নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন বাংলাদেশের মিলিটারীকে ক্ষমতা থেকে দুরে রাখতে!

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৩:২৪



১৯৭১ সালের জেনারেশন'এর কাছে ইন্দিরা (১৯১৭ - ১৯৮৪ ) ছিলেন ১ জন বিশাল ব্যক্তিত্ব; যু্দ্ধ লেগে যাওয়ার পর, উনি বলেছিলেন যে, বাংগালীরা ভালো ও নীরিহ জাতি, তিনি এই জাতিকে সাহায্য করবেন; তাতে বাংগালীরা ও ভারতীয়রা সমানভাবে উপকৃত হবে; উভয় দেশের মানুষ ভালো প্রতিবেশী হিসেবে সুখে শান্তিতে থাকবে।

শেখকে হত্যা করে মিলিটারী ক্ষমতা নেয়ার পর তিনি বাংলাদেশ নিয়ে হতাশ হয়ে গিয়েছিলেন; এরপর, তিনি শেখ হাসিনাকে পেয়ে কিছুটা আশা করেছিলেন যে, শেখ হাসিনা নিজের জনপ্রি্য়তা দিয়ে হয়তো দেশকে মিলিটারীর হাত থেকে মুক্ত করতে পারবেন।

শেখ হাসিনার বাবা উনাকে রাজনীতিতে আনেননি; মনে হয়, উনি বুঝেলিনে যে, ইহার দ্বারা রাজনীতি হবে না; কিন্তু জেনারেল জিয়া উনাকে রাজনীতিতে নিয়ে আসে।

ইন্দিরা গান্ধী শেখ হাসিনার কিছুটা কার্মকান্ড দেখে গিয়েছিলেন; ইন্দিরা জীবিত থাকাকালেই শেখ হাসিনার আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, ইহা স্বাধীনতাকামীদের মাঝে বেশ উৎসাহের সন্চার করতে সমর্থ হয়েছিল!

শেখ হাসিনার ভালো জনপ্রিয়তার সময়েই বাংলাদেশে ২য় জেনারেল ক্ষমতা দখল করে নেয়; শেখ হাসিনা কিছুই করতে পারেনি। ২০১০ সালের পর, শেখ হাসিনা মোটামুটি জিয়া ও এরশাদের জেনারেলদের কিছুটা ক্ষমতাচ্যুত করতে সমর্থ হয়।

কিন্তু একটা বিষয় শেখ হাসিনা বাংগালীদের জানতে দেয়নি যে, আমাদের মিলিটারী আসলে আমাদের নয়; ওরা আসলে পশ্চিমের কমান্ড মেনে চলে!


মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩১

হাসান জামাল গোলাপ বলেছেন: জিয়া,এরশাদের আমলে পার্বত্য এলাকায় যে অশান্তি ছিল তাতে ইন্দিরা সরকারের কি ভূমিকা ছিল? তাতে কি পরোক্ষভাবে মিলিটারি সরকার বেনফিসিয়ারী হয়নি?

০৪ ঠা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



ইন্দিরা এসব ছোটলোকী কাজের মানুষ ছিলেন না, উনার ভাবনাচিন্তা ছিলো মহাত্মা গান্ধীর সমতুল্য।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫০

সোনাগাজী বলেছেন:



তখন পার্বতে লুকিয়ে ছিলো ৩/৪ হাজার জামাত নেতা, ৫/৭ হাজার ইসলামী ছাত্র সংঘের নেতা ও ৮/১০ হাজার রাজাকার।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৭:০৪

হাসান জামাল গোলাপ বলেছেন: তাঁরা তো অলরেডি পুনর্বাসিত, লুকিয়ে থাকার দরকার কি?

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



লুকিয়ে আছে জাতির সম্পদ লুন্ঠন করার বিচার থেকে বাঁচার জন্য

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৭

জ্যাকেল বলেছেন: ১৯৪৮ সালে হায়দ্রাবাদ খেয়েছিল ইন্ডিয়া, সেই থেকে শুরু, খেল কাস্মির, গুজরাট, হিমাচল, পন্ডিচেরি, খেল গোয়া, সিকিম।

১৯৪১ সালে বাংলাদেশকে গিলবার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল কিন্তু বাধ সাধে জামাত। পারল না। লেন্দুপ হাসিনা দেশ থেকে বিতাড়িত কিন্তু তার শাগরেদরা লুকিয়ে লুকিয়ে ডুবু খেলিতেছে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪০

সোনাগাজী বলেছেন:



ওগুলোকে স্বাধীন করবে আমাদের প্রতারক কোমলমতিরা, সাথে থাকবেন আপনি।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৯

জ্যাকেল বলেছেন: ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতা হরণ করেছিলেন, উনি কোন মহান কেহ ছিলেন না, ছিলেন এক ডাইনি।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪২

সোনাগাজী বলেছেন:



ইন্দিরা গান্ধী কারো ভুমি দখল করেননি; সিকিমের লোকেরা বৃহত্তর ভারতের অংশ হয়ে ভালো জীবনের আশা করেছে।

ইন্দিরা গান্ধী বিএনপি'র মতো জল্লাদদের ক্লাবের সদস্য নন।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৮

কামাল১৮ বলেছেন: ৭১রে ইউনুসের কি ভূমিকা ছিলো।আপনিতো চাটগাঁয়ের লোক কিছু জানেন।সে কি রাজাকারের দোসর ছিলো।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



উনার ভুমিকা ভালোই ছিলো; তখন তিনি আমেরিকায় পিএইচডি করছিলেন; আরো কিছু বাংগালীসহ মিলে, কিছু ডলার সংগ্রহ করেছিলেন; কার কাছে পাঠায়েছিলেন, সেটা আমি জানি না।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৯

Sayed Kutub বলেছেন: বাংলাদেশে এখন চলছে বিভিন্ন শ্রেণি এবং মতের মানুষের মধ্যে বিভেদ,অশান্তি সৃষ্টির অপচেষ্টা। শিক্ষা ব্যবস্থা কে আগেই ধ্বংস করে দিয়েছে এখন চলছে ইসলামিকরণ এর অপপ্রয়াস। যাকে তাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে আক্রমণ করা হচ্ছে। প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে দ্বন্দ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পাহাড়ি - বাঙালিদের মধ্যে অশান্তি, সেনাবাহিনী ঠোলা বাহিনীতে পরিণত হওয়া, মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দেয়ার সময় বিদেশি মিডিয়ার কাছে ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস কে এড়িয়ে যাওয়া, চাকুরির প্রবেশের সীমা বাড়ানোর মাধ্যমে (৪০) বিএনপি, জামাতের মেধাবী দের সুযোগ করে দেয়া সহ সব ক্ষেত্রে অস্থিরতা চলছে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা পড়ালেখা ছেড়ে দিয়েছে স্বাধীনতার পরপরই, সেটার ফলাফল এখন জাতি ভোগ করছে।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:১১

নতুন বলেছেন: শেখকে হত্যা করে মিলিটারী ক্ষমতা নেয়ার পর তিনি বাংলাদেশ নিয়ে হতাশ হয়ে গিয়েছিলেন; এরপর, তিনি শেখ হাসিনাকে পেয়ে কিছুটা আশা করেছিলেন যে, শেখ হাসিনা নিজের জনপ্রি্য়তা দিয়ে হয়তো দেশকে মিলিটারীর হাত থেকে মুক্ত করতে পারবেন।

ভারত পাকিস্তানকে দূর্বল করতেই বাংলাদেশকে সাহাজ্য করেছিলো। আয়ামীলীগ ভারতের এজেন্ডা বাস্তাবায়নে সাহাজ্য করেছে বরারব এবং এতো বড় একটা বাজারের দখল থাকলে সেটা ভারতীয়দের জন্য খুবই ভালো ।

আশা করি সামনের সরকারগুলি কারুর কাছে নতজানু হবেনা।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



"ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য বাংলাদেশকে সাহায্য করেছিলো", ইহা আমি বুঝেছেি ১৯৭১ সালে; আজকে আপনি কেন আমাকে সেই জ্ঞান দিচ্ছেন?

