নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ছোটকালে ক্লাশে অপ্রয়োজনীয় কথা বলে, অকারণ অভিযোগ করে, অন্যকে কটু কথা বলে শিক্ষকের মার খেয়েছিলেন নাকি? আমি অপ্রয়োজনীয় কথা বলে ক্লাশে কিংবা সহপাঠিদের বিরক্তির কারণ হইনি; ইহার পেছনে যা কাজ করেছে, সেটা হলো, আমি ক্লাশে কথা খুবই কম বলতাম, শিক্ষকেরা আমাকে প্রশ্ন না'করলে আমি কিছু নিয়ে ক্থা বলতাম না; বন্ধুদের আড্ডায় আমি ভালো শ্রোতা।
কিন্তু আমার ব্লগিং রেকর্ড তা বলে না: ব্লগে আমি অধিক কথা বলি, বেশী লিখে থাকি, বেশী মন্তব্য করি; আমাকে ৪টি ব্লগ কতবার ব্যান করেছে, ইহা এক কেলেংকারীর ব্যাপার; একা সামু আমার ৬টি নিক ব্যান করেছে, বর্তমান নিক নিয়ে সামুটিম থেকে খোলা ব্লগে হুশিয়ারী এসেছে ২০/৩০ বারের বেশী।
কিন্তু ব্লগে আমার অধিক কথা বলাটা বাকস্বাধীনতার অপব্যবহার নয় বলে আমার ধারণা; কারণ, এখানে আমি আমার মতামত প্রকাশ করে থাকি।
ব্লগগুলোতে, এডমিনরা আমাকে ব্যান করার অনেক আগেই, সহব্লগারদের থেকে আমাকে ব্যানের দাবী উঠতো সব সময়, এখনো সেই ট্রেন্ড চলমান; আমার এসব ব্লগবন্ধুরা কিন্তু বাকস্বাধীনতার উপর গরুর রচনা লেখেন সময় মসয়।
সহব্লগারদের থেকে যাঁরা আমার ব্যান চেয়ে আসছিলেন ও আমার বর্তমান নিকের ব্যান চান , তাদেরকে আপনাদের কাছে "মহান বাকস্বাধীনতার দেবদুত বলে মনে হয়"? আমার চাঁদগাজী নিকটাকে ব্যান করানোর জন্য ৪৭০টি নিক খোলা হয়েছিলো ৭ বছরে। বর্তমান নিকটাকে ব্যান করছে না কেন, সেটা নিয়ে অনেক অনেক ব্লগারের মন খারাপ; এরা আবার ব্লগে "বাকস্বাধীনতা" উপর পোষ্ট লেখেন; আজকেও ১ জন লিখেছেন।
আমি আমার বাকস্বধীনতা রক্ষার জন্য চেষ্টা করি সব সময়, এবং আমি আমার বাকস্বাধীনতা নিয়ে সন্তুষ্ট। আমি অন্যদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করি না।
১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সোনাগাজী বলেছেন:
এসব মানবাধিকার ও ফিলসোফিক্যাল বিষয়ে ভালো লেখেন জটিলভাই, জুল ভার্ণ, ঢাবিয়ান, শেরজা, ভুয়া, সাড়ে চুয়াত্তর, নীল আকাশ, জিলো ব্লগিং প্রমুখ।
২| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
কামাল১৮ বলেছেন: বাকস্বাধীনতা মানুষের মৌলিক অধিকার গুলির একটি। আইনের মাধ্যমে বাকস্বাধীনতার ধারণা সংজ্ঞায়িত আছে জাতিসংঘ সনদে।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১
সোনাগাজী বলেছেন:
সামুতে কয়েক লাখ পোষ্ট এসেছে ইহার উপর, প্রতিটি ছিলো ভালো গার্বেজ।
৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
আজব লিংকন বলেছেন: আমাদের ছেলেবেলায় পাঠ্য বইয়ে একটা গল্প ছিল। নবীজি ও বুড়ির গল্প। গল্পটি এখন আছে কিনা জানিনা। তবে বলতে গেলে গল্পটি প্রায় সকলেই জানে।
একজন বুড়ি প্রতিদিন নবীজির চলার পথে কাঁটা পুতে রাখতেন। নবীজির পায়ে কাঁটা বিঁধে যখন নবীজি ব্যথা পেতেন। তখন তা দূর থেকে দেখে বুড়িটা আনন্দ পেত আর হাসতো। নবীজি পা থেকে কাঁটা তুলে পথ থেকে দূরে ফেলে দিতেন। যাতে কাঁটা অন্য কারো পায়ে না বিধে।
প্রতিদিন এই কাজ একইভাবে চলতে থাকতো। ক্ষমতাবান বিশ্ব জাহানের নেতা নবীজি কখনো বুড়িকে আঘাত করতে না। প্রতিদিন চুপচাপ তার পায়ের কাঁটা তুলে অন্য দিকে ফেলে দিতেন। এবং নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতেন।
নবীজি একদিন লক্ষ্য করলেন তার পথে কাঁটা নেই। নবীজি খুব চিন্তিত হলেন। খোঁজখবর নিয়ে বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন, বুড়ি খুবই অসুস্থ। নবীজির নিজ হাতে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। নবীজির এই মহানুভবতা দেখে বুড়ি লজ্জিত হলেন। নিজের কর্মকান্ডে অনুতপ্ত হয়ে বুড়ি নবীজির কাছে ক্ষমা চাইলেন।
নবীজির এই গল্প আমাদেরকে কী শিখায়?
