নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
সামুটিমকে ধন্যবাদ। সামু জাতির এই ক্রিটিক্যাল সময়ে জাতির শিক্ষিত সন্তানদের আলোচনার প্লাটফর্মটিকে চালু রেখে, জাতিকে বুঝতে সাহায্য করে যাচ্ছেন।
আমি ব্লগিং ভালোবাসি; ব্লগ আমার জন্য প্রতিদিনের শিক্ষিত বাংলা; সবার সাথে আলোচনায় আছি আমি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি চেষ্টা করবো, যাতে আমার প্রিভিলিজ বা' হারাই!
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
নজসু বলেছেন:
অভিনন্দন শ্রদ্ধেয়।
পুনরায় ব্যান হবেন এজন্য অগ্রীম সমবেদনা। ( মজা করলাম। আর যেন উটকো ঝামেলাটা না আসে এটাই কামনা করি)
শুভকামনা এবং সুস্থতা কামনা করছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
সোনাগাজী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
প্রবাসে থাকার ফলে, কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব কম; ইহা আমার বিপক্ষে কাজ করছে।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কখন ব্যান হন এবং কখন ব্যান মুক্ত হন সেটা বুঝা খুবই কষ্ট সাধ্য। এযাবৎ আপনি কতবার ব্যান হয়েছেন তা’ কি আপনার মনে আছে? আমার মনে হয় সামুর সবচেয়ে বেশী ব্যান হওয়া ব্লগার আপনি। অমুক-তমুককে নিয়ে খোঁচা-খুঁচিতে ব্যস্ত হলে আশা করা যায় আপনি অচিরেই আবার ব্যান হবেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ সঠিক কথা না'বলাতে অভ্যস্ত, সেটা আমার জন্য সমস্যা হয়ে গেছে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
হাবিব ইমরান বলেছেন:
শুভকামনা। আশাকরি ভালো আছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো আছি; আপনার জন্য শুভকামনা রলো।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আশা করি, আপনি অন্যায় দেখলে আপনার খোলা তলোয়ারের মতো ধারওয়ালা পোষ্ট ও মন্তব্য বজায় রাখবেন। মাঝে মাঝে এগুলোর দরকার লাগে।
কারো কাছে মাথা নত করবেন না, প্লিজ।
ভেজা ভাজা, তেনা তেনা হওয়াটা আপনার জন্যে নয়।
১ম পৃষ্ঠা ও মন্তব্য করতে পারার লোভ যেন আপনার দৃঢ় চরিত্রকে যেন নষ্ট না করে এই দোয়া করি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ব্যান মুক্তি উপলক্ষে আপনাকে অভিনন্দন।
সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা গল্পে ঝান্ডুদাকে দেখে যেমন বুঝার উপায় ছিলনা যে, তিনি বিদেশ যাচছেন নাকি বিদেশ থেকে ফেরত আসছেন (কারন - তাহার যাতায়াত তথা আসা যাওয়া ছিল খুবই ঘন ঘন) ঠিক তেমনি আপনার ব্যান কিংবা সেমিব্যান ও সেইরকম মনে লয় আমার নিকট। এবার আপনার চাওয়াকে সম্মান করে সামু টিম আপনাকে মুক্ত করেছে, আশা করি এবার তাদের দেয়া সম্মানের কথা মাথায় রেখে সামুর নিয়ম-নীতি ও শিষ্ঠাচারের সাথে সামুতে দিন বেশী বেশী সময় দিবেন।
আপনার চাওয়া, "'' ব্লগে আমার কমেন্ট ক্ষমতা থাকলে ভালো হয়'' - সোনাগাজী ( ।" নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম।
চোখ বুলিয়ে নেবার অনুরোধ ড়ইলো - Click This Link
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
মানুষ পরিবেশের সৃষ্টি।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: অন্যের লেখায় আকাইম্যা মন্তব্যের জন্য আবারো ব্যান করার জন্য সামুর মডারেটরদের কাছে আবেদন জানিয়ে গেলাম! (মানুষ এত লজ্জাহীন হয় কি করে, সেটা আপনাকে না দেখলে বুঝতাম না, আর লজ্জাহীন হাসিনা আপনার আম্মা সেটা বুঝি!)