আমরা যখন আক্রান্ত হয়েছি, ভারত সাহায্য না করলে আপনার শ্বশুর বাড়ীর লোকজন কি সাহায্য করতে পারতো?

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৯:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইন্দিরা গান্ধীর সহায়তা ও বিচক্ষনতা না থাকলে
আমাদের দেশ এত দ্রুততম সময়ে স্বাধীনতা লাভ করত না ।

,............................................................................................................
এই সত্য কৃতজ্ঞতা না থাকলে আমরা জাতি হিসাবে আজীবন বেঈমান বলে চিহ্নিত হবো ।
আর আজকের ছাত্র- জনতা পরাধীন দেশে থেকে, কেরাণীর চাকুরী করত ।
যেমনটা চলছে গাঁজার স্বাধীনতা নিয়ে ।
বিগত সরকার যে সকল গর্হীত, প্রমানিত অন্যায় করেছে তার বিচার অবশ্যই হওয়া উচিৎ
পাশাপাশি বলব জামাত প্রধান যা বলেছে ( আমি জামাত করিনা ), বিভক্তি চাই না , ঐক্যর ভিত্তিতে
দেশে চালাতে চাই । অধিকতর গ্রহনযোগ্য বলে মনে করি ।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



জামাত, ব্রাদারহুড, হামাস, হিজবুললার লোকেরা অনেক মিষ্টি কথা বলে; ১৯৭১ সালে ওরা মানুষকে বলীলো যে, তারা ভারতীয় রামরাজ্যের বিপক্ষ যুদ্ধ করছে; কিন্তু হত্যা করেছে কাকে? তারা হত্যা করে বাংগালীকে! ওদের মাথার মগজে শয়তান বাসা করে।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারা হত্যা করে বাংগালীকে! ওদের মাথার মগজে শয়তান বাসা করে।
.................................................................................................................
সময়ের স্রোতে তাদের অবস্হান মনে হয় পরিবর্তন হয়েছে ।
বর্তমান আফগানিস্তান নিয়ে আমরা অনেক শস্কিত ছিলাম,
কিন্ত বাস্তবতা বলছে তার এখন ভালো করছে, অর্থাৎ মন্দের ভালো ।
আমি রাজনীতি করিনা বা কোন দলের সদস্যও নই, কিন্ত আমার মনে হচ্ছে
আসন্ন সংসদ নির্বাচন প্রস্তুতিতে সব দলের অংশগ্রহন করা উচিৎ এবং একটি
ভারসাম্য সংসদের জন্য এর প্রয়োজন আছে ।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



ওরা কি আধুনিক কোন শাসনতন্ত্রের কথা বলছে, নাকি আগের মতো ইসলামিক শাসনতন্ত্র নিয়ে আছে?

১০| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:












শ্শ্রীমতি গান্ধীকে অনুসরণ করে জুলাই মাসে কেন বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হলো না?

এ বিষয়টা কি কারো মাথায় ছিল না নাকি?

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৯

সোনাগাজী বলেছেন:





শেখ হাসিনা টের পায়নি যে, উনার মিলিটারী বিক্রয় হয়ে যাবে।

১১| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৪১

চারাগাছ বলেছেন:
অপারেশন ব্লু স্টার সম্পর্কে আপনার চিন্তাধারা কি?

১২| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৫

সোনাগাজী বলেছেন:



এই ভয়ংকর ভুলটা করেছিলো ডিফেন্স মিনিষ্টর; ইন্দিরা উহা থামাতে পারেননি; তাতে উনার প্রাণ গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.