নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও ড: ইউনুস কোমলমতিদের লোকজন নন।

২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৩



কোমলমতিরা কি আন্দোলন করেছিলো শেখ হাসিনার আত্মীয় সেনাপ্রধান ও শেখ হাসিনার নিযুক্ত প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখতে? এই রকম বন্ধুত্ব কি উহাদের মাঝে আছে? কোমলমতিরা কি ড: ইউনুসকে স্যার ডাকতো, নাকি সুদখোর ডাকতো? তাদের পুন্যভুমিতে এই সুদখোরের আগমণ কিব্ভাবে ঘটলো?

কোমলমতিরা, সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও ড: ইউনুস উচ্চারণ করছে না যে, আন্দোলনে যে আমেরিকা ও পাকিস্তান আছে; কিন্তু দেশবাসী জানে যে, কাহাদের কারণে কোমলমতিরা প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও ড: ইউনুসের মতো কুইনাইন গিলতে বাধ্য হয়েছে।

কোমলমতিরা ও তাদের বাপ-চাচারা বসে নেই; তারা নিশ্চয় এই ৩ কুইনাইনকে সারাবার জন্য চেষ্টা করছে, দেশ দখলের চেষ্টায় আছে। আজকে ব্লগার শাহ আজিজ পোষ্ট দিয়েছেন যে, প্রেসিডেন্টের কাছে শেখ হাসিনার রেজিগনেশন-পত্র নেই; ইহাতে বেশ কিছু ব্লগার মন্তব্য করে বলেছেন যে, প্রেসিডেন্টকে সরাতে হবে। রেজিগনেশন-পত্র নেই শুনে কোমলমতিদের বাপ-চাচারা কি ব্লগারদের মতো অনুভব করছে না যে, এই কুইনাইনকে সারাতে হবে? নিশ্চয় করছে!


মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

নতুন বলেছেন: আজকে ব্লগার শাহ আজিজ পোষ্ট দিয়েছেন যে, প্রেসিডেন্টের কাছে শেখ হাসিনার রেজিগনেশন-পত্র নেই; ইহাতেপ-চাচারা কি সেটা অনুভব করছে না? নিশ্চয় করছে!

রাস্টপতি বক্তিতায় বলেছিলেন তিনি শেখ হাসিনার পদত্যাগ গ্রহন করেছেন।

উনি তখন সত্যি বলেছিলেন না কি এখন সত্য বলছেন?

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



রাষ্টপতি বক্তৃতায় বলেছিলেন যে, তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহন করেছিলেন? এখন মিথ্যা বলছেন?
দেশ যখন মিলিটারীর হাতে, উহা ওখানে কি করছেন?

২| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

এস.এম.সাগর বলেছেন: পলাতক শেক্সিনার পদত্যাগ পত্র?

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনার ইমেইল শেখ হাসিনাকে পাঠিয়ে দেন, আপনাকে ১ কপি দেক।

৩| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: উনি নিজেই বলেছেন যে তিনি পদত্যাগ পত্র গ্রহন করেছিলেন।

রাস্টপতি মিথ্যা বললে তিনি কি রাস্টপতি থাকা উচিত?

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:




অবশ্যই উচিত নয়।

দেশ মিলিটারীর হাতে চুপ্পুমিয়া ওখানে কি করছেন এখন?

৪| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: ঠিক আছে, তাহলে চুপ্পুকে চুপ করে চলে যেতে বলেন।

নতুন রাস্টপতি নিয়োগ দিয়ে দিলেই হবে। কাকে দেওয়া যায়?

পিনাকি কে? নাকি খালেদা জিয়া কে?

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, আমি চুপ্পুকে ইমেিল করে দেবো, নিজের থালি-বাসন নিয়ে চলে যেতে!
প্রেসিডেন্ট পদে "সড়ক আন্দোলনের" যেকোন ৫ম শ্রেনীর বাচ্ছাকে দেয়া উচিত।

৫| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

নতুন বলেছেন: ঠিক আছে, আমি চুপ্পুকে ইমেিল করে দেবো, নিজের থালি-বাসন নিয়ে চলে যেতে!
প্রেসিডেন্ট পদে "সড়ক আন্দোলনের" যেকোন ৫ম শ্রেনীর বাচ্ছাকে দেয়া উচিত।


চুপ্পু নামের মানুষের ইমেইল কি জিনিস বোঝার কথা না।

আপনি বরং একটা ফেসবুক একাউন্ট করে সেখানে চুপ্পুকে থালি বাসন নিয়ে চলে যেতে বলুন, সেটাই দুইদিন পরে ভাইরাল হয়ে টিভির সংবাদের হেডলাইন হবে, তখন চুপ্পু দেখে ব্যাগ গুছানো শুরু করবে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



