নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ট্রাম্পকে ২য় বার গুলি করার জন্য পজিশন নিয়েছিলো একজন পরিচিত অপরাধী লোক; সে ধরা পড়েছে। তার পুরো প্রচেষ্টা, তাকে ধরার ধরণ ও ট্রাম্পের ঘনিষ্ঠ লোকদের আচরণ দেখে আমার মনে হয়েছে যে, ইহা ট্রাম্পের লোকদের দ্বারা আয়োজন-করা ১টি ড্রামা; ইহা করার মুলে ছিলো ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা।
যেই লোকটি গুলি করতে গিয়ে ধরা পড়েছিলো, সে ড্রামার অংশ নয়; মনে হয়, তাকে টাকা দেয়া হয়েছিলো ট্রাম্পকে হত্যা করার জন্য; সে বুঝতে পারেনি যে, ইহা ১টি ষড়যন্ত্র, যারা টাকা দিচ্ছে, তারাই তাকে ধরিয়ে দেবে, কিংবা হত্যা করবে।
ট্রাম্পকে ১ম বার সত্যি সত্যি গুলি করেছিলো পেনসিলভেনিয়া রাজ্যের একটি ছোট শহরে; ইহা ট্রাম্প ডান কান ছুঁয়ে গেছে; আর মাত্র ২ইন্ছি বাম দিক দিয়ে গেলে কাজ সেরে গিয়েছিলো। সেইদিন ট্রাম্পের জনপ্রিয়তা ৫ পয়েন্ট উপরে উঠে গিয়েছিলো ও তার নির্বাচনী ফান্ডে চাঁদা এসেছিলো ১২০ মিলিয়ন ডলার।
ট্রাম্পের আচরণ, তার ভোটের প্রচারণা ও তার ঘনিষ্ঠ লোকদের আচরণ দেখে মনে হচ্ছে, তাকে ভোটে জয়ী করানোর জন্য ভোটের ২/৩ দিন আগে আরেকবার হত্যা ড্রামার আয়োজন করা হবে।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
সোনাগাজী বলেছেন:
২০১৬ সাল থেকে আমেরিকার সাদাদের বড় অংশ ট্রাম্পের রেসিষ্ট মনোভাবে সাথে তাল মিলিয়ে এগুচ্ছে; আমেরিকা সমস্যায় আছে।
২| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: আন্তর্জাতিক বিষয়াদি ও পশ্চিমা রাজনীতি নিয়ে আপনি চমৎকার লিখেন। অযাচিতভাবে মানুষকে খোঁচা দিয়ে মন্তব্য ও পোস্ট দেয়া পরিহার করার অনুরোধ করছি। আশা করছি মডারেটর সাহেব আপনাকে ব্যান করার ব্যাপারে সদয় হবেন।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪০
সোনাগাজী বলেছেন:
ব্যান করার মতো কাজ আমি কখনো করিনি; আমাকে ব্যান/সেমিব্যান করার কারণ হচ্ছে, আমার পোষ্টগুলো প্রশ্নফাঁস-করাদের মতো নয়।
৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি সোনাবীজ ভাই কে খোচান মাঝে মাঝে। উনি ভালো লোক। উনিও আপনাকে কষ্ট দিয়ে হয়ত মন্তব্য করেছেন। শেরজা ভাইও ভালো লোক। পোস্টে ও মন্তব্যে উনাদের টানবেন না। উনাদেরকেও অনুরোধ আপনাকে আঘাত করে যেন মন্তব্য না করেন। আশা করছি আপনি এবং উনারা আমার অনুরোধ রাখবেন।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫১
সোনাগাজী বলেছেন:
ঠিক আছে।
তবে, ঢাকার ৪০ ভাগ মানুষ সৎ নন।
৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: অযাচিতভাবে মানুষকে খোঁচা দিয়ে মন্তব্য ও পোস্ট দেয়া পরিহার করার অনুরোধ করছি।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৭
সোনাগাজী বলেছেন:
আমি মানুষের সিমান্টিক ভুল ও ভুল ধারণা নিয়ে আলোচনা করি; যেমন, আমি ব্লগে কখনো মির্জা ফখরুল বা শেখ হাসিনােক "খোলা চিঠি" লিখবো না; লিখলে, আমি বরং এডমিন কিংবা কোন ব্লগারকে লিখবো; বাংগালীদের ধারণার মাঝে সব সময় সমস্যা আছে।
৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ঢাবিয়ান ছাড়া ব্লগের সবাই খুব ভালো। একমাত্র ঢাবিয়ান মতের ভিন্নতার কারণে বা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতারব্জন্য ব্লগার হত্যা করতে চায়। অন্যরা সামনা সামনি আপনার সাথে দেখা হলে বুকে টেনে নিবেন। এমনকি জুলভার্ন ভাই, জটিল ভাই ও ভুয়া মফিজও।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৯
সোনাগাজী বলেছেন:
ঢাবিয়ান ইত্যাদিরা ঠিক মতো পড়ালেখা করেননি।
৬| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০০
গেঁয়ো ভূত বলেছেন: আপনি ব্যান খাইয়া জনপ্রিয়তা বাড়ান আর ট্রাম্প গুলি খাইয়া জনপ্রিয়তা বাড়ায় ব্যাপারটা কিন্তু দারুন!
ওই বাটা আপনার সাগরেদ নাকি?
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩১
সোনাগাজী বলেছেন:
আমি যেসব বিষয়ে লিখি, আপনি সেসব বিষয়ে লিখার চেষ্টা করে দেখেন!
