নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ব্লগে চাষী কিংবা চাষীর সন্তান থাকলে, উনাদের জানার কথা, চাষী বীজ বপনের সময় জানেন, কি ফসল ফলবে!
জেনারেল আইয়ুব খান ক্ষমতায় আসার সময় (১৯৫৮ সাল ) মোনায়েম খান ও ফজলুল কাদের চৌধুরী জানতেন না যে, উনার কারণে পাকিস্তান ভেংগে যাবে ও ২০২৪ সালেও পাকিস্তানের ক্ষমতা কন্ট্রোল করবে মিলিটারী।
২০০৬ সালে, ফিলিস্তিনীরা হামাসকে ভোট দেয়ার সময় জানতো না যে, উহাই ছিলো শেষ ভোট, ভোটে তাঁরা নিজেরাই নিজেদের মৃত্যুর পরোয়ানা জারি করছেন।
শেখ সাহবে ৬ দফা প্রকাশ (১৯৬৬ সাল ) প্রকাশ করার সাথে সাথে জেনারেল আইয়ুব খান বলেছিলো যে, দেশদ্রোহী শেখ পাকিস্তানকে ভাংগার প্ল্যান করছে।
১৫ই আগষ্ট দেশের মিলিটারী শেখ সাহেবকে হত্যা করার পর, তাজউদ্দিন সাহবে অনুমান করতে পারেননি যে, মিলিটারীর লিষ্টে উনার নামও আছে।
জুলাই মাসের ১ম সপ্তাহে "সাধারণ ছাত্ররা"রা "কোটা" আন্দোলন শুরু করলে, শেখ হাসিনা বুঝতে পারেননি যে, এরা কেমন "সাধারণ ছাত্র"।
আজকে আমার ১ পোষ্টে মন্তব্য করার সময় ব্লগার "নতুন" ড: ইউনুসের ইন্টারভিউ থেকে কয়েক লাইন তুলে দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে, দেশের সরকার এটা ১টি বিশাল যন্ত্র, ইহাকে চালু করতে সাময় লাগবে। উনি গাড়ীর উদাহরণ দিয়ে বলেছেন যে, শুরুতে ১ম গিয়ারে শুরু করতে হয়, আস্তে আস্তে ৩য় গিয়ারে যেতে হয়। উদাহরণটা কোন ড্রাইভার দিলে ভালো হতো। আমার প্রশ্ন, গাড়ীর ষ্টিয়ারিংটা কি উনার হাতে?
০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সোনাগাজী বলেছেন:
বেশীরভাগ কৃষক ঋতু ও সময় বুঝেন; যারা বুঝে না, তারা ফসল ঘরে আনতে পারে না।
২| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
নতুন বলেছেন: ড: ইউনুস রাজনিতিকদের মতন মিথ্যা কথা বলবেন না, ঘুরাইয়া প্যাচাইয়া মানুষকে বোকা বানাতে চাইবেন না।
তাই তার কথা গুলি বোকা বোকা লাগবে। কারন এমন কথা কোনদিনই হাসিনা, খালেদার মুখে শুননেন নাই।
শুনছি শেখ হাসিনা কাতার বা আরব আমিরাতে চলে আসবেন ভারত থেকে।
যদি আমিরাতে আসে তবে ভারত ঝামেলা করা কমিয়ে দেবে।
আফসোসলীগ মাইনা নেওয়া শুরু করছে ইতিমধ্যে।
সরকার একটু স্মুথলি চলতে থাকলেই সবার কথা পাল্টে যাবে।
০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
উনি কি জন্য নিউইয়র্ক গিয়েছিলেন, সেটা জাতিকে বলেছেন?
৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১১
ফেনা বলেছেন: দাদু এইসব ছাইপাশ লিখে কি লাভ। ভাল কিছু লিখেন । আপনার লেখার মান যথেষ্ট ভাল। আপনার থেকে গঠন মূলক, পরামর্শ মূলক, পরিকল্পনা ধরেনের লেখা আশা করি।
গার্বেজ লিখার জন্য ত আমরা আছি।
সব কিছুতে নেগেটিভ না খুঁজে পজেটিভ কিছু বলার চেষ্টা করে। দুনিয়ার সব কিছুতেই খারাপ নেই। ভাল কিছু আছে। আমাদের সেই দিকেই যেওয়ার চেষ্টা করা উচিৎ নয় কি???
ভাল থাকবেন দাদু।
০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সোনাগাজী বলেছেন:
চেষ্টা করবো।
৫৩ বছর পর, আমদেরকে আবারো নতুন করে শুরু করতে হচ্ছে; শুরুটা বুঝার দরকার।
শেখ হত্যার পর, তাঝউদ্দিন সাহেব যদি বুঝতেন যে, যারা শেখকে হত্যা করেছে, তারা উনাকেও হত্যা করবে; তা'হলে আজকে আমরা একটু হলেও ভালো থাকতাম।
৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকার বাংলাদেশ কে নিয়ে কি পরিকল্পনা আছে? তারা কি বর্ণচোরা দের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিবে? ভারত মানবে?
