ও আরো হাজার খানেক হায়েনা।
শেক হাসিনার বলার কি আছে? সে স্বাধীনতাকামীদের কবর দিয়ে পালিয়ে গেছে!
১৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবার শেষে ব্যান করা হবে তথাকথিত সমন্বয়কদেরকে ।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৬
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশ মিলিটারী এসব গার্বেজ বহন করে বেড়াবে না।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০২
এম ডি মুসা বলেছেন: রাষ্ট্র চালাতে ব্যর্থ রাজনৈতিক দল বাতিল হোক।