আমি ফেইসবুক ব্যবহার করি না; আপনারা যেভাবে দেশকে ভাবছেন, দেশ ও জাতি এতো সহজ বিষয় নয়; এসব প্রতারণাকারী কোমলমতিরা আমাদের দেশের সরকারে থাকার কথা নয়; আপনারা বুঝেন না, কেন কোরিয়া, মালয়েশিয়া ভালো করছে, কেন লেবানন, ইয়মেন, সুদানের মানুষ দোযখে আছে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

সোনাগাজী বলেছেন:




আপনার ভাগিনাকে কেন আপনি রাস্তায় নামতে ( আন্দোলনের সময় ) মানা করেছিলেন, সেটা নিয়ে ১টা পোষ্ট দেন।

৬| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

পবন সরকার বলেছেন: আওয়ামীলীগের অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই কোমলমতিরা কুইনাইন গিলতে বাধ্য হয়েছে।
যেহেতু এসরকার আন্দোলনের সরকার কাজেই হাসিনা পদত্যাগ করুক আর না করুক আন্দোলনের ঠেলায় দেশ ছেড়ে পালানোর পর পরই তার পদ চলে গেছে। নাকে কাইন্দা স্বপ্ন দেইখা লাভ নাই কারণ এদেশের জনগণ শেখ হাসিনাকে আর আসতে দিবে না, এদেশে আসলেই খালেদা জিয়ার চেয়েও ভয়ঙ্কর কেসে ঝুলাবে অর্থাৎ ছাত্র হত্যার দায়ে কেসে ঝুলবে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



আপনার রাজনৈতিক প্রজ্ঞা আমাদেরকে দেশের আসল অবস্হা বুঝতে সাহায্য করছে।

৭| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

নতুন বলেছেন: আপনার ভাগিনাকে কেন আপনি রাস্তায় নামতে ( আন্দোলনের সময় ) মানা করেছিলেন, সেটা নিয়ে ১টা পোষ্ট দেন।


আমি তাকে আন্দোলনে যেতে নিষেধ করিনাই। কিন্তু সাবধান হতে বলেছি। কারন ছাত্রলীগ ভয়ংকর। তারা মরিয়া হয়ে গিয়েছিলো, পুলিশেও গুলি করছিলো।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:




আপনার সাবধানতা পেয়ে সে কিভাবে কি করলো, সেটা নিয়ে লিখুন; সেখান থেকে আমি ধারণা করতে পারবো, কেন আন্দোলনের মৃতদের মাঝে দরিদ্র লোকজনের সংখ্যা বেশী!

৮| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

নতুন বলেছেন: আপনার সাবধানতা পেয়ে সে কিভাবে কি করলো, সেটা নিয়ে লিখুন; সেখান থেকে আমি ধারণা করতে পারবো, কেন আন্দোলনের মৃতদের মাঝে দরিদ্র লোকজনের সংখ্যা বেশী!


সেটা ভালো বলেছেন। ওর সাথে কথা হয়নাই । সময় করে আলাপ করে ওর অভিঙ্গতার কথা নিয়ে লিখার চেস্টা করবো।

ঢাবিতে পুলিশ গুলি করে ছাত্র হত্যা করেনাই। আয়ামীলীগও হয়তো প্রথম দিনের পিটুনির পরে নিষেধ করেছিলো। অন্য খানে পুলিশ সরাসরি গুলি করেছে, আর আমাদের মানুষও অতিউতসাহী। অনেকেই দেখতে গিয়ে প্রান হারিয়েছে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



দেখতে গিয়ে হোক, বা অংশ নিতে গিয়ে হোক, যেভাবেই মারা যাক, দরিদ্রদের প্রান গেছে বেশী। দরিদ্র লোকজনের মৃত্যুর বড় হারের কারণটা বুঝতে চেষ্টা করছি।

৯| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০০

নতুন বলেছেন: মুক্তিযুদ্ধের সময় বড় লোকের ছেলেরা বেশি ছিলো না কি দরিদ্র ঘরের মানুষ?

