নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা ও নতুন মুক্তিযোদ্ধা শব্দগুলো মুক্তিযোদ্ধারা কিভাবে নিচ্ছেন?

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৮



শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল থেকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করার ফলে, দেশে প্রশাসনিক এনার্খীর সৃষ্টি হয়েছিলো, সঠিক নির্বাচন (গণতন্ত্র ) বিলুপ্ত হওয়ায় মানুষ শেখ হাসিনার সরকারের পতন চাচ্ছিলো। শেখ হাসিনার সরকারের পতন হয়েছে; তবে, যাদের হাতে পতন হয়েছে, উহাও বিশাল সমস্যার জন্ম দিবে।

সরকার পতনের আন্দোলনের লোকজন "নতুন বাংলাদেশ", "নতুন স্বাধীনতা" ও "নতুন মুক্তিযোদ্ধা"র মতো কিছু শব্দমালারও জন্ম দিয়েছে, যেগুলো বড় ধরণের বিতর্কের জন্ম দেয়ার সম্ভাবনা ছিলো। তবে, এই শব্দগুলো টিকবে না, মানুষের কাছে এগুলোর স্হান হবে না; সেটাই ঘটছে বলে মনে হচ্ছে; ১ মাসের ভেতরেই ব্লগে এসব শব্দের ব্যবহার কমে গেছে দ্রুত-গতিতে।

মুক্তিযোদ্ধারা জীবনের শেষের দিকে এসে সামান্য যেটুকু সাপোর্ট পাছ্ছিলেন, সেটা কিন্তু শেখ হাসিনার কারণে পাচ্ছিলেন। এজন্য জামাত-শিবির-হেফাজত ও বিএনপি'র লোকজন মুক্তিযোদ্ধাদের ভালো চোখে দেখেনি কোন সময়।

শেখ হাসিনার অপশাসনের সাথে মুক্তিযোদ্ধাদের কোন সংযোগ নেই; কিন্তু আন্দোলনের শুরুতে "মুক্তিযোদ্ধা কোটা" শব্দটা ব্যবহার করা হয়েছিলো; এতে মুক্তিযোদ্ধারা অস্বস্তিকর পরিস্হিতির মাঝে ছিলেন। আবার মুক্তিযোদ্ধাদের একমাত্র সাপোর্টার, শেখ হাসিনার লজ্জাজনক পতনের ফলে, মুক্তিযোদ্ধারা অক্সিজেনহীন অবস্হায় আছেন।

এই পরিস্হিতিতে, "নতুন বাংলাদেশ", "নতুন স্বাধীনতা" ও "নতুন মুক্তিযোদ্ধা" শব্দগুলো মুক্তিযোদ্ধারাও তাঁদের পরিবার কিভাবে হজম করছেন?


মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৫

আঁধারের যুবরাজ বলেছেন: জামাত-শিবির-হেফাজত ও বিএনপি'র লোকজন মুক্তিযোদ্ধাদের ভালো চোখে দেখেনি কোন সময়।

- বিএনপি মুক্তিযোদ্ধাদের ভালোচোখে দেখেনি ,কথাটা কতটুকু যুক্তিসঙ্গত ? বিএনপিতে আমার মনে হয় আওয়ামীলীগের চাইতে বেশি ( অন্তত কম হবে না ) মুক্তিযোদ্ধা রয়েছেন। জামাত ভালো চোখে দেখে না সেটা সত্য।

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



বিএনপি'র জন্ম ক্যান্টনমেন্টে, জিয়া ও উনার সহযোগী অফিসারদের মাথা থেকে; এদের মাঝে সামান্য পরিমাণ মুক্তিযোদ্ধা অফিসার ছিলো; বেশীরভাগ ছিলো ১৯৭৩ সালের পাকিস্তান ফেরত অফিসার।

ইহাতে ১ নং সেক্টরের মেজর শওকত আলী, ক্যা: ওলি ও ক্যা: মাহফুজ ছিলেন। এরসব মেজর ও ক্যাপ্টেনদের কিছু সৈনিক, কামন্ডারদের কারণে বিএনপি'তে গিয়েছিলো।

বাকী ১ লাখ ভুয়া মুক্তিযোদ্ধার জন্মদাতা পিতা হচ্ছে ক্যাপ্টেন ওলি ও কয়েকজন অফিসার।

২| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫১

কিরকুট বলেছেন: নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা ও নতুন মুক্তিযোদ্ধা শব্দগুলো জামাত শিবিরের সৃষ্টি । এরা এই সব আজগুবী কথাবার্তা প্রচার করে নিজেদের মাহত্ম বাড়াবার চেষ্টা করছে ।

এই দেশ স্বাধীন হয়েছে এক বার ।
এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে এক বার ।

নতুন বাংলাদেশের যে হাল তাতে আগামীতে কি হয় তা খুবি আশংকা জনক ।

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবির-হেফাজত ( যারা অখন্ড পাকিস্তানে বিশ্বাসী ) এরা এই জাতিকে ধ্ংস না'করে থামবে না।

তবে গতকাল, এই ব্লগের ১ জন মুক্তিযোদ্ধা ( ? ) এই আন্দোলনকে উদ্দেশ্য করে লিখছেন, "বিপ্লব দীর্ঘজীবি হোক"; সেই কারণে, আমার মনে এলো, শেখ হাসিনা-বিহীন পরিবেশে মুক্তিযোদ্ধারা এই আন্দোলন ও "নতুন" শব্দমালার ভেতর কেমন আছেন?

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭

এইচ তালুকদার বলেছেন: একটা দেশ একবারই স্বাধীন হয়। আর স্বাধীন দেশ থেকেই কেবল স্বৈরাচার উৎখাত সম্ভব হয়
তাই নতুন স্বাধীনতা ও নতুন মুক্তিযোদ্ধা শব্দগুলো কেবলি নেকড়ের গায়ে ভেড়ার চামড়া।

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ।

৪| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০

কিরকুট বলেছেন: তবে গতকাল, এই ব্লগের ১ জন মুক্তিযোদ্ধা ( ? ) এই আন্দোলনকে উদ্দেশ্য করে লিখছেন, "বিপ্লব দীর্ঘজীবি হোক"; সেই কারণে, আমার মনে এলো, শেখ হাসিনা-বিহীন পরিবেশে মুক্তিযোদ্ধারা এই আন্দোলন ও "নতুন" শব্দমালার ভেতর কেমন আছেন?

তিনি ক্যাঃ অলি মার্কা মুক্তযোদ্ধা ।

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



ক্যা: ওলি বেশীরভাগ সময়ে "যেদ ফোর্স" এডমিনিষ্ট্রেটিভ ক্যাপ্টেন হিসেবে ছিলেো; তবে, পাহাড়তলী, বাড়বকুন্ড, মিরসবাই, শুভবপুরে ও রামগড়ে যুদ্ধ করেছে।

পরে জিয়ার হয়ে দুনিয়ার আকাম করে দেশকে পাকিস্তান বানায়েছছিলো।

৫| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৭

নতুন বলেছেন: অতি উতসাহীরা এমন বলে তাকে।

আয়ামীলীগ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতন এতো বেশি বিক্রি করেছে যে মানুষের কাছে মূল্য হারিয়েছে।

কিছু রাজাকার যারা আবার ১৯৭১ পছন্দ করেন না তারা ২০২৪কে আসল স্বাধীনতা ঘোষনা দিলেও তারা খুশি হবে।

কবি বলেছিলেন রঙ্গে ভরা বঙ্গ দেশ।

তাই এই দেশে সব রং ই পাবেন।

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



তবে, কোমলমতিরা রংবাজ নয়, এরা জাতির নামও "নতুন বাংগালী" করার মতো লোকজন।

৬| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩২

নতুন বলেছেন: আরেকটা জিনিস দেখছি সেটা হলো আফসোসলিগের অনলাইনে আফসোস কমে গেছে।

তার অর্থ সরকার বর্তমানে ঠিক পথেই আছে।

কারন চুন খসলেই কিন্তু আফসোস লিগের প্রচারনা বেড়ে যাবে।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগে রাজনীতিবিদ নেই; ফলে, তারা রাজনীতি করতে পারবে না, এটাসেটা নিতে মেতে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

৭| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৫

নদীকান্ত বলেছেন: যারা মুক্তিযুদ্ধের সময় নিজেদের কলঙ্ক ঢেকে রাখতে চায় তারাই নতুন ৫ আগস্টের ঘটনাকে নতুন স্বাধীনতা নতুন মুক্তিযুদ্ধ এসব প্রচার করছে।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:২৪

সোনাগাজী বলেছেন:



"নতুন মুক্তিযোদ্ধা"দের লিষ্ট করলে, ১৯৭১ সালের সব রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাবে।

৮| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪১

শাহিন-৯৯ বলেছেন:
দুইটি প্রশ্ন,
এক, কোন সরকার প্রথম মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছিল?
দুই, কোন সরকার মুক্তিযোদ্ধা নামে আলদা একটি মন্ত্রালয় তৈরি করেছিল?

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



১) আমি ঠিক জানি না
২) সেটা হয়তো বিএনপি'র সমক্সয় হতে পারে; কারণ, তারা ১ লাখ ভুয়া যোগ করার পর, মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ২০ হাজার থেকে লাফ ২ লাখ পেরিয়ে গেছে; ফলে, মন্ত্রনালয় খুলতে হয়েছিলো, হয়তো।

**** প্রশ্ন: কোন জেনারেল মুক্তিযো্দ্ধা সৈনিকদের ফাঁসী দিয়েছে? *****

৯| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৩

ছোট কাগজ কথিকা বলেছেন: মুক্তিযোদ্ধাদের অবদান ও সম্মান নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক। 'নতুন স্বাধীনতা' বা 'নতুন মুক্তিযোদ্ধা' শব্দগুলো শুধুমাত্র বিভ্রান্তি এবং বিরোধের জন্ম দেয়। মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান ও স্বীকৃতি রক্ষা করতে হলে, তাদের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা প্রয়োজন। শেখ হাসিনার সরকার থাকুক বা না থাকুক, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম আর সন্মান নিয়ে রাজনীতি করা বন্ধ হওয়া উচিত।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা ব্যতিত, বাকীরা অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে; জিয়া ফাঁসী দিয়েছিলো ৩০০ জনের বেশীকে।

১০| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৯

আজব লিংকন বলেছেন: নতুন মুক্তিযোদ্ধা, নতুন স্বাধীনতা, এগুলো আসলে ইমোশনাল কথাবার্তা। ২৪'শের গণবিপ্লব এবং ৭১'রের মুক্তিযুদ্ধের মধ্যে বিস্তার ফারাক কিন্তু লক্ষ্য ছিল এক— গণতন্ত্রের মুক্তি। আসলেই গণতন্ত্রের মুক্তি এখনো হয়েছে কিনা সেটা বিতর্কের বিষয়। বিভিন্ন জন এখন বিভিন্ন কথা বলবে এসব কথায় কান দিয়ে লাভ নেই।

বিনা ভোটের স্বৈরাচারী সরকার বাংলাদেশ একটি মানুষও চাইনি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান যে ভাতা দেওয়া হয়। তা তাদের মৃত্যুর পরে তাদের সন্তারা পাবে। আমি এসবের পক্ষপাতি নই। যেমন কোটার পক্ষপাতি নই। এগুলা আসলেই বর্তমান সমাজে বৈষম্যের সৃষ্টি করে।

আমি নিজেই মুক্তিযোদ্বার নাতি। আমার নানুভাই পূর্ব পাকিস্তান আর্মির সৈনিক ছিলেন। যুদ্ধ শুরু হলে উনি আর্মি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। উনার এলাকায় রাজাকার ও পাকিস্তান মিলিটারি বাহিনী ওনার মাথার দাম তখন দশ হাজার টাকা হাকিয়ে ছিল। কি বীভৎ সেই মুক্তিযুদ্ধের দিনগুলোর কাহিনী। বাদ দেন ওই সব কথা।
মাশাল্লাহ উনি বেহাল তবিয়তে এখনো জীবিত। উনার দীর্ঘ আয়ু কামনা করি।