০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনারা ভারত ভারত কি কারণে করেন? ভারত জানে যে, বাংলাদেশ আছে দক্ষিণ পুর্ব সীমান্তে; এর বেশী বাংলাদেশকে নিয়ে কি ব্যবসা ওদের?
৫| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩
নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশকে আমরা যেভাবে বলি ভৌগলিকভাবে ভারত, আমেরিকা, চীন, পাকিস্তান এদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মোটেও মনে হচ্ছে না। বাংলাদেশ আসলে ভৌগোলিকভাবে এতটা গুরুত্বপূর্ণ নয়, এগুলি সবই রাজনৈতিক প্রোপাগান্ডা মাত্র।
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন, লেবানন, ইত্যাদই এখন সারা বিশ্বের জন্য বোঝা; মালয়েশিয়ার ডাকাত পিএম বাংলাদেশে এসেছিলো ৫ ঘন্টা বিশ্রাম নিতে, ড: ইউনুস শুরু করেছিলো সাহায্য চাও্যা।
৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩
ফেনা বলেছেন: লেখক বলেছেন:
চেষ্টা করবো।
৫৩ বছর পর, আমদেরকে আবারো নতুন করে শুরু করতে হচ্ছে; শুরুটা বুঝার দরকার।
শেখ হত্যার পর, তাঝউদ্দিন সাহেব যদি বুঝতেন যে, যারা শেখকে হত্যা করেছে, তারা উনাকেও হত্যা করবে; তা'হলে আজকে আমরা একটু হলেও ভালো থাকতাম।
--- আপনি ৫৩ বছরে শুরু করতে পারেনইনি কেন জানেনে- কারণ আপনি নিজের স্বার্থ চিন্তা করে সমস্যার সমাধান না করে পালিয়ে গেছেন। নিজের পরিবারটাকে আদর্শ পরিবার বানাতে পারেননি। তাই রাষ্ট্র আদর্শ হতে পারেনি।
যদি কোন পদার্থের পরামানু যদি ভাল মানের হয় তবে সেই পদার্থ অবশ্যি ভাল মানের হবে। ঠিক তেমনি পরিবার আদর্শের মাঝে তৈরি হলে সেই রাষ্ট্র ভাল মানের এবং সামনে এগুতে বাধ্য।
ভাল থাকবেন।
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯
সোনাগাজী বলেছেন:
খবর নিয়েন ১৯৭২ সালটা কেমন ছিলো, মুক্তিযোদ্ধাদের অবস্হা কি ছিলো।
৭| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪
মামুন ইসলাম বলেছেন: মানুষ ভুল করলে তার কিছু খেশারত তো দিতে হয় ই । আমাদের দেশের রাজনৈতিক নেতা কর্মীরাও অনেক সময় অনেক ভুল করেন
আর সেই ভুলের মাশুল গুনেন।
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫০
সোনাগাজী বলেছেন:
৩য় বিশ্বের রাজনীতির লোকেরা ভুল করলে জনতা মাসুল গুনে; আমি ড: ইউনুসের ভুল দেখছি।
৮| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৬
ফেনা বলেছেন: বোকা সরকার
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৩
সোনাগাজী বলেছেন:
আপনার পোষ্ট পড়ে কমেন্ট করেছি।
৯| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: ইউনুস বেকা না,বোকার ভান ধরে থাকে।
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯
সোনাগাজী বলেছেন:
মানুষ চিন্তিত, উনি কার লোক!
১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৫
ঊণকৌটী বলেছেন: বাংলাদেশে সবাই নিজের স্বার্থের চলে, নিস্বার্থ কেউই নাই |তাই এইভাবেই চলবে | ইউনুস ও নিজের স্বার্থের কারণে এসেছে | সে যায় হোক না কেনো!
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩
সোনাগাজী বলেছেন:
এটা ঐক্যবদ্ধ সমাজ ও দেশ নয়; এখানে সবাই বেদুইন সমাজের মতো, প্রত্যেক পরিবার নিজেদের জন্য চেষ্টা করে মাত্র।
১১| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আশা করছি দেশ ভালো পথে চলুক,
কিন্ত ভরসা পাচ্ছি না,
লক্ষন সমূহ মোটেও ইতিবাচক নয় ।
০৮ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৫
সোনাগাজী বলেছেন:
যা ঘটেছে, আর যা ঘটার সম্ভাবনা আছে, সব মিলায়ে কম্পাইল করেন; ইহা ভয়নাক কিছুর শুরু মাত্র।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
আজব লিংকন বলেছেন: অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।