নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সামুকে ধন্যবাদ দেয়া লাগছে না, "সোনাগাজী" নিকটাকে ব্যান করা হচ্ছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪



**** সামুটিম থেকে যেদিন "নতুন বাংলাদেশ"এর অভিনন্দন পেয়েছি, সেদিন আমি বুঝেছি যে, সামুতে আমার সময় শেষ। ****

আমি মনে করেছিলাম যে, সামু আমাকে "সেমিব্যান" থেকে মুক্ত করেছে! আমি সামুটিমকে ধন্যবাদ দিয়েছিলাম গতকাল। এডমিন সাহেব সেই পোষ্টে মন্তব্য করে বলেছেন যে, উনারা আমাকে আসলে "সুযোগ দিয়েছেন আমার পোষ্টগুলো যেন আমি সরিয়ে নিই, এরপরই আমার এই নিকটাকে ব্যান করা হবে"!

এখন কি করা উচিত? আমেরিকার নিয়মে, ইহার জন্যও সামুটিমকে ধন্যবাদ। তার আগে সকল ব্লগাদের ধন্যবাদ।

ব্লগারদের কাছে ১টা অনুরোধ, নিজকে বাংগালী হিসেবে সন্মান করবেন ও বাংগালীর মতো আচরণ করবেন; আমার ব্লগিং ষ্টাইলে ভালো কিছু দেখে থাকলে সেটাকে মনে রাখবেন।



মন্তব্য ১৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনার লেখা ইন্টারেস্টিং লাগে।
বাংগালী হিসেবে নিজেকে সম্মান করবেন এই কথাটা ভালো লাগলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



শক্ত বাংগালী হিসেবে আচরণ করবেন ও নিজকে সন্মান করবেন; আমাদের জাতীয়তাবাদকে সন্মান করবেন।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: নাহ , শুনে ভাল লাগছে না ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:



"নতুন বাংলাদেশ"এর স্বাগতম বাণী পেয়েছিলাম সামুটিম থেকে; শক্ত হয়ে থাকুন; কোম "নতুন বাংলাদেশ" হয়নি।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: আপনাকে ব্যান করে ২/৩ জন ১৫/২০ জনের ভেক ধরে কতদিন ব্লগে তৃপ্তি পায় এটা দেখার বিষয়। আমিও দেখতে চাই, আপনাকে ব্যান এর জন্য জিহাদ কারীদের ব্লগিং এর বিষয়বস্তু ঠিক কি হবে উহাও দেখার বিষয়। আপনারে নিয়া দৈনিক গড়ে ৩ টি পোস্ট ও গালি দিয়ে গড়ে ১৫/২০ টি মন্তব্য করাই কয়েকজন ব্লগারের ব্লগিং। ওরা এখন কি নিয়ে ব্লগিং করবে এটাও দেখার বিষয়।

আপনি ব্লগে কোনদিন সাদাকে কালো ও কালো কে সাদা বলেন নি। স্যালুট!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, জাতি যাতে সমস্যা হতে বের হতে পারে, সেটা নিয়ে ভাববেন; দেশের বড় অংশ মানুষ সঠিক শিক্ষা ও সুযোগ পাননি।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:



সামুটিম ব্যান করে কি করতে চায়? ব্যান-ট্যান চাই না,তাহলে ব্লগে চরম সুখানুভুতির বন্যা বইবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



এবারের সমস্যায় আমাদের জাতির সংস্কৃতি বদলে যেতে পারে; শক্তভাবে বাংগালিত্বে বিশ্বাস করবেন ও সেইভাবে আচরণ করবেন।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি চাই আপনি ব্লগে থাকুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:



সামুটিম থেকে ব্লগারদের "নতুন বাংলাদেশ"এর অভিনন্দন জানানো হয়েছিলো! সেখানে আমার যায়গা কোথা্য?

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


সামুর আচরণ বদলে কতদূর গিয়েছে তাহলে?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



সামু হচ্ছে ১টি ইন্টেলিজেন্ট পণ্যের ব্যবসা; সেটা নিয়ে মালিক পক্ষ ভাবছে, উহা নিয়ে আমার কোন কাজ নেই।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

আঁধারের যুবরাজ বলেছেন: দুঃখজনক। আপনি আমার পছন্দের ব্লগার। আমি খুব আগ্রহ নিয়ে আপনার লেখা/মন্তব্য পড়ি। এটা খুবই দুঃখজনক যে ,আপনি পুনরায় ব্যান হবেন। আপনাকে নানা জন খুবই কুৎসিত গালি দিয়েছে ,আপনি প্রতিউত্তরে কোনো দিন গালি দেননি।

আমি আপনার অনেক মন্তব্য বা লেখার সাথে একমত না। তবে সেটাই স্বাভাবিক ,আপনি আপনার মতো লিখেছেন , মন্তব্য করেছেন। অন্যরা অন্যদের মতো। আপনার কি ফেসবুক আইডি আছে ?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ।

আমি ফেইসবুকে ব্যবহার করিনি এখনো।

"গালি"টা রাখালছেলেদের বুলি, উহা ব্লগে ছিলো সব সময়; আমি ব্যবহার করিনি, আপনারাও ব্যবহার করবেন না, শক্ত বাংগালীর মতো আচরণ করবেন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯

আঁধারের যুবরাজ বলেছেন: গাজী ভাই আপনি কি ভিন্ন আইডি দিয়ে ব্লগ লিখতে পারবেন পরে,নাকি সেটাও বন্ধ হয়ে যাবে ?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:




না, এখন আমি একটু রেষ্ট নিতে চাই।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এডমিন অনুগ্রহ করে ওনাকে স্থায়িভাবে ব্যান না করবেন না প্লিজ । মতাদর্শের পার্থক্য থাকতেই পারে সে জন্য যে অন্যকে আঘাত দিয়ে কথা বলতে নেই এটা উনি বেশির ভাগ ক্ষেত্রেই ভুলে যায় । অসুবিধা নেই আমরা ওনাকে শিখিয়ে পড়িয়ে নিবো । তবুও ব্যান করবেন না । হ্যাপি ব্লগিং ......।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:





ধন্যবাদ, উনাকে আপনি আমার হয়ে অনুরোধ করার জন্য; আমার মনে হয়, উনি সমস্যায় আছেন।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: না, এখন আমি একটু রেষ্ট নিতে চাই।

আপনি দীর্ঘ দিন যাবৎ চোখের সমস্যায় ভুগছেন ,আপনার ছেলের মনে হয় কোনো সমস্যা হয়েছিল একবার বলেছিলেন। আশা করছি সবকিছু পূর্বের চাইতে ভালো। বিশ্রাম নিন কিছু দিন ,ফেইসবুক আইডি বানালে জানাবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:




আমি সামুতে আসবো পড়তে; আপনি লিখুন। ফেইসবুকে গেলে জানাবো; অনেক ধন্যবাদ।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগেও চাঁদগাজী ব্যান হওয়ার পর সোনাগাজী নিক নিয়ে এসেছেন। তাতে বোঝা যায়, আপনি এসব ব্যানকে কিছু মনে করেন না। তাই আশা করব, অন্য নিক নিয়ে ব্লগিং করবেন, যদিও আপনার ইচ্ছাকে সম্মান জানাই। i will miss you honestly...

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




না, নতুন নিকে আর আসবো না; সামুটিম আমাকে নিয়ে সমস্যায় আছে।

দেশ চাকুরী সৃষ্টি না'করাতে যাদেরকে প্রবাসে যেতে হয়েছিলো, আপনিও তাদের ১ জন; আপনি আধুনিক বিশ্বকে দেখার সুযোগ পেয়েছেন।

লিখবেন, আমি সামুতে পড়তে আসবো।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯

নতুন বলেছেন: আপনাকে final warning দিয়েছেন কাভা।

আপনি যদি ব্লগ নীতিমালার কিছু নির্দিষ্ট ক্লজ যেমন অযৌক্তিক ব্যক্তি আক্রমন, স্থূল সমালোচনা, বিরোধিতার নামে ইচ্ছেকৃতভাবে কাউকে অপদস্থ কারন কাজগুলি না করেন তবে ব্যান হবার কোন কারন নাই।

এখন আপনার ইচ্ছা আপনি কি নিয়ম মানবেন? না কি ব্যক্তি আক্রমন করবেন? যদি নিয়ম ভঙ্গকরেন তবে কি হবে সেটা কাভা ভাই বলেছেন।

কি করবেন সেটা তো আপনার হাতে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:




আমি বরাবরই সঠিক ছিলাম, এখনো সঠিক আছি; সামুটিম বাংলাদেশের সরকারগুলোর মতো।

আপনি লিখিয়েন, আমি সামুতে পড়তে আসবো।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

হযবরল ৭৩ বলেছেন: দুটি মহান জিনিস আমি আপনার কাছ থেকে শিখেছি. ক) শিক্ষা দরিদ্রের সম্পদ। খ) ধর্ম হল স্বল্প শিক্ষিত মানুষের উদ্ভাবন।
আমরা মনে করি সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং ইউটিলিটি পরিষেবা প্রদানের জন্য। চাকরি সৃষ্টি ব্যক্তিগত বিষয়। পুঁজিবাদ ও সমাজতন্ত্র ছিল আপনার লেখার এজেন্ডা। বিদায় মাস্টারো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ।

ক) শিক্ষা দরিদ্রের সম্পদ। খ) ধর্ম হল স্বল্প শিক্ষিত মানুষের উদ্ভাবন।

আমার ধারণা, এই ২টি দরকারী জ্ঞান থাকলে বাংগালীরা সভ্যতার সাথে তাল মিলাতে পারবেন।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

ঢাবিয়ান বলেছেন: ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোন দ্বন্দ নেই। থাকা সম্ভবও না যেহেতু আমরা কেউ কাউকে চিনি না। একসাথে বহু বছর আপনার সাথে ব্লগিং করেছি। অতীতে বহুবার আপনার বিরুদ্ধে অভিযোগ যেমন করেছি, তেমনি আপনাকে ব্যানমুক্ত করার জন্য পোস্টও দিয়েছি। কিন্ত এবারের প্রেক্ষাপট আলাদা। এক রক্তক্ষয়ী আন্দোলন এই দেশ এর মানুষকে বদলে দিয়েছে।

যাই হোক, ব্লগার নতুন বলেছেন যে, final warning দিয়েছেন কাভা। তারমানে এখনও বিষয়টা আপনারই হাতে। শুভকামনা রইল।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



বিষয়টা আমার হাতে; তবে, আমি নিজকে বদলাবো না। আমরা এক সাথে অনেকদিন ব্লগিং করেছি, ইহা ভালো সময় ছিলো।

লেখেন, আমি পড়তে সামুতে আসবো সব সময়।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

বঙ্গদুলাল বলেছেন: আপনার লেখা কার কী ক্ষতি করল! সামু কর্তৃপক্ষের কী ক্ষতি করল।আপনি কট্টর আওয়ামী সাপোর্টার/নাস্তিক হয়ে পোস্ট দিলেও কার কী ক্ষতি! আপনি বিতর্কিত লেখা লিখলেও পরোক্ষভাবে সামুরই লাভ।নিক বন্ধ করলে কী যায় আসে,অন্য নিকে লিখবেন অসুবিধা কী! কিছুদিন আগে আপনার চাঁদগাজী নিক খেয়ে কার কী উপকার হয়েছে!আপনার জন্য এটি নতুন বা কঠিন কিছু নয়।অন্য নিকে লিখবেন ব্যান করলে!ব্যান ম্যান এগুলো দুর্বলের কাজ।(সামু কর্তৃপক্ষের আপনার প্রতি বিদ্বেষ থাকলে ডিরেক্ট না লিখতে বলত এই ব্লগে)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:




আসলে, বাংগালী শিক্ষিতদের ভুবনটা অন্যদের থেকে আলাদা; আমাদের শিক্ষটা সভ্যতা থেকে একটু আলাদা ধরণের।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

বঙ্গদুলাল বলেছেন: আপনি লেখালেখিতে আরও সংযত হোন, ব্লগের নিয়ম মেনে চলুন( ব্লগ কর্তৃপক্ষের কোনো সাজেশন থাকলে আপনার প্রতি মেনে চলার চেষ্টা করুন)
আশা করি সামু অথরিটি/এডমিন/মডারেটর আপনার প্রতি আরও উদার হবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



বাংগালী সব ব্লগগুলো মোটামুটি বন্ধ হওয়ার কারণ হচ্ছে, সোস্যাল মিডিয়াকে তারা নিজেদের মতো করে বদলায়ে নিয়েছে।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: অন্য নিকে লিখবে ভাইয়া।
সমস্যা কি ?

যেই নিকেই আসো ইনশা আল্লাহ সবাই চিনে ফেলবে।

কাজেই নো চিন্তা.....


তোমাকে যারা ভালোবাসে তারা তোমার সাথে থাকবে আর আমরা যারা রেগে যাই তোমার উপরে আবার রেগে যাবো। আবার ঝগড়াঝাটি মারামারি করবো! :)


এই নিজেই বয়ে চলবে আমাদের এই সব সামু ব্লগের দিন রাত্রী! :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



আর লিখতে চাই না সামুতে।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: চাঁদগাজী গিয়ে সোনাগাজী এসেছিল।
সোনাগাজী যাবে, রুপাইগাজী আসবে। আপনি অদম্য বীর।

কথায় আছেনা - পরাজয়ে ডরেনা বীর। চালিয়ে যান সামুর ডন কুইসকোট অব ---------- ভাই

ব্যক্তিগতভাবে আমি চাই, আপনি সামুতে থাকুন যে কোন নামে। তবে বনি শায়মা যেটা বলেছেন - যে নামেই আপনি আসুন না কেন আপনাকে আমরা চিনে ফেলব দেখা মাত্রই।

তবে একটা অনুরোধ আপনার প্রতি - যে নামেই যেখানে যান , সেখানে নিয়ম-নীতির প্রতি লক্ষ্য রাখুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:




সামু তার ব্লগারদের মতোই চলে, এই স্পেশাল ফিল্ড নিয়ে চিন্তিত নয়।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: মনে হচ্ছে তুমি অভিমান করে বললে কথাটা। :(

আমি ভেবেছিলাম তুমি সকল কষ্ট, রাগ, দুঃখ অভিমানের উর্ধে। কারণ তুমি অন্যের কষ্ট রাগ দুঃখ কোনোটাই বোঝোনা। তবে হ্যাঁ তোমার সেটা সঠিক মনে হয় বলেই হয়ত বলো বা ইচ্ছা করেই যে যা ভাবে ভাবুক ভেবেই বলো। তুমি সেটা পশ্চিমা স্টাইলও মনে করো তবে এটা তো বাংলাদেশীদের ব্লগ। ঐ স্টাইল এইখানে খাটবে না।

এটা তুমি মানবেও না। এমনই থাকতে চাও। থাকো। তবে নিক চলে গেলে আবার এসো অন্য নিকে রাগ দুঃখ অভিমান ভুলে। এ জগতে এসবের আসলে তেমন কোনো দাম নেই। সামু ছাড়া কি করে থাকবে তুমি?

এতদিনের অভ্যাস! :(

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৪

সোনাগাজী বলেছেন:



আমি রাগান্বিত নই, আমাকে লিখতে হবে না, আমি পড়লেই আপনাদের বুঝতে পারবো।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার অতি ভক্তদের কারণেই আপনার বেপরোয়া ভাব আরো বেড়ে আপনি লাগামহীন হয়ে যান। তখনই সামু টিম আপনার ব্যবস্থা গ্রহণ করে। আপনার পুরনো নিক ব্যান হয়ে আপনার নতুন নিকে ফিরে আসা নিয়ম হয়ে দাড়িয়েছে। সেজন্য আপনার নতুন নিকে ফিরে আসার প্রত্যাশা থাকলো। অপেক্ষায় থাকলাম এটা দেখার জন্য যে আপনি আবার কোন নিকে ফিরে আসেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:





কবি, আমি বিগ ব্যাং'এ বিশ্বাসী, আপনিও তাতে বিশ্বাসী; জীবন ভাবনা নিয়ে আমাদের মাঝে মিল নেই।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

ইলি বলেছেন: দুঃখজনক। আপনি আমার পছন্দের ব্লগার। আমি খুব আগ্রহ নিয়ে আপনার লেখা/মন্তব্য পড়ি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
অসুবিধা নেই, দেশের ব্যাপারে আমরা অন্যত্র কোথায়ও আলাপ করবো।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

কামাল১৮ বলেছেন: আমি বাঙ্গালী হিসাবে বাঁচতে চাই না,মানুষ হিসাবে বাঁচতে চাই। মানুষের মতো আচরণ চাই মানুষের কাছথেকে।
নিজের মতো করে বাঁচতে না পারলে সেই বেচে থেকে লাভ কি?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



মানুষ হিসেবে বাঁচার আশাটা আরেকটু উঁচু লেভেলের ভাবনা, যা শুধু পশ্চিমের মানুষের আয়ত্বের মাঝে আসছে।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যান হবার আগে বলে যান,
ব্যান করাটা কি গনতন্ত্র না সমাজতন্ত্র ???

.................................................................
দেশে আবার অন্য তন্ত্র চালু হচ্ছে,
বৈষম্যহীনের তন্ত্র মন্ত্র !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের শিক্ষিতদের ভাবনাচিন্তার প্রতিফলন হচ্ছে সোস্যাল মিডিয়ায়; বাংগালীরা গণতন্ত্র শব্দটা শুনেছে বইতে, ইহার প্রয়োগ দেখেননি।

সামু টিকে থাকার জন্য কি কি করছে, আমার ঠিক জানা নেই।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭

গেঁয়ো ভূত বলেছেন: দুঃখজনক!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



তেমন কিছু না, আমিপড়তে আসবো; আমি বুঝতে পারবো কে কি ভাবছেন।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১

কিরকুট বলেছেন: অযৌক্তিক, বিরক্তিকর, অদ্ভত সিধান্ত। X(

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আমাকে নিয়ে সামুটিম সমস্যায় আছে।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৩

জনারণ্যে একজন বলেছেন: @সোনাগাজী, আপনার আচরণগত কারণে যদিও মাঝে মাঝে বিরক্ত হই, কিন্তু কখনোই চাইবো না এখানে আপনি ব্যানড হন।

কষ্ট পাবো এখানে আপনার মেদহীন, বাহুল্য বর্জিত মন্তব্য না দেখতে পেলে।

ভেবেছিলাম এই জায়গাতে মোটামুটি সবাই প্রাপ্তবয়স্ক মানুষজনই আসেন। কিন্তু কারো কারো কান্নাকাটির বহর দেখে আমার ওই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মন্তব্যের জবাব প্রতিমন্তব্য দিয়ে না করতে পেরে কান্নাকাটি করে ব্যানড করতে চাওয়া/করা গ্রহণযোগ্য কোনো সমাধান নয়।

ভালো থাকবেন আপনি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
আমি সামুতে না'এলে আমার দিন কাটবে না; আমি প্রতিদিনের মতো পড়তে আসবো।

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫০

জনারণ্যে একজন বলেছেন: @ সাহাদাত উদরাজী, এখানে আপনাকে কিংবা কাউকে উপদেশ দেয়ার ধৃষ্টতা আমি দেখাবো না।

শুধু অনুরোধ, ভার্চুয়াল লাইফকে কখনোই সিরিয়াসলি এবং পার্সোনালি নেবেন না, প্লিজ।

এখানে আমাকে গালি দিলেও কিছু যাবে আসবে না, প্রশংসা করলেও কিছু যাবে আসবে না।

ব্যক্তিগত জীবনে বিড়াল মাগার ভার্চুয়াল লাইফে ম্যাক্সিমাম মানুষই বাঘ হয়ে ঘুরতে পছন্দ করে।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০১

কাছের-মানুষ বলেছেন: আপনার সাথে আমার অনেক ক্ষেত্রে মতের মিল এবং কিছু ক্ষেত্রে অমিল থাকলেও ব্লগিং করতে কখনো অসুবিধা হয়নি। আপনি যদি অন্যের পোস্টে মন্তব্য করা বন্ধ করে দেন, তবে ব্লগে টিকে থাকতে পারেন! অথবা যদি কারো পোস্ট ভালো না লাগে, তার পোষ্টে একাধিক মন্তব্য করা থেকে বিরত থাকলে আপনি এই যাত্রায় পুলসিরাত পার হয়ে যেতে পারেন!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:




আমি আসলে সামুটিমের অসুবিধা করে ব্লগিং করতে চাচ্ছি না; আমি সব সময়ের মতো আসবো, পড়বো। মনে হচ্ছে, আমাকে নিয়ে টিম সমস্যায় আছে।

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৩

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

না, এখন আমি একটু রেষ্ট নিতে চাই।


ভালো সিদ্ধান্ত। আশা করি সিদ্ধান্তে অটল থাকবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



চিন্তিত হবেন না, লিখুন।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৫

কলমনাই বলেছেন: @সাহাদাত উদরাজী সাহাদাত উদরাজী আপ্নে গালাগালি করলেন কেন? ব্লগে আপ্নার জন্য নীতিমালা নাই? আপ্নে নীতিমালার উর্ধে?

গালাগালি করল কেন? সাহাদাত উদরাজীর বিচার চাই

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



উনার ভাবনাচিন্তার পরিসর এতটুকুই, মনে হয়।

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১২

বিউটিফুল ইউ বলেছেন: আপনাকে ব্যান করবে নাকি রাখবে উহা নিয়ে কথা বলা অনুচিত। কর্তৃপক্ষ ভালো বুঝবেন তাদের লাভ ক্ষতি। তবে মডারেটর কে মনে করিয়ে দিতে চাই ব্লগ সচল রাখতে ব্লগার লাগে। বিভিন্ন মতাদর্শের ব্লগার লাগে। শুধু এক মতাদর্শের ব্লগারদের রেখে অন্যান্য মতাদর্শের ব্লগারদের দমন ব্লগের জন্য ভালো হবে বলে মনে হয়না।


তবে মডু যারা ব্লগারদের হত্যার উদ্দ্রশ্যে হিট লিস্ট বানিয়েছিল তাদের ভয়ে শুধু ২/৩ জন এর উপর নীতি মালা প্রয়োগ করতে বাধ্য হয় তাহলে উনার প্রতি কোন অভিযোগ নেই। মানুষ নিরুপায় হয়ে অনেক কিছু করতে বাধ্য হয়।


ব্লগে না লেখার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, আমি আছি; ব্লগে আসা আমার জন্য আনন্দের ব্যাপার। আমি আসবো, পড়বো। লিখুন।

৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৩

বিউটিফুল ইউ বলেছেন: কূখ্যাত ব্যাক্তি আক্রমণ কারী শাহাদাত উদারজী বেশ কিছুদিন ধরে সোনাগাজীকে গালিগালাজ করছে। এই গালিবাজের ব্যান চাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



এগুলো আমাদের সমাজের অংশ, এরা কোনভাবে ঝুলে থাকে।

৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১

বিউটিফুল ইউ বলেছেন: লেখক বলেছেন:




ধন্যবাদ, আমি আছি; ব্লগে আসা আমার জন্য আনন্দের ব্যাপার। আমি আসবো, পড়বো। লিখুন।


৫ মাস হলো। এখনো আমাকে সেফ করা হয়নি। আমার লেখার ক্ষমতা নাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



সামুটিম খুব একটা একটিভ নন; আপনি কাল্পনিক_ভালোবাসার পোষ্ট গিয়ে, বা শায়েমার পোষ্টে গিয়ে, আপনাকে সামনের ফেইজে যাবার অনুমতি দেয়ার জন্য কমেন্ট করে অনুরোধ করবেন।

৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৩

কলমনাই বলেছেন: বিচার চাই







সাহাদাত উদরাজীর সর্বোচ্চ বিচার চাই
ব্লগের নীতিমালা ন্যায়বিচার কি আজ দেখতে চাই
যদি ব্লগে সামান্য ন্যায়বিচার থাকে
আজ সাহাদাত উদরাজীর সর্বোচ্চ বিচার হবে


সোনাগাজী বিদায়
বিদায়

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



এদের পেছনে বাক্য ব্য্য় করে লাভ নেই; এরা আছে, থাকবে।

৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৩

মামুন ইসলাম বলেছেন: যাই হোক আপনার জন্য এটা খুব দুঃখ জনক কথা। শুধু আপনিই নন আজ দেখলাম প্রথম পাতায় আমারো একটা লেখা সামু সড়িয়ে দিছে। |-)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:



দেশের অবস্হানুসারে, সামু একেবারে খারাপ নয়; বাংলাদেশে লেখার প্লাটফর্ম খুব একটা নেই।

৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৪

প্রহররাজা বলেছেন: লেখক বলেছেন:ভেবেচিন্তে লিখবেন, দেশ নিয়ে সব সময় লেখা যাবে।
সরকারের মনমতো না হলে মেধাবী হত্যা মামলায় ফাসিয়ে দিটে পারে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



এখন হুশিয়ার থাকুন; জেনেরিক কিছু নিয়ে লিখুন, সরকার নিয়ে লিখতে ভেবেচিন্তে লিখবেন।

৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৮

জ্যাকেল বলেছেন: আপনার নিক বেন হলে আমার খারাপ লাগবে না। কারণ আপনি গ্রাম্পি অল্ড ম্যান হু লিভ লাইক আ সাইকোপেথ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



কিন্তু আমি ব্লগে আসবো, আপনার লেখা ঠিকই পড়বো।

৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩১

কিরকুট বলেছেন: সোনাগাজী@ ধৈর্য ধরুন। ধৈর্যের ফল মিঠা হয়৷ যারা আপনার বিদায়ে দাত শুকাচ্ছে তাদের দাতে শ্যাওলা পরবে কিছুদিন পর৷ আপনি দয়া করে চোখের জলে শ্যাওলা জমাবেন না৷ এট শ্যাওলায় হাটা মুশকিল হয়ে যাবে৷ অকারনে আমরা উষ্টা খাবো৷ চোখের জল সংযোত করুন৷

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



আমি আছি, আমি কোথায়ও যাচ্ছি না।

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা রর্ইলো ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:





শুভকামনা

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

বিউটিফুল ইউ বলেছেন: আপনাকে গালিগালাজ করে পোস্ট ও মন্তব্য করা ছাড়া ব্লগের অন্য ব্যাক্তি আক্রমণ কারী গালিবাজ দের ব্লগে কি কি ছিড়ার আছে তা ব্লগবাসী দেখতে চায়।

শুধুমাত্র এই কারণে আমি আপনার ব্যান চাই। আপনি না থাকলে ব্লগ নীতিমালারও কোন দরকার নেই। কারণ ব্লগে আপনিই একমাত্র ব্যাক্তি আক্রমণ কারী।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:




আমি না'লিখলে সামুটিম ছোট হয়ে আসবে।

৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৩

বিউটিফুল ইউ বলেছেন: সামুটিম খুব একটা একটিভ নন; আপনি কাল্পনিক_ভালোবাসার পোষ্ট গিয়ে, বা শায়েমার পোষ্টে গিয়ে, আপনাকে সামনের ফেইজে যাবার অনুমতি দেয়ার জন্য কমেন্ট করে অনুরোধ করবেন।


তারা পোস্ট নজরে রাখছেন। আশা করি মন্তব্য দেখবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনি যদি বলেন, আশাকরি আপনাকে সামনের পেইজে আসতে দিবেন।

৪২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: জনারণ্যে একজন ভাই, আমি অনলাইনে অনেকদিন, এবং খুব সহজে কারো সাথে ভেজালে জড়াই না, কিন্তু এই লোকের অদ্ভুত আচরণে মনে কিছু ক্ষোভ জমা স্বাভাবিক। কিছু একটা লিখলেই এসে আমাকে বিশ্রী কথা বলত। আমি আমার জীবনে প্রায় ১০ বছর সৌদি ছিলাম, সে এটাকে মনে করে আমাকে নাকি শিবিরে পাঠিয়েছিল, আমি নাকি মরুভূমিতে উট চরাইতাম ইত্যাদি বিশ্রী করা প্রায় আমার পোষ্টে এসে লিখে যাচ্ছেই। আমি একবার ভারত নিয়ে একটা লেখা লিখেছিলাম, সেটা সে এখনো ভুলে না, সেই একই বিশ্রী কথা। মানুষ এমন হয় কি করে। আমার মত প্রায় অনেকেই সে এভাবে আক্রমন করত।

কলমনাই আমিতো কমই লিখলাম, উনি আমাকে কথায় কথা উটের রাখাল, শিবির সহ যা বলতো তা আমি ভুলি কি করে। আমি কখনোই তার সাথে আগ বাড়িয়ে অভদ্রতা দেখাই নাই, আমার সহ্যসীমা পারে তিনিই আমাকে বাধ্য করেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



একটু টিপে দেখতেই আপনার সব জ্ঞান আপনি তুলে ধরেছেন।

৪৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১০

সাহাদাত উদরাজী বলেছেন: বিউটিফুল ইউ শুধু আমার টাই দেখলেন, উনার বিশ্রী মন্তব্য কখনোই চোখে পড়লো না। য়ামি কখনোই উনাকে আগ বাড়িয়ে কিছু বলি নাই, তিনিই আমাকে বিশ্রী কথা লিখেছেন।

৪৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২০

সাহাদাত উদরাজী বলেছেন: সরি সবাইকে, অহেতুক একে নিয়ে ভেবে সময় নষ্ট করলাম। অহেতুক অনেক অনলাইনে শত্রু বানালাম। আর না, তার যা ইচ্ছা লিখুক, আর জবার দেব না।

সুখে থাকুন মিঃ সোনাগাজী, আপনি আমার পোষ্টে আর কখনো আসিয়েন না। উপরে কয়েকটা ফেইক আইডি দিয়ে আমার বিচার চাওয়ার দরকার নেই। আমি বিবেকবান এমনিতেই।

সরি, এগেইন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, সরি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:




আসুবিধা নেই, জীবনে অরো অনেক ভালো কিছু ঘটবে।

৪৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১০

কলমনাই বলেছেন:







@সাহাদাত উদরাজী সাহাদাত উদরাজী
আপ্নে সোনাগাজীরে যখন তখন গালাগালি করছেন
তারপর সোনাগজী আপ্নেরে উটের রাখাল বলছে
আপ্নে আগে গালাগালি করছেন সোনাগাজী না
ব্লগে প্রমাণ আছে

আপ্নে তারে গরুর রাখাল
ছাগলের রাখাল বলতে পারতেন
বলেন নাই
আপ্নে তার মা বাপ মেয়ে রে গালি দিছেন
বিশ্রি গালি দিছেন


আপ্নে কি করছেন সবাই দেকছে
ব্লগের নীতিমালায় আপ্নের বিচার চাই


তারপর যদি বিচার না অয়
আপ্নে একজনের মা বাপ মেয়ে নিয়া গালি দিছেন
আপ্নের বিচার বাধ্যতামূলক
দুনিয়ার বিচার দুনিয়াতে অয়
কাল পরশু দেকবেন
রাস্তার মানুষ আপ্নেরে মা বাপ মেয়ে নিয়া গালি দিতাছে
তখন কার দুষ দিবেন?