মুক্তিযোদ্ধার নামে কোনরকম ফায়দা আমরা চাই না। শুধু চাই সম্মান শ্রদ্ধা ও ভালবাসা।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১

সোনাগাজী বলেছেন:



২০২৪ সালে কোন বিপ্লব হয়নি। সরকার পতনের দরকার ছিলো, সেটা ঘটেছে; তবে, ইতিহাসে ইহা "প্রতারকদের আন্দোলন" হিসেবে পরিচয় লাভ করবে।

১১| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:০১

কামাল১৮ বলেছেন: নতুন স্বাধীনতা মানে নতুন পরাধীনতা।নতুন মুক্তিযোদ্ধা মানে শিবির।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



এত মানুষ কে কিভাবে হত্যা করলো, সেটা নিয়ে লাগবে ভবিষ্যতে।

১২| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১

নতুন বলেছেন: যারা নতুন স্বাধিনতা বলে তারা মুক্তিযুদ্ধের মতন একটা ঘটনাতে ছিলো না বলেই বর্তমানের আন্দোলনকে বড় করে দেখাতে এমনটা বলে।

রাজাকার ছাড়া অন্য যেই এই আন্দোলনকে নতুন স্বাধীনতা বলুক তাদের উদ্দেশ ভালো।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:



এই আন্দোলনের ডিজাইন ও কার্যকর করার পদ্ধতি যখন বের হবে, জাতি ইয়েমেনের পর্যায়ে যাবে।

১৩| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তবে বিষয়টা হলো যে কোন একজনের ভূল বা অন্যায় কাজের জন্য
ইতিহাস বদলে যায়না ।

............................................................................................
আবেগ দিয়ে বিবেক দমন করা অত্যন্ত গর্হিত কাজ ।
***********************************************
আপনাকে প্রথম পাতায় দেখে খুশী হলাম
আশা করি এই সম্মানটুকু বজায় থাকবে ।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:০৩

সোনাগাজী বলেছেন:




আমি যদি বাকী ১০ জনের মতো লিখি, ব্লগ আমাকে ধন্যবাদ দেবে; সমস্যা হলো, আমি বাকী ১০ জনের মতো ঢাকায় বাস করি না।

১৪| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:৫২

ক্লোন রাফা বলেছেন: মুক্তিযোদ্ধা এবং তাদের সমর্থক বা যারা একাত্তরের চেতনা বুকে ধারন করে তারা আসলে কিংকর্তব্য বিমূর ! তারা লজ্জিত দুঃখিত এবং হতাশ। যখন মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করার ছিলো তখনকার কোন সরকারই প্রকৃতপক্ষে কিছুই করেনি। বরং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার মাধ্যমে অপব্যাবহার করেছে! এর অগ্রভাগে ছিলো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে একটি জাতিয়তাবাদি শক্তি। মুলত আমি এদের রাজনীতি’টা বুঝতেই পারিনা।
ধন্যবাদ॥

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাদের জীবন ছিলো কষ্টকর; এখন তাঁদের মৃত্যুর আগে শেখ হাসিনা সামান্য সাহায্যের ব্যবস্হা করেছিলো।

১৫| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:২১

রাসেল ০০৭ বলেছেন: আপনারা যেটাকে মুক্তিযুদ্ধ বলেন
আপনাদের পিও ইন্ডিয়া আর ইন্ডিয়ার জনতা সেটাকে কি হিসেবে দেখে বা জানে ?

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৫

সোনাগাজী বলেছেন:




আমি ইন্ডিয়াতে বাস করি না।

১৬| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৩

রাসেল ০০৭ বলেছেন: পুরো আন্দোলনের সময় হাসিনার হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা একটি শব্দও উচ্চারণ করেছিলো ?

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৬

সোনাগাজী বলেছেন:




ওরা রাজাাকার ও শিবিরদের চিনেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.