নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কোমলমতিদের থেকে মুক্ত না\'হলে, ড: ইউনুসকে আমেরিকাও টিকায়ে রাখতে পারবে না।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩০



কোমলমতিদের সম্পর্কে আমি সামুতে লিখে আসছি আন্দোলনের শুরু থেকে, এরা "সাধারণ ছাত্র" নয়। এখন ২ মাস পর, দেশের বেশীরভাগ মানুষ এদের চিনে ফেলেছে। ড: ইউনুস যদি এদের থেকে না'সরেন, আমেরিকাও ড: ইউনুসকে বর্তমান পদে রাখতে সমর্থ হবে না। দেশের স্বার্থে এই মহুর্তে ড: ইউনুসই যোগ্যতম ব্যক্তি; উনার উচিত কোমলমতিদেরকে সরায়ে দেয়া; এদেরকে সরায়ে দিলে, এরা আগামীকাল আর রাস্তায় নেমে আন্দোলন করতে পারবে না, ভেঁড়ার চামড়া আর সাহায্য করবে না।

ড: ইউনুস আরেকটি বড় ভুল করছেন দেশের সংবিধান বদলানোর জন্য কমিশন গঠন করে; পরিস্হিতির কারণে পার্লামেন্ট আপনাআপনি অকার্যকর হয়ে গেছে ও সংবিধান সাসপেন্ডেড হয়ে গেছে। আমাদের সংবিধানটি খোঁড়া সংবিধান, ইহাতে নাগরিক অধিকারের ও দায়িত্বের কোন কিছু নেই; ইহা দেশ চালানোর ও প্রশাসন চালানোর ম্যানুয়েল; কিন্তু ইহাতে ১৯৭১ সালের কিছু ঐতিহাসিক ফিচার আছে: (১) জাতীয়তাবাদ (২) গণতন্ত্র (৩) ধর্ম নিরপেক্ষতা (৪) সমাজতন্ত্র। এই ৪টি মুল স্তম্ভকে জামাত ও মৌলবাদীরা সহ্য করে না; ফলে, উহারা এগুলোতে হাত দিবে; এগুলোতে হাত দিলে দেশের মানুষ রেগে যাবে; ড: ইউনুসের পক্ষে টিকে থাকাই অসম্ভব হয়ে যাবে।

সবচেয়ে বেশী ভুল করেছেন কয়েকজন কোমলমতিকে বড় বড় পদে নিয়ে; দেশের রিকসা ড্রাইবারও ওদের পক্ষে এখন কথা বলবে না। আমি ওদেরকে সরকারের নেয়ার সাথে সাথেই বলেছিলাম যে, ড: ইউনুস ভুল করছেন।

আমরা ৩০ জন মানুষ সামুতে আছি; আপনারা ভেবে দেখেন, ড: ইউনুসকে টিকে থাকতে হলে, কি করতে হবে? আরো কোমলমতি যোগাড় করতে হবে, নাকি তাদের থেকে সরে যেতে হবে?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০২

জ্যাক স্মিথ বলেছেন: একটু ধৈর্য ধারন করুন, একদিন সব ঠিক হয়ে যাবে।

সার্বিক পরিস্থিতে আমি ড: ইউনুসের তেমন কোন দোষ দেখি না, উনি আসলে পরিস্থিতির শিকার। উনার অবস্থানে অন্য যে কেউ বসলে সেও ব্যপক সমালোচনার শিকার হবেন, উনি আসলে উত্তপ্ত চুলোর মধ্যে আছেন।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১১

সোনাগাজী বলেছেন:



আমি উনার অন্ধ-সাপোর্টার; আমাদের সংবিধান ১০০ ভাগ নতুন করে লেখার দরকার; তবে, কিভাবে উনি কোমলমতিদের এই কাজের ভার দিচ্ছেন? উনার মগজ কাজ করছে?

২| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১১

সৈয়দ কুতুব বলেছেন: এই উপদেষ্টা দের নাম মুহাম্মদ ইউনূস স্বপ্নে পেয়েছেন খুব সম্ভবত। পাহাড়ি রা প্রতিবাদ জানালো এত করে যে সুপ্রদীপ চাকমা আগ্রর রেজিমের সুবিধাভোগী উনাকে মানি না; তারপর ও উনাকে বাদ দিলোনা। বাংলাদেশের রাজনীতিবিদ রা কোনোকালেই মানুষের কথা শুনতো না। মুহাম্মদ ইউনূস কে ভেবেছিলাম ভালো গণতান্ত্রিক দেশগুলোতে ভ্রমণ করেছেন, মন মানসিকতা পরিবর্তন হবে উনার। ক্ষমতায় বসেই তিনি সমন্বয়ক ছাড়া আরো কারো কথা শুনেন না!