যারা বেশি আয় করে তারা ঝামেলায় কম জড়াতে চায়।

আয়ামীলীগের নেতারাও বেশি টাকা ওয়ালা হয়ে যাবার ফলে রাস্তায় জনগনের সাথে সম্পর্ক কমে গিয়েছিলো তাই তাদের সন্ত্রাসী ছাড়া সাধারন জনগন কম নেমেছিলো।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯

সোনাগাজী বলেছেন:



মুক্তিযুদ্ধের সময় দরিদ্র পরিবারের ছাত্ররা ও কৃষকেরা ছেলেরা বেশী ছিলেন; আনসার, ইপিআর ও বেংগল রাজিমেন্টের সৈনিকেরাও ছিলেন দরিদ্র পরিবারের লোকজন।

এবারের ভিডিওতে দরিদ্রদের বেশী অংশ গ্রহন দেখা যায়নি।

১০| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬

সৈয়দ কুতুব বলেছেন: পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমেরিকা কি মুহাম্মদ ইউনূসের উপর আস্থা হারিয়ে ফেলছে ? রাস্ট্রপতির পর সেনাবাহিনী পদত্যাগের প্রশ্ন আসবে? কিন্তু আমরা জানি সেনাবাহিনী আমেরিকার কন্ট্রোলে। আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে। শেখ হাসিনা ফেরার আলামত নাকি জনাব সোনাগাজী?

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:



সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে সেটা বুঝা মুশকিল; তবে, ওখানে কোমলমতিতের স হ্য করার মতো অফিসারের সংখ্যা বেশী থাকার কথা নয়।

আওয়ামী লীগ এখন রাস্তায় নামা ভুল হবে; ওদের লোকজনও আমেরিকার সাথে নিশ্চয় কথা বলছে।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প বিজয়ী হলে, আমেরিকার আচরণ কিছুটা বুঝা যাবে।

১১| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১

জ্যাকেল বলেছেন: তব্দা খেতে হয় যে, কতোটা নির্লজ্ব হইলে কতটা জনবিচ্ছিন্ন হইলে একটা দল ইহুদীদের মত করে কেবল নানারকম ফন্দি-ফিকির করে কেবল আলোচনায় আসতে চাইতেছে।
অথচ এখনো গণআন্দোনলনের সময়ে নিহতদের রক্ত তাদের হাতে লেগে আছে। ছাত্রীদের ধর্ষণের ক্ষত শুকানো ঢের বাকি।
অথচ বেহায়ারা পুনরায় বাংলাদেশের মানুষকে এক্সপায়ার্ড একাত্তর/চেতনা এইসব সেইল করতে লেগে গেছে।
বেঈমান মিডিয়া সম্প্রদায় ব্যাতীত আর কিছুই যে তাদের কাজে আসবে না উহা তারা জানে। তারা জানে যে ফেইল হইবে।
কিন্তু দেশকে অস্থিতিশীল করলে, আখেরে দেশের আগানো তো স্থিমিত করা যাইবে নাকি? এটাই তো পরম পাওয়া আওয়ামীলীগ নামীয় দানবদের জন্য। এরা মানবতার চরম শত্রু। আসুন গাজী সাহেব, এদের রুখে দিন।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনার চিন্তাভাবনা বর্তামান বিশ্বের উন_নত রাজনৈতিক ভাবনার লেভেল অবধি যাচ্ছে না; ডাকাত আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না; ওরা তারেক হয়ে গেছে।

১২| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৫

কামাল১৮ বলেছেন: বৈষম্য থাকবেনা এই কথা তাদের প্রাণের কথা।তারা ভাবছিলে এই আন্দোলনে তাদের স্বপ্ন পূরণ হবে।তাই তারা আন্দোলনের অগ্র ভাগে ছিলো।
তাছাড়া আন্দোলনে লুকিয়ে থাকা ঘাতকরা ভেবেছে তাদের হত্যা করলে এটা নিয়ে অতটা সোরগোল হবে না এটাও একটা কারণ। তাদের দরকার ছিলো লাশের,সেটা কার লাশ দেখার বিষয় না।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আন্দোলনের মুল তত্ব ছিলো, অনেক ছাত্রকে হত্যা করলে, ছাত্রদের আত্মীয়স্বজন ও প্রাক্তন নির্যতীত ( ছাত্রলীগ কর্ত্তৃক ) ছাত্ররা রাস্তায় নামবে।

১৩| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: তাদের বলতে দরিদ্রদের।আপনি বুঝলেও সবাই বুঝতে পারবেনা।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



সমস্যা হচ্ছে, দরিদ্ররা ডুবার সময় খটকুটা ধরে বাঁচতে গিয়ে অনেক সময় সাপ ধরে বসেন

১৪| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মতো অনেকেই ডঃ ইউনুসকে সুদখোর ডাকতো।

আমরা ভুল বুঝেছিলাম এবং আমাদের ভুল বুঝানো হয়েছিলো।

আমি এইজন্যে লজ্জিত।

উনি সত্যিই একজন ভালো লোক।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:




কখন আপনার ভুল ভাংলো?