৭| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প তো ক্ষমতায় যাওয়ার আগেই ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ইসরায়েল কে বলছে! এবার ক্ষমতায় ইরানের খোমেনির জানাজা পড়বে ইরানিরা!
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২
সোনাগাজী বলেছেন:
আয়াতোল্লা খোমেনী ৮ বছর যুদ্ধ করে ও আহমেদি নেজাদ ইসরায়েলে এটম বোমা ফেলবে বলে, ইরানকে খুবই খারাপ পজিশনে নিয়ে গেছে।
৮| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সর্বপ্রথম প্রতিটি মানুষের বিবেক ও চরিত্রের সংস্কার করা দরকার।
বাকি সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।
বিবেকের রিসেট বাটনে সবাই শক্ত করে চাপ দিন।
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:২৩
সোনাগাজী বলেছেন:
আমেরিকাকে ৩য় বিশ_বের পর্যায়ে নিয়ে গেছে ট্রাম্প।
৯| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:২৫
আজব লিংকন বলেছেন: আপনার মত অনেকই হয়তো জানে ট্রাম্প তাঁর উপর সাজানো আক্রমণ চালাবেন।
এটার ফায়দা নিতে দেখা গেল সত্যি সত্যি দ্বিতীয় কিংবা তৃতীয় পক্ষের কেউ তার উপর আক্রমণ করে বসলো।
তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে?
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৩০
সোনাগাজী বলেছেন:
ট্রাম্প বা ঐ ধরণের লোকজনকে গুলি-করা খুবই কঠিন ব্যাপার; ৩/৪ লেভেলের সিকিউরিটি থাকে।
তবে, তার আচরণ ভয়ংকর, গুলিতে তার মৃত্যু হতেও পারে।
১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৩৩
আঁধারের যুবরাজ বলেছেন: দেরিতে হলেও ফ্রান্সের রাষ্ট্রপতি বলেছেন ইসরায়েলকে অস্র দেবেন না তাদের আগ্রাসনের জন্য। ইউরোপের আরো কিছু দেশও একই কথা বলেছে। নেতানিয়াহু তীব্র সমালোচনা করেছে !
Shame on them !
০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৮
সোনাগাজী বলেছেন:
ঈউরোপ অনেক আগেই ইহুদীদের জল্লাদী মনকে টের পেয়েছে, আমেরিকার মানুষও টের পেয়েছে; কিন্ত আমেরিকান সরকারের মাঝে ইহুদী লবি ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে; এই সাহায্য ইহুদীদের জন্য মৃত্যুফাঁস হয়ে যাচ্ছে; ইসরায়েল বসবাসযোগ্য থাকবে না।
ইরান ভুল করেছে ইসরায়েলের উদ্দেশ্য তাদের আতসবাজী করে।
১১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৭
নতুন বলেছেন: ড: ইউনুসের ইন্টারভিউটা পড়েছেন?
https://www.prothomalo.com/bangladesh/zsm9mtghe3
প্রথম আলো: আপনি বর্তমান উপদেষ্টা পরিষদকে সঙ্গে নিয়ে কাজ করছেন। কাজের যা অগ্রগতি, তাতে কি আপনি সন্তুষ্ট?
ড. ইউনূস: এটা নির্ভর করে আপনি কি এক্সপেক্ট করেন। সরকার একটা মহা–ইঞ্জিন। এই মহা–ইঞ্জিন আমরা চালু করার চেষ্টা করছি। প্রথমে আমরা ফার্স্ট গিয়ার দিয়ে চেষ্টা করছি, চালানো যায় কি না। এটা নড়লে আমরা সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারের দিকে যাব। এটা হলো বিষয়। আমরা এক ধাপে থার্ড গিয়ারে চলে গেলাম, ফুল স্পিডে চলে গেলাম, এটা সম্ভব না। কাজেই ওই গতিটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তারপর যেন পুরো স্পিডে যেতে পারি। এটা কিন্তু বেশি সময় দিলে তা–ও হচ্ছে না। আমাদের তো কাজের মধ্যে নামতে হবে। কাজ তো অনেক, অফুরন্ত কাজ আছে।
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৯
সোনাগাজী বলেছেন:
উনি কি ড্রাইবারের চাকুরী করেছিলেন কখনো?
১২| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
ড্রামা করে আমেরিকায় ক্ষমতায় যাওয়া যায়, বাঙালীরা তো ডিরেক্ট একশনে যায়, ফিল্মের প্রয়োজন নেই।
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪
সোনাগাজী বলেছেন:
ড্রামাটা আমেরিকার জন্য প্রথম।
১৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৫
নতুন বলেছেন: উনি কি ড্রাইবারের চাকুরী করেছিলেন কখনো?
উনি ড্রাইভাবের চাকুরী করলে দেশের চালকের আসনে বসতে পারতে না কোন দিন।
গুুগুলের সিইওর ছেলের ড্রাইভিং লাইসেনেবার ইচ্ছা নাই। কারন যখন উনার ছেলের ড্রাইভিংএর বয়স হবে, ততদিন ড্রাইভার ছাড়াই গাড়ী চলার মতন পরিবেশ চলে আসবে।
০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
সোনাগাজী বলেছেন:
যাক, ড: ইউনুস এখনো বাংলাদেশের ড্রাইভিং সীটে নেই ও ষ্টিয়ারিং উনার হাতে আসনি।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
কামাল১৮ বলেছেন: আামাদের দেশে সফল হলেও ঐ দেশে সফল নাও হতে পারে।নিজেদের লোকদের গুলি করে মেরে সব দেশে সফল হওয়া যায় না।তাদের বিশ্লষণ ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি।