নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নোবেল বিজয়ী, পিএইচডি আপনার দুর্বল সাহায্যর জন্য বসে নেই।

০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯



ড: ইউনুসকে নিয়ে ফেইসবুক, অন্যান্য সোস্যাল মিডিয়া, সাধারণ মিডিয়ায় মিলে, আজকের এইদিনে ১ কোটীর বেশী বাক্য উচ্চারিত হবে; ইহার মাঝে ৩ ভাগের ২ ভাগ উনার বিপক্ষে যাবে; কারণ, উনি "সুদখোর" হিসেবে আগে জামাত-শিবির-বিএনপি, হেফাজত ও আওয়ামী লীগ কর্ত্তৃক ভয়ানকভাবে সমালোচিত হয়েছেন; এবং সামনের দিনগুলোতে আবারো হবেন।

জেনারেল মইনের সময় দল করতে গিয়ে উনি অসফল হওয়াতে অনেকভাবে বিতর্কিত হয়েছেন, সেগুলোও সামনের দিনগুলোতে উঠে আসবে। আজকে উনি কিভাবে কোমলমতিদের সরকার-প্রধান হয়েছেন, সেটা নিয়ে লম্বা লম্বা কথা হবে। ফলে, উনাকে নিয়ে আলোচনা, সমালোচনা চলতে থাকবে।

এই বিশাল সমালোচনা থেকে উনাকে রক্ষার জন্য যারা লাফিয়ে পড়ছেন, তাঁদেরকে ভাবতে হবে, উনি আপনার সাহায্যের জন্য বসে আছেন কিনা? নাকি উনি আমাদের মিলিটারী ও আমেরিকা দ্বারা সুরক্ষিত আছেন!

উনার যেই বিদ্যাবুদ্ধি ও অবস্হান আছে, সেটা উনার জন্য বর্ম; আপনার সাহায্য প্রয়োজন হলে আপনাকে উনি জানাবেন। আপনার দুর্বল প্রতিরক্ষা উনার জন্য ক্ষতিকর হচ্ছে কিনা, সেটা আগে দেখেন।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৭

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: ভালো বলেছেন।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



আমারও তা ই মনে হচ্ছে; ১ নারী ম্যাজিষ্ট্রেট উনাকে নিয়ে ভালো কমেন্ট করেছেন; যারা কিছুই বুঝেন না, উনারা জ্বিহাদে নেমে গেছেন।

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: ইউনুস সাহেব একজন কতৃত্তবাদী লোক।এরা অতি ডান এবং অতি বামদের পছন্ধ হরে।উনি পছন্ধ করেছেন অতি ডানদের।এখন দেখার বিষয় কতোদুর খেলতে পারেন।
আর্মির সাথে কিছু বিষয়ে মতোবিরেধ আছে।বিকশিত হলে আর্মির শাসন আসতে পারে।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



মিলিটারী অফিসারেরা কখন বার্থরুমে যাবে, সেটার অনুমতিও আমেরিকা আসছে মনে হয়।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: কি হচ্ছে ঠিক বুঝতে পারতেছি না, মুটামুটি প্রায় সব পক্ষই এখন ই্উনুস সরকারের সমালোচনা করছে। এত তাড়াতাড়িই এই সরকারের এমন হাল তবে তা বুঝতে পারিনি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে উনি জাস্ট ডামি সরকার প্রধাণ, কেউ'ই আসলে উনার কথার তেমন কোন মূল্য দিচ্ছে না। যে যার যার মত কাজ করছে।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:




উনি কিভাবে এলেন, শুরুতে উনি মানুষের কাছে পরিস্কার করেননি; উনার নাম কিভাবে প্রতারণার আন্দোলনের লীডারদের লিষ্টে এলো; এখন প্রতারকদের আসল পরিচয় বের হওয়ার পর, উনার প্রতি আস্হা থাকছে না; মানুষ উনার অবস্হান নিয়ে শংকিত হচ্ছে।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:




উনাকে খোলাখুলি বলতে হবে যে, উনি কোমলমতিদের কেহ নন; শেখ হাসিনার সরকারের পতনের পর, আমেরিকা উনাকে দেশের হাল ধরার জন্য বলেছে; ইহাই বাস্তবতা।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু সাক্ষাৎকারে উনি তো বলেছেন "আমি এই আন্দোলনের সাথে জাড়িত ছিলাম না, আমি বিদেশে ছিলাম, ছাত্ররাই ফোন করে আমাকে দায়িত্ব দিয়েছে।"

মুফাস্সিল ইসলাম ডঃ ইউনুসের প্রতি ভালোই চটেছে দেখা যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে ডঃ ইউনুস সহজ সরল একজন মানুষ, কিন্তু ছাত্ররাই উনাকে বিপদে ফেলেছে, উনার ঘুম নষ্ট করে দিয়েছে।





০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:




আপনার কি মনে হয়, এসব ছাত্ররা এই আন্দোলন একা করেছে? একা করলে, এইভাবে পরিচয় লুকাতে পারতো? এই ছাত্রদের জন্য মিলিটারী সরকারের বিপক্ষে গেছে? মিলিটারীর ইন্টেলিজেন্স ঘাস খায়? এসব পিসিমিসিকে মিলিটারী গণনায় নেয়?

৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



















ছাত্রদের আন্দোলনের শুরুটাই ছিল প্রতারণা দিয়ে ।
এটার ভালো ফল আশা করার তেমন কোন কারণ নেই।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:




ইহার ফলাফল হবে ভয়ানক। শেখ হাসিনা ও উনার সরকারকে সরানোর পর, ওদের সরে যাওয়ার দরকার ছিলো।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
















উনি ক্ষমতায় এসেঈ প্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছেন।
যদিও বেগম জিয়া মুক্তি চেয়ে কোন দরখাস্ত করেননি।

দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি উনি করেছেন সেটা হচ্ছে - উনি করেছেন নিজের মামলা প্রত্যাহার করে নিয়েছেন ।
ফলে উনাকে ট্যাক্স দিতে হচ্ছে না ।
এছাড়া আরো অনেক কাজ হয়েছে যেগুলো আসলে সাধারণ মানুষ ভালো চোখে দেখে না।

০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



লোকটা অন্যদের তুলনায় সৎ ছিলো; কিন্তু কোমলমতিদের কারণে সমস্যায় পড়বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.