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৩
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা হচ্ছে জয় ও পুতুলের মা।
আপনি ফাউল কথা বলেন সব সময়; কারণ, আপনি আরবে চাকুরী করাতে আপনার মাথায় বেদুইনী বুদ্ধিমত্তা ভর করেছে।
বাংগালীরা আরব গিয়ে মুজুরের চাকুরী করে, দেশে ফিরে, শেখদের পোশাক পরে মসজিদে যায়।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২২
শাহ আজিজ বলেছেন: আশা করি আপনাকে আর ভুঘতে হবে না ।
হ্যাপি ব্লগিং
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৫
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, চেষ্টা করবো।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
নতুন বলেছেন: আপনি ব্যান হন নিজের ইচ্ছায়।
আপনি জানেন ব্যক্তি আক্রমন করলে আপনাকে ব্যান করা হবে।
আপনি ব্যক্তি আক্রমন থেকে বিরত থাকেন না। অর্থাত আপনি ব্যান হবার রিক্সটা জেনে শুনেই নিচ্ছেন।
আপনি চাইলেই ঝামেলা ছাড়া থাকতে পারেন।
কিন্তু আপনি ইচ্ছা করেই ব্যান হন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১১
সোনাগাজী বলেছেন:
আসলে, আমেরিকাতে মানুষকে সঠিক কথা বলতে হয়; বাংলাদেশে মানুষ যেভাবে কথা বলেন, এভাবে এখানে কথা বললে অসত হিসেবে বিবেচিত হয়।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২
ঊণকৌটী বলেছেন: প্রথমেই আন্তরিক অভিনন্দন, ফিরে এসেছেন,খুবই ভালো লাগলো | যেমনটা আছেন, তেমনি থাকবেন, অন্যথায় পাঁনশে হয়ে যাবেন |
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৯
সোনাগাজী বলেছেন:
সামু ছোট, কিন্তু এখানে সব দেশের বাংগালীরা আছেন; ফলে, কনফ্লিক্ট থাকবেই। পশ্চিম বিশ্বে বাসকরা বাংগগালীদের মাঝে, বৃটেন, কানাডা ও অষ্ট্রেলিয়ার বাংগালীরা দেশের ভালো-খারাপ বুঝে না; কারণ, ওরা ওখানকার সংস্কৃতির থেকে কিছু শেখে না।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০
কামাল১৮ বলেছেন: সামু পুরাই ঘরোয়া হয়ে গেছে।এবার আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু পোষ্ট দেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
সোনাগাজী বলেছেন:
প্রশ্নফাঁসদের জন্য পাকিস্তানের গল্প করার দরকার; আমি ওদের নিয়ে ভালো কিছু জানি না; ক্রিকেট খেলাও দেখি না।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
মামুন ইসলাম বলেছেন: অভিনন্দন। এবার থেকে একটু খোঁচাখুঁচি কম করার চেষ্টা করেন ব্যান জিনিসটা আমার অপছন্দের। কিন্তু কি করার ব্লগ টিমের এই সকল ব্যান সিষ্টেম নিয়মনিতি বের হয়ে আসা উচিৎ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
আমকি যদি কামারুজ্জমান, সোনাবীজ, নিলল আকাশ, ঢাবিয়ান, মেঠোপথ, জটিল ভাই, শেরজা, পদাতিক চৌ:'এর মতো মন্তব্য করতাম, লোকজন সামুতে আসতো না।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি প্রতিবার ব্যান থেকে মুক্তির পর, সামুটিমকে এবং মডারেটর কে ধন্যবাদ দেন।এটা আপনার অনেক বড় একটা গুন। অন্য কেউ হলে মন্দ কথা বলতো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৭
সোনাগাজী বলেছেন:
এটা উনাদের জন্য ব্যবসা, আমার জন্য ইহা ছোটখাট প্রীভিলিজ মাত্র।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৩