১৫| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




৭১-এ হানাদাররা এবং ৯০-এ স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে সংবিধানের শক্তিতে পরবর্তী শাসকরা এসেছিলেন, সেই ভাবে কি আমাদের বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে না?

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



ক্ষমতা মিলিটারীর হাতে, ইউনুস সাহেবের সরকার "সাময়িক সরকার"।

১৬| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কমেন্টে দেখলাম ছাত্রদের আত্নীয় স্বজন নেমে আসার কথা বলেছেন। ইহা ১০০ ভাগ সত্য কথা।অনেকেই আবেগে নেমেছে। তারা ঘরেও ফিরে গেছে। এখন যারা রাস্তায় আছে এরাই কোমলমতি।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



কোমলমতিদের সংখ্যা বিশাল পরিমাণ, সেগুলো আন্ডারগ্রউন্ডে আছে।

১৭| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
কখন আপনার ভুল ভাংলো?
=====================

যেদিন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংগঠনে উনার স্পিচগুলো শোনা শুরু করি, সেদিন থেকে।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:




আমি উনাকে ভালো মানুষ হিসেবে জানতাম ১৯৭৮ সাল থেকে; এবার উনি যে, আমেরিকার চয়েস হিসেবে এসেছেন, সেই সত কথা টা বলায়, উনার উপর আসঘা কমে গেছে।

[native code]
}

১৮| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অন্তত রাষ্ট্রপতি থাকলেও কিছুটা জোরাজুরি করে হলেও সরকারের বৈধতা দাবি করার সুযোগ থাকে।
কিন্তু রাষ্ট্রপতিকে বাদ দিলে কে রাষ্ট্রপতি হবে ?
অথবা রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন?
কেননা রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছে পার্লামেন্ট ।
এখন দেশে কোনো পার্লামেন্ট নেই ।
পার্লামেন্ট না থাকলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন?

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



উনি মিলটারীর প্রধানের কাছে পদত্যাগপত্র দিবেন।

১৯| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে আন্দোলনে অধিকার চাইতে গিয়ে
ভূল ব্যবস্হাপনা ( নাকি ভিতরে ভিতরে ষড়ষন্ত্র ছিলো ) ও নির্দে শনার কারনে
( বলা হয়ে থাকে গোয়েন্দা রিপোর্ট ঠিক মত আসেনি, কোন কোন কর্মকর্তা বিক্রি হয়ে ছিলো )
স্বাধিকার আন্দোলনের রুপ নেয় ।

......................................................................................................................
পিটার হাঁসের লাফ ঝাপ ( তখন আমি লিখেছিলাম সে কেন এত পিং পং বলের মতো করছে )
কেউ কেউ বলে , তখন তিনি বলেছিলেন এই সরকার জুলাই পর্যন্ত আছে ।
অতএব আমরা চুনোঁপুটি বিশ্ব রাজনীতির খেলা সময় মত বুঝবনা ।
শুধু দাবার গুটি হয়েই থাকতে হবে ।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:



আমেরিকান দুতাবাস বাংগালীদের সাহায্য করার চেষ্টা করেছে ভুল মানুষদের দ্বারা।

২০| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৮

জ্যাকেল বলেছেন: আওয়ামীলীগ তারেক হতে পারবে না। তারেক একজন সজ্জন ব্যাক্তি। উনার জুতার ধুলারও সমান না এই হাসিনা কাদের।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



তারেক সজ্জন হলে, আপনিও সজ্জন।

২১| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনি কোথায় বলেছেন যে আমেরিকা উনাকে ক্ষমতায় বসিয়েছে!!!

এটা উনি বলতেই পারেন না!

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



উনি বলেননি।
আমি বলছি, উনি যদি বলতেন, "বাংলাদেশের গত ক্রাইসিসের সময়, আমাকে দেশের ভার নেয়ার ব্যবস্হা করে দিয়েছে"; মানুষজন উনাকে আর ভয় করতো না, মানুষ জানতেন যে, জাতির খাতিরে উনি সত্য কথা বলছেন।

২২| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৫

চারাগাছ বলেছেন:
পদত্যাগ পত্র না দেয়ার কারণে শেখ হাসিনা কি এখনো প্রধানমন্ত্রীর পদে আছেন?
তিনি দেশে ফিরে কি দ্বায়িত্ব ফিরে পাবেন?
চুপ্পু মিয়া এখনো রাষ্ট্রপতি আছে কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরই কি তাকে সরিয়ে দেয়া যেতো না?