সাহাদাত উদরাজী
আপ্নের সাথে কথা বলা মহাপাপ


আমার লাস্ট কমেন্ট
বিদায় সোনাগাজী
বিদায় সামু ব্লগ

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৪

সোনাগাজী বলেছেন:



বিদায় নিয়েন না, ব্লগে থাকেন; সময় পেলে লেখেন ও পড়েন।

৪৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৩

আজব লিংকন বলেছেন: কি কি নিয়ম ভেঙ্গেছেন সেটা আপনি এবং কতৃপক্ষ ভালো জানে। সামু টিমের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কেউ নীতিমালার ঊর্ধে নয়।
শুভ হোক আপনার আগামীর পথ চলা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:



আপনার আস্হা আছে সামুর উপর, এটা ভালো।

আপনার ব্লগিং ইতিহাস দেখলাম, আমার কিন্তু আপনার উপর আস্হা রাখা কঠিন হয়ে যাচ্ছে।

৪৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৬

ঈশান মাহমুদ বলেছেন: আপনি আমার চরম অপছন্দের ব্লগার। তবু আমি সামুতে আপনার ব্যান চাই না। ফ্যাসিবাদের দু্‌ই-একটা স্যাম্পল থাকনা ব্লগে। :P

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি ভালো বাংগালী।

৪৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২০

রাজীব নুর বলেছেন: আমি আপনাকে ভালোবাসি। কারণ আপনি ভালো লিখেন। এবং সত্য কথা লিখেন। তেলামি স্বভাব আপনার নেই। ভাইয়ু, আপনি টাইপ আচরণ আপনি করতে পারেন না। সবচেয়ে বড় কথা আপনি আপনার মেধা ও ভালোত্ব দিয়ে ব্লগারদের ভন্ডামি ধরে ফেলেন। কেন আপনি এত বুদ্ধিমান? তাই তো আপনার প্রতি এত অবিচার।

একজন রুচিশীল এবং মানবিক মানুষ চাইবে না আপনাকে ব্যান করা হোক। আমার ধারণা শেষমেশ এডমিন তার স্বিদ্ধান্ত বদলাবেন। এডমিন এতটা অবিবেচক হবেন না। তিনিও মানুষ। ব্যাক্তিগত ভাবে আমি চাই আপনি সামুতে থাকুন। সামুতে এসে আপনার লেখা না পেলে আমার ভীষণ মন খারাপ হয়।

এখন রাত প্রায় আড়াইটা। আগামীকাল আমার ভোরে বাসা থেকে বের হতে হবে। কিছুক্ষণ আগে আমি জানতে পারি সামুটিম আপনাকে ব্যান করে দিতে চাচ্ছে। তাই আমি সামুতে এসেছি, বলতে চাই, প্রিয় এডমিন প্লীজ দয়া করে এই কাজটি করবেন না। আজকে আওয়ামী লীগের অবস্থা দেখেছেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৫

সোনাগাজী বলেছেন:





আপনি চিন্তিত হবেন না, নিজের পরিবার দেখেন, চাকুরী করে; মাঝে মাঝে লিখিয়েন।
আমি ১৯৭১ সালের জেনারেশন'এর মানুষ, আমি শক্ত আছি ।

৪৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার দৃঢ়তাকে পছন্দ করি। ব্লগকে মাতিয়ে রাখতেন। হ্যাঁ কিছু বাড়াবাড়ি করেছেন বটে। তবুও আপনার কথা শুনতে চাই।


কয়েকবছর পর শুধু এটুকু লেখার জন্য লগইন করেছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৩

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ। অনেকদিন পর এলেন।
দেশ ভয়ংকর অবস্হার মাঝে দিয়ে যাচ্ছে; সময় করে, নিজের পর্যবেক্ষণ লিখবেন; আমি লিখতে পারবো না; কিন্তু পড়বো।

৫০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৬

রবিন_২০২০ বলেছেন: আপনার কমেন্ট হয়তো অনেকে সহ্য করতে পারছে না। এটা দুঃখজনক।
আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে লিখলেই সমস্যা কম হবে। আসন্ন মার্কিন ইলেকশন নিয়ে লিখুন। মধ্যপ্রাচ্য নিয়ে লিখুন।
এই ব্লগে কিছু পরগাছা আছে যাদের লেখার টপিক আপনি। কেউ পক্ষে কেউ বিপক্ষে। এরাই সারাক্ষন আপনাকে লাইমলাইট এ ধরে রেখেছে যেটা মোটেও স্বাস্থকর নয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ, এই মহুর্তে আমি আর লিখতে চাচ্ছি না; আমি এসে পড়ার চেষ্টা করবো।

৫১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবার নতুন নিক খুলে লিখতে থাকুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



সামুতে এইটি নিয়ে ৭টি নিক ব্যান খেয়েছে; আমি আর সামুতে লিখ্যতে ও কমেন্ট করতে চাচ্ছি না, পড়তে আসবো।

৫২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যকারীদের মধ্যে কী আপবার মাল্টি নিক আছে।

কেন জানি মনে হয় আপনার মাল্টি নিক দিয়ে এখানে মন্তব্য করছেন।

যাই হোক... আমার মনে হয় এ যাত্রায় আপনাকে ব্যান করবে না। মনে হচ্ছে তাই বললাম। শুভকামনা।

একটা জিনিস খেয়াল করলাম, মানুষের অভ্যাস সহজে পরিবর্তন হয় না। নিজের মতামতকেই বড় মনে করে যতই ভুল হউক না কেন। ঘাওড়া টাইপের মানুষ বাংলাদেশে ভর্তি।

শুভকামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:




সরকারী চাকুরি করলে সাধারণ জ্ঞানও বিলুপ্ত হয়ে যায়।

৫৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


























জন্মগতভাবেই মানুষ একটি ধ্বংসাত্মক প্রাণী। সে যুদ্ধ করতে চায়।
সব কিছু দখলে নীতে চায়।
এ এক সর্বনাশা প্রবৃত্তি।
মানুষ, তুমি ভালো হয়ে যাও।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬

সোনাগাজী বলেছেন:



বাংলায় ২০ ভাগ মানুষ, কোনভাবে মানুষ হতে পারে না।

৫৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


















আপনি এই সব ফালতু ব্লগ বাদ দিয়ে ফেসবুকে আসুন।
দেখবেন আপনার জন্যও হাজার হাজার অনুসারী আছেন এই বাংলাদেশেই।
ভালো থাকবেন ।
মূলতঃ আপনার জন্যই এই ব্লগে আসি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৭

সোনাগাজী বলেছেন:



আমি সামুতে আসবো, পড়তে আসবো।

৫৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অকপটে স্বীকার করি... এখানে চাকুরী করার মত জ্ঞান আমার নাই। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন তাই পেয়েছি।

আমার জ্ঞান কম। তর্ক পারি না। যুক্তি পারি না। ইংলিশ পারি না। গুছাইয়া কথা কইতে পারি না।, আমি সব জায়গায় ব্যর্থ মানুষ। বাসায় অফিসে কেউ আমারে ডরায় না ভাইয়া। আসলে এটা চাকুরীর দোষ না। আমার দোষ। সবার জ্ঞান তো সমান না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



নারী ও পদ্য লেখক হিসেবে আমি আপনাকে সন্মান করে আসছি সব সময়।

আমি দেখে আসছি, যারা অপব্লগিং করে ( জটিল ভাই, ভুয়া, প্রমুখ ) ও আমাকে অপদস্ত করে, তাদেরকে আপনি উৎসাহ দিয়ে আসছেন। এই গুণটা কোথায় পেলেন?,

৫৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনের চোখের কী অবস্থা, বাদবাকি শরীরের?

আমি ব্লগার নই, হওয়ার যোগ্যতা কছে কিনা তাও জানি না। তবে আপনের দ্বারা যারা অনাকাঙ্ক্ষিত আক্রমণের স্বীকার হয়েছেন, আমি তাদের থেকে মুক্ত আছি। যখন থেকে আপনার লেখায় মন্তব্য করা চেড়েছি, তখন থেকেও নিয়মিত আপনাকে পড়তাম। আপনার চাঁদগাজিতেই যা মন্তব্য করা আমার। সোনাগাজীতে তেমন না।
আপনার নিজের কিছু ভালো গুণের পাশাপাশি খারাপ গুণও রয়েছে। আপনাকে উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নাই। তবে আপনার মন্দ গুণের কারণে অধিকাংশ ব্লগারগণই আপনার প্রতি ক্ষিপ্ত প্রায়। আপনার খারাপ গুণের প্রভাবে ভালো গুণগুলো বিকশিত হওয়ার সুযোগ পায় না এমন না। আমরা যারা আপ্নাকে মন্তব্য না করেও নিয়মিত পাঠ করি, তা আপনার ভালো গুণগুলোর কারণেই করে থাকি।
অবাক হওয়ার বিষয় হচ্ছে, আপনি নিজের আশপাশে এমন ব্লগারদের জায়গা দিয়ে রেখেছেন, এমন লোকদের প্রশংসা গ্রহণ করছেন, যা আপনাকে আপ্নার এক চোখা চিন্তা থেকে মুক্তি দেওয়ার পরিবর্তে আপনার ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক করে তুলছে। যা সত্যি আপনার মত জ্ঞানী লোকের জন্য ভয়ংকর খারাপ।
আপনি চলে চাওয়া সত্যি খারাপ লাগার মতো, তবে আপনার নিজের অপরিবর্তনীয় আচরণের কারণেই হয়তো ব্লগ টিম এটা করছেন, যদি আপনি নিজেই আপনার নিজের সমালোচনা করার সাহজরাখতে পারেন, তবে তা আপনার বাস্তব জীবনের জন্য খুবই উপকারী হবে আশা করি।

চলে গেলে ক্ষমা করে দিয়েন, অভিমান নিয়া যাইয়েন না। অনেক লম্বা পথ আপনি ছিলেন। আপনার জন্য শুভকামনা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:




সামুটিম থেকে যেদিন "নতুন বাংলাদেশ"এর অভিনন্দন পেয়েছি, সেদিন আমি বুঝেছি যে, সামুতে আমার সময় শেষ।

৫৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: চাঁদ্গাজী, সোনাগাজীর পর কী? ফুলগাজী?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



"নতুন গাজী" (কোমলমতি আন্দোলের পর )।

৫৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্যক্তিগত ভাবে আমি আপনাকে মিস করবো।
আমার লেখায় আপনার জন্য তেমন কিছু থাকে না। যদিও আমি সত্যিটাই লিখতাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:




আমি আছি, সবার লেখা পড়বো: গরুর রচনা থেকে গার্বেজ, সবই পড়বো

৫৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

দেখা হবে রাজপথে বলেছেন: নিজের চরিত্র পরিবর্তনের সুযোগ কাজে না লাগিয়ে - পুরো দায় মডারেটরে ঘাড়ে চাপিয়ে দিয়ে, ব্লগারদের ইমোশনাল ব্ল্যাকমেইল করে, চমৎকারভাবে অগ্রিম বিদায় নিয়ে নিলেন। :)
আর লোক হাসায়েন না দয়া করে। যে চমৎকার বিদায় ভাষণ দিলেন তারপরে তো ফিরে আসার উপায় দেখছি না :(
আমার ধারণা সোনাগাছি নিকে এইটা আপনার শেষ নাকি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনার ব্লগিং জীবনের ১ম মন্তব্যটা আমি করেছি, আপনার গার্বেজ পোষ্ট পড়া সম্ভব হয়নি; ১টি লাইকও দিয়েছি।

৬০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৭

রানার ব্লগ বলেছেন: আপনাকে ব্যান সেমি ব্যান করার প্রক্রিয়া নতুন তো না৷ আপনি সিরিয়াসলি কেনো নিচ্ছেন? আমাদের এই ব্লগে কিছু পোলাপাইন বাস করে এদের চিমটি কাটলে হাত পা ছুড়ে আব্বা আম্মা বলে চিৎকার করে কাদে। বড্ড কোমলমতি এরা৷ এদের কে গোনায় ধরার কি আছে?