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২০

সোনাগাজী বলেছেন:



৮৪ বছর বয়স, এত চাপের মাঝে মগজ ঠিক মতো কাজ করছে কিনা বলা মুশকিল; তবে, তিনি কর্পোরেশনের বুদ্ধিমান লোকজনকে নিতে পারতেন; তিনি কিছু এনজিও'র শকুনদের নিয়েছেন কয়েকটি কমিশনে; আমি ৩ জনকে জানি, পঁচা গার্বেজ।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:



আমি চিন্তিত যে, কোমলমতিরা উনাকে মেরে টেরে ফেলে কিনা!

৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এনজিও'রা অনেক দিন যাবত অপেক্ষা করছিলেন
দেশ কিভাবে চালাতে হয় তাহারা জানেন
এবং প্রতি নিয়ত সরকারের সমালোচনা করা তাদের প্রাত:রাশ করার মতো ।

....................................................................................................................
এবার নিশ্চয়ই টের পাচ্ছেন কেমন লাগছে !!!
যে ভাবে দেশ পাগলা ঘোড়ার মতো চলছে
আরেকটি নারকীয় ঘটনা যেন দেখতে না হয় ।।।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১২

সোনাগাজী বলেছেন:



দেশকে স্বাভাবিক করার জন্য ড: ইউনুসকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে কমপক্ষে ১টি সর্বদলীয় সরকার গঠন করতে। মনে হয়, উনি এলেকশান করার সুযোগ পাবেন না। উনাকে টিকে থাকতে হলে, কোমলমতিদের বিদায় বলতে হবে, এবং এদের অনেককে দেশ থেকে বের করে দিতে হবে।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:








এরা ভয়ঙ্কর প্রজন্ম।

৫| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৩

মেঘনা বলেছেন: বাংলাদেশ আর্মি কতটা শক্তিশালী বা প্রভাবশালী। উদাহরণ হিসেবে বলি, পাকিস্তানে যেমন আর্মি কাউকে প্রধানমন্ত্রী পথে বসাতে পারে আবার পথ থেকে অপসারিত করতে পারে। বাংলাদেশে সেটা সম্ভব? ইউনুস সাহেব কি আর্মির হাতের পুতুল হয়ে টিকে থাকতে পারবেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



আমাদ্বের আর্মি ও ড: ইউনুস সাহেব মিলিটারীর কন্ট্রোলে, কোমলমতিরা পাকিস্তানের উপহার।

৬| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৭

নতুন বলেছেন: আপনি কোমলমতিদের আইএসের পাকি ট্রেনিং প্রাপ্ত বলে ট্যাগ দিয়ে যাচ্ছেন, যেটা এখন পযন্ত ভারতীয় র ও তার লিংক খুজে পায় নাই।

আশা করি র প্রধান আপনার সাথে যোগাযোগ করেছে ইতিমধ্যে আপনার থেকে প্রমানগুলি নিতে।

আরেকটা জিনিস হলো আয়ামীলীগের আফসোসলীগ সহ অন্য রাজনিতিক দলের ঝামেলা মোকাবেলায় ছাত্রদের সাথে রাখতে হবে। তাই ২ জন ছা্ত্রকে রাখা খুবই ভালো সিদ্ধান্ত মনে করি।


ইহাতে ১৯৭১ সালের কিছু ঐতিহাসিক ফিচার আছে: (১) জাতীয়তাবাদ (২) গণতন্ত্র (৩) ধর্ম নিরপেক্ষতা (৪) সমাজতন্ত্র। এই ৪টি মুল স্তম্ভকে জামাত ও মৌলবাদীরা সহ্য করে না; ফলে, উহারা এগুলোতে হাত দিবে; এগুলোতে হাত দিলে দেশের মানুষ রেগে যাবে; ড: ইউনুসের পক্ষে টিকে থাকাই অসম্ভব হয়ে যাবে।

দেশের জাতীয়তাবাদ (২) গণতন্ত্র (৩) ধর্ম নিরপেক্ষতা (৪) সমাজতন্ত্র এই জিনিসে কখনো ড: ইউসুন হাত দেবেনা।

জামাতীরা জানে তারা এখনো জনগনের ভোট পাবেনা, তাই তারা সামনের নিবার্চনে বিরোধীদল হিসেবে আসতে চেস্টা করবে। তারা জনগনের সামনে ভালো মানুসীরুপটা তুলে ধরে পরের নিবার্চনে বেশি আসন পেতে চেস্টা করবে।

তারা জানে যেই দলই ক্ষমতায় আসুক তারা দূনিতি করবেই, সেটা সবার চোখে তুলে ধরে নিজেদের ক্লিন ইমেজ তৌরির চেস্টা থাকবে তাদের।

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা প্রতারণার আন্দোলন করেছে; এদের সাথে মানুষ যোগ হয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে, কাজটা ভালো হয়েছে; কিন্তু প্রতারকরা জাতির সরকারে স্হান পেতে পারে না, এমন কি দেশে এদের অবস্হান দেশের মানুষের জন্য ভয়ানক হুমকি, এরা ট্রেনিং-প্রাপ্ত ও অন্য দেশের এজেন্ট।

৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪

ডার্ক ম্যান বলেছেন: আমি উনার অন্ধ-সাপোর্টার; আমাদের সংবিধান ১০০ ভাগ নতুন করে লেখার দরকার; তবে, কিভাবে উনি কোমলমতিদের এই কাজের ভার দিচ্ছেন? উনার মগজ কাজ করছে।

সংবিধান নতুন করে লেখার দায়িত্ব কারা দিবেন আর কারা নিবেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:




পার্লামেনটের ২/৩ ভাগের ভোটে উহা পাশ করেয়ে, পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিটি তা করবে।

৮| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫২

নতুন বলেছেন: কোমলমতিরা প্রতারণার আন্দোলন করেছে; এদের সাথে মানুষ যোগ হয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে, কাজটা ভালো হয়েছে; কিন্তু প্রতারকরা জাতির সরকারে স্হান পেতে পারে না, এমন কি দেশে এদের অবস্হান দেশের মানুষের জন্য ভয়ানক হুমকি, এরা ট্রেনিং-প্রাপ্ত ও অন্য দেশের এজেন্ট।

আমি বুঝতে পারছিনা। ভারতের গোয়েন্দা বাহিনি যেখানে কোমলমতিদের সাথে পাকি আইএস এর কানেকসন খুজে পাচ্ছেনা সেই তথ্য আপনি কোথায় পেলেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



ভারতের গোয়েন্দা বাহিনী ভারতের জন্য কাজ করছে, ওদের বেতন তো বাংলাদেশ সরকার দিচ্ছে না; বিনা বেতনে দেশের জন্য ভাবছি আমরা, ব্লগারেরা

৯| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

নতুন বলেছেন: ভারতের গোয়েন্দা বাহিনী ভারতের জন্য কাজ করছে, ওদের বেতন তো বাংলাদেশ সরকার দিচ্ছে না; বিনা বেতনে দেশের জন্য ভাবছি আমরা, ব্লগারেরা


ভারতের বিরাট সার্থ আছে বাংলাদেশে। র এর অফিস ছিলো ঢাকাতে। তারা নিজেদের সার্থেই শেখ হাসিনার পতনের পেছনে কে থাকতে পারে সেটা খুজে বের করতে চেস্টা করছে।

জয় সংকর বলেছিলেন এর পেছনে কে আছে সেটা খোজা হচ্ছে।

আপনার কাছে যদি কোন প্রমান না থাকে তবে এইভাবে কোমলমতিদের নিয়ে মিথ্য প্রচার করা কি ঠিক হচ্ছে?

২৫ শে মার্চ বিকালেও শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষনার পরিকল্পনা ছিলো না।
তেমনি ছাত্রলীগ ঢাবির ছাত্রদের উপরে আক্রমনের আগেও এই সরকারের পতনের কোন সম্ভবনা ছিলো না।

দুনিয়ার সব কিছুর পেছনে সরাসরি ষড়যন্ত্র থাকে না। এটা আয়ামীলীগের দূীর্ঘ দিনের কাজের ফলে সৃস্ট বারুদ ঐ হামলাতে বিস্ফরিত হয়েছে।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



বড় বড় দেশের গোয়েন্দা সব দেশে আছে, এরা বিবিধ চাকুরী নিয়ে, ব্যবসায়ী হিসেবে দেশে আসে; ইহা সাধারণ ব্যাপার।

শেখ হাসিনার ব্যাপারে "র"এর রিপোর্ট নিশ্চয় আছে, উহা আমাকে ও আপনাকে দেয়নি।

কোমলমতিদের নিয়ে আমি জুলাইর ১ম সপ্তাহে যা বলে আসছি, উহা সঠিক কিনা, উহা প্রমাণিত হয়েছে কিনা?

১০| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নতুন বলেছেন: কোমলমতিদের নিয়ে আমি জুলাইর ১ম সপ্তাহে যা বলে আসছি, উহা সঠিক কিনা, উহা প্রমাণিত হয়েছে কিনা?

আপনি বলে আসছেন কোমলমতিরা আইএসএর ট্রেনিং প্রাপ্ত, এরা শিবির।

কোনটা প্রমানিত? B:-)

১ জন সম্মনয়াদের মাঝে লুকিয়ে ছিলো। তার ভন্ডামীর প্রমান পাবার পরে তাকে সাথে নিয়ে অন্যরা তো মাখামাখি করছেনা, সেটা প্রমান করে বাকিরা তার শিবিরের চরিত্রকে অনুসরন করেনা।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



এরা ত্রেনিংপ্রাপ্ত এই বিষয়ে আপনার কোন সন্দেহ আছে? পুলিশ কিভাবে নিহত হলো গুলিতে?

এদের একজন পরিচয় দিয়েছে, এরা আছে কয়েক হাজার।

১১| ২৬ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এরা নষ্ট প্রজন্ম।

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



আগাছা ও পরগাছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.