আপনাকে এখন প্রায় অনেকই ঘৃণা করে। তবে এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না মুরুব্বি। আপনি দুষ্টু বলে আমাকেও দুষ্টু হতে হবে, এমন কোন মানে নেই। ঈশ্বর পৃথিবীতে মানুষের সাথে শয়তানকেও রেখেছেন। ঈশ্বর কি চাইলেই পারতে না শয়তানকে শেষ করে দিতে?
আমরা সবাই দুষ্টু। নিজের দুষ্টামিগুলো আমরা দেখতে পারি না বলে অন্যকে সব সময় দুষ্টু মনে হয়।
ব্যান করা সব কিছুর সমাধান নয়।
আপনার অনেক খোঁচা আমার ভালো লাগে কিন্তু অনেক খোঁচাই হয়ে যায় এক্সট্রিম লেভেলের। আপনার পুরনো নিক গুলো থেকে আমি অনেকবার আপনার মন্তব্যে আহত হয়েছি। কিন্তু উত্তর দেইনি।
নীরবতা অনেক সময় সবথেকে বড় উত্তর হয়।
ভালো থাকবেন মুরুব্বি।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
সোনাগাজী বলেছেন:
নবীজি অন্ধ ছিলেন না।
আমি যাদের লেখায় কড়া সমালোচনা করি সবাই ব্লগার; এদের জ্ঞান থাকার কথা। আমার সমালোচনা সঠিক, ইহাকে "খোঁচানো" বলা টা ভুল ছাড়া অন্য কিছু না; আপনি যদি মনে করেন যে, আমার মন্তব্যে আপনি আহত জয়েছেন, তা'হলে, আপনার লেখায় সমস্যা আছে।
৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: একজন ইউটিউবার কে দেখলাম ভিপি নূর এর গণপরিষদ যে শিবিরের বি টিম বলেছে। আপনি তো অনেক আগে থেকে শিবির নূরা বলতেন। অথচ বেদম পিটুনির পর এবার যখন নূরের বউ সংবাদ সম্মেলন করে সময় টিভিতে সে সংবাদ দেখে চা দোকানদার মজনু মিয়া ও সরকার এর পতন চেয়েছিলেন। সবাই মিলে মিশে ধরা খেয়েছি আমরা।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১
সোনাগাজী বলেছেন:
আপনার মন্তব্যের শেষভাগ আমার কাছে পরিস্কার হয়নি।
নুরা ভয়ংকর শিবির, সে ঢাকা ইউনিভার্সিটিকে মাদ্রাসা বানায়েছে। এবার ঢাকা ইউনিভার্সিটিতে ৯০ ভাগ শিরির ঢুকবে।
৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি খুব কম কথা বলতাম ক্লাসে। বন্ধু মহলেও চুপচাপ স্বভাবের ছিলাম। কখনও কারও বিরক্তির কারণ হইনি। তবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছি, হুমকিও পেয়েছি। আসলে বেশিরভাগ মানুষ নিজের বাক-স্বাধীনতায় বিশ্বাস করে, অন্যকে বলতে দিতে চায় না।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০০
সোনাগাজী বলেছেন:
আমাদের মিলিটারী অফিসার, ক্যাডেট কলেজের ছাত্র, দলের নেতা, পুলিশের লোকজনের আসল বাকস্বাধীনতা আছে; তবে, এরা অন্যদের কথা বলতে দেয় না।
৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
ব্লগে আমি অধিক কথা বলি, বেশী লিখে থাকি, বেশী মন্তব্য করি
- আমার এলাকায় একজন লোক আছে, যিনি যেকারো সাথে নানান বিষয়ে ঘন্টার পর ঘন্টা অকারণ বকবক করে যেতে পারে। সে নিজে খুব ভালো বক্তা মনে করে।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০২
সোনাগাজী বলেছেন:
আপনার এলাকা টা কোনটা? একটা একালায় হাজার ধরণের লোকজন থাকেন! একজন কোন সমস্যা নয়।
৭| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০১
জনারণ্যে একজন বলেছেন: টং দোকানের লুঙ্গি এবং স্যান্ডো গেঞ্জি পরিহিত, অর্ধশিক্ষিত-গলাবাজ হইতে ভীত : অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৫
সোনাগাজী বলেছেন:
টং-দোকানে আমার যাওয়া আসা নেই। তবে, ব্লগে ঐ ধরণের লোকজন আছেন। আমাদের ১ জন গল্পলেখক "সিনথেসাইজড" গল্প লিখতেন; আমি উনার গল্প পড়ার শুরু করায়, উনি গল্প লেখাই ছেড়ে দিয়েছেন।
৮| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪১
সৈয়দ কুতুব বলেছেন: এবারের আন্দোলনের সময় নূর কে পুলিশ ধরে নিয়ে বেদম পিটুনি দেয়। নূরার বউ সংবাদ সম্মেলন করে বলে যে সে নাকি আর রাজনীতি করবে না। নূরাকে নিয়ে সবাই নিউজ করে। সেখানে তাকে দুইজন পুলিশের কাধে ভর দিয়ে চলতে দেখা যায়। আমার এলাকার এক পরিচিত চায়ের দোকানে বসে আমি এই নিউজ সময় টিভিতে দেখি। দোকানদার মজনু মিয়া নূরাকে বেদম পিটুনি দেখে হাসিনা সরকারের পতন কামনা করে। এই ভাবে কোমল মতিদের প্রতি জনসমর্থন বেড়ে যায়। মজনু মিয়া এখন বুঝতে পারছে না হাসিনা সরকারের পতনে তার ভালো হলো না খারাপ হলো। সেটাই বললাম আর কি!
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫৪
সোনাগাজী বলেছেন:
এখন বুঝেছি।
নুরা দল করে, সে অপদার্থ; কি্তু তাকে পুলিশ কেন মারলো? শেখ হাসিনা কি পুলিসকে মারতে বলেছিলো? বলেনি।
তবে, পুলিশ সব সময় মেরে আসছে, সেই শেখের আমল থেকেই। শেখ ও শেখ হাসিনা যদি নিয়ম করতো যে, কোন নাগরিককে পুলিশ মারতে পারবে না, মারলে চাকুরী চলে যাবে; তা'হলে দেশে অনেক ভালোর দিকে চলে যেতো।
৯| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৫৮
আহরণ বলেছেন: আপনি আপনার চরম বিরুদ্ধবাদী হলেও আমি চাইবো আপনার বাক স্বাধীনতা যেন হরণ না নয়। শুধুমাত্র মানুষের বর্ণ, লিঙ্গ, জন্ম পরিচয়, শারীরিক অক্ষমতা নিয়ে কটুক্তি বাক স্বাধীনতার অন্তভুক্ত নয়।
কিন্তু সামুর মডু ভাইয়া আর বাংলাদেশের ডক্টর মুহাম্মদ এ-নূচ সাহেবের বাক স্বাধীনতার সংজ্ঞায় : " ২০২৪ এর কোমলমতি টোকাই, শহীদ, কিন্তু, যদি, ক্ষোভের বহিঃপ্রকাশ, স্বৈরাচার, আম্লিক, ব্লগের নীতিমালা, ধর্মানুভূতি ........... এমন অনেক ধারা উপধারা সংযুক্ত। যত্তসব.... @ গাজী দাদা?
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৪
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস এই রকম একটা সুযোগের জন্য ২০০৭ সাল থেকে ঘুরছিলেন; এখন পেয়েছে আমেরিকার সাহায্য; কিন্তু পঁচে যাবার সম্ভাবনা আছে "প্রতারক" কোমলমতিদের কারণে।
সামু যে বেঁচে আছে ইহাই বড় কথা; বাংলাদেশে সোস্যাল মিডিয়া টিকে থাকার কথা নয়।
১০| ১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৩
আহরণ বলেছেন: লেখক বলেছেন : .... "কিন্তু পঁচে যাবার সম্ভাবনা আছে "প্রতারক" কোমলমতিদের কারণে"....।
I like it........... @ দাদা।
১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২৬
সোনাগাজী বলেছেন:
ইহা ঘটার সম্ভাবনা বেশী; উনি অকারণে প্রতারকদের বোঝা টানছেন।
১১| ১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা ঠিক আছে কিন্তু বাঙালির সামনে নতুন ঘটনা আসলে পুরাতন ঘটনা ভুলে যায়। তিন মাস ও হয় নি মানুষ আওয়ামী অপশাসন নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছে। এইটা আবার খুব গায়ে লেগেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের। তিনি হতাশ!
