নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রতারণার আন্দোলনের আশা ও উদ্দীপণা এখনো আছে, নাকি ভীতিতে পরিণত হয়েছে?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৭



"সাধারণ ছাত্রদের" পক্ষ থেকে কোটা আন্দোনের ডাক দেয়া হয়েছিলো; এতে "সাধারণ ছাত্ররা" ব্যাপকভাবে সাড়া দিয়েছিলো; কারণ, এই আন্দোলন চাকুরীর জন্য। ৫৩ বছর শিক্ষিত বেকারেরা জীবন দিয়ে বেকারত্বের মুল্য শোধ করেছে: ভালোবাসার মেয়েকে বিয়ে করতে পারেনি, পরিবারের মানুষদের সামনে মাথা তুলে কথা বলতে পারেনি, সমাজ থেকে অনেকটা লুকিয়ে থাকতে হয়েছে; একদিন নিজের টাকায় ভালো করে খেতেও পারেনি, মায়ের দেয়া পয়সায় টং দোকানে চা খেতে হয়েছে।

কিন্তু এই আন্দোলন যে যুদ্ধ মতো হবে, তাতে যে বিনা অস্ত্রে মুক্তিযোদ্ধা হতে হবে, স্বাধীন দেশকে "নতুন করে স্বাধীন করার জন্য শহীদ" হতে হবে, ইহা কি এজেন্ডার মাঝে ছিলো?

১৯৭১ সালে যেই বাংগালী যুদ্ধে গেছেন, তিনি জানতেন যে, ইহা যুদ্ধ, এতে প্রাণ যেতে পারে; জাতীকে মুক্ত করতে হয়তো প্রাণ দিতে হবে; কিন্তু "খালি হাতে" নয়, প্রাণ গেলে অস্ত্র হাতে যুদ্ধ করতে করতে প্রাণ যাবে।

আমার মনে হয়, সাধারণ ছাত্রদের নামে প্রতারণা করা হয়েছে সাধারণ ছাত্রদের সাথে। এখন যখন জাতি বুঝতেছে যে, যারা আন্দোলন পরিচালনা করেছে, তারা সাধারণ ছাত্র ছিলো না, ইহার কারণে আশা ও উদ্দীপণা কি বাস্পীভুত হয়ে যাবে, নাকি আরো গাঢ় হবে? তবে, যতই ব্যাপারটা পরিস্কার হবে, ইহা ভীতির কারণও হতে পারে।


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


















ইহা আমার মনের কথা।
আন্দোলনের শুরু থেকেই বলে আসছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেটার দরকার ছিলো; কিন্তু প্রতারণার কারণে হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারায়ে ও ৩/৪ হাজার মানুষ আহত হয়েছে।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:















এটা কোন আদর্শিক আন্দোলন ছিল না।
এটা ছিল শিবির কর্তৃক পরিচালিত একটি প্রতারণামূলক আন্দোলন।
কোটা থেকে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন।
এমন জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক আন্দোলন এই ভূমিতে জীবনেও হয় নাই।

প্রফেসর সাহেব ইহাতে যোগদান করেছেন জরিমানার শাস্তি থেকে বাঁচার জন্য এবং ট্যাক্স থেকে মওকুফ পাওয়ার জন্য।
তাঁকে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ট্যাক্স প্রদান করতে হতো।
এখন সেটা হয়তো আর দিতে হবে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



প্রফেসর ব্যতিত অন্য কাউকে দেয়া যাচ্ছিলো না, উনিও বিপদে পড়ার বড় সম্ভাবনা আছে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথমে নতুন করে স্বাধীন করার কথা কেউই ভাবেনি কিন্তু ফেসিস্ট হাসিনা যখন বললো মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা চাকুরী পাবেনা তো কি রাজাকারেরা চাকুরী পাবে (?) তখন থেকেই আন্দোলন ভিন্নরূপ নিতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০

সোনাগাজী বলেছেন:




এই আন্দোলনের মুল তত্ব ছিলো বিপুল পরিমাণ মানুষের মৃত্যু ঘটায়ে সরকার পতন ঘটানো; ইহাই ছিলো প্রতারণার আড়ালে। শেখ হাসিনার পতন ঘটেছে, ইহার দরকার ছিলো; কিন্তু পরিকল্পনা করে মানুষের লাশ ফেলা হয়েছে।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৬

প্রহররাজা বলেছেন: পুরা জঙ্গি স্টাইলে এই আন্দোলন হয়েছে। যাদেরকে শহীদ দেখানো হয়েছে বা আন্দোলনে আহত হয়েছে এদের প্রায় ৯৯% থানা,পুলিশ আর আওয়ামী লীগের কর্মীদের আক্রমণ করতে গিয়ে মারা গেছে বা আহত হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:



শহীদ বলা হোক, বা যা বলা হোক, এই মানুষগুলোকে কৌশলে রাইফেলের সামনে নেয়া হয়েছে ও পুলিশ ব্যতিত অন্য কোন লোকজনও এই হত্যাকান্ডে ছিলো।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার পতনের ২ সপ্তাহ আগে আমি সামু'র ফেসবুক পেজে লিখেছিলাম, শেষ পর্যন্ত কী পচা শামুকে পা কাটবে? ব্যপারটা তাই ঘটল। অতিরিক্ত দম্ভ, অহমিকা মানুষের পতন ঘটায়। যে কাজ বিএনপি, জামায়াত, হেফাজত করতে পারেনি তা ছাত্ররা করে দেখিয়েছে। এখন আপনাদের মত কয়েকজন হা হুতাশ করছেন কিন্তু মাস পিপল এগুলো গন্য করছে না। কারণ, পালাইছে রে, পালাইছে, শেখ হাসিনা পালাইছে...

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:




আপনি যা ভেবেছিলেন তাই ঘটেছে; কিন্তু এই বিপুল মানুষ কি করে প্রাণ হারালো? তারা কি যুদ্ধে গিয়েছিলো?

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গনতন্ত্র ও ভোটাধিকার,
দুটোই মানুষের বিশ্বাস ও অর্জনকে সন্মানিত করে ।

.............................................................................
যা বিগত সরকার লাঞ্ছিত করেছিলো ।
আর দুর্ণীতি !!! সেটা সব সরকার করে তবে
দীর্ঘদিন ক্ষমতায় থাকলে পুকুর চুরি হয় যা আমরা প্রত্যক্ষ করলাম ।
এই সুযোগটা তৃতীয় পক্ষ নিয়েছে যা ন্যায় অন্যায় বলার সময় ছিলো না ।
গল্পটা এই রকম :---
তাওয়া গরমি থা
হামভি এক রোটি ভাজলিয়া !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:



আই আন্দোলনের ডাক কাহারা দিয়েছিলো, কোন রাজনৈতিক দল, নাকি "সাধারণ ছাত্ররা"? কোন রাজনৈতিক দল ডাক দিলে এত মানুষ কি পুলিশের রাইফেলের সামনে যেতো?

শেখ হাসিনার ডাকাত সরকারের পতনের দরকার ছিলো; কিন্তু মৃত ও আহতদের সাথে "কাহারা প্রতারণা করলো"?

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: কিছু মানুষের মাঝে রিয়েলাইজেশন আছে কিন্ত ম্যাক্সিমাম লোক এখনো তর্কের মুড ছাড়েনি।তারা স্বীকার করতে চাইছে না এখনো যে তারা বোকা বনেছে।

জামাত শিবির বাংলাদেশ বিরোধী একটা দল।তারা এদেশ, স্বাধীনতা, কালচার সবকিছুই অস্বীকার করে। এদের রাজনৈতিক অধিকার থাকতে পারেনা।

পোলাপান জানে না জামাত কি জিনিস।তারা খালি জেনেছে ছাত্রলীগ কি জিনিস।
ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুল্লিতে পড়ার মত ঘটনা হয়েছে।

যারা শিবিরকে সুযোগ দিতে চান তারা বুঝে নিয়েন।একাত্তরে দেশের অসহায় জনতার সাথে প্রতারণা দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের পুরো ইতিহাসেই তাদের বেঈমানী লিপিবদ্ধ আছে।বিএনপি এদের কোলে না নিলে হয়ত এরা একসময় দূর্বল হতো,কি জানি হয়ত এজেন্ডা চেন্জ করত।আওয়ামীলীগ এদের ধাওয়া করেছে,পরিনামে এরা তাদের সাথেই আনাচে কানাচে মিশে গেছে।সব ধরনের আবর্জনা টেনে দলে নেয়াটা ছিলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল। বেশি তেল খাওয়ার পরিনাম তাদের ভুগতে হচ্ছে।

জাত বেঈমান কোনো দল কখনো কারও জন্য সুফল বয়ে নিয়ে আসে না।শিবির ও আনবে না।যারা খুব দেশ স্বাধীন করেছি বলে লাফাচ্ছিল তাদের বলতে চাই---কাদের দ্বারা পরিচালিত হয়ে,কাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন সেটা এই বেঈমানদের মুখ থেকেই শুনতে থাকুন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালে রাজাকার ও আল বদর মিলিশিয়া না'হলে পাকিস্তানী সৈন্যরা ৯ মাসে ৩০ লাখ বাংগালীকে হ্তয়া করতে পারতো না; জামাত-শিবির হচ্ছে বিকলাংগ মানুষের সমষ্টি।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫২

