নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ড: ইউনস অবশ্যই কাজের থেকে কথা বেশী বলছেন, ইহা শেখ হাসিনা সিনড্রম; তিনি এই ধরণের ১টি পদ বরাবরই চেয়ে আসছিলেন ; এতদিন পরে, ৮৪ বছর বয়সে পেয়ে খুশীতে "আঁউক্কি" লেগে গেছে!
যেটা মানুষের জানার দরকার, সেটা নিয়ে উনি মুখ খুলছেন না; অথচ, অপ্রয়োজনীয় কিছু কথা বলে নিজের পদটাকে অস্হিতিশীল করে তুলেছেন, নিজের সমর্থকদেরও বিভ্রান্ত করেছেন; সামাজিক ও রাজনৈতিক জ্ঞান কম থাকলে অনেক সমস্যা।
উনার থেকে কেহ কি "রিসেট", "বিপ্লব", "শহীদ" "মাষ্টারমাইন্ড", এসব শোনার জন্য বসে আছেন, নাকি কিভাবে বাজার দর কমাবেন, কিভাবে এনার্খী কমাবেন, কিভাবে পুলিশকে কর্মস্হলে আনবেন, কিভাবে মব-কিলিং থামাবেন, এসব শুনতে চাচ্ছেন?
নিউইয়র্ক এসেছিলেন বাইডেনের সাথে দেনখা করতে ও ডলার ভিক্ষা করতে; সেখানে এসে হিজবুতের ১ কমান্ডোকে পরিচয় করায়ে দিয়েছেন "মাষ্টারমাইন্ড" হিসেবে; উনার মিটিং'এ যারা এসেছিলেন, সবাই ঢাকার ইউএস দুতাবাসের ব্রিফিং পেয়ে থাকেন। উনি এখনো আমেরোকাকেও পুরোপুরি বুঝতে পারলেন না।
আমেরিকা উনাকে ওখানে বসানোর জন্য কিছু করেনি; আমেরিকা সাময়িকভাবে বাংলাদেশের রিমোট-কন্ত্রোলটা হাতে নিয়েছে; উহা নেয়ার জন্য আমেরিকা উনাকে ব্যবহার করেনি, ব্যবহার করেছে দেশের সেনাবাহিনীকে; সেনাবাহিনীকে আমেরিকা বললে, ডক্টরকে চিটাগংগামী বাসে তুলে দিবে; উনাকে নিয়েছে মৌমাছির রাণী হিসেবে, শ্রমিক মৌমাছিদের জন্ম দিতে।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
সোনাগাজী বলেছেন:
সম্ভাবনা বাড়ছে; মানুষের আস্হা দিনদিন কমছে; উণি মানুষকে কিছুই বলেননি, মানুষের কাছে সবই ধোঁয়াসা।
২| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬
আরোগ্য বলেছেন: পোলাপানগুলির মাথায় গোবর। তারা ইউনুসরে না বসায় আপনেরে বসাইলে ভালো হইতো।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯
সোনাগাজী বলেছেন:
ক্বেহ কেহ বলছিলো, আমি আপনি ও অন্যান্য মৌলবাদীদের ভয়ে চুপ করে আছি।
৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে কাজ করে তার ভুল হয়। এটা কাজের অংশ। ড: ইউনুস অনেক গুলো সংস্কার কমিশন গঠন করেছেন। তিনি রাজ নৈতিক দল সমূহের কথা শুনছেন। তিনি বহু কালের জঞ্জাল সরানোর দায়িত্ব পালন করছেন। তাঁকে কাজের সময় দিতে হবে। এখনি তাঁর উপর হতাশ হওয়ার সময় হয়নি। এক আওয়ামী ভোটারের সাথে আজ কথা হলো। সে বলল এরা যে ভিতরে ভিতরে এত অকাজ করেছে সেটা জানা ছিলো না। আমি শেখ হাসিনাকে বলতাম সবচেয়ে সফল রাষ্ট্র নায়ক। অথচ এখন তাঁকেই ক্ষমতা থেকে উৎখাত হতে হলো। যে দেশের সব কিছুতেই সমস্যা সেখানে সাফল্য পেতে বিলম্ব হবে। আমি একজনকে জিজ্ঞাস করেছিলাম, আপনার অসুবিধা কি? তিনি বললেন, আপনি সুবিধা দেখলেন কোন জায়গায়? দেশের হাল এমন হলে এখানে ভালো কিছুর জন্য অস্থির হওয়া ঠিক না। আপনি কথা বলতে পারেন। কথা বলা সহজ। কিন্তু কাজ করা মহাকঠিন। এত্তবার ব্যান করেও মডু আপনাকে তাঁর মনের মত করে গড়ে তুলতে পারেননি। তো যে দেশে প্রত্যেকে নিজের মত করে চলে। যেখানে কারো প্রতি কারো মান্যতা নেই। যারা আপনার মত করে বলে আমিই সঠিক। তাদেরকে নিয়ে ভালো কিছুর আশা করা মহাকঠিন।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১
সোনাগাজী বলেছেন:
উনি সওদাগরের ছেলে, দোকান খুলে বসেছেন; লোকের পকেটে টাকা নেই, লোকজন উনার দোকানে গিয়ে কি করবেন?
৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ড: ইউনিুসের কথা বাদ দেন। আপনি আগে মডু যেমন চান সেরকম হয়ে আমাদেরকে দেখান। যে দেশের কেউ চেঞ্জ হতে চায় না। সে দেশে ড: ইউনিুস দু’মাসে সব চেঞ্জ করে ফেলবেন সেটা কেমন করে আশা করেন?
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২
সোনাগাজী বলেছেন:
মড়ু চান, আমি উনার মতো হই; আমি যে, অনেকদিন বাংলাদেশে নেই, সেটা বুঝেন না।
৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
নতুন বলেছেন: সবচেয়ে সহজ কাজ অন্যের ভুল ধরা।
আপসোসলীগের ষড়যন্ত্র পেরিয়ে সরকার খুব ভাল করেছ।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৫
সোনাগাজী বলেছেন:
আপনি যখন আপনার ভাগিনাকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলেন, আমি আপনার ভুল ধরিনি; কারণ, আমি জানতাম কারা আন্দোলন করাচ্ছে ও কিভাবে অনেক বেকুব ছেলের প্রাণ যাবে।
৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৬
কামাল১৮ বলেছেন: গোটা জাতিকে উজ্জীবিত করার যে ক্যারিশমা দরকার তা উনার নাই।তাছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া দেশ চালানো সহজ কাজ না।এমন সফল লোক বিশ্বে খুব কম।উনার উচিত ভাল একটা নির্বাচন দিয়ে মানে মানে চলে যাওয়া।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫১
সোনাগাজী বলেছেন:
উনি দেশ চালানোর নামে ভিক্ষা শুরু করেছেন; আরেক সাইফুর রহমান, আরেক মুহিত।
নির্বাচন কমিশনে আমার জানা এনজিও'র ১ ইডিয়টকে বসায়েছেন।
৭| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: এত্ত বড় একটা তালগাছ ফেলার পর সরকার এর শেকড় তুলতে ব্যস্ত। এদিকে আপনি তালের পিঠা খাওয়ার জন্য ছটফট করছেন, ক্যামনে কি?
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০২
সোনাগাজী বলেছেন:
আমরা ১টা মানুষখেকো গাছের ডালে আটকা পড়েছিলাম, আমাদের রক্ষা করার কথা ছিলো ইউরোপিয়ানরা; কিন্তু আমাদের বাঁচায়েছে রাক্ষসেরা।
৮| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৭
আরোগ্য বলেছেন: কার ডরে কে চুপ রইসে, কিছুই তো বুজলাম না। আমি তো মইদ্যে সইদ্যে আহি।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৩
সোনাগাজী বলেছেন:
মাত্র ২ মাস গেলো, আরো ২ মাস পর, আরেকটু বুঝা যাবে।
৯| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: এরকম একটা ঘটনা যে ঘটবে ভারতের ইন্টেল এর কাছে নিউজ ছিলো না? আমেরিকার কাছেও কি ছিলো না? রাশিয়া একটুখানি বলেছিলো যে কিছু ঘটতে পারে? পাকিস্তানের আইএসআই কি সবাই কে ঘোল খাওয়ায়লো? এখন ভারত হিযবুত তাহরীর কে নিষিদ্ধ করেছে আজকে। মেবি আমাদের কমান্ডোদের তারা চিনতে পেরেছে! আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গামী বাসে করে একদিন যাচ্ছিলাম! আমার সামনের সিটে বসা দুইজন লোক ফেব্রুয়ারী /মার্চ মাসের দিকে আলোচনা করছিলো সরকার পতনের ব্যাপারে। তারা জুলাই শব্দ টা বারবার ব্যবহার করছিলো। আমার তন্দ্রা চলে আসায় এবং রাত ছিলো বিধায় তাদের ফেইস ঠিক ভাবে দেখিনি। বাংলাদেশে এখন প্রচুর বিদেশি এজেন্ট আছে যা বুঝলাম এই আন্দোলন থেকে!
১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৬
সোনাগাজী বলেছেন:
আমেরিকা পুরো প্ল্যান ও বাস্তবায়নকে সাপোর্ট করেছে: মিলিটারী তাদের কন্ট্রোলে, এবং ড: ইউনুস আমেরিকান উপহার
১০| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৩
সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস আমেরিকার উপহার হলে খুভ ভালো কথা! তিনি সমন্বয়ক দের এতো মাথায় উঠাচ্ছেন কেনো? মাহফুজ এ সংবিধান কমিটির সদস্য করা হয়েছে যা হাস্যকর! সংবিধান কমিটির প্রধান তবে আলী রিয়াজ না নিয়াজ তার কিছু লেখা পড়লাম! তিনি আবার কোমল মতিদের বিরোধী! আসলে কি চলছে এখানে।
১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৫
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস "সাময়িক" সরকারের প্রধান, সংবিধানে হাত দেয়াটা বেকুবী; সংবিধান এখন সাসপেন্ডেড, পরিস্হিতির কারণে পার্লামেন্ট অকার্যকর। মাহফুজ ইত্যাদিকে ইহাতে কাজ দেয়া মানে ড: ইউনুস সংবিধানের গুরুত্ব বুঝেন না; উনি মনে করেছেন যে, আমেরিকা চাইলে আমরা জাপান হয়ে যাবো, আইনকানুনের দরকার নেই; এনজো'র লোক, পরের ধনে পোদ্দারী
১১| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:২৫
আহরণ বলেছেন: বেশি বাচাল। উনি সব কথা বলেন, কিন্তু আসল কথা বলেন না। @ দাদা?
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৪
সোনাগাজী বলেছেন:
বলার মতো কিছু নেই, কোমলমতিদের নিয়ে চোখে অন্ধকার দেখছেন।
১২| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৫
নজসু বলেছেন:
বাজারের পরিস্থিতি অস্থির!
আমরা খেটে খাওয়া সাধারণ মানুষেরা সাধ্যের মধ্যে কিনে খেতে পারলে অনেক খুশি। আর কিছু লাগেনা।
আপনার সাথে সহমত। যেগুলো বেশি প্রয়োজন, সেগুলোর সমাধান আগে করতে হবে।
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৬
সোনাগাজী বলেছেন:
যারা আশা করছিলো যে, ১ জন দক্ষ লোক পাওয়া গেছে, তাদের আশাভংগের পথে।
১৩| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩২
নতুন বলেছেন: আপনি যখন আপনার ভাগিনাকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলেন, আমি আপনার ভুল ধরিনি; কারণ, আমি জানতাম কারা আন্দোলন করাচ্ছে ও কিভাবে অনেক বেকুব ছেলের প্রাণ যাবে।
আমি নিষেধ করেনি। সাবধান হতে বলেছি।
যেখানে তার সকল বন্ধু বান্ধবীরা আন্দোলনে সেখানে আমি তাকে বাধা দিতে পারিনা, দেওয়া উচিতও না।
যারা প্রাণ নিতে পারে তারা ক্ষমতায় থাকতে পারেনা, সেই কারনেই মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলো।
কিছু মুর্খ সব সময়ই সকল সমাজে থাকে।
আপনার প্রতিবেশিদের মাঝেও ট্রাম্পের সমর্থক আছে, ঐ লেভেলের বেকুফকে মাথায় নিয়ে নাচার মতন মানুষ যদি আমেরিকাতে থাকে। তবে দেশের বেকুফরাও অনেক আকাম করবে সেটা সাভাবিক।
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১২
সোনাগাজী বলেছেন:
যেসব পরিবার তাদের সন্তানদের সাবধান করেছে, তাদের সন্তানেরা জীবিত আছে। দেখেছিলেন, এক রিক্সাচালকের ছেলেকে ঘরে রেখে কাজে গিয়েছিলেন, রাতে খবর পান যে, ছেলে গুলিতে নিহত হয়েছে।
গতকালের ভোটে ট্রাম্প এগিয়ে গেছে, ট্রাম্প কেন অর্ধেক বা অধ্রকের বেশী মানুষের সাপোর্ট পাচ্ছে, বাংলাদেশের মানউষ উহা বুঝতে পারবেন বলে আমার মনে হয় না।
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৩
সোনাগাজী বলেছেন:
আপনি সাবধান করার পর ভাগিনা কি আন্দোলনে গিয়েছিলো? ১টা পোষ্ট দেন।
১৪| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে পদার্থ বিদ্যায়ও নোবেল দেয়া যেতে পারে।
সম্প্রতি উনি রিসেট বাটনকে বাংলাদেশে রাজনীতি ও ইতিহাসে সফল ভাবে প্রয়োগের কৌশল আবিষ্কার করেছেন।
ইহা অতুলনীয়।
১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৬
সোনাগাজী বলেছেন:
দেশের সব মানুষকে এনজিও'তে ও ঋণ আদায় অফিসারের চাকুরী দিবেন।
১৫| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে আমি মনে করি- ছাত্ররা কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন করে অন্যায় করেছে।
দেশের জ্বালাও পোড়াও চালু করেছে। যেটা আগে ছিল না। মানুষ মারার কালচার আগে ছিল না। এখন তো ইচ্ছে হলেই =
১২ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১১
সোনাগাজী বলেছেন:
দেশের অবস্হা এনার্খী লেভেলে ছিলো শেখ হাসিনার সময়েও; কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী ক্যাডারেরা শক্তিশালী ছিলো; এখন মানুষ কাুকে ভয় পাচ্ছে না; কারণ, তারা "কোমলমতিদের' চিনে গেছে।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩
আহা রুবন বলেছেন: সমস্যা হল ৮৪ বছর বয়সে শ্রমিক মৌমাছি জন্ম দিতে গিয়ে তিনি না আবার গর্ভ জটিলতায় পড়েন!