নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মিলিটারী ক্ষমতায়, পার্লামেন্ট নেই, সংবিধান সাসপেন্ডেড, ইহাতে হাত দেয়া কেন?

০৮ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪০



আমাদের সংবিধানটা গার্বেজ, ইহাতে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে কিছুই নেই; ইহা ৩য় বিশ্বের দেশ চালানোর মতো ১টি ম্যানুয়েল। ইহা যখন রচনা করা হয়েছিলো, তখন ড: কামাল হোসেন নতুন গ্রেজুয়েট, তাও কর্পোরেট ল'তে। উনি তখন রাজনীতি, সমাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ইত্যাদির মাথামুন্ডু কিছু বুঝতেন বলে মনে হয় না।

শেখের সাথে ইয়াহিয়ার মিটিং ছিলো, সেই সময় ড: কামাল আধুনিক লন্ডনী স্যুট পরে শেখের সাথে দেখা করতে এসেছিলেন ও কথায় কথায় ইংরেজী বলছিলেন; শেখ মনে করেছিলো যে, ইহাকে সাথে নিলে, ইয়াহিয়া ইহার ইংরেজী শুনে চমৎকৃত হবে; এতেই ড: কামালের ভবিষ্যত খুলে গিয়েছিলো। পবর্তিতে তিনি যে, সফল কর্পোরেট আইনবিদ হিসেবে সুনাম পেয়েছিলেন, সেটার মুলে ছিলো বাংলাদেশের আইনমন্ত্রী থাকার কারণে।

আমাদের সংবিধানের ৪টি শব্দ কোমলমতিদের, জামাত, হেফাজত, পাকিস্তান ও বিএনপি'কে কষ্ট দিয়ে আসছিলো ৫৩ বছর; শন্দগুলো হচ্ছে: (১) জাতীয়তাবদ (২) গণতন্ত্র (৩) ধর্মনিরপেক্ষতা ও (৪) সমাজতন্ত্র।

ড: ইউনুস সাহেব আমেরিকা ও ক্যাপিটেলিষ্ট বিশ্বের এজেন্ট হিসেবে ৩য় বিশ্বে বেশ পরিচিত নাম; উনিও "সমাজত্ত্র" শব্দটার বিলুপ্তি চান। ড: ইউনুস ধার্মিক নন; তবে, ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে থাকুক, সেটা উনিও পছন্দ করার লোক নন। গণতন্ত্র ও জাতীয়তাবাদ হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক; এই গার্বেজ টিকবে কি করে?

ষ্টালিনের মৃত্যু হয়েছিলো হার্ট-এ্যাটাকে; এ্যাটাকের সময় ষ্টালিন পলিটব্যুরোর ৬/৭ জন ইনফ্লুয়েনশিয়াল সদস্যের সাথে ক্রেমলিনের কনফারেন্সরুমে আলাপ করছিলো; হঠাৎ সে মেঝেতে পড়ে যায়; সবাই তাকে তুলে বিছানায় শোয়ায়ে দেয় ও সিদ্ধান্ত নেয় যে, মৃত্যু না'হওয়া অবধি ডাক্তার ডাকা হবে না।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:১৩

আহরণ বলেছেন: ধামাধরা সুদ ডক্টর প্রকৃত পক্ষে জামাতের পুতুল। তিনি ধামড়া বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন নি। ১৯৭১ এই ধামড়াটা কোথায় ছিল, @ দাদা?

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:২০

সোনাগাজী বলেছেন:



ঐ সময় আমেরিকাতে পিএইচডি করছিলো।

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৯

প্রহররাজা বলেছেন: অত্যন্ত মেধাবীদের এই দেশে কোন সংবিধানের দরকার নাই, এরা সবাই স্বাধীন। তার উপর নো-বেল ইউনুচ এদের নেতা।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:



আমাদের সংবিধান বদলানোর দরকার; তবে, কোমলমতিরা বদলালে হবে না, বদলাতে জ্ঞানী লোকের দরকার। কোমলমতিদের সংবিধান হচ্ছে কোরান।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪১

এম ডি মুসা বলেছেন: নতুন বাংলাদেশ চাই।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫২

সোনাগাজী বলেছেন:



আপনি মনে হয়, এই জীবনে চাকুরী পাবেন না। অন্য ১ জন ব্লগার বেকার ছিলো, তিনি চাকুরী পেয়েছেন; উনার লেখা ও মন্তব্য থেকে বুঝা যায় যে, তিনি লেখাপড়া করেছেন।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি আরেকটু অপেক্ষা করবে এরপর গাঁড় ধাক্কা দিয়ে ইউনূস সাহেবকে ময়লা পানিতে ফেলে দিবে।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৩

সোনাগাজী বলেছেন:



বিএনপি পারবে না, পাকিস্তান ও আমেরিকা বিএনপি'কে ইহা করতে দেবে না।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১০

নতুন বলেছেন: ড: ইউনুস সাহেব আমেরিকা ও ক্যাপিটেলিষ্ট বিশ্বের এজেন্ট হিসেবে ৩য় বিশ্বে বেশ পরিচিত নাম; উনিও "সমাজত্ত্র" শব্দটার বিলুপ্তি চান। ড: ইউনুস ধার্মিক নন; তবে, ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে থাকুক, সেটা উনিও পছন্দ করার লোক নন। গণতন্ত্র ও জাতীয়তাবাদ হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক; এই গার্বেজ টিকবে কি করে?