আহরণ বলেছেন: শুভ বুদ্ধির উদয় হয়েছে, finally. Welcome back...... @ দাদা।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৯
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: আমরা জানি ব্লগের প্রান চাদগাজী।
এটা মুছে ফেলা সহজ নয়।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৩
সোনাগাজী বলেছেন:
আমি দেশ থেকে দুরে আছি, দেশের মানুষের ভাবনাচিন্তাগুলোকে দেশের দুরাবস্হার সাথে মিলিয়ে দেখছি।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাকে অভিনন্দন। ভালো থাকবেন অবিরত।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার সোনাগাজী,
আমরা এই ধরনের ম্যাসেজ কমেন্টে দিতে চাই নি। আপনি সম্ভবত ইমেইল চেক করছেন না বিধায় আমাদেরকে এই পোস্টে আসতে হলো।
আপনার সকল ব্লগিং সুবিধা ফিরিয়ে দেয়া হয়েছে যাতে আপনার নিজের প্রকাশিত লেখাগুলোর মাঝ থেকে পছন্দের বা প্রয়োজনীয় সকল পোস্ট চাইলে সরিয়ে নিতে বা অন্যভাবে সংরক্ষণ করতে পারেন।
কারণ ব্লগ নীতিমালার কিছু নির্দিষ্ট ক্লজ যেমন অযৌক্তিক ব্যক্তি আক্রমন, স্থূল সমালোচনা, বিরোধিতার নামে ইচ্ছেকৃতভাবে কাউকে অপদস্থ করার চেষ্টা করার বিষয়ে ব্লগ-টিম নিশ্চিত হওয়া মাত্রই 'সোনাগাজী' নামক আইডিটিকে চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হবে।
আপনি আমার এই মন্তব্যটিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসাবে গ্রহণ করতে পারেন। আপনার পোস্ট সরিয়ে নিতে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
সোনাগাজী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: আসলে, আমেরিকাতে মানুষকে সঠিক কথা বলতে হয়; বাংলাদেশে মানুষ যেভাবে কথা বলেন, এভাবে এখানে কথা বললে অসত হিসেবে বিবেচিত হয়।
আমেরিকাতে এমন একটা আন্দোলনে পাকি ট্রেনিং নিয়েছে বলে দাবি করলে আপনাকে এফবিআই ডেকে নিয়ে জিঙ্গাসাবাদ করতো। কারন তারা দেখতো আপনার কাছে গোপন তথ্য আছে যেটা তাদের কাছে নাই।
আমি আপনাকে আমার ম্যাসাজটা বুঝাতে পারি নাই। আপনি ইচ্ছা করেই মানুষকে আক্রমন করে শব্দ বেছে নেন।
আপনি জানেন এটা করলে কি হবে তবুও সেটাই করেন। এই পোস্টেও আপনার কয়েকটা কমেন্ট ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে ।
আপনার বিশ্লেষন ভালো, ভাবনার ক্ষেত্র অন্যদের থেকে আলাদা। সেটা চালিয়ে যান ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ নীতিমালার কিছু নির্দিষ্ট ক্লজ যেমন অযৌক্তিক ব্যক্তি আক্রমন, স্থূল সমালোচনা,
বিরোধিতার নামে ইচ্ছেকৃতভাবে কাউকে অপদস্থ করার চেষ্টা করার বিষয়ে ব্লগ-টিম নিশ্চিত হওয়া
মাত্রই 'সোনাগাজী' নামক আইডিটিকে চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হবে।
........................................................................................................................
এই নোটিশের পর আপনি অবশ্যই সর্তক হবেন ।
অন্যর লেখায় মন্তব্য না করে ,
নিজ লেখা , পর্যালোচনা, ঘটনা প্রবাহ লিখুন যা
আমাদের সকলের কাজে আসবে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
সোনাগাজী বলেছেন:
আমি আছি, দেখা যাক।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
আঁধারের যুবরাজ বলেছেন: এটাই হবার ছিল ,যেহেতু আসল সমস্যা ছিল মন্তব্য করা নিয়ে। আশা করছি এবার দীর্ঘ সময় মুক্ত থাকবেন !