নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
"নতুন স্বাধীনতা" আসার সময় বাইপ্রোডাক্ট হিসেবে এনার্খী এসেছে সমাজে, প্রশাসনে, রাজনীতিতে ও ব্যবসায়; তাতে গার্মেন্টস'এর সাপ্লাইচেইন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, এবং হয়েছে; উহাকে রিকোভার করার দায়িত্ব কার? দায়িত্ব ড: ইউনুস ও কোমলমতি প্রতারকদের। আমি দেখলাম, ড: ইউনুস বিএনপি ও জামাতের সাথে বসেছে; কিন্তু ৫০০০ গার্মেন্টস মালিক ও ৫০ লাখ গার্মেন্টস শ্রমিকের সাথে বসছে বলে কোন সংবাদ মিডিয়ায় আসেনি; উনি পদ নিয়ে বেশী ব্যতিব্যস্ত, আমেরিকা ও সেনাবাহিনীর উপর আস্হা কম নাকি উনার?
ড: ইউনুস আমাদের বেশীরভাগ ব্লগারদের চেয়ে অর্থনীতি অনেক অনেক ভালো বুঝার কথা; আমাদের হার্ডকারন্সীর বড়ভাগ (২৫/৩০ বিলিয়ন ডলার ) গার্কেন্টস থেকে আসে, এছাড়া এই ইন্ড্রাষ্ট্রি ১ কোটী মানুষের আয়ের পথ। ড: ইউনুস এই ব্যাপারেটা সবার আগে দেখার কথা; কিন্তু গার্মেন্টস মালিকদের কথা থেকে মনে হচ্ছে, ড: ইউনুস এখনো ইহা নিয়ে কিছু করেননি।
গার্মেন্টস'এর অর্ডার যদি ভারত, চীন ও ভিয়েতনামে চলে যায়, ড: ইউনুসও আমেরিকায় হিজরত করতে বাধ্য হবেন।
"নতুন স্বাধীনতা"র লোকজন গার্মেন্টেস'এর অর্ডার অন্য দেশে চলে যাবার ব্যাপারে আওয়ামী লীগ ও ভারতকে দায়ী করছে; এসব বিশাল বিশাল রাজনীতিবিদরা যখন "নতুন স্বাধীনতা" পালনে ব্যস্ত, ইউরোপ ও আমেরিকার গার্মেন্টস ব্যবসা্যীরা আমাদের নতুন স্বাধীনতার জন্য ব্যবসায়িক কাজ বন্ধ করে রাখেনি, তাদের ব্যবসা চলছে।
চীন, ভারত ও ভিয়েতনাম গার্মেন্টস তৈরিতে আমাদের দেশের লোকদের চেয়ে বেশী অভিজ্ঞ ও দামী কাপড়চোপড় তৈরি করে; আমাদের লোকেরা সস্তা শ্রম বিক্রয় করার কারণে সস্তা কাপড় তৈরির অর্ডার বাংলাদেশে আসে। এই ধরণের সস্তা কাজ করার জন্য এখন বার্মা, হেইতি ও আফ্রিকার অনেক দেশ প্রস্তুত আছে।
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সোনাগাজী বলেছেন:
হেজবুল্লাহ লেবাননকে ধ্বংস করাচ্ছে, যেভাবে হামাস শেষ করায়েছে গাজাকে। আজকে হেজবুল্লাহ যা করছে, ইহা করার দরকার ছিলো ইসরায়েল-হামাস যুদ্ধের শুরুতে।
২| ১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: নেক্সট এ জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা কেমন দেখেন? আমেরিকা এবং ভারত কে ম্যানেজ করতে পারবে? এই স্যালাইন দেয়া সরকার কে প্রথম আলু গং রা ভালোই সাপোর্ট দিচ্ছে।
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
সোনাগাজী বলেছেন:
আমরিকা ও ভারত জামাতকে কোভিড-১৯ থেকে বেশী ভয় করে; ওরা বাংলাদেশের ক্ষতি করবে, যেভাবে করে আসছে ১৯৭১ সাল থেকে; জাতির বিকলাংগ মগজদের ভাগাড় হচ্ছে জামাত।
৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬
কামাল১৮ বলেছেন: বাংলাদেশ আর আগের অবস্থানে কখনো ফিরে যেতে পারবেনা।রাজনৈতিক স্থিতিশীলতা আসতে বহু বছর লাগবে।কেবল মাত্র শুরু।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস এই ধরণের পদের জন্য ২০০৭ সাল থেকে চেষ্টা করে আসছিলেন; এখন উহা পেয়েছেন, মানুষ দেয়নি, দিয়েছে আমেরিকা; দেখা যাক, কি করতে পারেন! শুরুটা ভালো নয়, বেকুবীতে ভরা।
টিকতে হলে, উনাকে প্রতারকদের থেকে সরে যেতে হবে
৪| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৪
বিষাদ সময় বলেছেন: আগে সব রাজনৈতিক নেতারা বক্তব্য শুরু করতো "বিসমিল্লাহির রহমানের রাহিম" বলে আর এখন উপদেষ্টাদের বক্তব্য শুরু হয় "১৫ বছরের ফ্যাসিস্ট শাসন" দিয়ে।
এদেশের অর্থনীতিতে গার্মেন্টস সেক্টরের অবদান নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু ফরেন কারেন্সি আয়ের ক্ষেত্রে গার্মেন্টস কে যেভাবে দেখা হয় তার অবদান ততটা না। কারণ গার্মেন্টস এর আয়ের ৮০% আবার বিদেশে ব্যয় করতে হয় কাঁচামাল এবং যন্ত্রপাতি ক্রয়ে।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৫
সোনাগাজী বলেছেন:
এরপরও ২৫/৩০ বিলিয়ন হার্ডকারেন্সী দেশে আসে। "নতুন স্বাধীনতা" ইত্যাদি শীঘ্রই ভুলে যাবে; ইহা বাংগালী জাতি।
৫| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৮
আমি নই বলেছেন: পোশাক শিল্পের অস্থিরতা গত সরকারের আমলেই প্রকট হয়েছিল, অনেক অর্ডার ভারতে চলেও গেছে। অনেক কারখানা, বড় গার্মেন্ট বন্ধও হয়ে গেছে আর আপনারা টের পাইলেন এখন?
