নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
কোমলমতিরা সংগ্রাম করে স্বাধীনতা আনলেন; কিন্তু স্বাধীনতা নিজকে রক্ষার জন্য ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে! মনে হচ্ছে, সুকুমার রায়ের কবিতায় বর্ণিত কোন এক রূপকথার দেশের স্বাধীনতার মতো কিছু একটা; কিংবা হবুচন্দ রাজার দেশটাকে স্বাধীন করার মতো। ইতিহাসের ১ম ঘটনা, জরুরী ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা বরণ।
এসব আজগুবি ঘটনা দেখতে দেখতে আমাদের জীবনটা কেটে গেলো, মানুষ কিছুই পেলো না; মুক্তিযোদ্ধারাও কিছু পেলো না; কোমলমতিরাও কিছু পাবে না; মনে হয়, ইহাই শেষ স্বাধীনতা নয়, আরো স্বাধীনতা আসবে। মুক্তিযোদ্ধাদের ভাতাও বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে।
আগের স্বাধীনতাটা শতকরা ২০ ভাগ মানুষ চাননি, এবারের স্বাধীনতাটা আগের সেই ২০ ভাগ ও আরো অনেকে চেয়েছিলেন; এবারের স্বাধীনতা সামান্য রক্তের উপর দিয়ে এসেছে; কারণ, এবারের স্বাধীনতাটা মনে হয় সময় নিয়ে প্ল্যান করা হয়েছিলো ভালো মতো; আগের স্বাধীনতার সময়, বিপক্ষই আমাদেরকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে; এবার যে স্বাধীনতা আসছে কেহ জানতোও না। এইভাবে না'চাইতেও যদি স্বাধীনতা এসে যায়, উহা আদর পাবে কিনা?
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৬
সোনাগাজী বলেছেন:
সংস্কের কমিশনে আমার চেনাশোনা মতো ৩ জন এনজিওর চিল-কাউয়া আছে; এ'ছাড়া সংবিধান সংশোধনের কমিশনে আছে ১ জন কোমলমতি, বাথরুকের টিস্যু উৎপাদন করবে।
২| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৮
কামাল১৮ বলেছেন: ইউনুস সরকার যদি চালে ভুল করে তবে বাংলাদেশের কপালে শনি আছে।চীন বাংলাদেশ সীমান্তের ৫০ মইল দুরে অত্তাধুনিক যুদ্ধ বিমান হাজির করেছে মিয়ানমার সরকারের মাধ্যমে।
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৯
সোনাগাজী বলেছেন:
আড়াই মাসে ড: ইউনুস কিছু আবোল তাবোল কথা বলে, নিজের প্রতি মানুষের আস্হা কমায়েছেন; উনি কিভাবে ক্ষমতায় এলেন, সেটা উনি মানুষের কাছে পরিক্কার না'করাতে মানউষ উনাকে বিশ্বাস করছে না
৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: ১৯৭১ পরবর্তি সময়ে পাকিরা হানাদারেরা আমাদের দেশে গেড়ে বসে ছিলো না। কিন্তু তাদের কিছু দোসর এদেশে ছিলো। স্বাধীনতার ৫৩ বছর পর এসেও আমরা এখনও তাদের বিরুদ্ধে একপ্রকার লড়াইতে রয়েছি। তারা বারবারই ফোঁস করে উঠে।
আর ২০২৪ এ আসা স্বাধীনতার পরও দেশে আঃলীগের হানাদারেরা গেড়ে বসে আছে। এরা দেশের প্রতিটি শিরা-উপশিরায় ঘুরে বেড়াচ্ছে। তাই স্বাধীতার মাত্র ২মাস পরে এসেই স্বাধীনতার সুফল পাওয়ার কথা চিন্তা করাটা বেকামী। আগে এই হানাদারদের উপড়ে ফেলতে হবে। তারপরই না সুফল ভোগ করা যাবে।
যদ্দিন তা না হয়, তদ্দিন না হয় স্বাধীনতা ক্যান্টমেন্টেই আশ্রয় নিয়ে থাকুক।
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৩
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগের সাপোর্টার শতকরা ৩০ ভাগ মানুষ; এদের একাংশ আওয়ামী লীগের লুটেরা ও পলাতক নেতাকর্মীদের টিকে থাকতে সাহায্য করছে; এই ৩০ ভাগকে, আপনার মতে কিভাবে "উপড়ে ফেলতে হবে"?
৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২
সৈয়দ কুতুব বলেছেন: স্বাধীনতার সুফল পাওয়ার আগে তা সুব্দরবনে পালিয়ে যাচ্ছে!
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৫
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা "নতুন স্বাধীনতা", "নতুন বাংলাদেশ" বলাতে মানুষ তাদের সহজে চিনতে পেরেছে; আন্দোলনের শুরুতে চিনতে পারেনি।
৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০২
এম ডি মুসা বলেছেন: রাজনৈতিক স্বার্থে রক্ত ও ত্যাগের কথা ভুলে যায়। আমাদের দেশের মানুষ ভালো না।
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৬
সোনাগাজী বলেছেন:
আপনি রাজনীতি পছন্দ করেন না, নাকি বুঝেন না?
৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫
এম ডি মুসা বলেছেন: বাংলাদেশের মানুষ যে মুক্তির জন্য বারবার জীবন দিয়েছে। বাংলাদেশের মানুষ কি সেই মুক্তি লাভ করতে পারছে?
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৮
সোনাগাজী বলেছেন:
যেসব জাতি ভালো করেছে, সেসব জাতিতে জ্ঞানী মানুষের সংখ্যা অনেক ছিলো।
৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
সৈয়দ কুতুব বলেছেন: সোশ্যালিস্ট ইকোনমি কিভাবে আমাদের দেশ কে স্বনির্ভর করবে এই নিয়ে কোনো ব্লগ আছে আপনার?
১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সোনাগাজী বলেছেন:
আমি সবকিছু ১০/২০ লাইনে লিখে থাকি; এই নিকে সোস্যালিজম নিয়ে খুব একটা আমি লিখিনি। আপনি যাতে বুঝতে পারেন, সেই রকম একটা পোষ্ট লিখবো।
৮| ১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দেশের জনসংখ্যা আমেরিকার জনসংখ্যার চেয়ে সামান্য কয়েক কোট কম।
এটা খুবই ভাগ্যের কথা ।
তবে খেলাফত কায়েম হলে আমরা তাদেরকে ছাড়িয়ে যাবো এনশাল্লাহ।
১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:১৮
সোনাগাজী বলেছেন:
একা রোহিংগারা আমাদের মানুষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। ২০১৭ সাল থেকে রোনিংারাদের জাহ হলো, বিদেশী টাকায় খেয়ে, পেিবার বড় করা।
মোল্লারা ও মোল্লা মেয়েরা দেশের "পরিবার পরিকল্পনা"কে পরাজিত করেছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৪
ক্লোন রাফা বলেছেন: যে কোন কিছু মিথ্যা দিয়ে শুরু হলে তার সফলতার হার শুণ্য‼️ আমার মনে হোচ্ছেনা এরা বিন্দু পরিমান সফলতার দিকে হাটছে।
অপেক্ষা করছি সংস্কার কমিশনগুলো কি সুপারিশ করে তা দেখার জন্য!