১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩০
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার সরকারের লোকেরা ডাকাতী করেছে; শেখ হাসিনা কতটুকু যুক্ত, সেটা এখনো বের হয়নি। টাকার বেলায় শেখ রেহানা, উহার পুত্র, জয় যুক্তের কথা বলেছে সালমান রহমান।
শেখ হাসিনার ক্রাইমের জন্য আওয়ামী লীগ দল দা্যী নয়।
১২| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:১২
আহরণ বলেছেন: শেখ হাসিনা অবৈধ ১টাকা কামিয়েছেন? অসম্ভব, হতেই পারে না। শেখের বেটি এই কাজ করবে না, full stop. তবে আওয়ামী লীগে অনেক চোর/বাটপার ছিল, সন্দেহ নাই। @ দাদা?
১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৬
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, শেখ হাসিনা মনে করতো যে, আওয়ামী লীগের লোকেরা জামাত ও বিএনপি থেকে দরিদ্র; টাকা না'থাকলে, আওয়ামী লীগ পেছনে পড়ে যাবে; এটা যদি থেকে থাকে, উহা ছিলো ভুল ধারণা।
১৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৬
বঙ্গদুলাল বলেছেন: ডাক্তার আইজুদ্দিন, কেমিক্যাল আলী এরা কারা?
আপনি চেনেন এদের?
আপনি কখনও সক্রিয় রাজনীতিতে ছিলেন দেশে থাকাকালে?
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
সোনাগাজী বলেছেন:
আমি কখনো সক্রিয় রাজনীতিতে ছিলাম না; আমি ছাত্র রাজনীতির বিপক্ষে থেকে ঠকে গেছি।
ডা: আইজুদ্দিনের সাথে আমি ব্লগিং করেছিলেম, উহা ছিলো প্রতারক কোমলমতি; আসলে শিবির, কিন্তু জামাত-বিরোধী অভিনয় করতো, আমেরিাকয় চাকুরী করতো। অন্যটার সাথে আমি ব্লগিং করিনি
১৪| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩১
বঙ্গদুলাল বলেছেন: ১.সেনাদের দেশ চালানোকে পছন্দ করেন না কেন?রাজনীতিবিদদের দেশ চালানো সেনাশাসনের চেয়ে ভালো এরকম কয়েকটি দিক বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে। (আপনি নিজেই ছিলেন সৈনিক,অভিজ্ঞতা থেকে বলেন)
২.সমাজতন্ত্রে বাংলাদেশ কীভাবে ভালো করতে পারবে কি না, তা নিয়ে সংক্ষেপে কিছু বলেন।
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
সোনাগাজী বলেছেন:
১) আমাদের প্রটিবেশী ভারতে সেনা আসেনি, ওরা বিশ্বের ৪র্থ বড় অর্থনীতি; বাংলাদেশ ও পাকিস্তানকে মিলিটারী যাযাবরের দেশে পরিণত করেছে। মিলিটারী একাডেমী ও ক্যাডেট কলেজে মানুষকে সাধারণ মানুষ থেকে আলাদা করে ফেলে, ক্রিমিনাল হিসেবে গড়ে।
২) সমাজতন্ত্র সবাইকে ফ্রি পড়ালেখা করায়, সবাইকে চাকুরী দেয় ও অন্যের শ্রম নিয়ে ব্যবসা করতে দেয় না।
১৫| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাকস্বাধীনতা মানে মিথ্যাচারের স্বাধীনতা নয়, হেইট স্পীচ ছড়ানোর স্বাধীনতাও নয় এমনকী দায়িত্বশীল পদে থেকে আমাজনতার মতো কথা বলাও নয়।
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
সোনাগাজী বলেছেন:
এটা গণতান্ত্রিক অধিকার, আপনি কোন গনতান্ত্রিক দেশে বাস করে, ইহাকে আয়ত্ব করলেন?
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
সোনাগাজী বলেছেন:
আপনি আজকাল জুল ভার্ণ'এর মতো সবকিছুতে কথা বলছেন; অনেক কিছু শুদ্ধ হচ্ছে না, মনে হয়।
১৬| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৬
প্রামানিক বলেছেন: বাক স্বাধীনতা মানে যদি যা ইচ্ছা তাই বলবো হয় তাহলে এই বাক স্বাধীনতা বাঘ স্বাধীনতায় পরিণত হয়
১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
সোনাগাজী বলেছেন:
মনে হয়, সব বাংগালী বাকস্বাধীনতা বুঝেন; তা'হলে ব্লগার অপু, জুলভার্ণ, নীল আকাশ, ভুয়া, শেরজাা, জটিলভাই আমাকে গাল দেয় কেন?
১৭| ১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাহলে কি মিথ্যাচার, হেইট স্পীচ গণতান্ত্রিক অধিকার?
১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৫
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের ৭০/৮০ ভাগ মিথ্যা বলে, কিংবা বেঠিক ধারণা পোষণ করে।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাঘ স্বাধীনতা
বাঘ স্বাধীনতা