চারাগাছ বলেছেন:
দেশের মানুষ হাসিনার পতনে খুশি।
আপনি অযথা ভয় পাচ্ছেন।
ডক্টর ইউনূসের উপর দেশের মানুষ ভরসা রাখছে।
আশাহত হবেন না।

সজীব ওয়াজেদ আওয়ামীলীগ আর দেশ নিয়ে ভাবছেন।
দেশ নিয়ে ভাবার লোক বাড়ছে।


ইলিশ বাস ৬০০ টাকায় কিনে ১২৫০ টাকায় বিক্রি করছে দেশের ব্যবসায়ীরা। সুযোগের অভাবে এস আলম , এফ রহমান হতে পারছে না তারা।

বিএনপি বলছে ২০১৫ সালে কুমিল্লায় বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন লোটাস কামাল- রেলমন্ত্রী মুজিবুল।


নারায়ণগন্জের গডফাদার শামীম ওসমানের খোঁজ পাওয়া গেছে । তাকে আজমীর শরীফের দেশের জন্য দোয়া করতে দেখা গেছে। দেশের মানুষ প্রকৃত দেশপ্রেমিকে চিনলো না।
এই দেশ প্রেমিক আন্দোলনের সময় দলবল নিয়ে শুটিংয়ে নেমেছিল। ভিডিও আছে।

আশুলিয়ায় গার্মেন্টস গুলো চালু হয়েছে। শ্রমিকরা অর্থনীতির মেশিন চালাচ্ছে। হামীম বেক্সিমকোর মালিকেরা নাকি শ্রমিকদের ঠিকমত বেতন দিতো না। গেল ১৬ বছর তারা টু শব্দ করেনি।

ব্লগার স্বপ্নবাজ সৌরভের সাথে কথা হলো। তিনি বললেন, কাস্টমস জটিলতা আর অনিয়মের সুরাহা না হলে গার্মেন্টস শিল্প বরাবরের মত বাঁধাগ্রস্থ হবে।
এই বিষয় উনাকে পোষ্ট দিতে বললে উনি বললেন, এইসব বিষয়ে উনার আগ্রহ নেই।



১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:























তিনি একটি ফটো এলবাম নিয়ে গেছেন সবাইকে ইহা উপহার দিতে।

বড়ই চমৎকার একটি উপহার।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:














প্রফেসর সাহেব যে জামাত শিবিরের হাতে পরিচালিত পাপেট হয়ে যাবেন এটা কে জানতো?


না আপনি।

না আমি।

না বড় আপা

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৫

সোনাগাজী বলেছেন:




উনার সৃষ্ট সমস্যায় জাতি আগামী ১০ বছর ঘুরপাক খেতে থাকবে।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩১

আদিত্য ০১ বলেছেন: এখন মানুস ভয় পায় কোথায় জানি মব ভায়োলেন্সে শিকার হয়ে মরে, রোড এক্সিডেন্টে বা অন্য কোন এক্সিডেন্ট তাও মানুসের জানা থাকে না। কিন্তু পশুদের মব ভায়োলেন্সে যারা শিকার হইয়েছে বা হচ্ছে তারা জেনে যায় যে মরে যাবে, বিচার, সেইটা এখন পশুদের খোয়াড়ে বন্দি

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:




এটা হচ্ছে দেশ অশুভ শক্তির দখলে থাকার চিহ্ন

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

আদিত্য ০১ বলেছেন:










ইউনুস সাহেবে যে জামাত আর পাকি প্রেমীদের খেলার পুতুল, মুলখেলা যে তারাই খেলছে, এইটা আগেই কিছু মানুস বুঝলেও, এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, খুব শীগ্রই বুঝবে, উনি এক খানা পেইন্টিং খাতা নিয়ে গেছেন জাতিসংঘে আর সবাই বিলিয়ে বেড়াচ্ছেন, আর ঋন চাইছেন এই ঋন পরিশোদ করতে হবে জনগনের টাকায়। এখন কি জনগনের ওপর ঋন বোঝা বাড়ে না? না্কি উনি গ্রামীন ব্যাংকের টাকা দিয়ে পরিশোদ করবেন! মনে হচ্ছে এইটা ঋন না, এইটা তার উপার্জিত অর্থ, কিছু মানুস কি বাহবাটাই না দিচ্ছে, আহা কি খুশি

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

সোনাগাজী বলেছেন:



সুদ ও ঋণ দেয়ার বাহিরে উনার অন্য কোন ধারণা আছে বলে মনে হয় না।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
























কোটা আন্দোলনের আড়ালে এটা ছিল ক্ষমতা দখলের আন্দোলন এবং লাশ ফেলে দেওয়ার আন্দোলন।
তারা সফল হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:




বড় কারণ হলো, শেখ হাসিনার সরকারের প্রতিটি লোক ডাকাতীতে মত্ত থাকায়, কোমলমতিরা কি করছে টেরও পায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.