নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শুধু শেখ হাসিনাই মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন, পেরিয়ড!

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ২:১০



ব্লগে আমি অনেক অনেক বড়বড় থিংক-ট্যাংকদের একটি অতি সন্মানজনক বাক্য পড়ে, রেগেমেগে একটি গালি দিতাম, "আপনি একজন বড় লিলিপুটিয়ান"। বাক্যটা ছিলো, "মুক্তিযোদ্ধারা কিছুই চাননি ( ভাতা, ছাতা, মাথা)"! দেশের গরীবের ছেলেগুলো দেশ স্বাধীন করেছিলেন, আর ওঁদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিলো আল্লাহ'তায়ালার; বড়মিয়া ওঁদের জন্য আকাশ থেকে সুজি ফেলবেন, যেভাবে তিনি ফেলেছিলেন মুসা নবী(আ: ) ও উনার জল্লাদ সাগরেদদের জন্য।

বাংলাদেশে গরীবের ছেলেদের জন্য মেজবানী বাড়ীতেও কিছু থাকে না; শেখ, জিয়া, এরশাদ, বেগম জিয়া, এই দেশের সাহসী সন্তানদের কিছুই দেয়নি, সামান্য চাকুরীও দেয়নি।

শেখ, জিয়া, এরশাদ, বেগম জিয়ার সময় কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিলো।

শেখ হাসিনা তাঁদেরকে বৃদ্ধ বয়সে সামান্য ভাতা ( আমার মতে অসন্মানজনক সাহায্য ) দিয়েছিলেন। কমবুদ্ধিমান হওয়ার কারণে পেনশন দেয়ার কথা ভাবেননি, দিয়েছিলেন ভাতা। দু:খের বিষয়, উনার দেয়া ভাতাতে বড় ভাগ বসায়েছিলো "ভুয়ারা"; বিএনপি ও আওয়ামী লীগ ২ লাখ ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছিলো। ভুয়াদের থেকে কিছু বাদ টাদ পড়েও দেড়লাখের বেশী ভুয়া আজও ভাতা সংগ্রহ করছে।

ড: ইউনুসের সরকার ভাতা দিচ্ছেন নাকি? উনার কোমলমতিরা তো ইহার বিপক্ষে আছে।

শেখ হাসিনা সামান্য কিছু বড় কাজ করেছিলেন: শেখ হত্যার বিচার ও বড় বড় মাথার রাজাকারদের বিচার; কিন্তু যোগ বিয়োগ করলে দেখা যায় যে, দেশটাকে ডুবায়ে দিয়েছেন; কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে উনি সবচেয়ে বড় বাংগালী।


মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৩:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে উনি সবচেয়ে বড় বাংগালী।

- বেশি সরলীকরণ হয়ে যায় ! আমার মনে হয় আওয়ামীলীগের সমর্থক মুক্তিযোদ্ধাদের নিকট হতে পারে। সকল মুক্তিযোদ্ধা হাসিনাকে পছন্দ করেন , এটা সঠিক না।

০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৯

সোনাগাজী বলেছেন:



অনেক মুক্তিযোদ্ধা উনাকে পছন্দ না করারই কথা; তবে, তিনি নিজের স্বল্প মগজ দিয়ে মুক্তিযোদ্ধা জন্য চেষ্টা করেন; অন্য কেহ কিছুই করেনি।

২| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৩:১৯

আজব লিংকন বলেছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেমন মুক্তিযোদ্ধা ছিলেন বলে আপনার মনে হয়?

০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:



এরা ছাত্র ইউনিয়নের লোকজন আগরতলায় ট্রেনিং ম্রেনিং দিয়ে শরণার্থীর জীবন যাপন করেছেন; তবে, বাংলাদেশ চেয়েছিলেন।

৩| ০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:২৩

কামাল১৮ বলেছেন: অনেক নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে কিন্তু ধারণ করে রাজাকারের চেতনা।কিন্তু কোন রাজাকার মুক্তি যুদ্ধের চেতনা ধারন করে না।

০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



আপনি জড়িত ছিলেন ও দেশের ভেতরে ছিলেন, রাজাকার পক্ষকে দেখেছেন; উহাদেরকে কখনো মানুষ বলে মনে হতো?

৪| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদের সম্মান করেননি; যদি করতো তাহলে তাদের জন্য পেনশন চালু করতেন তা না করি ভাতার ব্যবস্থা করেছেন এবং সেটা তাদের ছেলে মেয়ে পাবে, নাতিপুতি পাবে তারপরের প্রজন্ম পাবে ইত্যাদি ইত্যাদি এটা করেছিলেন তার পক্ষে একটা বলয় সৃষ্টি করার জন্য, ক্ষমতাকে আকঁড়ে থাকার জন্য।

০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৯

সোনাগাজী বলেছেন:



পেনশন দিতে মগজের দরকার হয়, উনি অতটুকু জ্ঞানী ছিলেন না; বাকীরা কেহ কিছুই করেনি; জিয়া ৩০০ জনকে ফাঁসী দিয়েছে।

৫| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৩

রাসেল ০০৭ বলেছেন: এই দেড়লাখ ভুয়া যোদ্ধার সবাই আম্লীগ ।
চতুর হাসীনা যোদ্ধাদেরকে হত্যা করেনাই কিন্তু ব্যাবসাটা জমিয়ে করেছে ।

০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৩

সোনাগাজী বলেছেন:


ভুয়া মুক্তিযোদ্ধা কাদের সময় কিভাবে হয়েছে, সেটা আমি দেখছি। তোফায়েল আহমেদ, কাদের সিদ্দিকী ও বিএনপি'র ক্যা: ওলি এই কাজ করেছে বড় স্কেলে।

৬| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৯

এম ডি মুসা বলেছেন: এই বাংলাদেশ কখনোই চায়নি ১৯৭১ সালে‌ । রাজনীতি নিয়ে মারামারি ভাঙচুর খুনাখুনি চালাবে।

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনি কি রকম বাংলাদেশ চান, সেটা শেখ মুজিবকে জানান; উনি আপনার জন্য সেই রকম ১টা বানিয়ে দিবেন।

৭| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যুগে যুগে সত্য ও ন্যায়ের জন্য আন্দোলন এবং আত্নাহুতি চলবেই
এজন্য তারা কখনও ভাববে না , পরবর্তীতে ভাতা পাবে , কি পাবেনা ।

০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১:৫২

সোনাগাজী বলেছেন:



অনেক মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে ছিলো সব সময়; ভাতা ওদের প্রাণ

৮| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৯

বঙ্গদুলাল বলেছেন: শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যতটা না সম্মানিত করেছে তার চেয়ে বেশি ব্যবহার করেছে।মাশরাফিদেরকে ব্যবহার করেছে।জামাত মামাতের সাথে গলা মিলিয়ে রাজনীতি যখন করেছে, তখন মুক্তিযোদ্ধারা কষ্ট পাওয়ার কথা।(সেক্টর কমান্ডার এম এ জলিল নাকি খেতাব পাননি, সত্য এটা?)

০৩ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



জলিল খেতাব প্রত্যাখান করেছে; কমজ্ঞানী মানউষ ছিলেন জলিল; ভালো যুদ্ধ করেছিলেন; কিন্তুু পাকিস্তানী অফিসার হিসেবে ভারত-বিরোধীি ছিলেন। উনার একটি ভুলের জন্য, সাড়ে ৭ কোটী ইডিয়ট বাংগালী আজো একটা ভুল কথা বলে, "ভারতীর বাহিনী ৯০ হাজার বন্দীর ও সকল পাকিস্তানী অস্ত্র লুট করে ভারতে নিয়ে গেছে"।

৯| ০৩ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০০

বঙ্গদুলাল বলেছেন: ইসরায়েল-ইরানের সর্বশেষ অবস্থান কী?এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে?

০৩ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



বিশ্ব দেখছে ইরান জংগী পালন করতে গিয়ে হাজার হাজার লেবাননীর মৃত্যুর কারণ হচ্ছে। ইরান আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

১০| ০৩ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০১

বঙ্গদুলাল বলেছেন:

০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



আমি লি কুয়ানের বই ( ফ্রম থর্ড-ওয়ার্ড টো ফার্ষ্ট ওয়ার্ল্ড, ২ খন্ড ) পড়েছি; লি শেখকে নেয়ে অনেক বড় আশা করে, শেষে হতাশ হয়েছিলো।

১১| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





আমার কাছে মুক্তিযোদ্ধাদের সব সময় অসাধারণ মানুষ মনে হয়।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৪১

সোনাগাজী বলেছেন:



আজকে দেশের ৬০/৭০ ভাগ মানুষ মুক্তিযোদ্ধাদের একটা সমস্যা মনে করে।

১২| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫০

চারাগাছ বলেছেন:
দীর্ঘ ১৭ বছর পর ১৯৮১ সালে ১৭ই মে শেখ হাসিনা দেশে ফেরেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয় ৩০ মে। শেখ হাসিনার সাথে কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাক্ষাত হয়েছিল।
এইবার শেখ হাসিনার দেশে ফিরতে কতদিন সময় লাগতে পারে বলে আপনার ধারনা?

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৮

সোনাগাজী বলেছেন:



এবার শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা কম; সাহস দেখালে উনি এখনি ফেরত আসতে পারেন। শেখ হত্যার সাড়ে ৬ বছরের মাঝেই তিনি দেশে ফিরে ছিলেন।

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৯

সোনাগাজী বলেছেন:



দেশে এলে উনাকে হত্যা করতে পারে

১৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: আজো একটা ভুল কথা বলে, "ভারতীর বাহিনী ৯০ হাজার বন্দীর ও সকল পাকিস্তানী অস্ত্র লুট করে ভারতে নিয়ে গেছে"।

আমার বাবার বন্ধু যিনি মুক্তিযুদ্ধের সময় আর্মি ক্যাপটেন ছিলেন উনি বলেছিলেন মেজর জলিলের ভারতীয় বাহিনির ট্রাক আটকের কথা উনিও সুনেছিলেন।

০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:




পাকিস্তানী অস্ত্র ভারতীয় বাহিনী নিয়ে যাওয়া নিয়ে আপনার বাবা কি বলেছিলেন?

১৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৭

জ্যাকেল বলেছেন: স্যাক মুজিব সাহেব অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাহিছিলেন। তাই তিনি ভারতে না গিয়ে পাকিস্তানের জেলে গিয়েছিলেন। কিন্তু দেশের মানুষ ওসমানী সাহেবের নেতৃত্বে দেশ স্বাধিন করে ফেলেছিল। ফ্রি দেশ পেয়ে তিনি মর্মা্থ অনুধাবন করতে চাহেননি কি ভাবে দেশ স্বাধিন হইয়াচিল।
এ কারণে তিনি মানুষের বাক স্বাধীনতার কবর রচনা করে বাকশাল বানিয়েছিলেন। ইহা ছিল এক দমবন্ধ পরিস্থিতি। রক্ষিবাহিনী গঠন করে তিনি বাংলাদেশে সরকারি স্বিকৃতি দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
হিন্দু মুসলিম ভেদ না করে ইহারা জোর করে যৌন নির্যাতন করত, মানুষের বাড়িতে ডাকাতি করত।
মুজিবের অদক্ষতার কারণে ১৯৭৪ সালে দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা যায় তখনও ভারত কিছু করেনি। অমর্থ্য সেন লিখেছেন ৭৪ দুর্ভিক্ষের কারণ খাবারের মজুদের অভাবের কারণে হয়নি, হয়ছিল মজুতদারি আর চরম দুর্নিতির জন্য।
সেনাবাহিনীকে ৩য় শ্রেণির বাহিনীতে পরিণত করেছিল এই স্যাক মুজিব, যার দরুণ মুক্তিযোদ্বারা একত্রিত হইয়া উনাকে উৎখাত করতে বাধ্য হয়।
দেশকে জাহাননাম বানানো থেকে বিরত রাখতে তাহারা সফল হন।

০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:




আপনার মতো লোকজনের সারাক্ষণ কাউয়ার মতো কা কা শুনে শেখ বিরক্ত হয়ে গিয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.