ড: ইউনুস কখনোই ধর্মনিরপেক্ষতা সরানোর পক্ষে না।

মামুনুল/হেফাজতের লাফালাফি কালো পতাকা মিছিল করে কোনদিনই লাভ হবেনা।

বাংলাদেশের মানুষ ওয়াজেও এখন কম আসে। তারা নিজেরা নামাজ পড়েনা কিন্তু মহানবীর কাটুন আকলে বিক্ষোভে ফেটে পরবে।

দেশের জনগন কোনদিনই ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় বসাবেনা।

তবে আপনার পোস্টে আপসোসলীগের কমেন্টগুলি মজা লাগে।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনি ড: ইউনুসের হয়ে অনেক কথা বলছেন; অপেক্ষা করেন, মিলিয়ে নিতে পারবেন

৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংবিধানে হাত না দিলে আরেকটা হাসিনা তৈরি হতে পারে...

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



সমাজতন্ত্র, ধর্নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ নিয়ে আপনার বক্তব্য কি?

৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৫

নদীকান্ত বলেছেন: আপনি যে দেশের নাগরিক সেই দেশের আরেকজন নাগরিক সংবিধান সংস্কার কমিটির প্রধান হয়েছেন ।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



সংবিধানের ৪টি মুলমন্ত্রের কোনটাই মৌলবাদীরা পছন্দ করে না

৮| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০

ষহততহ বলেছেন: Your writing is always so clear and concise. Love it! URL

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৮

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

৯| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সংবিধান সংশোধন বা পরিবর্তন না করলে শত শত হাসিনা পয়দা হবে। প্রথম শুরু করতে হবে কেউ ২ বারের বেশি প্রধান মন্ত্রী হতে পারবেনা।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনি আবার সংবিধন প্রফেশানেল কখন হলেন? নারীকে নিয়ে লিখতে গিয়ে কুকুরের ছবি দিয়েছেন, এদিকে আবার সংবিধান নিয়ে কথা বলছেন!

১০| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

মামুন ইসলাম বলেছেন: সংবিধান পরিবর্তন চাই ।

০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:




বর্তমান সংবিধান বাদ দিয়ে, সেখানে কোরান দিয়ে দিলে, সব সমস্যার সমাধান হয়ে যাবে।

১১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবাই তাকে তুলে বিছানায় শোয়ায়ে দেয় ও সিদ্ধান্ত নেয় যে,
মৃত্যু না'হওয়া অবধি ডাক্তার ডাকা হবে না।

...........................................................................................
একনায়কের পরিনতি এরকম হবার কথা,
শেখ হাসিনা যদি কু-উপদেষ্টাদের পরামর্শ না শুনে গনতন্ত্রর পথে হাঁটত
তাহলে ইতিহাস অন্যরকম হতো ।
সংবিধান হবে জনগনের অধিকারের কন্ঠস্বর ।
তাই নির্বাচিত বৈধ সরকার শুধু মাত্র এই কাজটি করার অধিকার রাখে ।
আমি মনে করি এর ব্যাত্যয় হলে আবারও আরেকটি অভ্যুথানের ঘটনার সৃষ্টি হতে পারে ।

০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:০৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার রাজনৈতিক জ্ঞান ছিলো না; উনি কিছু কৌশল প্রয়োগ করে ক্ষমতায় ছিলেন; এতে স্বাধীনতাকামীরা ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২| ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: আপনি ড: ইউনুসের হয়ে অনেক কথা বলছেন; অপেক্ষা করেন, মিলিয়ে নিতে পারবেন


ড: ইউনুস ভালো মানুষ, উনার নিয়ত ভালো।

৫৩ বছরে দেশের দূনিতি মুক্ত করার একটা শুযোগ এসেছে। এটা যদি জনগন নিতে না পরে তবে আবার দেশে রাজনিতিক দানব সৃস্টি হবে, দূনিতি করে টাকার পাহাড় গড়বে।

৮০ বছরের বৃদ্ধ ভিক্ষা করবে নতুবা রিস্কা চালাবে রাজপথে। রাজনিতিক নেতাদের গুনগান গেয়ে কোটি টাকার বড় বড় তরনের পাশে শিশু ভিক্ষা করবে।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:




৫৩ বছর এই দেশে ডাকাতী করেছে আওয়ামী লীগ, বিএনপি-জামাত ও জাপা; সেজন্য মানুষ পরিবর্তন চেয়ে আসছিলো সব সময়; এর আগেও পরিবর্তন এসেছিলো, ভালো কিছু ঘটেনি; এবারের পরিবর্তনের ভালো দিক ড: ইউনুস, ভয়ংকর দিক হচ্ছে কোমলমতিরা।

১৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: এবারের পরিবর্তনের ভালো দিক ড: ইউনুস, ভয়ংকর দিক হচ্ছে কোমলমতিরা।

হেফাজত আর কিছু কট্টর মোল্যা আছে যারা বেশি স্বাধীনতা পইয়া গেছে। এরা খুবই ছোট্ট গোস্ঠির প্রতিনিধি।

আইন সৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে আসছে কালো পতাকা আর জাতিয় সঙ্গিত পরিবর্তনের কথা কেউই বলবেনা।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:



হেফাজত এখনো সরাসরি রাজনীতিতে নেই; তবে, এদের সংখ্যা আওয়ামী লীগ কিংবা বিএনপি'র সামান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.