প্রশ্ন গুলো আমার বাচ্চা ছেলেটা করেছে। আমি উত্তর দিতে পারিনি।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



আপনি পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কিভাবে দিতেন?

শেখ হাসিনা কোন পদে নেই, মিলিটারী ক্ষমতা দখল করেছে। তিনি ফিরে এলে ক্ষমতা ফিরে পাবেন না; কারণ, মিলিটারী ক্ষমটা ছাড়বে না।

চুপ্পুমিয়াকে আমেরিকার কারণে কোমলমতিরা সরাতে পারেনি।

২৩| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সব কিছু লেজে গোবরে হয়ে যাচ্ছে।
মানে লেজে গোবর লেগে নোংরা হয়ে যাচ্ছে সব কিছু।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



যতই সময় যাচ্ছে, বিশ্বের দেশগুলোকে চালচ্ছে জ্ঞানীরা; আমাদের বেলায়, ক্রমেই আমরা ইডিয়টদের হাতে পড়ছি, অবশেষে প্রতারক বেকার ছাত্ররা আমাদের দেশ চালাচ্ছে।

২৪| ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তারমানে এই সপ্তাহ থেকেই প্রফেসরের সাহেব একই সাথে রাষ্ট্রপতি ও হয়ে যাচ্ছেন।

২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



সুদখোর অন্যের টাকায় এনজিও খুলে বিলিওনিয়ার হয়েছে; সুদ আদায়ে দক্ষ।

২৫| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার কোমলমতিদের দেখলে খুবই খারাপ লাগে।
কোটা্ চাইতে এসে নেতা হয়ে গেলে।
টাকা পয়সার মালিক হয়ে গেল।
এখন আর তাদের চাকরির দরকার নেই।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৫

সোনাগাজী বলেছেন:


এখন চাকুরী থেকে বরখাস্তের কোটা দরকার।

২৬| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণহত্যার কারণে বিচারের মাধ্যমে হাসিনার মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৫

সোনাগাজী বলেছেন:




সামু ব্লগে সবই সম্ভব।

২৭| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১

ডার্ক ম্যান বলেছেন: সেনাপ্রধান নাকি আমেরিকায় অজিত দোভালের সাথে বৈঠক করেছেন

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:




আমি জানি না, অজিত দোভাল আমেরিকায় কি করে?

২৮| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাষ্ট্রপতি নিজে কোন ফোরামে কথাটি বলেনননি। তাকে উদ্ধৃত করেছেন করে সাংবাদিক মতিউর রহমান এই কথা তার সংবাদপত্রে প্রকাশ করেছেন। এটা তাঁকে বিপদে ফেলার একটা ষড়যন্ত্র মাত্র।
এখানে সাংবাদিক মতিউর রহমান সাহেব অনেক চালাকী করেছেন। তিনি কোন প্রমাণ দেখাতে পারবেন যে রাষ্ট্রপতি তাকে এই কথা বলেছেন?

সাংবাদিকতায় একটা নিয়ম প্রচলিত আছে য কোন ব্যক্তি বক্তব্য তার অনুমতি ব্যতিত প্রকাশ করা যায় না।

কোন বিশিষ্ট ব্যক্তি যদি কোন একান্ত ব্যক্তিগত আলাপ-আলোচনাককালে কোন কথা বললে সেই কথা পত্রিকায় ছাপিয়ে দিতে হবে এটা কোন নিয়ম হতে পারে না। এটা কেউই করে না। করলে সেটা কোন সাংবাদিকের কাজ হতে পারে না। এটা অবশ্যই নিন্দনীয়।

অথচ রাষ্ট্রপতিকে বলির পাঠা বানানো হলো। রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য বঙ্গভবন ঘেরাও্র একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

২৫ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৭

সোনাগাজী বলেছেন:




সাংবাদিক মতিউর রহমান ক্রিমিনাল; সে আসামী "উলফাদের" টাকা দিয়ে যমুনা গ্রুপের সাথে ব্যবসা করেছে; ৩য় বিশ্বের মিডিয়া জালিয়াত।

২৯| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৬

জ্যাকেল বলেছেন: হাসিনা সজ্জন হইলে আপনেও সজ্জন ব্যক্তি।

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



হাসিনা আমার সার্টিফিকেট নিয়ে পিএম হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.