সম্ভবত বিশ্বের অন্যতম বৃহৎ কাচা চামরা উৎপাদনকারি দেশ আমরা, কিন্তু আমাদের দেশের চামরা শিল্প পুরোপুরি ধ্বংশ করে ফেলা হয়েছে, কবে যে আপনি এর দোষও বর্তমানদের উপর চাপান!!!
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১৫
সোনাগাজী বলেছেন:
ব্লগে যখন কেহ লিখে, তখন আমি জানতে পারি।
৬| ১৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চায়না, ভিয়েতনাম, শ্রীলংকা, ক্যাম্বোডিয়া এই জাতীয় দেশগুলি এই শিল্পে সামনে আরো এগিয়ে যাবে।
বাংলাদেশের পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে।
১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৩
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা ফাঁকিবাজ
৭| ১৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৫
আহরণ বলেছেন: বাংলাদেশে ইসলামি বিপ্লব হয়েছে। আফগানিস্তানে ৮২% মানুষ below poverty level এ আল্লার রিজিক খেয়ে দিব্যি বেঁচে আছে। বাংলাদেশেও বেঁচে থাকবে ইনশাআল্লাহ। ইহুদী-নাসারার দর্জির কাজ করে বরংচ পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে.... @ দাদা?
১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩২
সোনাগাজী বলেছেন:
প্রতারকদের আন্দোলন হয়েছে; কাজটা ভালোই হয়েছে, শেখ হাসিনার ডাকাত সরকারের পতন হয়েছে; সব ডাকাত ব্যুরোক্রেটরা বহাল তবিয়তে আছে। সামনে আবার প্রতারক বিতাড়নের আন্দোলন করতে হবে; কাজের অভাব নেই।
৮| ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুনতে পেলাম- বাংলাদেশের মুর্গীরা নাকি ধর্মঘটে গেছে তারা আর ডিম পাড়বে না।
প্রফেসর সাহেব এই সংকট কি সামলাতে পারবেন?
১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৮
সোনাগাজী বলেছেন:
নোবেল ধুয়ে পানি খাওয়া হয়ে গেছে!
৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাষ্ট্রের উচিত প্রতিটি নাগরিককে জবাবদিহিতার মধ্যে রাখা। নাগরিকদের সম্পদ ও বার্ষিক আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রের কাছে থাকা উচিত। কেউই আইনের উর্ধ্বে থাকতে পারে না।
১৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৭
সোনাগাজী বলেছেন:
কেহই আইনের উর্ধে নয়, এটা সংবিধান অনুসারে; কিন্তু দেশের ব্যুরোখ্রেটরা আইনের উর্ধে; দেখেছেন, যেখানে শেখ হাসিনাকে পালাতে হলো, সেখানে ব্যুরোক্রেটরা কিভাবে বহাল তবিয়তে আছেন!
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
আঁধারের যুবরাজ বলেছেন: @এই ধরণের সস্তা কাজ করার জন্য এখন বার্মা, হেইতি ও আফ্রিকার অনেক দেশ প্রস্তুত আছে।
- আগামীতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে বাংলাদেশকে। ইতিমধ্যে ইথুপিয়াতে প্রচুর গার্মেন্টস হয়েছে। ওদের গৃহ যুদ্ধ না থাকলে আরো এগিয়ে যেতে পারতো। আফ্রিকার অনেক দেশ নীরবে এগিয়ে যাচ্ছে।
ইসরাইলের সেনা ঘাঁটিতে হেজবুল্লাহর ড্রোন আঘাত করেছে। বেশ কিছু সৈন্য মারা গিয়েছে ,শুনা যাচ্ছে (গুজব হতে পারে ) ওদের সেনাবাহিনীর প্রধান নাকি ছিলেন সেই সময় ওখানে।