বসে বসে আপনাকে করা মন্তব্য গুলা পড়ছিলাম৷ এক উদারাময় নামক আইডি দেখলাম তার পেটের ব্যামো এখানেই ছেড়ে গেছে। এরা নিজেদের যে আল্লার দুনিয়ায় কি ভাবে তাহা সৃষ্টিকর্তাই জানেন৷ এদের কিছু বলা যাবে না। এরা বস্তা পচা সব মান ও সময় উর্তিন্ন তৈলাক্ত পোস্ট প্রসব করবে,তাতে আহা উহু না বলে যদি বলেন, তেল দিতে আপনি কই শিখলেন? ওমনি তাদের পিষ্ঠদেশে বেত্রাঘাত সম আঘাত এসে পিষ্ঠ দেশ লাল করে ফেলে। এতে তাহারা বড্ড কষ্ট পায়৷ তাহার পর যাহা হবার তাই হয়। আব্বা আম্মার কাছে নালিশ শুরু।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১২

সোনাগাজী বলেছেন:



২০১৪ সাল থেকে ৭টি নিক ব্যানে পড়েছে, আমি সহজভাবে নিয়েছি; এখনো আমি ব্লগে আসবো; কিন্তু বানরদের সাথে সার্কাসে অংশ নিতে চাচ্ছি না।

৬১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: আমার মন্তব্যগুলি দেখছি না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০

সোনাগাজী বলেছেন:



কিছু কিছু মন্তব্য মুছে দিচ্ছে সামুটিম; আমি শতশত নোটীশ পাচ্ছি; কিন্তু নোটীশ থেকে বুঝা যায় না যে, আমার করা মন্তব্য মুছতেছেন, নাকি পাঠকের করা মন্তব্য মুছতেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



হতে পারে, সফটওয়ার সব মন্তব্য একসাথে দেখায় না।

৬২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

ক্লোন রাফা বলেছেন: দেশে সরকার পরিবর্তনের সাথে হয়তো ব্লগের নীতির পরিবর্তন করতে হয়েছে ! তাই হয়তো কিছু ব্লগার যেনো লিখতে না পারে তেমন সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতা বিরোধীরা দেশটা দখল করে নিয়েছে কিছুটা সমস্যা’তো হবেই এখন! আবার সংগ্রাম করে বিজয় ঝুলিয়ে আনতে হবে । নতুন নিক রেডি রাখুন । আবারো ব্লগ যুদ্ধ করার জন্য।
কিন্তু ব্লগ কতৃপক্ষ বলে কয়ে কাউকে ব্যান করে নাকি! আপনাকে কি বলেছে যে কতৃপক্ষ আপনাকে ব্যান করবে⁉️

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২

সোনাগাজী বলেছেন:




আমাকে বলেছে এই নিকটি ব্যান করা হবে।

আমাকে নিয়ে বিবিধ সময়ে খোলা ব্লগে সামুটিম ডজন ডজন লম্বা লম্বা মন্তব্য করেছে।

৬৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার শেষ পোষ্ট কি আপনি সরিয়ে ফেলেছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:




আমি সরায়েছি।

৬৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৯

আদিত্য ০১ বলেছেন: সাহাদাত গুদবাজি (উদরাজি), জুনব্যান (ভার্ন), গুবাবা (খাজা), জটিল (গুটিল) এগুলার নষ্টামি আর কুৎসিত সব পোস্টের জন্য ব্যান করেছে, যাইহোক সামুও এখন পাকিপ্রেমী আর জিন্নাহ ভক্তদের দখলে, দেশ যখন দখল হয়েছে, তখন এই সামু দখল মামুলি ব্যাপার

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:



যারা লিখতে জানে না, তারা সবাই এক হয়েছে।

৬৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৬

আদিত্য ০১ বলেছেন: সামুটিম, এইসব পাকি প্রেমী মনোভাব থেকে বের হন, এগুলা একদিন বিচার হবে, আপনারা পাকি প্রেমীদের রেখে সবাইকে ব্যান করবেন, এগুলা একদিন বিচার হবে, এইসব ফালতু আর লেইম মার্কা ব্যান খেলা বন্ধ করবেন

ব্লগ হল নিজের স্বাধিন মত প্রকাশ ও লেখার ডিজিটাল মাধ্যম, এখন কি সেটা আছে? এই মত প্রকাশ নিয়ে এত চিল্লাইতো, এখন কই, কিছু হইলেই ব্যান

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩

সোনাগাজী বলেছেন:




সামুটিম থেকে "নতুন" বাংলাদেশের অভিনন্দন জানানো হয়েছিলো।

৬৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২২

আদিত্য ০১ বলেছেন: সাহদাত উদরাজি এই লোকটার মুখের ভাষা এত জগন্য নিয়ে, ব্লগ লিখে কেমনে, তার আসল পরিচয় দিচ্ছে, এই ব্যক্তি হল পাকিদের মত এক্সট্রিমিনিস্ট। এই শয়তান লোককে কে আমি গুদবাজি নাম দিয়েছি , তার গু ভর্তি গুদবাজ করাতে , সে নাকি রান্না নিয়ে লিখে, সেই রান্নায় কি গুয়ের রান্না হয় কিনা কে জানা, কই কোন দিন তো তার রান্না ভিডিও ইউটিউবে খুব ভিউ হয়েছে দেখি নাই, মানুস যেমন গুদমার্কা, তারা রান্না বা কর্মও গুদ মার্কা,

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

সোনাগাজী বলেছেন:




আরবে চাকুরী করেছেন।
বিখ্যাত পোষ্ট হচ্ছে, "ভারত বরাবরই আমাদের পেছনে ছিলো, হঠাৎ করে কিভাবে সামনে গেলো"?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.